★সূত্রঃ- ডুরান আপা।
ব্যাখ্যাঃ ডুরান্ড লাইন। (আফগানিস্তান ও পাকিস্তানের সীমারেখা)।
★সূত্রঃ- ভাপা পিঠা কন্ট্রোল করে খাও।
ব্যাখ্যাঃ লাইন অব কন্ট্রোল। (ভারত ও পাকিস্তানের সীমারেখা)।
★সূত্রঃ- কার্জন হল পোরাতন হয়ে গেছে।
ব্যাখ্যাঃ কার্জন লাইন। (পোল্যান্ড ও রাশিয়ার সীমারেখা)।
★সূত্রঃ- সরকার ফস করে পোলি ব্যাগ উঠায়ে দিল।
ব্যাখ্যাঃ ফস লাইন। (পোল্যান্ড ও লিথুনিয়ার সীমারেখা)।
★সূত্রঃ- ম্যাজিনো আমাকে একটি জামা ফ্রি দিয়েছে।
ব্যাখ্যাঃ ম্যাজিনো লাইন। (জার্মান ও ফ্রান্সের সীমারেখা)।
★সূত্রঃ- সে আমাকে একটি সিগফ্রিডের জামা ফ্রি দিয়েছে।
ব্যাখ্যাঃ সিগফ্রিড লাইন। (জার্মান ও ফ্রান্সের সীমারেখা)।
★সূত্রঃ- ওডার ও হিন্ডার কে পোজা করো না।
ব্যাখ্যাঃ ওডারনিস লাইন। (হিন্ডারবার্গ লাইন,, পোল্যান্ড ও জার্মানীর সীমারেখা)।
★সূত্রঃ- রাফি ম্যানার হেইম।
ব্যাখ্যাঃ ম্যানারহেইম লাইন। (রাশিয়া ও ফিনল্যান্ডের সীমারেখা)।
★সূত্রঃ- সনো যুগে গেছে।
ব্যাখ্যাঃ সনোরা লাইন। (যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর সীমারেখা)।
★সূত্রঃ- ম্যাকমোহনের সাথে দেখা করতে চাই।
ব্যাখ্যাঃ ম্যাকমোহন লাইন। (চায়না ওইন্ডিয়ার সীমারেখা)।
★সূত্রঃ- একুচুয়ালী লাইন কন্ট্রোল করতে চাই।
ব্যাখ্যাঃ লাইন অব একচুয়াল কন্ট্রোল। (চায়না ও ইন্ডিয়ার সীমারেখা)।
★সূত্রঃ- আই পারপল হয়ে যাই।
ব্যাখ্যাঃ পারপল লাইন। (অারব ও ইসরাইলের সীমারেখা)।
★সূত্রঃ- ব্লু লেই।
ব্যাখ্যাঃ ব্লু লাইন। (লেবানন ও ইসরাইলের সীমারেখা)।
★সূত্রঃ- ইসি কে নির্বাচনে গ্রীন ভূমিকা রাখতে হবে।
ব্যাখ্যাঃ গ্রীন লাইন। (ইসরাইল ও সিরিয়ার সীমারেখা)

পরীক্ষায় বার বার আসা গুরুত্বপূর্ণ ৩৭৫টি বাগধারাগুলো

রাজবংশ

কিছু সন্ধি বিচ্ছেদ

ঘুরেফিরে এই 35 টার মধ্য থেকেই বেশি আসে

● পরমাশ্চর্য = পরম + আশ্চর্য।
● দ্যুলোক = দিব্ + লোক।
● রত্নাকর = রত্ন + আকর।
● গ্রামান্তর = গ্রাম + অন্তর।
● রবীন্দ্র = রবি + ইন্দ্র।
● সিংহাসন = সিংহ + আসন।
● অতীত = অতি + ইত।
● গবাক্ষ = গো + অক্ষ।
● কটূক্তি = কটু + উক্তি।
● লঘূর্মি = লঘু + ঊর্মি।
● পূর্ণেন্দু = পূর্ণ + ইন্দু।
● মানবেতর = মানব + ইতর।
● যথেষ্ট = যথা + ইষ্ট।
● শুভেচ্ছা = শুভ + ইচ্ছা।
● ঢাকেশ্বরী = ঢাকা + ঈশ্বরী।
● প্রত্যেক = প্রতি + এক।
● নবোদয় = নব + উদয়।
● কথোপকথন = কথা + উপকথন।
● শ্রবণ = শ্রু + অন।
● প্রত্যুষ = প্রতি + ঊষ।
● স্বচ্ছ = সু + অচ্ছ।
● সপ্তর্ষি = সপ্ত + ঋষি।
● শীতার্ত = শীত + ঋত।
● জনৈক = জন + এক।
● বনৌষধি = বন + ওষধি।
● মহৌষধ = মহা + ঔষধ।
● প্রত্যহ = প্রতি + অহ।
● অত্যন্ত = অতি + অন্ত।
● ইত্যাদি = ইতি + আদি।
● পরিচ্ছেদ = পরি + ছেদ।
● ক্ষুধার্ত = ক্ষুধা + ঋত।
● মনীষা= মনস + ঈষা।
● ইতস্তত = ইতঃ + তত।
● তন্ময় = তৎ + ময়।
● উচ্ছেদ = উৎ + ছেদ।
● অন্বেষণ = অনু + এষণ।
● জগদীশ= জগৎ+ ঈশ।
● ষণ্মাস=ষট্+মাস।
● সৃষ্টি= সৃজ্+তি।