অনেকেই আমাকে এই প্রশ্ন করেছেন ভিজিট ভিসায় কীভাবে আমেরিকা গিয়ে সেটেল হওয়া যাবে।
যেহেতু বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি ভিসা হয় আমেরিকার ভিজিট ভিসা। আমেরিকা প্রতিবছর আমাদের দেশ থেকে কমপক্ষে ২০-৩৫ হাজার ভিজিট ভিসা দিয়ে থাকে।
এই মাল্টিপল ভিজিট ভিসা পাঁচ বছরের জন্য প্রদান করে, অর্থাৎ আপনি পাঁচ বছর আমেরিকাতে যাওয়া আসা করতে পারবেন, কিন্তু একটানা ছয় মাসের বেশি থাকতে পারবেননা।
কিন্তু বেশ কিছু উপায় আছে যেগুলো অবলম্বন করলে, পার্মানেন্টলি আমেরিকাতে থাকতে পারবেন এবং গ্রীন কার্ড পাবেন।
বেশ কয়েকটি উপায়ে আমেরিকাতে গিয়ে সেটেল হওয়ার সুযোগ রয়েছে । আজকের এই লেখায় বেশ কয়েকটি উপায় আলোচনা করা হয়েছে।
১। আমেরিকাতে ভিজিট ভিসায় গিয়ে আপনি যদি একটি জব ম্যানেজ করতে পারেন তাহলে EB3 গ্রীন কার্ড ক্যাটাগরিতে আপনার স্ট্যাটাস চেঞ্জ করতে পারবেন। অনেক এজেন্সি আছে যারা জব ম্যানেজ করে দেয়।
EB3 এর আনস্কিলড ক্যাটাগরিতে যে কেউ আবেদন করতে পারে উদাহরণ স্বরূপ ওয়েটার, ফ্রুটপিকার, ডেলিভারি ম্যান, সেলসম্যান, রেস্টুরেন্টের কিচেন সহকারি, কেয়ার গিভার, বাগানের মালি এক কথায় যেকোন আনস্কিল জব।
তবে, আপনি যেহেতু টানা ছয় মাসে বেশি থাকতে পারবেননা, সেহেতু ছয় মাসের মধ্যে আপনি একটা জব ম্যানেজ করে আপনার লয়ারের সাথে কথাবার্তা বলে বাংলাদেশে চলে আসবেন।
আপনার lawyer আপনার জন্য Perm lebour certificate, I- 140 অ্যাপ্রুভ করে রাখবে এবং আপনার স্ট্যাটাস চেঞ্জ করবে।
যাইহোক, পরবর্তী পদক্ষেপ বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং EB3 হয়ে গেলে পরিবারসহ গ্রীন কার্ড নিয়ে চলে যেতে পারবেন। (EB3 নিয়ে বিস্তারিত বর্ণনা সহ প্রচুর ভিডিও পাবেন ইউটিউবে)
২। ভিজিট ভিসায় গিয়ে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্স -এ অথবা অন্য যেকোন বিষয়ে আপনার যোগ্যতা অনুযায়ী ভর্তি হতে পারেন এতে করে আপনি ভিজিট ভিসার ক্যাটাগরি F1 ক্যাটাগরিতে পরিবর্তিত হবে এবং আপনি আমেরিকাতে থাকতে পারবেন।
৩। আপনার যদি বাংলাদেশে থাকা নিরাপত্তা জনিত কারণে কঠিন হয় তাহলে, আমেরিকাতে ভিজিট ভিসায় গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারেন, আপনি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করলেই বৈধভাবে আমেরিকাতে থাকতে পারবেন এবং কাজ করতে পারবেন।
যেকেউ এই আবেদন করতে পারে এবং সহজ প্রসেস।
আপনার পিটিশন সঠিক কিনা সেটা রায় আসতে ৭ থেকে ১০ বছর সময় লাগবে। ১০ বছর পরে আপনি যদি প্রমাণ করতে পারেন আপনি সঠিক ছিলেন তখন আপনাকে তারা পার্মানেন্টলি থাকার পারমিশন দেবে, আপনার পিটিশন ক্যানসেল হলে বাংলাদেশে ব্যাক করতে হবে।
৪। আমেরিকার নাগরিক এমন কোন নারী/পুরুষকে বিয়ে করতে পারেন।
আরো অসংখ্য উপায় রয়েছে যেখানে বৈধভাবে থাকার সুবিধা পাওয়া যাবে। আমেরিকাতে গিয়ে নরমালি কেউ ফেরত আসেনা।
মাত্র ১৮৫ ডলার/২২ হাজার টাকা এম্বাসি ফি দিয়ে কীভাবে আমেরিকার ভিজিট ভিসা করবেন এই বিষয়ে ষ্টেপ বাই স্টেপ বিস্তারিত বর্ণনা দিয়ে প্রচুর ভিডিও আছে ইউটিউবে। যেখানে অনেকেই সরাসরি অ্যাপ্লিকেশন করে দেখিয়েছেন।
Leave A Comment