বাংলাদেশ সরকারী কর্মকমিশন সচিবালয় (বিপিএসসি), শিক্ষা মন্ত্রণালয়ের মাউশি অধিদপ্তরের অধীনে সহকারী জেলা শিক্ষা অফিসার- ১৩, সহকারী প্রধান শিক্ষক- ৪৪ ও সহকারী প্রধান শিক্ষিকা- ৩৮ জন। মোট পদের ২০% সরাসরি নিয়োগের জন্য ১০ নভেম্বর ২০১৬ খ্রি: সার্কুলার দিয়েছেন।
অাবেদন পত্র জমা দানের শেষ তারিখ ১৫ ডিসেম্বর ২০১৬ খ্রি:। শিক্ষাকতা বা শিক্ষা ব্যবস্থাপনায় ৪ বছরের অভিজ্ঞতা। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ৩৫ বছর। এম. এড অথবা মাস্টার্স সহ বি.এড। যে সকল সম্মানিত সহকর্মীদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং বয়স রয়েছে তাঁদের অাবেদন করার সুযোগ অাছে।


(চলবে)

এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের জন্য 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 1

এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 2



header-2আপনার প্রতিষ্ঠানের জন্য ওয়েব সাইটটি পূর্ণাঙ্গরূপে তৈরি করতে
যোগাযোগ করতে পারেন উপরের ঠিকানায ক্লিক করে।


________________________________________

শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.compuartsdigital.com
________________________________________