শোক সংবাদ।
ইন্নলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
বগুড়া জিলা স্কুলের SSC- ২০২৪ ব্যাচের GPA- 5 প্রাপ্ত মেধাবী ছাত্র মো: নাজমুস সাকিব পক্স (বসন্ত) রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। তার অকাল মৃত্যুতে বগুড়া জিলা স্কুল পরিবার ব্যাথিত, শোকার্ত। বগুড়া জিলা স্কুলের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে তার আত্মার শান্তি কামনা করছি। তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছি।
এমন একটি দুঃসংবাদে “বগুড়া জিলা স্কুল” পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করছি। সেই সাথে মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদসগণের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছি।
মহান আল্লাহ তায়ালা মরহুমের পরিবারের শোকার্ত সদস্যদেরকে এ বিয়োগ ব্যথা সইবার- ধৈর্য ধারণ করার তৌফিক দিন, আমীন।
মহান আল্লাহ তায়ালা মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌসে দাখিল করুন, আমীন।
আপনারা সবাই সাকিবের জন্য দো’আ করবেন।
Leave A Comment