মেহেদি ডিজাইন
মেহেদি রাঙা হাত
-নাজমুল হক পথিক
আমি তাকে যে রকম দেখেছি ।
কৈশোরের স্মৃতি ভেজা দুর্দান্ত দিন গুলোতে
পিঠে দুলানো কলা বেণী,
ঘুড়ি নাটাইয়ের সুতায় বাধা বুকের ক্ষতগুলোতে
ইলিয়ড মহাকাব্যের গন্ধ লেগে আছে ।
গোধূলির অন্ধকারে মালয় সাগরের তটরেখা
নারঙ্গীবন, নোনা জলে ভেসে আসা নীলাভ গর্জন
আর ময়মনসিংহ গীতিকার কাজল রেখার কান্না
তার বুকে নিঃসাড় হয়ে আছে ।
বিয়েবাড়ি ড্রয়িংরুম মুঠোফোনে কথাবলা,
গলির মোড়ে প্রসাধনীর দোকানের ভীরে
তার চুল ছুঁয়ে দেখেছি ।
নিদ্রাহীন বিস্বাদ রাতে
ছদ্মনামে ফেইসবুকে অথবা ব্লগে
তরঙ্গসঙ্কুল ক্ষধাতুর হৃদয়ে ডাইনির মতো
পান করেছি চুলের গন্ধ ।
অস্ফূট অনাদি কাল থেকে,
তুফানশ্রান্ত ধূসর প্রভাতে,
আমি চেয়েছি মাটির গন্ধে ভরা মেঠো পথ
আর তার মেহেদি রাঙা হাত ।
Leave A Comment