সাধারণ জ্ঞানঃ
GN
১। পৃথিবীর আয়তন কত?
উঃ প্রায় ৫১,০১,০০,৫০০ ঘন কি.মি. ।
 
২। পৃথিবীর পরিধি কত?
উঃ প্রায় ৪০,২৩৪ কি.মি. ।
 
৩। পৃথিবীর ব্যাস কত?
উঃ প্রায় ১২,৭৬৫ কি.মি. ।
 
৪। পৃথিবীর ব্যাসার্ধ কত?
উঃ প্রায় ৬,৪৩৬ কি.মি. ।
 
৫। পৃথিবীর স্থলভাগের আয়তন কত?
উঃ ১৪,৮৯,৫০,৩২০ বর্গ কি.মি. ।
 
৬। পৃথিবীর জলভাগের আয়তন কত?
উঃ ৩৬,১১,৪৮,২০০ বর্গ কি.মি. ।
 
৭। সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর কত সময় লাগে?
উঃ ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড ।
 
৮। পৃথিবীর নিজ অক্ষের উপর একবার আবর্তন করতে কত সময় লাগে?
উঃ ২৩ ঘণ্টা ৫৬ মিনিট ।
 
৯। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত?
উঃ ১৪,৯৫,০০,০০০ কি.মি. ।
 
১০। পৃথিবী থেকে চাঁদের গড় দূরত্ব কত?
উঃ ৩,৮৪,৪০০ কি.মি. ।
 
১১। পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে?
উঃ ৭ টি ।
 
১২। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি?
উঃ এশিয়া ।
 
১৩। পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ কোনটি?
উঃ ওশেনিয়া ।
 
১৪। আয়তনে পৃথিবীর বড় দেশ কোনটি?
উঃ রাশিয়া ।
 
১৫। আয়তনে পৃথিবীর ছোট দেশ কোনটি?
উঃ ভ্যাটিকান ।
 
১৬। জনসংখ্যায় পৃথিবীর বড় দেশ কোনটি?
উঃ চীন ।
 
১৭। জনসংখ্যায় পৃথিবীর ছোট দেশ কোনটি?
উঃ ভ্যাটিকান ।
 
১৮। পৃথিবীতে মোট রাষ্ট্র সংখ্যা কত?
উঃ ২৩৩ টি ।
 
১৯। পৃথিবীতে সার্বভৌম রাষ্ট্রের সংখ্যা কত?
উঃ ২০৩ টি ।
 
২০। পৃথিবীতে স্বাধীন রাষ্ট্রের সংখ্যা কত?
উঃ ১৯৫ টি ।
 
২১। পৃথিবীতে গণতান্ত্রিক দেশ কতটি?
উঃ ১২২ টি ।
 
২২। পৃথিবীর সবচেয়ে সরু রাষ্ট্র কোনটি?
উঃ চিলি ।
 
২৩। পৃথিবীর খণ্ডিত রাষ্ট্রগুলো কি কি?
উঃ জাপান, ইন্দোনেশিয়া ।
 
২৪। বিশ্বের সর্বাধিক দ্বীপ রাষ্ট্র কোনটি?
উঃ ইন্দোনেশিয়া ।
 
২৫। বিশ্বের অধিক সীমান্তবর্তী দেশ কোনটি?
উঃ চীন ।(১৪টি দেশের সাথে)
 
২৬। পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
উঃ চাঁদ ।
 
২৭। পৃথিবীতে কতটি মহাসাগর রয়েছে?
উঃ ৫ টি ।
 
২৮। পৃথিবীর বৃহত্তম মহাসাগর কোনটি?
উঃ প্রশান্ত মহাসাগর ।
 
২৯। পৃথিবীর ক্ষুদ্রতম মহাসাগর কোনটি?
উঃ আর্কটিক বা উত্তর মহাসাগর ।
 
✬ উদ্ভিদ বিদ্যা – থিওফ্রাস্টাস
✬ বিবর্তন জীববিদ্যা – চার্লস ডারউইন
✬ জীবের নামকরণ বিদ্যা – ক্যারোলাস লিনিয়াস
✬ বংশগতি বিদ্যা – গ্রেগর জোহান মেন্ডেল
✬ রক্ত সংবহনবিদ্যা – উইলিয়াম হার্ডে
✬ আধুনিক কোষতত্ত্ব – সোয়ান ও হাইডেন
✬ রোগ জীবাণু তত্ত্ব – লুই পাস্তুর
✬ বাস্তু সংস্থান – উইজেন উডাম .
 
📌 চিকিৎসা বিজ্ঞান
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ চিকিৎসা বিদ্যা ও ওষুদ – হিপক্রেটাস
✬ আধুনিক ওষুদ – ইবনে সিনা
✬ অ্যানাটমি – হেরোফিলাস
✬ আধুনিক সার্জারি – জাই ডি চাওলিয়েক
✬ প্লাস্টিক সার্জারি – সাসরুটা
✬ অস্থি সার্জারি – লরেন্স বলভেন
✬ হোমিও শাস্র – ডঃ স্যামুয়েল হ্যানিমেন .
 
📌 ভূগোল ও ইতিহাস
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ ভূগোল – ইরাটস স্থনিস
✬ খনিজ বিদ্যা – জর্জ এগ্রিকোলা
✬ আধুনিক ভূবিদ্যা – জেমস হ্যাটন
✬ আধুনিক জ্যোতির্বিদ্যা – গ্যালেলিও গ্যালিলি
✬ ইতিহাস – হেরোডেটাস
✬ আধুনিক ইতিহাস – থুকি ডাইসিস
✬ ইসলামের ইতিহাস – আল–মাসুদি .
 
📌 অর্থনীতি ও ব্যবস্থাপনা
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ অর্থনীতি – এডাম স্মিথ
✬ আধুনিক অর্থনীতি – পল স্যামুয়েলসন
✬ ইউরো মুদ্রা – রবার্ট মেন্ডেল
✬ ব্যবস্থাপনা – পিটার ড্রকার
✬ আধুনিক ব্যবস্থাপনা – লিলিয়ান মোলার গিলবাথ .
 
📌 রাষ্ট্রবিজ্ঞান
▔▔▔▔▔▔▔▔▔▔
✬ রাষ্ট্রবিজ্ঞান – এরিস্টটল
✬ আধুনিক রাষ্ট্রবিজ্ঞান – নিকোলো ম্যাকেয়াভেলি
✬ গণতন্ত্র – এরিস্টটল ✬ আধুনিক গণতন্ত্র – জন লক
✬ আমলাতন্ত্র – মাক্স বেবার
✬ আধুনিক জার্মান – প্রিন্স অটভান বিসমার্ক
✬ বিশ্ব গ্রাম ধারণা – মার্শাল ম্যাকলুহান
✬ ব্যক্তি ধারনা- জন স্টুয়াট মিল .
 
📌 ধর্ম ও তত্ত্ব
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ মুসলিম জাতি – ইব্রাহীম (আঃ)
✬ ফিকাহ সাস্র – ইমাম আবু হানিফা
✬ বৌদ্ধ ধর্ম – গৌতম বুদ্ধ
✬ ইহুদি ধর্ম – মর্স
✬ ফ্যাসিজম – মুসলিনি
✬ কম্যুনিজম – কার্ল মার্ক্স
✬ অস্তিত্ববাদ – সরেন কিয়ারকগার্ড
✬ দ্বি–জাতি তত্ত্ব – মোহাম্মাদ আলী জিন্নাহ .
 
📌 জ্ঞানবিজ্ঞানের অন্যান্য শাখা
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ ক্রিকেট – ডব্লিও জি গ্রেস
✬ ফুটবল – এবনেজার মরলে
✬ বিজ্ঞান – থ্যালিস
✬ আধুনিক বিজ্ঞান – রজারবেকন
✬ মৃত্তিকা বিজ্ঞান – জ্যাসিলি ডকুচেব
✬ কৃষি বিজ্ঞান – জোন্সেটাল
✬ মৎস্য বিজ্ঞান – পেটার আর্টেডি
✬ সুপ্রজনন বিজ্ঞান – গ্রেগর মেনডেল
✬ গ্যাস বিজ্ঞান – সেসিবিয়াস
✬ আলোকচিত্র বিদ্যা – লুইস ডাগুইরে
✬ প্রত্নবিদ্যা – থমাস জেফারসন
✬ স্থাপত্য বিদ্যা – জন ভন নিউম্যান
✬ আধুনিক শিক্ষাব্যবস্থা – লর্ড মেকেলে
✬ সমাজ বিজ্ঞান – অগাস্ট ক্যোঁৎ
✬ সমাজ কর্ম – জন এডামস
 
(যে কোন পরীক্ষায় ৫-১০ টা থাকবে)
. 📌 বাংলা উপন্যাস
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ বাংলা উপন্যাস – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
✬ বাংলা সনেট – মাইকেল মধূ সূদন দত্ত
✬ আধুনিক বাংলা নাটক – মাইকেল মধূ সূদন দত্ত
✬ বাংলা গদ্য সাহিত্য – ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
✬ বাংলা ছোট গল্প – রবীন্দ্রনাথ ঠাকুর
✬ গদ্য ছন্দ – রবীন্দ্রনাথ ঠাকুর
✬ মুক্ত ছন্দ – কাজী নজরুল ইসলাম
✬ আধুনিক বাংলা কবিতা – জীবনান্দ দাশ
✬ চলিত রীতিতে গদ্যের জনক – প্রমথ চৌধুরী .
 
📌 ইংরেজি সাহিত্য
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ ইংরেজি উপন্যাস – হেনরি ফিল্ডিং
✬ ইংরেজি প্রবন্ধ ও গদ্য – ফ্রান্সিস বেকন
✬ ইংরেজি রূপকথা – হ্যান্স ক্রিস্টিয়ান অ্যান্ডারসন
✬ ইংরেজি ট্রাজেডি – ক্রিস্টোফার মারলো
✬ ইংরেজি সনেট – স্যার থমাস ওয়াট
✬ আধুনিক ইংরেজি কবিতা – জিওফ্রে চসার
✬ আধুনিক ইংরেজি সাহিত্য – জর্জ বার্নাডশ .
 
📌 বিশ্ব সাহিত্য সংস্কৃত
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ সনেট – পেত্রাক
✬ সায়েন্স ফিকশন – মেরি শ্যালি
✬ যাত্রা – ক্লাওডিও মন্টে ভারডি
✬ রুশ সাহিত্য – ম্যক্সিম গোরকি
✬ চলচিত্র – এডওয়ার্ড মিউব্রিজ ।
✬ বাংলাদেশ চলচিত্র – আব্দুল জব্বার খান
✬ আধুনিক নৃত্য – ইসাডেরা
✬ পশ্চিমা সঙ্গীত – জোহান সেবাস্তেন বস
✬ উপমহাদেশে সুরসঙ্গীত – ওস্তাদ আলাউদ্দিন খান
✬ রেনেসীয় চিত্রকলা – জিওট্টো
✬ আধুনিক কার্টুন – উইলিয়াম হোগারথ
✬ আধুনিক সার্কাস – ফিলিপ অ্যাস্টলে .
 
📌 গণিত
▔▔▔▔▔
✬ সংখ্যাতত্ত্ব – পিথাগোরাস
✬ গণনা – চার্লস ব্যাবেজ
✬ জ্যামিতি – ইউক্লিড
✬ বীজ গণিত ও অ্যালগারিদম –আল-খাওয়ারিজম
✬ ক্যালকুলাস – ভাসকরা
✬ ত্রিকোণমিতি – হিপ্পার চাস
✬ স্থিতিবিদ্যা – আর্কিমিডিস
✬ গতিবিদ্যা – গ্যালিলিও .
 
📌 পদার্থ বিদ্যা
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ পদার্থ বিদ্যা – আইজ্যাক নিউটন
✬ আধুনিক পদার্থ বিদ্যা – আলবার্ট আইনিস্টাইন
✬ পারমানবিক পদার্থ বিদ্যা – আরনেস্ট রাদারফোর্ড
✬ আলোক বিদ্যা – জগদীশ চন্দ্র বসু
✬ তেজস্ক্রিয়তা – হেনরি বেরকল
✬ পারমানবিক বোমা – যে রবার্ট ওপেনহাইমার
✬ হাইড্রোজেন বোমা – এডওয়ার্ড টেলার
✬ কোয়ান্টাম তত্ত্ব – ম্যাক্স প্ল্যাঙ্ক
✬ আপেক্ষিক তত্ত্ব – আলবার্ট আইনিস্টাইন
✬ টেলিফোন – আলেকজান্ডার গ্রাহাম
✬ বাষ্প ইঞ্জিন – থমাস নিউকোমেন
✬ মোটর গাড়ি – কার্ল বেঞ্জ
✬ আধুনিক টায়ার – জন বয়রড ডানলফ
✬ রেডিও – লি ডি ফরেস্ট
✬ আধুনিক টেলিভিশন – অ্যালেন বি ডুমেন্ট
✬ সেমি কন্ডাক্টর – জ্যাক কিলবি
✬ আধুনিক যোগাযোগ প্রযুক্তি – সাইরাস ফিল্ড .
 
📌 কম্পিউটার বিজ্ঞান
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ কম্পিউটার – চার্লস ব্যাবেজ
✬ আধুনিক কম্পিউটার বিজ্ঞান – এলান ম্যাথাসন ডুরিং
✬ পার্সোনাল কম্পিউটার – আনড্রে থাই টুরং
✬ WWW (World Web Wide) – টিম বারনাস লি
✬ ই–মেইল – রে টমলিনসন
✬ ইন্টারনেট – ভিন্টন জি কারফ
✬ ইন্টারনেট সার্চ ইঞ্জিন – এলান এমটাজ
✬ ভিডিও গেমস – নোলেন বুশনেল
✬ অ্যানিমেশন – ওয়াল্ট জিডনি
✬ ভিজুয়েল বেসিক – এলান কুপার
✬ জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ – জেমস গসলিং
✬ উইকিপিডিয়া – জিমি ওয়েলস .
 
📌 রসায়ন বিদ্যা
▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔▔
✬ রসায়ন বিদ্যা – জাবের ইবনে হাইয়ান
✬ আধুনিক রসায়ন বিদ্যা – অ্যান্টনি লরেন্ট ল্যাভসেসিয়ে
✬ জৈব রসায়ন – ফ্রেডারিক উইলার
✬ পরমাণুবাদ – ডেমোক্রিটাস
✬ পর্যায় সারণি – দিমিত্রি মেন্ডেলিপ
 
১. জ্ঞান অর্জনের আগে মহাবীরের নাম কী ছিল ?
উত্তর: বর্ধমান
 
২. পুরাণে কোন রাজবংশ কে অন্ধ্রভৃত্য বলা হয়েছে ?
উত্তর: সাতবাহন
 
৩. বৈদিক যুগে সাধারণ মানুষের প্রতিনিধিমূলক প্রতিষ্ঠান ছিল কোনটি ?
উত্তর: সমিতি
 
৪. সিন্ধু সভ্যতা পূর্বে কোন স্থান পর্যন্ত বিস্তৃত ছিল ?
উত্তর: আলমগীর পুর
 
৫. পঞ্চশীল কোন ধর্মের একটি মত ?
উত্তর: বৌদ্ধ
 
৬. শেষ জৈন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল ?
উত্তর: বল্লভি
 
৭. কোন জাতির রাজারা ক্ষত্রপ নামে পরিচিত ছিলেন ?
উত্তর: শক
 
৮. পতঞ্জলি কার সমসাময়িক ছিলেন ?
উত্তর: পুষ্যমিত্র
 
৯. হর্ষবর্ধন রাজা হয়ে কি উপাধি গ্রহণ করেন ?
উত্তর: শিলাদিত্য
 
১০. সৌরসেন মহাজনপদটির রাজধানী কোথায় অবস্থিত ছিল ?
উত্তর: (A) মথুরা
 
১. কুনিক উপাধি কে নিয়েছিলেন?
উঃ অজাতশত্রু
 
২. শকাপব্দ শুরু হয় কবে থেকে ?
উঃ ৭৮ খ্রিস্টাব্দ থেকে
 
৩. গান্দার শিল্প কোন যুগে বিকশিত হয়?
উঃ কুষাণ ।
 
৪. শশাঙ্কের রাজধানী কোথায় ছিল?
উঃ কর্ণসুবর্ণে
 
৫. জনপদীয় যুগে এলাহাবাদ কি নাম পরিচিত ছিল?
উঃ বংস
 
৬. জনপদের যুগে দিল্লির কি নাম ছিল?
উঃ কুরু
 
৭, পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতায় শেষ পর্যন্ত কোন জনপদ শ্রেষ্টত্ব অর্জন করে?
উঃ মগধ
 
৮. মহাপনন্দকে কে “উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট” বলেছেন?
উঃ আর. কে. মুখার্জী
 
৯. কার শাসনকালে সুদর্শন হ্রদ খনন করা হয়?
উঃ চন্দ্রগুপ্ত মৌর্য
 
১০. সুদর্শন হ্রদ খনন সংক্রান্ত তথ্য কোন লিপিতে পাওয়া যায়?
উঃ জুনাগড় লিপি ।
 
১১. প্রাচীন ভারতের ম্যাকিয়াভেলি কাকে বলা হয়?
উঃ চাণক্য বা কৌটিল্য
 
১২. রাজ বর্ধনকে হত্যা করেন কে ?
উঃ শশাঙ্ক
 
১৩. শশাঙ্কের মৃত্যুর পর বাংলার অরাজক অবস্থাকে কি বলা হয়?
উঃ মাৎস্যন্যায়
 
১৪. হর্ষবর্ধন কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন?
উঃ ৬০৬ খ্রিস্টাব্দে ( ১৬ বছর বয়সে)
 
১৫, হর্ষবর্ধনের রাজধানী ছিল কোথায় ?
উঃ কনৌজ
 
১৬. শিলাদিত্য কার উপাধি ?
উঃ হর্ষবর্ধন
 
৭. হর্ষবর্ধন দক্ষিণ ভারতের কার কাছে পরাজিত হন?
উঃ দ্বিতীয় পুলকেশী
 
১৮. হিউয়েন সাং কার আমলে ভারতে আসেন?
উঃ হর্ষবর্ধন ।
Free Study material – টেলিগ্রামে সার্চ করো ( Boi Pen)
 
১৯, হর্ষচরিতের রচয়িতা কে?
উঃ হর্ষবর্ধনের সভাকবি বাণভট্ট
 
২০, বৌদ্ধদের কাছে কোন রাজা “পরিব্রাজকদের রাজা বলে গণ্য হতেন?
উঃ হর্ষবর্ধন
 
১. চিনচোলি বন্যজীবন অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক
 
২. উদন্তি–সীতানদী ব্যঘ্র সংরক্ষণাগার কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ ছত্তিসগড়
 
৩. চাবাহার বন্দরটি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ইরান
 
৪. রানী–কি–ভাভ (কুইনস স্টেপওয়েল) ইউনেস্কোর সাইটটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ গুজরাট
 
৫. ওখলা পাখি অভয়ারণ্যটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরপ্রদেশ
 
৬. একানা আন্তর্জাতিক স্টেডিয়ামটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরপ্রদেশ
 
৭. রিহান্দ বাঁধটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরপ্রদেশ
 
৮. ওনম উৎসব কোন রাজ্যে উদযাপিত হয়?
উত্তরঃ কেরাল
 
৯. কানওয়ার ঝিল নামে পরিচিত কাবার্তাল ওয়েটল্যান্ডকে রামসার সাইট হিসাবে ঘোষণা করা হল। এটি কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ বিহার
 
১০. কোন পুরষ্কার সৌরশক্তি ক্ষেত্রে কাজের জন্য বিজ্ঞানী এবং প্রকৌশলীদের অসামান্য অবদানকে স্বীকৃতি দেয়?
উত্তরঃ কল্পনা চাওলা পুরষ্কার

________________________________________


আপনার ব্লগ দেখতে ক্লিক করুন এখানে

আপনার বয়স সংক্রান্ত প্রশ্নোত্তর পেতে ক্লিক করে সহযোগিতা নিন এখান থেকে


====================================================================
সকল সংবাদপত্রগুলির লিংক
====================================================================
প্রয়োজনীয়, জরুরি, গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ নম্বরের লিংক
====================================================================
শুধুমাত্র মহিলাদের জন্য, পুরষরা উঁকি দিতে চেষ্টা করবেন না . . . ২
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১