ব্যবহারের শর্তাবলী
স্বেচ্ছাসেবী শিক্ষামূলক শিখন শিক্ষণ সংক্রান্ত এই ব্লগ সাইট কম্পিউআর্টস ডিজিটাল -এ আপনাকে স্বাগতম।
কম্পিউআর্টস ডিজিটাল সাইট -এ আপনাকে স্বাগতম।
কম্পিউআর্টস ডিজিটাল সাইট -এ আপনি নিবন্ধন করেছেন, কোন লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করেছেন মানে ধরেই নেওয়া হচ্ছে আপনি এই সাইটের -এর ‘‘শর্ত / শর্তাবলীসমূহ’’ অবহিত হয়েই তাতে সম্মতি জ্ঞাপন করেছেন। তাই আপনাকে অনুরোধ করা যাচ্ছে,এই সাইট -এ আপনি নিবন্ধন, কোন লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করার পূর্বে অবশ্যই শর্ত / শর্তাবলীসমূহ দেখে নিন। অন্যথায়,এই সাইট -এর শর্ত / শর্তাবলী অনুযায়ী এই সাইট তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অধিকার সংরক্ষণ করে।
এই সাইট -এ আপনি নিবন্ধন, কোন লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করার পূর্বে নিম্নলিখিত শর্তাবলী সমূহ দেখে নিন। প্রকাশিত কোন লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করার আইনগত বা অন্য কোন দায়দায়িত্ব এই সাইট কর্তৃপক্ষের উপর বর্তায়না। নিবন্ধন, কোন লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করার শর্ত / শর্তাবলীসমূহ-
• এই সাইট -এ প্রকাশিত সকল লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ প্রযুক্তি বিষয়ক হতে হবে এমন কোন কথা নেই। নৈতিক, সৃজনশীল, তথ্যবহুল ও মানসম্মত যেকোন লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশে এই ব্লগ সাইট -এ প্রাধান্য পাবে।
• এই সাইটটি যেহেতু মূলতঃ বাংলা ভাষাভাষীদের জন্য সেহেতু সকল লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশের মূল ভাষা বাংলা হওয়াই বাঞ্ছনীয়। তবে ইংরেজি ভাষাতেও লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করা যাবে।
• ইংরেজি-বাংলা মিশ্রণ করে, ইংরেজি হরফ দিয়ে বাংলা উচ্চারণে লিখে, অথবা বাংলা ভাষার অহেতুক বিকৃত করে কিংবা আঞ্চলিক ভাষায় কোন লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করা যাবে না।
• টেকনিক্যাল টার্মগুলোর অহেতুক বাংলা প্রতিশব্দ ব্যবহার থেকে বিরত থাকুন। টেকনিক্যাল টার্মগুলো লেখার ক্ষেত্রে সেগুলো ইংরেজি হরফে অথবা বহুল প্রচলিত হলে বাংলাতে উচ্চারণ লিখুন। কোন টার্মের বহুল ব্যবহৃত পরিভাষা থাকলে সেটি ব্যবহার করুন।
• বিভিন্ন সফটওয়্যারের ক্র্যাক, সিরিয়াল, কী-জেন ইত্যাদি পোস্টে সরাসরি প্রকাশ বা আপলোড করা যাবে না। লিংক দেওয়া যাবে। প্রয়োজনে অন্য কোথাও টেক্সট ফাইল হিসেবে আপলোড করে লিংক দেওয়া যাবে। ক্র্যাক, সিরিয়াল, কী-জেন ইত্যাদি বিষয়গুলো প্রকাশ করতে এই সাইট নিরুৎসাহিত করে; বরং ওপেনসোর্স ও ফ্রিওয়্যারকে স্বাগত জানায়।
• হ্যাকিং, ক্র্যাকিং, ফিসিং, সাইবার ক্রাইম ইত্যাদি বিষয় নিয়ে যেকোন লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অবশ্যই প্রকাশ করা যাবে; যেমন- হ্যাকিং-ক্র্যাকিং টেকনিক, নিউজ, হ্যাকারদের খবর ইত্যাদি। কিন্তু তা কোন সাইট, সার্ভিস, ব্যক্তি বা গোষ্টিকে কেন্দ্র করে নয়।
• বিভিন্ন সংবাদপত্র, সংবাদ মাধ্যম, কমিউনিটি ব্লগ, উইকি থেকে খবর, সংবাদ, তথ্য বা অন্য কোন লেখা প্রকাশ করা হলে লেখা, মন্তব্য কিংবা কোন ছবির স্থায়িত্ব বা স্থগিতের অধিকার এই সাইট সংরক্ষণ করে। এই সাইট -এর বিবেচনায় খবর, সংবাদ, তথ্য বা অন্য সকল লেখা, মন্তব্য কিংবা কোন ছবি স্থায়ী যোগ্য হলে তা স্থায়ী হবে, অন্যথায় স্থগিত করা হবে।
• অন্য কোন ব্লগ সাইট থেকে বা অন্য ব্লগারের বা অন্য কোন উৎস থেকে কোন লেখা হুবহু কপি পেস্ট করে নিজের নামে চালিয়ে দে’য়া যাবে না।
• নিজের লেখা নয় এরকম, অন্যের মানসম্মত লেখা হুবহু কপি পেস্ট করে পোস্ট করা যাবে তবে তা অবশ্যই এই ব্লগ সাইট -এর শর্তাবলী অনুযায়ী এবং তা উক্ত সংবাদ, তথ্য, লেখা, মন্তব্য কিংবা কোন ছবির স্বত্বাধীকারীর / লেখকের প্রকৃত নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) উল্লেখ করতে হবে।
• পূর্বে প্রকাশিত নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগের লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবির স্বত্বাধীকারীর / লেখকের প্রকৃত নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) ব্যতিরেকে লেখক নিজে হুবহু প্রকাশ করতে পারবেন। এক্ষেত্রে পূর্বে প্রকাশিত সূত্রের (লিংক) উল্লেখ করা না করা লেখকের ইচ্ছাধীন। তবে একাধিক ব্লগ সাইটে বা অন্য কোন একাধিক কম্যুনিটি ব্লগিং প্লাটফর্মে পূর্বে প্রকাশিত হয়ে থাকলে প্রকৃত লেখকের নাম ও পূর্বে প্রকাশিত সূত্র (লিংক) দিতে হবে।
• নিজের লেখা বা নিজের ব্যক্তিগত ব্লগের লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি এই ব্লগ সাইট -এ প্রকাশ করতে এই ব্লগ সাইট -এর বিশেষ কোন শর্ত বা বাধ্যবাধকতা নেই। তবে সেটা অবশ্যই নিজের লেখা হতে হবে। ব্লগিং কমিউনিটির ক্ষেত্রে যে সমস্যাটা হয় তা হল ব্লগার বা ভিজিটরগণ এক লেখা বিভিন্ন সাইটে দেখলে তা তাদের মনে কিছুটা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। তাই নিজের ব্যক্তিগত ব্লগের লেখা অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা যদি এই সাইট -এ প্রকাশ করেন তবে অবশ্যই ‘‘পূর্বে আমার ব্লগে / এই ব্লগে প্রকাশিত’’ লিখে তাতে লিংক সংযুক্ত করে দিতে হবে।
• লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবির আংশিক প্রকাশ করে বাকি অংশ পড়তে নিজের ব্লগ বা অন্য কারো ব্লগ এর লিংক দেয়া যাবে না। সম্পূর্ণ লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করে প্রয়োজনে লেখক ও লেখার সূত্র উল্লেখ করে প্রকাশ করা যাবে।
• লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করে ডাউনলোড করার জন্য নিজের ব্লগ সাইটে বা অন্য কোন ব্লগ সাইটের ঠিকানা দেওয়া যাবে না। ডাউনলোডের জন্য প্রয়োজনীয় লিংক প্রকাশিত সংশ্লিষ্ট লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা ছবিতেই থাকতে হবে।
• কোন রকমের এ্যাডসেন্স বা এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক এবং এফিলিয়েট লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) দিয়ে লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করা যাবে না।
• লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবিতে এমন কোন লিংক, সাইট ও ব্লগের ঠিকানা ও লিংক ব্যবহার করা যাবে না যাতে এফিলিয়েট জাতীয় এ্যাড ও লিংক বা এফিলিয়েট ফাইল হোস্টের লিংক অবস্থান করে।
• রেভিনিউ, পয়েন্ট বাড়ানোর উদ্দেশ্যে লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবিতে কোন প্রকার এফিলিয়েট ফাইল হোস্টের লিংক, এফিলিয়েট ফাইল হোস্টের লিংক দিয়ে করা সর্টলিংক (Short Link) ব্যবহার করা যাবে না। এধরণের অন্যান্য এফিলিয়েট ফাইল হোস্ট ব্যবহার করা যাবে না। সফটওয়্যার, গেমস বা অন্য যে কোন কিছু রিভিউ এর ক্ষেত্রে এর মূল প্রোডাক্ট পেইজের লিংক দিন। আর তা সম্ভব না হলে নন-এফিলিয়েট ফাইল হোস্টিং ব্যবহার করুন।
• অনলাইন আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে পোস্ট করার ক্ষেত্রে পোস্ট অবশ্যই দিকনির্দেশনা ও প্রণোদনামূলক হতে হবে। রেফারেল সংগ্রহ, নিজস্ব দল গঠন অথবা কাজ করানোর উদ্দেশ্যে অনলাইন কোন প্রকার আয় ও ফ্রিল্যান্সিং নিয়ে লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করা যাবেনা।
• চাকুরির বিজ্ঞপ্তি, লোক নিয়োগ, অনলাইন আয়ের জন্য লোক নিয়োগ ইত্যাদি চেয়ে কোন প্রকার লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করা যাবেনা।
• জনস্বার্থে নয় শুধুমাত্র ব্যবসায়িক উদ্দেশ্যে এমন কোন বিজ্ঞাপনমূলক লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করা যাবেনা। প্রতিষ্ঠানের বা পণ্যের উদ্দেশ্য এবং কার্যক্রমের সঠিক ও পূর্ণ বিবরণ দিয়ে পোস্ট করা যাবে এবং তা অবশ্যই জনস্বার্থে হতে হবে।
• প্রচারণার ও প্রমোশনের উদ্দেশ্যে বাণিজ্যিক প্রতিষ্ঠান, বাণিজ্যিক সংঘ দ্বারা আয়োজিত বিভিন্ন সেমিনার, প্রতিযোগিতা, আলোচনাসভার আয়োজনের ও অংশগ্রহণের লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করা যাবেনা। শুধুমাত্র বিশ্বস্ত মুক্ত কমিউনিটি, সংঘ, অবাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিশ্বস্ত গ্লোবাল প্রতিষ্ঠান ও কমিউনিটি দ্বারা আয়োজিত বিভিন্ন আয়োজনের লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করা যাবে।
• ডলার কেনা অথবা বেচা উভয়ের লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশকারীকে এবং ডলার কেনা বেচা নিয়ে লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবিতে কোন প্রকার যোগাযোগের ঠিকানা দিলে সেই লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশকারীকেও কোন রকম কারণ দর্শানো ব্যতিরেকেই স্থায়ীভাবে ব্লক করা হবে।
• পণ্য বা সেবা ক্রয়ের জন্য লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবিতে সরাসরি পণ্য ও সেবার মূল্য উল্লেখ করা, যোগাযোগের ঠিকানা দেওয়া, ফোন নম্বর উল্লেখ করা যাবে না।
• প্রচারণার উদ্দেশ্যে একই সাইট বিভিন্ন ভাবে ফিচার করা যাবে না। এ ধরনের আচরণ থেকে সর্বদা বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।
• অনৈতিক, অশ্লীল, কপিরাইট আইন ভঙ্গ করে এমন কোনো লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করা যাবে না।
• ধর্ম, ধর্মগ্রন্থের বাণী ও সামাজিক প্রক্ষাপটকে আঘাত করে এমন কোন বিষয় নিয়ে লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি প্রকাশ করা যাবে না।
• অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দবন্ধ বা বাক্য লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবিতে ব্যবহার করা যাবে না। এক বা একাধিক শর্তাবলী লঙ্ঘনের জন্য এই সাইট কর্তৃপক্ষ যেকোন সময় কোন প্রকার আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যেকোন সদস্যের লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি অথবা অন্য কোথাও পূর্বে প্রকাশিত লেখা, সংবাদ, তথ্য, মন্তব্য কিংবা কোন ছবি স্থায়ী বা অস্থায়ীভাবে অপসারণ / মুছে ফেলা বা সম্পাদনার এবং সদস্যকে সাময়িক বা স্থায়ীভাবে বরখাস্ত করার ক্ষমতা সংরক্ষণ করে।
মন্তব্য করার শর্তাবলী-
• কাউকে বকাবকি-গালিগালাজ করা যাবে না।
• কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা যাবে না।
• অশ্লীল, কুরুচিপূর্ণ, অপমানজনক, উস্কানিমূলক বা আপত্তিকর, অশালীন ইঙ্গিতপূর্ণ কোনো শব্দ, শব্দগুচ্ছ বা বাক্য ব্যবহার করা যাবে না।
• মন্তব্যে সরাসরি অথবা ইমেইল ঠিকানা উল্লেখ করে ক্র্যাক, সিরিয়াল, কীজেন ইত্যাদির জন্য অনুরোধ করা যাবে না।
• মন্তব্যে সরাসরি ক্র্যাক, সিরিয়াল, কী-জেন ইত্যাদির লিংক, টেক্স, ফাইল ইত্যাদি প্রকাশ করা যাবে না।
• প্রচারণার উদ্দেশ্যে মন্তব্যে কোন সাইট বা সার্ভিসের লিংক প্রকাশ করা যাবে না।
• মন্তব্যের আইনগত বা অন্য কোনো দায়দায়িত্ব এই সাইট কর্তৃপক্ষ বহন করেনা। এক বা একাধিক শর্ত / শর্তাবলী ভঙ্গের জন্য এই ব্লগ সাইট কর্তৃপক্ষ যেকোন সময় কোন আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যেকোন সদস্যের বা ভিজিটরের মন্তব্য স্থায়ী বা অস্থায়ীভাবে অপসারণ / মুছে ফেলা বা সম্পাদনার ক্ষমতা সংরক্ষণ করে।
ইউজার আইডি ও নাম সংক্রান্ত শর্তাবলী-
• ইউজার আইডি ও নাম হিসেবে এমন কোন নাম বা ছদ্মনাম ব্যবহার করা যাবে না যা অন্য সদস্যের নামকে হেয় করে।
• বিশিষ্ট রাজনৈতিক, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ অনুসারে শ্রদ্ধেয়, সম্মানিত কোন ব্যক্তি, ব্যক্তিবর্গ, গোষ্ঠিকে ব্যঙ্গ করে কোন ইউজার আইডি কিংবা নাম তৈরি ও ব্যবহার করা যাবে না।
• সামাজিকভাবে কোন প্রচলিত নামকে হেয় করে কিংবা সামাজিক-সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি থেকে অশালীন মনে হয় এমন কোন ইউজার আইডি ও নাম ব্যবহার করা যাবে না। এক বা একাধিক শর্তাবলী লঙ্ঘনের জন্য এই সাইট কর্তৃপক্ষ যেকোন সময় কোন আগাম বিজ্ঞপ্তি দিয়ে বা না দিয়ে যেকোন সদস্যের ইউজার আইডি স্থায়ী বা অস্থায়ীভাবে অপসারণ / বাতিল বা বিভিন্ন মেয়াদে নিষিদ্ধ করার ক্ষমতা সংরক্ষণ করে।
শর্ত / শর্তাবলীতে পরিবর্তন-
• এই সাইট -এর শর্তাবলী পরিবর্তনশীল। বিশেষ প্রয়োজনে শর্ত / শর্তাবলীতে এক বা একাধিক বিষয় পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধনের, সংশোধনের সকল ক্ষমতা এই সাইট কর্তৃপক্ষ বহন করে। তবে তা মূল শর্তাবলীর খুব একটা পরিবর্তন না করেই এ পরিবর্তন সাধিত হবে। শর্ত / শর্তাবলীতে বড় ধরনের কোন পরিবর্তন হলে অবশ্যই তা ঘোষণার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
-কম্পিউআর্টস ডিজিটাল
Who Is Compuarts Digital ?
Our Crazy Skills
শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.compuartsdigital.com
________________________________________
সকল সংবাদপত্রগুলির লিংক
====================================================================
প্রয়োজনীয়, জরুরি, গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ নম্বরের লিংক
====================================================================
শুধুমাত্র মহিলাদের জন্য, পুরষরা উঁকি দিতে চেষ্টা করবেন না . . . ২
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১