আস্ক (ASK) -এর ভোগান্তিতে যারা পড়েছেন কেবল তারাই বলতে পারবেন এর যন্ত্রণাটা কাকে বলে আর তা কত প্রকার, কী কী !!! সম্মানীত শিক্ষক এবং শিক্ষকদের মধ্যে তাঁরা, যারা এ বিষয়ে নতুন, আস্ক (ASK) –এর ঝামেলায় পড়েননি খুঁজে পাওয়া ভার।

Youtube থেকে কোন ভিডিও কেউ ডাউনলোড করতে চাইলে তাকে প্রথমে Youtube -এর কাঙ্খিত সেই ভিডিওটি ওপেন করে নিতে হবে। অতঃপর ভিডিওটি চলন্তাবস্থায় url –এ www. –এর অব্যবহিত পরই ss বসিয়ে কীবোর্ডে এন্টার চাপলে অন্য একটি সাইট ওপেন হয়। সেখানে প্রত্যাশিত ফরমেট / সাইজ সিলেক্ট করে কাঙ্খিত ভিডিওটির ডাউনলোড বাটনে ক্লিক করে অতি সহজেই ডাউনলোড করে নে’য়া যায়।

অবশ্য Youtube ছাড়া ব্যক্তিগত সাইট, ফেসবুক, গুগল প্লাস সহ বিভিন্ন সাইট থেকে ss দিয়ে ডাউনলোড করা যায় কি না তা আপনারাই ভালো জানেন।

একদম শুরু থেকে যাঁরা শুরু করেন তাঁদের কথাও বিবেচনা করে প্রশিক্ষণ ম্যান্যূয়ালটিতে Youtube থেকে কোন ভিডিও ডাউনলোড করার টিপসটি অত্যন্ত সহজ সাবলীল আর কার্যকরভাবে বর্ণনা করা আছে। তাই নতুন কেউ ইউটিউব থেকে কোন ভিডিও ডাউনলোড করার পদ্ধতি জানতে চাইলে, প্রশিক্ষণ ম্যান্যূয়ালটিই অনুসরণ করার পরামর্শ দেই- দিতাম এবং সে অনুযায়ীই ধারণা দিতে চেষ্টা করতাম- করি। আর তাই এই টিপসটির ব্যবহার আমাদের মধ্যে ব্যপক প্রচলিত ও জনপ্রিয়।

বিষয়টি এপর্যন্ত থাকলে মন্দ হতোনা। গোল বেধে যায় তখনই, যখন আমরা নতুনরা এটি ব্যবহার করতে যাই। আমাদের এটি ব্যবহার করতে অসাবধানতা বশতঃ বিভিন্ন কারণে মুখোমুখী হতে হয় নানা বিড়ম্বনার।

হরেকরকম রঙচঙ্গা বিজ্ঞাপনের ভীড়ে এখানে সঠিক ডাউনলোড বাটন কোনটি তা যেমন ঠাওর করা দুষ্কর, তেমনি বাটনটি তুলনামূলক ছোট এবং অনাকর্ষণীয়। অন্যদিকে বিজ্ঞাপনে প্রদর্শিত ডাউনলোড বাটনটি চিত্তাকর্ষণীয় এবং আকারে বেশ বড়- সবার আগে, সহজেই চোখে পড়ার মতো। তাই আমরা নতুনরা মনের অজান্তেই ভুল করে ডাউনলোড লেখা বিজ্ঞাপনটিতে ক্লিক করে বসি। আর তখনই ঘটে যায় সাড়ে সর্বনাশটা – শুরু হয়ে যায় বিপত্তি আর যন্ত্রণার যাত্রাপালা . . .। আর ক্লিক করা মানেই- ক্লিক করার সাথে সাথেই আমি অনুমতি দিয়ে দিলাম- যাও, এবার আমার পিসিতে ইচ্ছেমতো বিচরণ কর।

আপনার- আমার কম্পিউটারে আস্ক (ASK) নামের বেয়াদবটার যাত্রার শুরু কিন্তু অন্যান্য সোর্সের মতো 70-80% এখান থেকেও !!! অবশ্য সম্মানীত শিক্ষকদের মধ্যে আমাদের অনেকেরই আরোও এমন একটি কমন কাজ করতে গিয়ে মনের অজান্তেই শুরুতেই আস্ক (ASK) –কে ইনস্টল করে ফেলি। আর সেটি- সময়টি হচ্ছে তখন- যখন আমরা A Tube Catcher ইনস্টল করি।

A Tube Catcher নিয়ে বলার আশা রাখি পরের লেখাটিতে।

পরের অংশে লিখতে চেষ্টা করব-
ব্যক্তিগত সাইট সহ পৃথিবীর বিভিন্ন যেকোন সাইট থেকে বিশেষ করে Facebook, Google Pluse, Youtube থেকে ss ছাড়া কীভাবে ভিডিও সহ অন্যান্য যেকোন এলিমেন্টস ডাউনলোড করা যায় তা নিয়ে এবং কীভাবে আপনার পুরো কম্পিউটার থেকে আস্ক (ASK) রিমুভ করবেন চিরতরে।