সূচনা :
ডিজিটাল্লী যেকোন কন্টেন্ট তৈরি করতে যদিও ইউনিকোড ফন্টস ব্যবহার করা বাধ্যতামূলক নয়। তবে কন্টেন্টসগুলো যদি বাংলায় লেখা হয় আর তা ইন্টারনেটে আপলোডের উদ্দেশ্যে তৈরি করা হয় কিংবা অন্য কোন পিসি বা ল্যাপটপে স্থানান্তরের উদ্দেশ্যে তৈরি করা হয় তাহলে বড় ধরণের কোন সমস্যা না হলেও উপরন্তু বাড়তি কিছু কিছু সুবিধাতো অবশ্যই আছে। যেমনঃ ফন্টসগুলো ভাঙবেনা বা এলোমেলো হবেনা। এছাড়াও ইন্টারনেট জগতে বাংলা লিখতে চাইলে অবশ্যই বাংলা ইউনিকোড ব্যবহার করতেই হবে। আর এজন্য সবচে’ বড় এবং সহজ সুবিধাটা পাওয়া যায় অভ্র সফ্টওয়্যারটি থেকে। তবে শুনেছি এটা নাকী মূলতঃ বিগেনারগণই বেশি ব্যবহার করেন। যারা একটু এ্যাডভান্সড লেভেলে আছেন বা বাংলা টাইপটা সুতন্নী ফন্টে তুলনামূলক একটু ভালো রপ্ত করেছেন তাদেরকে দেখা যায় বিজয় বা বিজয় ইউনিকোডটাই বেশি ব্যবহার করতে।
========================================.
অভ্র ব্যবহারকারীদের জন্য সংগৃহীত ও সংরক্ষিত।
ক্লিক করুন।
========================================
ইন্টারনেট ভূবণে প্রবেশ করে অনককেই দেখি তারা বাংলা লিখতে না পারার কারণে তারা তাদের মনের কোণে জমে থাকা প্রযুক্তি বিষয়ক চিন্তা-ভাবনা কিংবা নিজেদের জীবনের অনেক চিন্তাভাবনাগুলো অন্যদের কাছে প্রকাশ করতে পারেননা- দেখাতে পারেননা। এই লেখাটি তাদের জন্য, যারা বাংলা লিখতে পারেননা কিংবা বাংলা লিখতে পারলেও সেটা ইউনিকোডে লিখে কোনো ওয়েব সাইট ফেসবুক বা অনান্য যেকোন মাধ্যমগুলোতে প্রকাশ করতে পারেননা।
অভ্র দিয়ে বাংলা লেখার পদ্ধতি
অভ্র একটি মুক্ত সফটওয়্যার যা বিনামুল্যে পাওয়া যায় ও ব্যবহার করা যায়। তাছাড়া অভ্র দিয়ে আপনি আপনার পছন্দের কয়েকটি কিবোর্ড লে-আউট দিয়ে বাংলা লিখতে পারবেন। নতুন অভ্র ৫ -এ ইউনিকোড সহ আসিতেও বাংলা লেখা যায়।
অভ্র দিয়ে বাংলা লেখার জন্য প্রথমে আপনাকে এই লিংক থেকে অভ্র -এর নতুন সংস্করণটি ডাউনলোড করে নিন। কম্পিউটার এ ইনস্টল করুন। হয়তো আপনার কম্পিউটার টি একবার বন্ধ করে পূণরায় চালু করতে হতে পারে মানে রিস্টার্ট করতে হতে পারে।
অভ্র দিয়ে বাংলা লেখার জন্য বিভিন্ন স্টাইলের ফন্টস ডাউনলোড ও ইনস্টল করে নিতে পারেন এখান থেকে এখান থেকে
অভ্র সফটওয়্যারটি ইনস্টল করার পরে আপনার কম্পিউটার এর স্ক্রীণে নিচের ছবির মত করে অভ্র প্রদর্শিত হবে।
অভ্র বাংলা লেখার সফটওয়্যার অভ্রঃ
আপনি যখন অভ্র দিয়ে যেকোনো ওয়েব সাইট, ইমেইল সহ অনান্য সার্ভিস এ বাংলা লিখতে চাইবেন তখন আপনাকে অভ্র’র কিবোর্ড সুইচ “English” লেখা বাটনে ক্লিক করে বাংলা করতে হবে। তারপরে আপনি আনায়াসে ইউনিকোড আকারে বাংলা লিখতে পারবেন।
অভ্র কীবোর্ড লেআউট
অভ্র তে বেশ কয়েকটি বাংলা কিবোর্ড লে-আউট দে’য়া আছে। আপনি চাইলে সেগুলোও ব্যবহার করে লিখতে পারেন। তবে অভ্রর ফোনেটিক দিয়ে বাংলা লেখা খুবই সহজ ও দ্রুত লেখা ও শেখা যায়। তাই সবচাইতে ভালো হবে যদি আপনি প্রথম থেকেই অভ্রর ফোনেটিক দিয়ে বাংলা লেখেন। ফোনেটিক মানে আপনি বাংলায় যে কথাটি লিখে প্রকাশ করতে চান সেই কথাটির উচ্চারণ ইংরেজিতে বানান করে লিখা। যাকে আমরা অনেক সময় অনেকেই বাংলিশ বলে অভিহিত করে থাকি। যেমনঃ আমি যদি লিখে প্রকাশ করতে চাই- “ আমার সোনার বাংলা”। তাহলে অভ্র’র সাহায্যে ফোনেটিক আকারে আমাকে ইংরেজি অক্ষরে লিখতে হবে- “amar sOnar bangla”
উপরের 2 নং চিত্রে প্রদর্শিত তালিকায় বিদ্যমান কীবোর্ড লে-আউটগুলো পাবেন অভ্রতে বাংলা লেখার সুবিধার জন্য।
এই কীবোর্ড লে-আউটগুলো ছাড়াও অভ্রর জন্য আপনি নিজের পছন্দ মত করে কিবোর্ড লে-আউট তৈরি করে নিতে পারবেন। অভ্রতে কীবোর্ড লে-আউট তৈরির জন্য একটি টুলস ও দে’য়া আছে যা ব্যবহার করে খুব সহজেই ও দ্রুত আপনার পছন্দসই কীবোর্ড লে-আউট তৈরি করে নিতে পারবেন।
উপরের চিত্রের মতো করে অভ্রর কীবোর্ড এর জন্য নতুন কীবোর্ড লে-আউট তৈরি করতে পারবেন। সেই সাথে আপনার তৈরি লে-আউট অন্যদের সাথে শেয়ারও করতে পারবেন।
অভ্র দিয়ে বাংলা লেখার নিয়ম
অভ্র’র সহায়তায় ফোনেটিক মাধ্যমে বাংলা লেখা খুবই সহজ। যেমনঃ যদি আপনি লিখতে চান “আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি” তাহলে অভ্র কীবোর্ড দিয়ে আপনাকে ইংরেজি অক্ষরে টাইপ করতে হবে “amar sOnar bangla ami tOmay valObasi” তাহলে বুঝতেই পারছেন অভ্র দিয়ে বাংলা লেখা কত সহজ !!! এছাড়াও কোন অক্ষর বা শব্দের পুরোটা লিখতে যদি কোন সমস্যা হয় তাহলে অভ্র সাজেশন প্রিভিউ উইন্ডো তো আছেই। এখানে এভাবে যেকোনো শব্দ লেখার সাজেশনসগুলো দেখাবে।
শুধু তাই নয় অভ্রতে অনেক ইংলিশ ওয়ার্ড লিখলে তা সয়ংক্রিয়ভাবে বাংলা হয়ে যাবে যেমনঃ আপনি যদি ইংলিশ এ “Word” লেখেন তাহলে সেটা বাংলায় “ওয়ার্ড” হয়ে যাবে। একই ভাবে আপনি যদি “Facebook” লিখেন তাহলে সেটা বাংলায় “ফেসবুক” হয়ে যাবে। কী মজাদার না ? যুক্ত অক্ষর লেখার জন্য আপনাকে কোন কষ্ট করতে হবে না। যুক্ত অক্ষর লিখতে চাইলে যেভাবে ইংলিশ হরফে লিখেন ঠিক একই ভাবে লিখতে হবে। যেমনঃ যদি “শিক্ষক” লিখতে চান তাহলে “shikkhok” কিবোর্ড থেকে প্রেস করতে হবে, যদি “কষ্ট” লিখতে চান তাহলে “koSHTO” লিখলেই হয়ে যাবে।
অভ্র ফোনেটিক কিবোর্ড কী ম্যাপ
অভ্র’র যে একটা কী ম্যাপ অভ্র সফটওয়্যার -এর সাথেই আছে তা অনেকেই জানেননা; কারণ অভ্র তাদের কাছে এতই ভালো লেগে যায় ও এতো সহজ মনে হয় যে, তাদের কোন গাইড লাইনের প্রয়োজনই হয়না !!! এরপরও অনেকেরই হয়তো বুঝতে সমস্যা হয় যে, অভ্র দিয়ে কীভাবে লিখতে হয় ? কোন বাটনে এ চাপ দিলে কী অক্ষর স্ক্রীণে আসবে ? তাই এই ধরণের সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা অভ্রর কী ম্যাপখানা দেখে নিতে পারেন। তাছাড়াও প্রয়োজনী, গুরুত্বপূর্ণ ও তুলণামূলক একটু কঠিন শব্দগুলো আরোও সহজে লেখতে সাহায্য পেতে ক্লিক করে দেখতে পারেন এই লিংকে।
এই লিংক -এ দেখানো হয়েছে অভ্র ফোনেটিক কীবোর্ড লে-আউটে কোন অক্ষর লেখতে কোন কী চাপতে হবে।
অভ্র মাউসঃ অভ্র দিয়ে বাংলা লেখা আরোও সহজ
জ্বী, অভ্র দিয়ে বাংলা লেখার আরোও সহজ পদ্ধতি রয়েছে। কারণ অভ্রতে বাংলা লেখার জন্য রয়েছে “অভ্র মাউসঃ ক্লিক এণ্ড টাইপ!” সুবিধা, যা আপনার বাংলা লেখার সকল সমস্যার সমাধান করে দেবে। যদি আপনি কীবোর্ড -এর কী প্রেস না করে বাংলা লিখতে চান তাহলে আপনি অভ্রর এই ফিচারটি ব্যবহার করতে পারেন।
অভ্র মাউস দিয়ে কীবোর্ড ব্যবহার না করে কেবলমাত্র মাউস দিয়েই বাংলা লিখতে পারবেন। যে সুবিধাটি আপনার বাংলা লেখাকে আরোও সুবিধার করে দেবে।
এক কথায় অভ্র হচ্ছে বিনামূল্যে পাওয়া একটি অমূল্য সফটওয়্যার! অভ্র –ভাষা হোক উন্মুক্ত
বিজয় দিয়ে বাংলা ইউনিকোড আকারে বাংলা লেখার পদ্ধতিঃ
লেখার জন্য বিজয় একটি জনপ্রিয় বাংলা সফটওয়্যার। এই সফটওয়্যারটি প্রথম দিকে শুধুমাত্র আসকিতে লেখার জন্য তৈরি করা হলেও পরবর্তিতে এটি ইউনিকোড সাপোর্টটেড করা হয়েছে। যাতে করে বিজয় ব্যবহারকারীরা খুব সহজেই ইন্টারনেট -এ বাংলায় ই-মেইল, বাংলায় খবর প্রকাশনা সহ কম্পিউটার -এর অনান্য প্রয়োজনীয় কাজগুলো বাংলাতে ইউনিকোড আকারেই সেরে নে’য়া যায়। এই সফটওয়্যারটি অভ্র’র মত ফ্রী না। তবে এটা বেশি দাম দিয়েও কিনতে হয়না। অনেক সময় দেখা যেত বিজয় নামক কীবোর্ডটি টাকা দিয়ে কিনলে সফটওয়্যারটি সাথে ফ্রী দিত, তবে এখন দেয় কি না তার সর্বশেষ খবরটা জানিনা।
বিজয় দিয়ে বাংলা লেখার পদ্ধতি আমরা প্রায় সবাই জানি। তাই বিজয় দিয়ে বাংলা লেখার নতুন করে কোন পদ্ধতি দেখানোর প্রয়োজন মনে করছিনা। তবে কীভাবে ইউনিকোড আকারে লিখতে হয় তা দেখানো যেতে পারে।
বিজয় দিয়ে ইউনিকোড আকারে লিখতে চাইলে আপনাকে বিজয় ২০০৯ থেকে পরবর্তি সংস্করনের যেকোনো একটি ইনস্টল করে নিতে হবে। যেকোন সাইট, ই-মেইল অথবা কম্পিউটারের অনান্য কাজের জন্য ইউনিকোড আকারে লিখতে চাইলে কিবোর্ড থেকে Ctrl + Alt + V চাপ দিতে হবে। নতুন সংস্করনের জন্য ড্রপ-ডাউন মেন্যূ আছে সেগুলো থেকে বিজয় ইউনিকোড নির্বাচন করেও ইউনিকোড আকারে বাংলা লিখতে পারবেন।
বিজয় কিবোর্ড লেআউট
নতুন কোন কীবোর্ড কিনলেই কীবোর্ড -এর সাথেই বিজয়ের লে-আউট দে’য়াই থাকে। তবে যারা ল্যাপটপ বা এমন কোন ব্র্যান্ড -এর কীবোর্ড ব্যবহার করছেন তাদের কীবোর্ডটিতে বাংলা লেখার জন্য কোন অক্ষর প্রিন্ট করা না থাকলে নিচের চিত্রানুযায়ী লে-আউটটি ব্যবহার করতে পারেন।
আশা রাখি আপনারা এখন অভ্র বা বিজয় সফটওয়্যার ও কী ম্যাপ লে-আউট ব্যবহার করে ইউনিকোড আকারে আমাদের এই সাইট সহ অনলাইন জগতের সর্বত্রই নতুন নতুন শিক্ষনীয় সৃজনশীল বিষয়গুলো লিখে প্রকাশ করতে পারবেন। ধারণা করছি এখন থেকে আর বাংলা লেখা নিয়ে কোন প্রকার সমস্যার সম্মুখীন হবেননা।
বিজয় কীবোর্ড দিয়ে লেখার ধাপগুলো
আর আপনার পিসি, ল্যাপটপ, মোবাইল, সফটওয়্যার, হার্ডওয়্যার, অনলাইন সহ এ সংক্রান্ত যাবতীয় যেকোনো সমস্যা হলে আমাদেরকে জানাতে পারেন, যথাসম্ভব দ্রুত জবাব দেয়ার চেস্টা করব ইনশা আল্লাহ্।
হ্যাপ্পি ব্লগিং, হ্যাপ্পি কম্পিউটিং . . .
ভালো থাকুন সবাই
এই প্রত্যাশা সবার জন্য
সবসময়ের জন্য
সব অবস্থার জন্য . . .
________________________________________
শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.saifoddowla.com
________________________________________
আপনার ব্লগ দেখতে ক্লিক করুন এখানে
আপনার বয়স সংক্রান্ত প্রশ্নোত্তর পেতে ক্লিক করে সহযোগিতা নিন এখান থেকে
সকল সংবাদপত্রগুলির লিংক
====================================================================
প্রয়োজনীয়, জরুরি, গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ নম্বরের লিংক
====================================================================
শুধুমাত্র মহিলাদের জন্য, পুরষরা উঁকি দিতে চেষ্টা করবেন না . . . ২
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১
Leave A Comment