emajil

সাইবার জগতে বিভিন্ন সাইটে সাইন আপ করার জন্য ই-মেইল এড্রেসের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময়ই তা আর ওপেন করা হয়ে উঠে না। দেখা যায় পরবর্তীতে ঐ ই-মেইল এড্রেসে অনাকাঙ্খিত মেইল এসে ভরে যায়। এ ধরণের অনাকাঙ্খিত …বিপত্তি এড়াতে অস্থায়ী ভাবে আপনার নিজস্ব একটি মেইল ব্যবহার করতে পারেন। যাতে ঐ সব সাইট থেকে আসা অতিরিক্ত মেইল, স্প্যাম, জাঙ্ক মেইল আপনাকে আর বিরক্তকরতে পারবে না ।

১০ মিনিটের জন্য। জাস্ট যে ১০ মিনিটেই আপনার সাইন আপ করা হয়ে যেতে পারে। এর পরই আর ঐ ই-মেইল এড্রেসের হদিস পাবেন না। অবশ্য চাইলে আপনি ১০ মিনিটের পরিবর্তে তার সময় বাড়িয়েও নিতে পারবেন।

যেকোন সময়ে সাইটটি আপনি ব্যবহার করতে পারবেন । এখানে একাউন্ট আইডি খোলার জন্য সাইন আপ করতে হয় না। সাইটটিতে ঢুকা মাত্রই ১০ মিনিটের জন্য আপনাকে একটি আইডি দেওয়া হবে।

তো এবার জাস্ট একটা ক্লীক করে চেষ্টা করেই দেখুন না একবার-