মনেকরুন,
আপনাকে কেউ একটা প্রস্তাব দিল, ৫ দিন ধরে আপনার গোটা বাড়িটা রঙ করে দিবে, বিনিময়ে নিবে মাত্র ১০০ টাকা।
কিংবা, আপনার ৫ বিঘা জমিতে হাল চাষ করে দিবে মাত্র ২০০ টাকা পারিশ্রমিক নিয়ে। দারুন প্রস্তাব; তাই না?
মহাখুশি হয়ে কাজটি করিয়ে নিবেন? তাই না? না-কি ভাববেন ডাল মে কুছ কালা হ্যায়?

৩ হাজার টাকায় আপনাকে এসি দিতে চাইলে মহাখুশি হয়ে বাসায় এনে লাগাবেন, অতঃপর দেখবেন এসির খোলসের ভিতর টেবিল ফ্যান লাগানো। তাইতো?

চটকদার মার্কেটিং -এ ব্যস্ত লক্ষাধিক ভূঁইফোড় ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম কিংবা ব্যক্তি থেকে প্রস্তাব এলো- ৩-৫ হাজার টাকায় আপনার প্রতিষ্ঠানের ওয়েব সাইট তৈরি করে দিবে। আহা, কী চমৎকার ! কী খুশি ! মহাখুশি ! তাইনা ?

জ্বী মহাশয়, আপনাদের কমন সেন্স -এ আসেনা যে, ডোমেইন ১৫০০ টাকা, একটা মাঝারি মানের হোস্টিং বছরে কমপক্ষে ৩/৪ হাজার টাকা, একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার -এর ৭ দিনের সম্মানী কত হতে পারে তা আইডিয়া করে নিতে পারেন; তাওতো হতে পারে কমপক্ষে ৮/১০ হাজার টাকা। এবার হিসেব করুনতো !
(এক্ষেত্রে ধারণা নিতে পারেন তাদের নিকট থেকে, যাদেরকে সম্পূর্ণ সরকারি খরচে; থাকা খাওয়া যাতায়াতের ব্যয়-ভার বহণ করে; দুই মেয়াদে প্রায় ৪০+৪০=৮০ দিন প্রশিক্ষণ দিয়ে ওয়েব ডেভেলপার সহ কম্পিউটা বিষয়ক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে কম্পিউটার স্পেশালিস্ট হিসেবে গড়ে তুলে দায়িত্ব দেওয়া হয়েছিলো a2i -এর ICT4E জেলা শিক্ষক এ্যাম্প্লিফায়ার হিসেবে। যোগাযোগ করতে পারেন তাদের সাথেও- যেসমস্ত শিক্ষক বিভিন্ন মেয়াদে বিভিন্ন দেশ থেকে কম্পিউটার বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিয়ে এসে স্পেশালিস্ট হয়ে ফিরে এসে শিক্ষকতা করছেন তাদের সাথেও।)

কমন সেন্স ব্যবহার করুন। যে ওয়েব সাইটটি কিছুদিন পর আপনার বা আপনার প্রতিষ্ঠানের আইডেন্টিটি হবে সেটিকে কোনমতে যেনতেনভাবে তৈরি করালে তার মান কোথায় থাকবে?

মনে করে দেখুন, ২০১৫ সালে সবাই স্বস্তার প্রতিযোগিতায় ৩/৪ হাজার টাকায় ওয়েব সাইটগুলো তৈরি করিয়ে নিয়েছিলেন। পরবর্তীতে ৯৫%-৯৮% ওয়েব সাইটই ২/৩ মাস পর গায়েব, ওয়েব ডেভেলপমেন্ট ফার্মগুলোও উধাও। নেই কাউরো টিকিটিরও খোঁজ।

নিজেরই এত কাছের অতীত থেকেও কি আপনারা শিক্ষা নেননি?

ধন্যবাদ।