দেখে নিন (গুগল) সার্চ ইঞ্জিনগুলোর আদ্যোপান্ত
gl
নিচের এই কৌশলগুলি ব্যবহার করে আপনার মূল্যবান সময় বাঁচাতে পারবেন। তথ্য খুঁজতে আর পেইজের পর পেইজ দেখা লাগবে না। জাস্ট নিচের নিয়ম মেনে সার্চ দিন, দেখবেন সব কিছু কত সহজে পেয়ে গেছেন। পূরো লেখাটা একবার পড়ে দেখতে পারেন সার্চ করা ছাড়াও আরও কী কী করা যায় !!!

#সার্চ_ইঞ্জিন_কি
সার্চ ইঞ্জিন বলতে একটি নিদির্ষ্ট প্রোগ্রামকে বুঝায় যা নিদির্ষ্ট শব্দ বা কিওয়ার্ডের ভিত্তিতে তার সংরক্ষিত বিভিন্ন নথি বা ডকুমেন্টের একটি শ্রেণী বদ্ধ তালিকা তৈরী করে ব্যবহারকারীদের প্রদর্শন করে। বর্তমানে সার্চ ইঞ্জিন বলতে বুঝানো হয় গুগল , ইয়াহু, বিং যা ইন্টারনেটের বিভিন্ন তথ্য খুজে পেতে সহায়তা করে।

#সার্চ_ইঞ্জিনের_ধারণা
প্রশ্ন আসতেই পারে,সার্চ ইঞ্জিনের ধারণাটি কার মাথা থেকে উৎপত্তি? মিনিনসোটা বিশ্ববিদ্যালয়ের মার্ক ম্যাকাহিল নামের একজন ছাত্র গফার নামে একটি অ্যাপ্লিকেশন তৈরী করেন যা টেক্সট ফাইল সমুহ একটি নিদির্ষ্ট ক্রমানুসারে সাজিয়ে রাখবে যা বর্তমানে ইনডেক্স করার সাথে তুলানা করা যেতে পারে এবং পরর্বতীতে খোজ করলে সেখান থেকে তা দেখাবে । ইন্টারনেটে প্রথম সকলের জন্য উন্মুক্ত ওয়েবসাইট তার ই বানানো।

#আধুনিকসার্চ_ইঞ্জিনের_ইতিহাস
Search Engine বর্তমানে অনেকাংশে পুর্ণতা লাভ করেছে। বর্তমানে আমরা সার্চ ইঞ্জিন বলতে যা বুঝি তার উৎপত্তি হয় ১৯৯৩ সালে। ম্যাথু গ্রে ছিলের প্রখম সার্চ ইঞ্জিনের নির্মাতা । এর নাম ছিল ওয়ানডেক্স । ওয়ানডেক্স ই হচ্ছে প্রথম প্রোগ্রাম যা ইনডেক্স পদ্ধতি চালু করে । এবং ওয়েবে ইনডেক্সকৃত পেজগুলোকে ফলাফলে প্রদর্শন করত । এই পদ্ধতিই সকল সার্চ ইঞ্জিনের মুল ভিত্তি। ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত সম্ভবত সবগুলো প্রধান সার্চ ইঞ্জিনের উদ্ভব ।

এক্সাইট (Excite) – ১৯৯৩ সাল
ইয়াহু (Yahoo)-১৯৯৪ সাল
ওয়েব ক্রলার (Web Crawler) – ১৯৯৪ সাল
লাইসোস (Lycos) – ১৯৯৪ সাল
ইনফোসিক (info seek) – ১৯৯৫ সাল
অ্যাল্টা ভিসদা (Alta Vista)- ১৯৯৫ সাল
ইঙ্কটোমি (inkTomy) – ১৯৯৬ সাল
আস্ক জেভিস (Ask)- ১৯৯৭ সাল
গুগল (Google) – ১১৯৭ সাল
এমএসএন সার্চ – ১৯৯৮ সাল
এছাড়া বর্তমানে অনেক সার্চ ইঞ্জিন আছে। যেমন DuckDuckgo, Dogpile ইত্যাদি ।

লেখাটি আপনার ফেইসবুক টাইমলাইনে শেয়ার করে / সেভ রাখতে অথবা বুকমার্ক করে রাখতে পারেন অথবা মোবাইলে পেজ সেভ করে রাখতে পারেন এতে এই টিপস ও কৌশলগুলো আপনার প্রয়োজেনের সময় দ্রুত ও সহজে পেয়ে যাবেন। সম্পূর্ণ লেখাটি দেখলেই তা বুঝতে পারবেন তথ্য খোঁজার জন্য সবচেয়ে বেশি যে সার্চ ইঞ্জিনটি ব্যবহৃত হয় সেটা হচ্ছে গুগল। অনেকে এটিকে শুধুমাত্র তাদের ব্রাউজার এর ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবেই ব্যবহার করেন, তাদের হোমপেজ হিসেবেও ব্যবহার করে। গুগলের এই সফলতার পেছনে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ কারণ। গুগল শুধু একটি সার্চ ইঞ্জিনই নয়, এটি অবশ্যই একটি স্মার্ট সার্চ ইঞ্জিন। এটি সব বর্তমানকেই তালিকা করে না বরং আরও অনেক কিছু করে।
বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ সার্চইঞ্জিন হিসেবে গুগল সবার নিকট পরিচিত। গুগলের এই সার্চ ইঞ্জিনের আরও বহুবিধ ব্যবহার রয়েছে। যেগুলো আমাদের অনেকের জানা আবার অনেকের অজানা। শব্দের অর্থ, সময়, তারিখ, কারেন্সি, কনভার্টার, ক্যালকুলেটরসহ আরো কিছু প্রয়োজনীয় তথ্য পেতে সহজ ও মজার কিছু ফিচার যোগ করেছে এ সার্চ ইঞ্জিন। ফলে কিছু টিপস জানা থাকলেই গুগল ইঞ্জিনকে আরোও সহজ ও প্রয়োজনীয় টুলসে পরিণত করতে পারবেন। আসুন এই বিষয়গুলো জেনে নিই। এই লেখায় গুগলের মোটামুটি সকল কৌশল তুলে ধরার চেষ্টা করব।
______________________________________

কোন একটি নির্দিষ্ট ওয়েবসাইট এ নির্দিষ্ট শব্দ বা ওই শব্দের কন্টেন্ট খুঁজে পেতে চাইলে প্রথমে আপনি যেই শব্দটি খুঁজছেন সেইটা লিখুন তারপর site: লিখে যেই সাইটটি থেকে খুজে বের করতে চান সেই সাইটের নাম লিখুন। যেমনঃ আপনি “Gateway four line” ই-বুকটি ডাউনলোড করতে চান। তবে গুগল অনুসন্ধান বক্সে লিখুন
______________________________________

গুগলের আরোও কিছু সার্ভিস পেতে ক্লিক করুন নিচের লিংকগুলোতে-

আপনার সকল সার্চ এর হিস্টরি দেখতে চাইলে

ইমেজ সার্চ -এর জন্য

বই -এর জন্য ক্লিক করতে পারেন এখানে

কোনো কনটেন্ট বাংলায় অনুবাদ করার জন্য

যে কোন ভাষায় অনুবাদের জন্য এই ঠিকানায় গিয়ে আপনার কাঙ্ক্ষিত ভাষা সিলেক্ট করুন আর হয়ে যান বহুভাষাবিধ !!!

ওয়েব সাইট অনুবাদ করার জন্য

যেকোনো ভিডিও দেখার জন্য যেতে পারেন এখানে

গুগল আর্থ

ম্যাপ দেখার জন্য

যেকোন তথ্য ব্যাকঅাপ রাখার জন্য

এমএস এক্সেলের মত কাজ করতে

এমএস ওয়ার্ডে মত কাজ করতে

পাওয়ার পয়েন্টের মত কাজ করতে- 1
পাওয়ার পয়েন্টের মত কাজ করতে- 2
পাওয়ার পয়েন্টের মত কাজ করতে- 3

স্পেশাল বা বিশেষায়িত সার্চ ইঞ্জিনের প্রধান কাজ নিশ রিলেটেড সার্চের কাঠামো উন্নত করা।
এর সংখ্যা কম নয় বরং অসংখ্য , যেমন –

যেমনঃ কেনাকাটার জন্য-
ফ্রগেল
ইয়াহু শপিং
বিজরেট
প্রাইস গ্রেবার
প্রাইসস্পাই

লোকাল সার্চ-
এনজেডপেজ
পিপিলিকা

ডোমেইন নেম খোজার জন্য-
আইসার্ভ
ফ্রি পার্কিং

ফ্রিওয়্যার ও সফটওয়্যারের জন্য-
টুকাউস
সিনেট ডাউনলোড


আপনার প্রতিষ্ঠানের জন্য ওয়েব সাইটটি পূর্ণাঙ্গরূপে তৈরি করতে যোগাযোগ করতে পারেন নিচের ঠিকানায় ক্লিক করে।


গুগল সার্চ এর ক্ষেত্রে যা জানা খুবই প্রয়োজনঃ

✬ গুগল কেস সেনসিটিভ নয়। অর্থাৎ google, Google, GoOgle ইত্যাদি একই ধরনের ফলাফল দিবে।

✬ গুগল সাধারণত what, how, where, is, of ইত্যাদি শব্দ এবং যেকোন সিঙ্গেল character ইগনর (অগ্রাহ্য) করে। কিন্তু আপনিপ্রয়োজনে এসব শব্দ/অক্ষর ব্যবহার করতে পারেন, তবে সেজন্য সে শব্দ বা অরের আগে + চিহ্ন ব্যবহার করতে হবে। যেমন, +what +is capital of Bangladesh। মনে রাখবেন, + চিহ্নেরআগে অবশ্যই একটি স্পেস থাকতে হবে এবং পরে কোন স্পেস রাখা যাবে না।
✬ Phrase search এর জন্য quotationmark ব্যবহার করুন। যেমন- “mosque of Bangladesh” phrase দিয়ে সার্চ করলে “mosque of Bangladesh” হুবহু রয়েছে গুগল শুধুমাত্র সেইসব রেজাল্ট দেখাবে। এতে আপনার সার্চ রেজাল্ট অনেক কমে আসবে। ফলে সঠিক বিষয় খুঁজে পেতে সুবিধা হবে।
✬ গুগল সার্চ বক্সে কোন কীওয়ার্ড লিখে I’m Feeling Lucky বাটনে ক্লিক করলে গুগল আপনাকে কোনসার্চ রেজাল্ট প্রদর্শন না করে প্রাপ্ত রেজাল্টের প্রথম সাইটে সরাসরি আপনাকে নিয়ে যাবে।
✬ (-) ব্যবহার করে আপনি একটি শব্দ বা শব্দগুচ্ছ অপসারণ করতে পারবেন। যেমন – আপনি যদি সোশ্যাল মিডিয়াগুলোর রেজাল্ট লিষ্টে টুইটার বাদে অন্যগুলোর দেখতে চান তাহলে এইভাবে লিখুনঃ Socialmedia –Twitter
✬ অনুসন্ধান থেকে একটি সাইট অপসারণ করতে চান আপনার সার্চ রেজাল্ট থেকে তাহলে গুগলে লিখুন এইভাবে- উদাহরণঃ Social Networking – site:techtunes.com.bd
✬ কোন একটি নির্দিষ্ট ওয়েব সাইটের লিংক কোথায় কোথায় আছে তা গুগল সার্চ থেকে খুব সহজেই জেনে নেয়া সম্ভব। কোন ওয়েব সাইটের লিংক কোথায়কোথায় আছে তা জানার জন্য গুগল সার্চে Link অপারেটরটি ব্যবহার করতে হবে। ধরা যাক,techtunes এর লিংক কোথায় কোথায় আছে তা আমরা জানতে চাই। তাহলে গুগল সার্চে গিয়ে উদাহরণঃ link:compuartsdigital.com লিখে সার্চ দিতে হবে। যে রেজাল্ট আসবে সেইসব সাইটেরকোন এক জায়গায় compuartsdigital এর লিংক দেওয়া আছে।
✬ সমার্থক শব্দঃ শব্দের সমার্থক খুঁজতেও গুগলের জুড়ি নেই। শব্দটির আগে টিল্ড চিহ্ন (~) লিখুন। যেমন ~fallen
✬ ইউনিট কনভারশনঃ উচ্চতা, ওজন এবং আয়তন ইত্যাদি রাশির এককের রূপান্তর করতে গুগল ব্যবহার করতে পারেন। এজন্য সার্চ বক্সে কাঙ্ক্ষিত রূপান্তরলিখুন। যে যেমন: kg in pound,inch in km
✬ কারেন্সি কনভারশনঃ গুগলকে খুব সহজেই বিভিন্ন দেশের মুদ্রার তুলনা করা যেতে পারে। অর্থাৎ একে কারেন্সি করভার্টার হিসেবে ব্যবহার করা যেতে পারে। এজন্য সার্চবারে প্রয়োজনীয় মুদ্রা লিখে সার্চ দিলেই হবে। যেমন: USD in BDT
✬ স্থানীয় সময় নির্দিষ্ট স্থানের নামেরআগে “time” শব্দটি লিখুন। যেমন: time Dhaka স্থানীয় আবহাওয়া শহর বা রাজ্যের নামের আগে “weather” শব্দটি লিখুন। যেমন: weather Dhaka
✬ সূর্যদয় ও সূর্যাস্তঃ Sunrise বাSunset শব্দের সাথে প্রসিদ্ধ শহরের নাম লিখে সার্চ দিলে ঐ শহরের সূর্যদয় ও সূর্যাস্তেরসময় জানা যাবে। তবে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে জিপ-কোডই যথেষ্ট। যেমন, sunset:dhaka
✬ ভাষান্তর সার্চঃ Translate লিখে কোনশব্দ। যেমনঃ translate portakal লিখে সার্চ দিলে সবচেয়ে কাছের ম্যাচ করা শব্দটি গুগল (তুর্কী ভাষায় কমলা) ভাষান্তর করে দেবে।
✬ ফুল ভার্সন সফটওয়্যার সংশ্লিষ্ট সফটওয়্যারের নাম লিখে একটি স্পেস দিয়ে .94fbr লিখতে হবে। যেমনঃ Google Crome.94fbr
✬ পিডিএফ ফাইল সংশ্লিষ্ট পিডিএফ ফাইলের নাম লিখে :pdf লিখতে হবে। যেমন: Around the World in 80 Days:pdf
✬ airlines/flight schedule জানতে নির্দিষ্টairlines এর নাম লিখে একটি স্পেস দিয়ে ফ্লাইট নম্বর দিতে হবে। যেমন :Emirates Flight 215 .
______________________________________

আরো কিছু গুরুত্বপূর্ণ টিপসঃ

১। site: google.com/education আপনি যদি গুগলে এইটা লিখে সার্চ করেন, তাহলে গুগলের ডোমেইনে education সম্পর্কিত যত তথ্য আছে সব প্রদর্শিত হবে।আসলে নির্দিষ্ট ডোমেইনে তথ্য খোঁজার জন্য এই কমান্ড টি ব্যবহার করতে পারেন।

২। intitle: educationengineering গুগলে এইটা লিখলে গুগল সেইসব রেজাল্ট সামনে আনবে, যেইসব সাইটের টাইটেলে education কথাটি আছে এবং টেক্সটে engineering কথাটি আছে।
৩। allintitle:education bangla এই কথাটি লিখলে, যেইসবসাইটে education শব্দটি আছে এবং তাদের টাইটেলে bangla কথাটি আছে তা সামনে চলে আসবে।
৪। inurl:myitzn apps গুগল সার্চ এ এইটা লিখলেআপনার সামনে সেইসব সাইট আসবে যাদের url এর মধ্যে myitzn কথাটি আছে, এবং টেক্সটেরapps মধ্যে কথাটি আছে।
৫। allinurl:myitznapps একই কাজ, আগেরটার মত।
৬। filetype: pdfengineering এই টি লিখলে আপনার সামনেসকল pdf এর url আসবে যাদের মধ্যে engineering কথাটি আছে। (আমার মনে হয় যারা নিয়মিত assignment করেন, তাদের জন্য এইটি খুব কাজ দিবে)
৭। link: http://www.google.com এইটি লিখলে আপনার সামনেসেইসব রেজাল্ট আসবে যাদের সাথে গুগলের লিংক করা আছে।
৮। +education এইটি আপনার সামনে সেইসবরেজাল্ট আসবে যেইসব সাইটে বেশি করে education কথাটি উল্লেখ আছে।
৯। -education এইটি আপনার সামনে সেইসবরেজাল্ট আনবে যাদের মধ্যে education কথাটি উল্লেখ নেই।
১০। “Beautiful Bangladesh” এইরকম দুই পাশে কমার মধ্যে যদি আপনি কোন শব্দ গুচ্ছ লিখে সার্চ দেন, তাহলে Beautiful Bangladesh সম্পর্কিত শব্দগুলো যেইসব সাইটে হাইলাইট করা আছে সেই গুলো সামনে আসবে। (আমার মনে হয়, যারাassignment করে তাদের এইটাও কাজে আসবে)।
ওয়েবসাইট বিষয়ক তথ্য অনুসন্ধানঃ
✬ গুগল সার্চে info: ট্যাগ ব্যবহার করে একটি নির্দিষ্ট ওয়েবসাইটের একাধিক তথ্য পাওয়া যায়। যেমন- ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক,ওয়েবসাইটের ক্যাশ, ওয়েবসাইটটি গুগলের ইনডেক্সে অন্তর্ভুক্ত আছে কিনা ইত্যাদি। সার্চবারে যেভাবে লিখবেন- info:আপনার ডোমেইন। উদাহরণঃ info:techtunes.com.bd
✬ ব্লক ওয়েবসাইটে প্রবেশ করুন খুব সহজেই! আপনি কি এমন একটি সাইটে প্রবেশ করতে চান, যেটা আপনার কর্পোরেট ফায়ারওয়াল অথবা আপনার দেশে নিষিদ্ ধ? এক্ষেত্রে গুগল আপনাকে সাহায্য করতে পারে। এই ভাবে একবার চেষ্টা করেদেখুন। সার্চ বারে যেভাবে লিখবেন: cache: আপনার ডোমেইন। উদাহরণঃ cache: techtunes.com.bd

আপনার প্রতিষ্ঠানের জন্য ওয়েব সাইটটি পূর্ণাঙ্গরূপে তৈরি করতে যোগাযোগ করতে পারেন নিচের ঠিকানায় ক্লিক করে।


টেলিফোন নম্বর সার্চঃ
✬ যদিও আমাদের জন্য খুব একটা উপকারী নয় তবুও আপনি যদি যুক্তরাষ্ট্রের কোন ব্যক্তির টেলিফোন নম্বর পেতে চান, তাহলে তার নাম ও state (রাজ্যের নাম) লিখে সার্চ দিতে পারেন। যেমন- আপনি যদি Tom Smith: CA লিখে সার্চ দেন, তাহল ক্যালিফোর্নিয়া ষ্টেটের Tom Smith নামক ব্যক্তির টেলিফোন নম্বরগুলো আপনাকে দেখাবে। এই সার্চকে আরেকটু নিদিষ্ট করার জন্য আপনি rphonebook:অথবা bphonebook: লিখে সার্চ দিতেপারেন। rphonebook: Tom Smith, CA আপনাকে Tom Smith নামক ব্যক্তির বাসার আর bphonebook:Tom Smith, CA আপনাকে তার বিজনেস ফোন নম্বর সার্চ করে বের করবে।

✬ নির্দিষ্ট কোন ওয়েবসাইটের শুধু ছবিগুলো দেখা: ইন্টারনেটে ছবি সার্চ করার জন্য গুগলের images.gO0gLe.com বেশ ভালো ও শক্তিশালী একটি সার্চ ইঞ্জিন। যেকোন কী- ওয়ার্ড লিখে এখানে সার্চ করলেই মুহূর্তের মধ্যে ঠিক সেই বিষয়ের অসংখ্য ছবি এসে যাবে। কিন্তু সেই ছবিগুলো আসে বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট থেকে পেজ র্যাংকিং অনুযায়ী।এখন আপনার হয়তো কখনও সারা বিশ্বের বিভিন্ন ওয়েবসাইট থেকে খোঁজার পরিবর্তে শুধুমাত্র নির্দিষ্ট কোন সাইটের ছবি খোঁজার প্রয়োজন। এক্ষেত্রে আপনি image.GooGle.com এর site অপারেটরটি ব্যবহার করতে পারেন। ধরি, techtunes থেকে লেডী গাগার ছবি খুঁজতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি যদি উদাহরণঃ image.gOOgle.com এ গিয়ে site:compuartsdigital.com Gaaga লিখে সার্চ করেন, তাহলেই কাঙ্খিত ফলাফল পেয়ে যাবেন। এই পদ্ধতিতে কোন নির্দিষ্ট ছবি খোঁজার পাশাপাশি আপনি ইচ্ছে করলে যে কোন সাইটের সবগুলো ছবিও দেখতে পারেন। যেমন আপনি যদি এখানে শুধুমাত্র site: techtunes লিখে সার্চ দেন, তাহলে টেকটিউনস এর সবগুলো ছবি সার্চ রেজাল্ট হিসেবে প্রদর্শিত হবে। যদি আপনি কোন সাইট “visualy” ব্রাউজ করতে চান তাহলে এই বিশেষ পদ্ধতিটা আপনার কাজে লাগতে পারে। এছাড়া কোন নির্দিষ্ট সাইটের শতশত লেখার মধ্য থেকে একটি প্রয়োজনীয় লেখা পড়ে পড়ে খুঁজে বের করার চেয়ে ছবি দেখে খুঁজে বের করা অনেক সহজ। সেক্ষেত্রে আপনি G00gle ইমেজে প্রদর্শিত সাইটের সবগুলো ছবি থেকে প্রয়োজনীয় ছবিগুলোর উপর ক্লিক করে সেই ছবি সম্পর্কিত নিবন্ধগুলোপড়ে নিতে পারেন।

জিমেইলের নতুন কয়েকটি ফিচার

“সম্প্রতি গুগলের জিমেইল নতুন সাতটি ফিচার চালু করেছে। এসেছে নতুন ডিজাইন। ওয়েব ও মোবাইল ইন্টারফেস দুই প্ল্যাটফর্মে অ্যাড হয়েছে নতুন অনেক ফিচার। এর মধ্যে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্সের ওপর তৈরি স্মার্ট রিপ্লাই ফিচার, ইমেল স্নুজিং ইত্যাদি। এছাড়া এমন কিছু ফিচার অ্যাড হয়েছে যা শুধু প্রাইভেসিকে শক্ত করবে। যেমন কনফিডেনশিয়াল মোড, রিভ্যাম্পড রিস্ক ওয়ার্নিং, নিউজলেটার থেকে এক ক্লিকে আনসাবস্ক্রাইব করা ইত্যাদি। দেখে আসি জিমেলের নতুন ফিচারগুলোঃ

১. ইমেল শর্টকাট আগে ইমেইলের সঙ্গে শুধু আর্কাইভ, ডিলিট ও মার্ক এণ্ড রিড অপশন থাকত। এখন সেখানেই যোগ হয়েছে নতুন স্নুজ বাটন। এছাড়াও অ্যাড হয়েছে স্কীপ, টাস্কস ও গুগল ক্যালেণ্ডারে অ্যাড করার শর্টকাট। এই অপশন শুধু ইনবক্স ফর জিমেইল অ্যাপে পাওয়া যাবে।

২. রিপ্লাইয়ের জন্য নুজ ছাড়াও গুগল চালু করেছে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স পাওয়ার্ড নুজ ফিচার যা আপনাকে কোন ইমেইল এর রিপ্লাই করার জন্য মনে করিয়ে দেবে। ইনবক্স মেইলে রিপ্লাই ও সেন্ট মেইলে ফলোআপের জন্য নুজ করবে জিমেল।

৩. স্মার্ট রিপ্লাই নতুন জিমেইলে অবশেষে অ্যাড হল স্মার্ট রিপ্লাই ফিচার। গত বছরে মোবাইলে চালু হয়েছিল এই ফিচার। এই ফিচারে জিমেইল নিজে থেকে রিপ্লাই করতে পারে যেকোন ইমেইলে। আপনি যদি জিমেইল অ্যাপ ব্যবহার করেন তবে এর মধ্যেই এই ফিচার সম্পর্কে অবগত হয়েই আছেন।

৪. রিস্ক ওয়ার্নিং ওয়েব ভার্সনের জিমেইল এবার থেকে রিস্ক ওয়ার্নিং দেবে যদি কোনো ক্ষতিকারক ইমেইল আসে। কোন প্রকার ক্ষতিকারক কোন ইমেইল আপনার ইনবক্সে এলে এবার জিমেইল নিজে থেকেই আপনাকে জানিয়ে দেবে যে, সেটি একটি ক্ষতিকারক ইমেইল। এছাড়াও সঙ্গে সঙ্গে দিয়ে দেবে ইমেইলটি ডিলিত করে দেয়ার অপশন।

৫. কনফিডেনশিয়াল মোড জিমেইলে নতুন অ্যাড হয়েছে কনফিডেনশিয়াল মোড। নতুন ইমেইল কম্পোজ করার সময় সিলেক্ট করা যাবে কনফিডেনশিয়াল মোড।

এই ইমেইল যিনি পাবেন তিনি ফরওয়ার্ড করতে পারবেননা এই ইমেইল। অথবা কপি, পেস্ট বা ডাউনলোড করা যাবে না এই ইমেইল।

৬. নেটিভ মোড এবার জিমেইল অন ওয়েব সাপোর্ট করবে অফলাইন মোড। ৯০ দিন পর্যন্ত ওয়াইফাই ছাড়া কাজ করা যাবে জিমেইলে।

৭. মোবাইলে যোগ হয়েছে অনেক নতুন ফিচার হাই প্রায়োরিটি নোটিফিকেশন অ্যাড হয়েছে জিমেইল অ্যাপ। আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স এই নোটিফিকেশন ঠিক করে দেবে। এছাড়াও স্প্যাম রিমুভাল ও নিউজলেটার আনসাবস্ক্রাইব ফিচার অ্যাড হয়েছে জিমেইল।

সার্চ ইঞ্জিনের প্রকারভেদ
সার্চ ইঞ্জিন সমুহকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাবে ভাগ করা যায়।

প্রাইমারী
সেকেন্ডারি
টার্গেটেড
সার্চ ইঞ্জিনের এই সকল শ্রেণীবিভাগের মুলে রয়েছে তাদের এলগরিদম বা তাদের কার্যপদ্ধতি।

প্রাইমারি সার্চ ইঞ্জিন
সার্চ ইঞ্জিনের কথা বললে প্রথম যেসকল সার্চ ইঞ্জিনের নাম আপনার মুখে আসে সেগুলোই হচ্ছে প্রাইমারী সার্চ ইঞ্জিন । যেমন গুগল , ইয়াহু,বিং ইত্যাদি। প্রাইমারী সার্চ ইঞ্জিন থেকেই অধিকাংশ ট্রাফিক আপনার সাইটে প্রবেশ করবে । তাই এসইও এর জন্য সর্বাধিক গুরুত্ব এই সকল সার্চ ইঞ্জিনগুলোকেই দিতে হবে । প্রত্যেকটি সার্চ ইঞ্জিন একটি আর একটি থেকে আলাদা। যেমন লাইসোস গুগলের অনেক আগেই তৈরী। কিন্তু গুগল সার্চ ইঞ্জিন জগতে সর্বাধিক জনপ্রিয়। প্রশ্ন আসতে পারে কেন ? কারণ গুগল সর্বাধিক নিখুত প্রদর্শন করে।

অধিকাংশ প্রাইমারি সার্চ ইঞ্জিনে সার্চ ফলাফলের ছাড়াও অন্যান্য অনেক সেবা প্রদান করে। যেমন যেমন ইমেইল সেবা, মানচিত্র, সংবাদ ও বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সেবা । এই সেবাগুলো ব্যবহারকারীর সার্চ করার ধরন পাল্টিয়ে দেয় নি কিন্তু ব্যবহারকারীকে নিদির্ষ্ট সার্চ ইঞ্জিন ব্যবহারে উৎসাহিত করেছে।

#গুগল
সার্চ ইঞ্জিনের রাজা বলা যায়। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সর্বাধিক গুরুত্ব পাওয়ার কারণ হচ্ছে সর্বাধিক ব্যবহৃত সার্চ ইঞ্জিন। আর ব্যবহারকারীর কাছে গুগলের গুরুত্ব পাওয়ার অন্যতম কারণ হচ্ছে নিখুত ফলাফল। গুগল বিভিন্ন ধরনের সেবা প্রদান করে যেমন ইমেইল , পার্সোনালাইজড হোম পেজ কিন্তু গুগলের জনপ্রিয়তার মুল কারণই হচ্ছে এর সার্চ ফলাফলের বিশ্বস্ততা।

নিজস্ব এলগরিদমের মাধ্যমে গুগল সর্বাধিক নিখুত ফলাফল প্রদর্শন করে। কোন ওয়েবসাইটকে র‌্যাংকিং এ এগিয়ে রাখবে তার জন্য প্রায় গুগলের ২০০ এর অধিক র‌্যাংকিং ফ্যাক্টর রয়েছে।

পড়ুন : গুগল র‌্যাংকিং ফ্যাক্টর

#ইয়াহু
সার্চ ইঞ্জিনের পাশাপাশি ইয়াহু ওয়েব ডিরেক্টরি। ওয়েব ডিরেক্টরি বলতে সাধারণভাবে বল যায়, বিভিন্ন ওয়েবপেজের লিষ্ট তৈরী করে তাকে বিভিন্ন ক্যাটাগরী ও সাব- ক্যাটাগরীতে বিভিক্ত করে । ইয়াহুর যাত্রা শুরু হয়েছিল ওয়েব ডিরেক্টরি হিসাবেই । সময়ের সাথে All the Web, Altavista, Overture ইত্যাদি সার্চ ইঞ্জিন হিসাবে পরিচিতি লাভ করে ।

জেনে অবাক হবেন , গুগল একসময় ইয়াহুর ডিরেক্টরি ব্যবহার করতো লিংক প্রদর্শনের জন্য। বর্তমানে বিভিন্ন এলগরিদম তৈরীর মাধ্যমে গুগল ইয়াহু এর চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে।

#এমএসএন_বা_বিং

ইয়াহু বা গুগলের মত পুর্ণতা লাভ করে নি এই সার্চ ইঞ্জিনটি । মুলত কিওয়ার্ডের ঘনমাত্রা ও আরও কিছু বিষয়ের উপর নির্ভর করে সার্চের ফলাফল প্রদর্শন করে। বিভিন্ন ব্যবহারকারীর পছন্দ বলে এটি প্রাইমারী সার্চ ইঞ্জিনের মত গুরুত্ব দেওয়া হয়।

#সেকেন্ডারী_সার্চ_ইঞ্জিন
সেকেন্ডারী সার্চ ইঞ্জিন মুলত ছোট ও নিদির্ষ্ট উদ্দ্যেশ্যে ব্যবহৃত হয়। যেমন লাইসোস (lycos), আস্ক (Ask) (বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তরের জন্য আস্ক), লুকস্মার্ট (LookSmart) ইত্যাদি ।
অধিকাংশ সেকেন্ডারী সার্চ ইঞ্জিন কিওয়ার্ড , রেসিপ্রোকাল লিংক ও মেটা ট্যাগ সমুহ এর উপর ভিত্তি করে সার্চ ফলাফল প্রদর্শন করে।

সেকেন্ডারী ইঞ্জিন সমুহ এসইও পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা যেতে পারে যদিও এই সার্চ ইঞ্জিনসমুহ প্রাইমারী সার্চ ইঞ্জিনের মত এত বেশী ট্রাফিক নিয়ে আসবে না ।

যেমন Aol যদিও অধিকাংশ AOl ব্যবহারকারীদের হারিয়েছে। কিন্তু নিদির্ষ্ট কিছু সংখ্যাক ব্যবহারকারী বিশেষত ব্রড ব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের অনেকেই Aol ব্যবহারে স্বাচ্ছন্দ্য অনুভব করেন ।

#টার্গেটেড_সার্চ_ইঞ্জিন
একেবারে নিদির্ষ্ট কিছু সার্চের জন্য ব্যবহৃত হয়। যেমন Yahoo! Travel,মিউসিক সার্চ, আবার ইউটিউব ও বলতে পারেন । শুধু ভিডিও সার্চের জন্য ইউটিউব ।

এই সব সাইট থেকে ট্রাফিক খুব কম আসলেও এই গুলো অত্যন্ত গুরুত্বপুর্ণ। কারণ এই সব সাইট থেকে টার্গেটেড ট্রাফিক আপনার সাইটে আসবে ।

আবার কার্যপদ্ধতির উপর নির্ভর করে সার্চ ইঞ্জিনকে ৫ টি ভাগে ভাগ করা যায়।

ক্রলার নির্ভর
ডাইরেক্টরিস
হাইব্রিড
ম্যাটা
বিশেষায়িত সার্চ ইঞ্জিন
ক্রলার নির্ভর
স্পাইডারস, ক্রলারস, রোবটস অথবা বোট ইত্যাদি হচ্ছে বিশেষ ধরনের এপ্লিকেশন। এই এপ্লিকেশনগুলো প্রতিনিয়ত এক ওয়েবপেজ থেকে অন্য ওয়েবপেজে ঘুরে বেড়ায় এবং ডাটা বা তথ্য সংগ্রহ করে নিদির্ষ্ট শ্রেনীতে সাজিয়ে রাখে। ব্যবহারকারীর কিওয়ার্ডের উপর ভিত্তি করে সার্চ ফলাফল প্রদর্শন করে। গুগল, আস্ক ইত্যাদি হচ্ছে ক্রলার নির্ভর সার্চ ইঞ্জিন।

#ডাইরেক্টরিস
ডারেক্টরি নির্ভর সার্চ ইঞ্জিনগুলো মুলত বিভিন্ন সাইটের প্রাপ্ত তথ্যকে নিদির্ষ্ট ক্রমানুসারে সজ্জিত রাখে। বুঝার সুবিধার জন্য অনেক ক্ষেত্রে ফোন ডিরেক্টরির সাথে তুলানা করা যেতে পারে। ইয়াহু, ওপেন ডিরেক্টরি (dmoz.org)

#হাইব্রিড
যখন ক্রলার নির্ভর সার্চ ইঞ্জিন এবং ডাইরেক্টরিস সার্চ ইঞ্জিন এক সাথে কাজ করে সেটা হচ্ছে হাইব্রিড সার্চ ইঞ্জিন ।উদাহরণ হিসাবে : ইয়াহু, গুগল

#ম্যাটা_সার্চ_ইঞ্জিন
ম্যাটা সার্চ ইঞ্জিনগুলো অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে ফলাফল নিয়ে থাকে এবং সকল ফলাফলকে একত্রিত করে ফলাফল দেখায়। ম্যাটা সার্চ ইঞ্জিনের উদাহরন , যেমন –মেটা ক্রলার, ডগপাইল।

শেষকথা : সার্চ ইঞ্জিনের শ্রেণীবিভাগ আরও অনেকভাবে করা যায়। প্রতিনিয়ত নতুন নতুন সার্চ ইঞ্জিন তৈরী হচ্ছে। প্রত্যেকটি আলাদা আলাদা কারণে বিখ্যাত। তাই এসইও জন্য সার্চ ইঞ্জিনগুলো সম্পর্কে জ্ঞান রাখা আবশ্যক।

AliDropship is the best solution for drop shipping

________________________________________

শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.compuartsdigital.com
________________________________________

ডিজিটাল কন্টেন্ট ফ্রী সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন- 01711 353 363

এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের জন্য টিপস / সমাধান সহ 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 1

এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের জন্য টিপস / সমাধান সহ 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 2


header-2আপনার প্রতিষ্ঠানের জন্য ওয়েব সাইটটি পূর্ণাঙ্গরূপে তৈরি করতে
যোগাযোগ করতে পারেন উপরের ঠিকানায ক্লিক করে।


====================================================================
সকল সংবাদপত্রগুলির লিংক
====================================================================
প্রয়োজনীয়, জরুরি, গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ নম্বরের লিংক
====================================================================
শুধুমাত্র মহিলাদের জন্য, পুরষরা উঁকি দিতে চেষ্টা করবেন না . . . ২
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ২
====================================================================
জেনে নিন ইংরেজি সহ প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ৩
====================================================================
জেনে নিন ইংরেজি সহ প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ৪
====================================================================