General Knowledge

 



১. বিলোরুবিন কোথায় তৈরি হয়?
উ. যকৃৎ।

২. মানুষের দুধ দাঁত কয়টি থাকে?
উ. ২০টি।

৩. ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম কী?
উ. ডলি।

৪. রক্তে যে উপাদানটি বেশি থাকা ভালো-
উ. হিমোগ্লোবিন।

৫. কোন সাবেক প্রধানমন্ত্রী রাসায়নিক গবেষণাগারে কাজ করতেন?
উ. মার্গারেট থেচার।

৬. টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বয়সে কে সেঞ্চুরি করেন?
উ. মোহাম্মদ আশরাফুল (বাংলাদেশ)।

৭. চাঁদে মানুষ প্রথম কোন মহাশূন্যযানে যায়?
উ. অ্যাপোলো ১১

৮. একবিংশ শতাব্দীর সূর্য প্রথম কোন দেশে ওঠে?
উ. ফিজি।

৯. কোন বাল্য অন্ধ ফরাসি পরে অন্ধদের পাঠের জন্য লিখন রীতি ও মুদ্রণ পদ্ধতি আবিষ্কার করেন?
উ. লুই ব্রেইল।

১০. বিগবেন কী?
উ. একটি ঘড়ি

১১. আটলান্টিক মহাসাগরের কোন দ্বীপে নেপোলিয়ানকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল?
উ. সেন্ট হেলেনা।

১২. দেশের নামের সাথে ‘সিটি’ যোগ করলে যে তিনটি দেশের রাজধানীর নাম হয়?
উ. ভ্যাটিক্যান, সিঙ্গাপুর, পানামা

১৩. বাংলাদেশে কয়টি আন্তর্জাতিক বিমানবন্দর আছে?
উ. ৩টি।

১৪. বাংলাদেশে প্রথম আদমশুমারি কোন বছরে হয়েছিল?
উ. ১৯৭৪ সালে।

১৫. কুমিল্লার ‘বার্ড’-এর প্রতিষ্ঠাতা কে?
উ. আখতার হামিদ খান।

১৬. জাতীয় কন্যাশিশু দিবস বাংলাদেশে কবে পালন করা হয়?
উ. ৩০ সেপ্টেম্বর।

১৭. ঢাকা শহরের কোন এলাকায় বেনারশি শাড়ি তৈরি হয়?
উ. মিরপুর।

১৮. পঁচাব্দি গাজী কেন বিখ্যাত?
উ. শিকারি।

১৯. বাঙালিদের মধ্যে কে প্রথম ইংলিশ চ্যানেল সাঁতার কেটে অতিক্রম করেন?
উ. ব্রজেন দাস।

২০. ‘মাটির ময়না’ ছবির নির্মাতা কে?
উ. তারেক মাসুদ।

২১. ‘সাঁঝের মায়া’ কার লেখা?
উ. সুফিয়া কামাল।

২২. ‘নকশী কাঁথার মাঠ’-এর লেখক কে?
উ. জসীমউদদীন।

২৩. ‘সংশপ্তক’ কার রচনা?
উ. শহীদুল্লাহ কায়সার।

২৪. ‘মানচিত্র’ নাটক কে রচনা করেন?
উ. আনিস চৌধুরী।

২৫. রবীন্দ্রনাথ ঠাকুরের ‘গীতাঞ্জলি’-এর ইংরেজি অনুবাদ কে করেন?
উ. W. B. Yeats

২৬. মুনীর চৌধুরীর ‘মুখরা রমণী বশীকরণ’ কার লেখার অনুবাদ?
উ. William Shakespeare

২৭. ‘নন্দিনী’ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন লেখার প্রধান চরিত্র?
উ. রক্তকরবী।

২৮. বিজ্ঞান বিষয়ের প্রবন্ধ এবং শিশু সাহিত্যের সাথে যে নামটি জড়িত?
উ. আবদুল্লাহ আল মুতি শরফুদ্দিন।

২৯. ‘নামাজ’ শব্দটি যে ভাষা থেকে আগত?
উ. ফারসি।

৩০. রিকশা শব্দটি যে ভাষা থেকে আগত?
উ. জাপানি।

৩১. যে ভাষা পরিবর্তনশীল?
উ. চলতি।

৩২. বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে?
উ. ১৫৩টি।

৩৩. ইউরোপের দীর্ঘতম নদীর নাম কী?
উ. ভলগা।

৩৪. পৃথিবীর দীর্ঘতম নদী কোনটি?
উ. নীল নদ।

৩৫. সানফ্রানসিসকো সেতু কোথায় অবস্থিত?
উ. ক্যালিফোর্নিয়া।

৩৬. সুয়েজ খাল সংযোগ করেছে-
উ. ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে।

৩৭. ইমরুল কায়েস কোন ভাষার শ্রেষ্ঠ কবি?
উ. আরবি।

৩৮. ‘থাইল্যান্ড’ শব্দের অর্থ কী?
উ. মুক্তভূমি।

৩৯. ‘ওয়েস্ট ইন্ডিজ’ নামকরণ করেন কে?
উ. ক্রিস্টোফার কলম্বাস।

৪০. ‘অস্ট্রেলিয়া’ শব্দের অর্থ কী?
উ. এশিয়ার দক্ষিণাঞ্চল।

৪১. আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন?
উ. গ্রিস।

৪২. রবীন্দ্রনাথ কত সালে নোবেল পুরস্কার পান?
উ. ১৯১৩ সালে।

৪৩. শারীরবিদ্যার জনক কে?
উ. হিপোক্র্যাটস।

৪৪. OPEC-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উ. ভিয়েনায়।

৪৫. আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয়?
উ. ৫ জুন।

৪৬. বিশ্বখ্যাত দৌড়বিদ কার্ল লুইস কোন দেশের নাগরিক?
উ. যুক্তরাষ্ট্র।

৪৭. CNG-এর অর্থ কী?
উ. কমপ্রেসড ন্যাচারাল গ্যাস।

৪৮. আর্য জাতি কোন দেশ থেকে এসেছিল?
উ. ইরান।

৪৯. মধ্যযুগে কোন বিদেশী পরিব্রাজক প্রথম ‘বাঙ্গালা’ শব্দ ব্যবহার করেন?
উ. ইবনে বতুতা।

৫০. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের জন্য প্রথম এসেছিলেন-
উ. পর্তুগিজরা।

৫১. বখতিয়ার খলজি বাংলা জয় করেন কত সালে?
উ. ১২০৪ সালে

৫২. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে তারকা চিহ্ন রয়েছে কতটি?
উ. ৪টি

৫৩. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট অবসি’ত কোথায়?
উ. ফরিদপুর

৫৪. বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কত তারিখে?
উ. ১ নভেম্বর ২০০৭ সালে

৫৫. উপমহাদেশের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?
উ. স্যার এ এফ রহমান

৫৬. সার্কভুক্ত কোন দেশের দূতাবাস বাংলাদেশে নেই?
উ. মালদ্বীপ

৫৭. কোন বাংলাদেশী উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক?
উ. মারমা, সাঁওতাল

৫৮. ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি কী ছিল?
উ. বাংলা হবে অন্যতম রাষ্ট্রভাষা

৫৯. ‘অপরাজেয় বাংলা’ কবে উন্মোচন করা হয়?
উ. ১৬ ডিসেম্বর ১৯৭৯ সালে

৬০. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
উ. রাজশাহী

৬১. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উ. হামিদুর রহমান

৬২. ঢাকায় বাংলার রাজধানী স্থাপনের সময় মোগল সুবেদার কে ছিলেন?
উ. ইসলাম খান

৬৩. বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন?
উ. সম্রাট আকবর

৬৪. বাংলাদেশ কোন সনে CTBT অনুমোদন করে?
উ. ২০০০ সালে

৬৫. বাংলাদেশের একমাত্র কিশোরী সংশোধন প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
উ. কোনাবাড়ি

৬৬. ক্রিকেটে বাংলাদেশ কোন সালে টেস্ট মর্যাদা লাভ করে?
উ. ২০০০ সালে

৬৭. কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ রাজস্ব আয় হয়?
উ. মূল্য সংযোজন কর (VAT)

৬৮. বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর কোনটি?
উ. বরেন্দ্র গবেষণা জাদুঘর

৬৯. বাংলাদেশর বৃহত্তম স্থলবন্দর কোনটি?
উ. বেনাপোল

৭০. বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা কে করেন?
উ. ইখতিয়ারউদ্দীন মোহাম্মদ বখতিয়ার খলজী

৭১. বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন?
উ. নওয়াব আবদুল লতিফ

৭২. বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন?
উ. ফজলুর রহমান খান

৭৩. বাংলাদেশ সিভিল সার্ভিসের (BCS) ক্যাডার কয়টি?
উ. ২৮টি

৭৪. কুমিল্লার বার্ড (BARD)-এর প্রতিষ্ঠাতা কে?
উ. আখতার হামিদ খান

৭৫. কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে?
উ. ইরাক

৭৬. সতীদাহ প্রথা কবে রহিত করা হয়?
উ. ১৮২৯ সালে

৭৭. দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
উ. লালমনিরহাট

৭৮. বাংলাদেশের সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কী ছিল?
উ. ৯৩ হাজার যুদ্ধবন্দির বিচার অনুষ্ঠান

৭৯. ঢাকা কখন সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছিল?
উ. ১৬১০ সালে

৮০. বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়?
উ. ১৯৫৭ সালে

৮১. বর্তমানে বাংলাদেশ গড়পড়তা মাথাপিছু আয় কত ডলার?
উ. ৭৫০ মার্কিন ডলার

৮২. বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে পুনঃপ্রবর্তিত হয়?
উ. দ্বাদশ

৮৩. বাংলাদেশের প্রথম ‘ইপিজেড’ কোথায় স্থাপিত হয়?
উ. চট্টগ্রামে

৮৪. ‘দ্য লিবারেশন অব বাংলাদেশ’ গ্রন্থের রচয়িতা কে?
উ. মেজর জেনারেল সুখওয়াস্ত সিং

৮৫. স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশ কতগুলো সেক্টরে বিভক্ত ছিল?
উ. ১১টি

৮৬. যুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত?
উ. সেগুনবাগিচা

৮৭. যুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টরের অধীনে ছিল?
উ. দুই নম্বর সেক্টর

৮৮. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম কী?
উ. বাংলাবান্ধা

৮৯. বাংলাদেশে প্রথম চায়ের চাষ আরম্ভ হয় কোথায়?
উ. সিলেটের মালনীছড়ায়

৯০. বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা প্রথম এসেছিল?
উ. পর্তুগিজরা

৯১. লালবাগের কেল্লা স্থাপন করেন কে?
উ. শায়েস্তা খান

৯২. তেঁতুলিয়া কোন জেলায় অবস্থিত?
উ. পঞ্চগড়

৯৩. সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?
উ. নারিকেল জিঞ্জিরা

৯৪. ‘ছিয়াত্তরের মন্বন্তর’ নামে ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে?
উ. বাংলা ১১৭৬ সালে

৯৫. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কী ছিল?
উ. সিপাহী

৯৬. আওয়ামী লীগের ছয় দফা কোন সালে পেশ করা হয়েছিল?
উ. ১৯৬৬ সালে

৯৭. বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উ. বুড়িগঙ্গা

৯৮. ‘আমার সোনার বাংলা’ প্রথম প্রকাশিত হয় কত সালে?
উ. ১৯০৫ সালে

৯৯. বঙ্গবঙ্গ কার্যকর হয় কত তারিখে?
উ. ১৬ অক্টোবর ১৯০৫ সালে

১০০. জাতীয় পতাকা সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে উত্তোলন করা হয় কত তারিখে?
উ. ২৩ মার্চ ১৯৭১

১০১. সংবিধানের কোন অনুচ্ছেদে ‘রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার লাভ করিবেন’ বলা আছে?
উ. ২৮ (২) নং অনুচ্ছেদে

AliDropship is the best solution for drop shipping________________________________________

শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.compuartsdigital.com
________________________________________


====================================================================
সকল সংবাদপত্রগুলির লিংক
====================================================================
প্রয়োজনীয়, জরুরি, গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ নম্বরের লিংক
====================================================================
শুধুমাত্র মহিলাদের জন্য, পুরষরা উঁকি দিতে চেষ্টা করবেন না . . . ২
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১