FAQ Page

FAQ Page2017-10-26T09:55:16+06:00
আমরা কেন এই ইলেক্ট্রোনিক নামটি ব্যবহার করব ?2017-10-26T09:56:15+06:00

domain11বর্তমান সময়ে মানুষ যেকোন প্রয়োজনে যেকোন প্রতিষ্ঠানকে খোঁজার সহজ উপায় হিসাবে অনলাইনকে ব্যবহার করে থাকে, আবার একটি প্রতিষ্ঠানের অনলাইন নাম থাকার মানে হলো সারা বিশ্বের যেকেউ যেকোন স্থান থেকে উক্ত প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করতে পারে বা তার অবস্থান সর্ম্পকে জানতে পারে।

ডোমেইন নেইম কী ?2017-10-26T09:56:15+06:00

সাধারণভাবে ডোমেইন হলো ইলেক্ট্রোনিক নাম যার দ্বারা অনলাইনে আপনাকে বা আপনার প্রতিষ্ঠানকে পরিচয় করানো হয়।

যেমন ধরুনঃ prothom-alo.com এটি একটি স্বনামধন্য জাতীয় পত্রিকা, তারা তাদের

ইলেক্ট্রোনিক নাম দিয়েছে prothom-alo.com, আমরা সবাই প্রতিদিন গুগল গুগল করি সেটিও একটি প্রতিষ্ঠান।

ওয়েব সাইটটা আবার কী ?2017-10-26T09:56:15+06:00

web12ধরুন একটি বই এর নাম আছে সেটি অবশ্যই একটি কাভার পেজএ লেখা থাকে ? ঠিক এই রকম আপনার প্রতিষ্ঠানের কাভার পেজ সহ বিস্তারিত বইটি হলো ওয়েব সাইট। যেখান থেকে আপনার বা আপনার প্রতিষ্ঠানের সকল তথ্য পাওয়া যাবে। এখন এই বইটি পাবলিস করলেই সকলের দরজায় পৌঁছে যাবে।

শুধু কি এই নাম হলেই সবাই আমার প্রতিষ্ঠানকে চিনতে পারবে ?2017-10-26T09:56:15+06:00

Web11না শুধু এই ইলেক্ট্রোনিক নাম থাকলেই আপনাকে বা আপনার প্রতিষ্ঠান সম্পর্কে সবাই জানতে পারবে না।

এর জন্য প্রয়োজন ওয়েব সাইট তৈরি করার।

এসব কাজ কি আমি নিজে একা করতে পারব ?2017-10-26T09:56:15+06:00

web15যদিও একা এ সকল কাজ প্রায়শঃই সম্ভবপর হয়ে উঠেনা, তারপরও আপনি চাইলে তা একাও করতে পারেন। আপনি যদি আপনার প্রতিষ্ঠানের জন্য করতে চান তবে প্রফেশনাল্লী যারা করে থাকেন, তাদের কাছ থেকে সহযোগীতা নিয়ে করাটাই উত্তম হবে।

কীভাবে আপনার ওয়েব সাইটকে পাবলিস করবেন ?2017-10-26T09:56:15+06:00

Web14এর জন্য আপনার প্রয়োজন হবে ওয়েব সার্ভারে কিছু পরিমাণ স্থান, যেখানে আপনার প্রতিষ্ঠানের ওয়েব সাইটের তথ্যসমূহ

সংরক্ষণ করে তা প্রয়োজন অনুযায়ী প্রয়োজনীয় সময়ে সকলের সামনে উন্মুক্ত করে দেওয়ার ব্যবস্থা করে দে’য়া। এবার পুরো পৃথিবীর মানুষ চাইলেই আপনার বা আপনার প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পারবে কিংবা আপনার সংরক্ষিত তথ্যসমূহ গ্রহণ করতে পারবে।

খরচ কেমন হতে পারে ?2017-10-26T09:56:15+06:00

newখরচ বলতে আপনি আপনার ওয়েব সাইটের তথ্যাবলী মজুদ করতে কী পরিমাণ বা কতটুকু হোস্টিং স্পেস নিবেন এটির উপর নির্ভর করে।

তবে ক্ষেত্র বিশেষে আনুমানিক ১০০০ টাকার মধ্যেও অনেক আইটি বা সফ্টওয়্যার তৈরির প্রতিষ্ঠান এই সকল ওয়েব সাইট তৈরি করে দিয়ে থাকেন।

কারা এসকল কাজ করে থাকে ?2017-10-26T09:56:15+06:00

offerগোটা বিশ্বের মতো বাংলাদেশেও অনেক আইটি প্রতিষ্ঠান রয়েছে যারা ওয়েব সাইট তৈরি করে থাকে এবং সেই সাথে তারাই আবার ডোমেইন, হোস্টিং সেবাও দিয়ে থাকে।

This Is A Custom Widget

This Sliding Bar can be switched on or off in theme options, and can take any widget you throw at it or even fill it with your custom HTML Code. Its perfect for grabbing the attention of your viewers. Choose between 1, 2, 3 or 4 columns, set the background color, widget divider color, activate transparency, a top border or fully disable it on desktop and mobile.

This Is A Custom Widget

This Sliding Bar can be switched on or off in theme options, and can take any widget you throw at it or even fill it with your custom HTML Code. Its perfect for grabbing the attention of your viewers. Choose between 1, 2, 3 or 4 columns, set the background color, widget divider color, activate transparency, a top border or fully disable it on desktop and mobile.
Go to Top