গুরুত্বপূর্ণ কিছু তথ্য . . .

Favicon

ভূগোল ও পরিবেশ বিষয়ক প্রশ্নোত্তর

BTCClicks.com Banner

১. Geography শব্দের বাংলা প্রতিশব্দ কি?
উত্তর : ভূগোল।
২. কোন দেশের ভূগোলবিদ সর্বপ্রথম Geography শব্দটি ব্যবহার করে?
উত্তর : গ্রিস।
৩. তার নাম কী?
উত্তর : ইরাটসলেনিস।
৪. ‘পারসেপটিকস অন দ্য নেচার অব জিওগ্রাফি’ কত সালে প্রকাশিত?
উত্তর : ১৯৫৯ সালে।
৫. ভূগোলের শাখা কয়টি?
উত্তর : ৯টি।
৬. মাধ্যমিক স্তরে কোন কোন শাখা পড়ানো হয়?
উত্তর : এ ধরনের।
৭. মহাকাশে অসংখ্য কি রয়েছে?
উত্তর : জ্যোতিষ্ক।
৮. সূর্য কি?
উত্তর : নক্ষত্র।
৯. চাঁদ কী?
উত্তর : উপগ্রহ।
১০. নক্ষত্রগুলো প্রকৃতপক্ষে কি?
উত্তর : জ্বলন্ত বাষ্পপিণ্ড।
১১. নিজস্ব আলো ও উত্তপ আছে কার?
উত্তর : নক্ষত্রের।
১২. পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি?
উত্তর : সূর্য।
১৩. সূর্য লেকে পৃথিবীর দূরত্ব কত?
উত্তর : ১৫ কোটি কি. মি.।
১৪. সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর : ৮মি. ১৯ সেকেন্ড/৮.৩২ মি.।
১৫. চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে?
উত্তর : ১ মি. ২০/৩০ সে.।
১৬. সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
উত্তর : প্রঙ্মিা সেন্টারাই।
১৭. পৃথিবী থেকে তার দূরত্ব কত?
উত্তর : ৩৮ লাখ কোটি কি. মি.।
১৮. গ্যালাক্সি ক্ষুদ্র অংশকে কি বলে?
উত্তর : ছায়াপথ।
১৯. ছায়াপথ কোন আকাশে দেখা যায়?
উত্তর : উত্তর-দক্ষিণ।
২০. উল্কার অপর নাম কি?
উত্তর : ছুটন্ত তারা।
২১. ইংরেজিতে একে কি বলে?
উত্তর : Meteor.
২২. হ্যালির ধূমকেতু কে আবিষ্কার করেন?
উত্তর : এডমন্ড হ্যালি।
২৩. কত বছর পর পর হ্যালির ধূমকেতু দেখা যায়?
উত্তর : ৭৬ বছর।
২৪. সর্বশেষ কবে দেখা গেল?
উত্তর : ১৯৮৬ সালে।
২৫. পরবর্তীতে কবে দেখা যাবে?
উত্তর : ২০৬২ সালে।
২৬. ধূমকেতুর ইংরেজি নাম কি?
উত্তর : Comet
২৭. কোন শব্দ থেকে ধূমকেতু শব্দটি এসেছে?
উত্তর : গ্রিক শব্দ komet থেকে।
২৮. Komet অর্থ কি?
উত্তর : এলোকেশী
২৯. গ্রহের নিজস্ব কি নেই?
উত্তর : আলো ও তাপ।
৩০. গ্রহ আলো ও তাপ পায় কার কাছ থেকে?
উত্তর : সূর্য থেকে।
৩১. সৌরজগতের কয়টি গ্রহ আছে?
উত্তর : ৮টি।
৩২. পৃথিবীর একমাত্র উপগ্রহ কোনটি?
উত্তর : চাঁদ।
৩৩. কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
উত্তর : বুধ ও শুক্র।
৩৪. কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সবচেয়ে বেশি? কয়টি?
উত্তর : শনি। ২২টি।
৩৫. সূর্য কোন বর্ণের?
উত্তর : হলুদ।
৩৬. সূর্যের ব্যাস কত?
উত্তর : ১৩ লাখ ৮৪ হাজার কি. মি.।
৩৭. সূর্যের ভর কত?
উত্তর : ১.৯৯*১০১৩ কিলোগ্রাম।
৩৮. সূর্যের কেন্দ্রভাগ ও পৃষ্ঠভাগের উত্তাপ কত?
উত্তর : ১৫০,০০০,০০০ ও ৬০০০ সেলসিয়াস।
৩৯. কোনটি সবচেয়ে বড় গ্রহ?
উত্তর : বৃহস্পতি।
৪০. সবচেয়ে ছোট গ্রহ কোনটি?
উত্তর : বুধ।
৪১. কোন গ্রহ সূর্যের সবচেয়ে নিকটে অবস্থিত?
উত্তর : বুধ।
৪২. সূর্য থেকে বুধের দূরত্ব কত?
উত্তর : ৫.৮ কোটি কি.মি.।
৪৩. সূর্যকে একবার প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে?
উত্তর : ৮৮ দিন।
৪৪. নিজ অক্ষে আবর্তন করতে বুধের সময় লাগে?
উত্তর : ৫৮ দিন, ১৭ ঘণ্টা।
৪৫. কোন গ্রহে বায়ুমণ্ডল নেই?
উত্তর : বুধ।
৪৬. আমেরিকা ১৯৭৪ সালে বুধে কোন যানটি পাঠায়?
উত্তর : মেরিনার-১০।
৪৭. শুক্র গ্রহের অপর নাম কি?
উত্তর : শুকতারা বা সন্ধ্যাতারা।
৪৮. সূর্য থেকে শুক্রের দূরত্ব কত?
উত্তর : ১০.৮ কোটি কি.মি.।
৪৯. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তর : শুক্র।
৫০. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে?
উত্তর : Delta
৫১. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী?
উত্তর : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি।
৫২. পর্বত কয় প্রকার?
উত্তর : ৪ প্রকার।
৫৩. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ?
উত্তর : হিমালয়, আল্পস, রকি।
৫২. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : ভাঁজ
৫৫. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও।
উত্তর : ভিসুভিয়াস, কিলিমানজারো, ফুজিয়ামা।
৫৬. ল্যাকোলিথ পর্বত কোনটি?
উত্তর : USA ল্যাকোলিথ।
৫৭. সমভূমি কত প্রকার ও কি কি?
উত্তর : ২ প্রকার : ক্ষয়জাত ও সঞ্চয়জাত।
৫৮. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত?
উত্তর : ৭৮.০২ ও ২০.৭১%
৫৯. বায়ুমণ্ডলের স্তর কয়টি?
উত্তর : ৬টি।
৬০. কোনগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান?
উত্তর : বায়ুর তাপ, চাপ, প্রবাহ, আদ্রতা ও বারিপাত।
৬১. বর্ষাকালে কেমন বায়ু প্রবাহিত হয়?
উত্তর : মৌসুমী।
৬২. মরুভূমিতে দিনে ও রাতে কেমন অবস্থা থাকে?
উত্তর : গরম ও ঠাণ্ডা।
৬৩. বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ কত?
উত্তর : শতকরা ১ ভাগ।
৬৪. কোনো স্থানের ৩০-৪০ বছরের গড় আবহাওয়াকে কী বলে?
উত্তর : জলবায়ু।
৬৫. কোনোগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান?
উত্তর : বায়ুরতাপ, চাপ, প্রবাহ, আদ্রতা ও বারিপাত।
৬৬. বায়ূর আর্দ্রতা কী দ্বারা পরিমাপ করা হয়?
উত্তর : হাইগ্রোমিটার।
৬৭. বায়ুর আর্দ্রতা কত প্রকার ও কি কি?
উত্তর : ২ প্রকার, ১. পরম আদ্রতা ২. আপেক্ষিক আদ্রতা
৬৮. বৃষ্টিপাত কত প্রকার?
উত্তর : ৪ প্রকার।
৬৯. অয়ন বায়ু কত প্রকার ও কি কি?
উত্তর : ৩ প্রকার : অয়ন, পশ্চিমা ও মেরু বায়ু।
৭০. গর্জনশীল চলি্লশা কত থেকে কত ডিগ্রির মধ্যে?
উত্তর : ৪০্ন-৪৭্ন দক্ষিণ।
৭১. মওসুম কোন ভাষার শব্দ এবং এর অর্থ কী?
উত্তর : আরবি, ঋতু
৭২. ঋতু পরিবর্তনের সাথে সাথে বায়ুর সম্পর্ক রয়েছে?
উত্তর : মৌসুমী।
৭৩. বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী গ্যাসের নাম কি?
উত্তর : কার্বন-ডাই-অক্সাইড,CFC, N2O মিথেন নাইট্রোস অক্সাইড।
৭৪. সাধারণত প্রতি ১০০০ মিটার উচ্চতায় কত তাপমাত্রা হ্রাস পায়?
উত্তর : ৬
৭৫. হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের প্রাধান্য দেখা যায় কোন স্তরে?
উত্তর : এক্সোমন্ডলে।
৭৬. কোন স্তরে ওজোন (O3) গ্যাসের প্রাধান্য আছে?
উত্তর : স্ট্রাটোস্থিয়ার
৭৭. বায়ুমণ্ডলের স্তর কয়টি?
উত্তর : ৬টি
৭৮. প্রথম ও শেষ তিনটি মণ্ডলকে কী বলে?
উত্তর: সমমণ্ডল ও বিষমন্ডল।
৭৯. নিরক্ষরেখার অক্ষাংশ কত?
উত্তর : ০ডিগ্রী
৮০. সুমেরুর অক্ষাংশ কত?
উত্তর : ৯০ডিগ্রী
৮১. কুমেরুর অক্ষাংশ কত?
উত্তর : ৯০ডিগ্রী
৮২. নিরক্ষরেখা থেকে প্রত্যেক মেরুর কৌণিক দূরত্ব কত?
উত্তর : ৯০ডিগ্রী
৮৩. কর্কটক্রান্তি কত ডিক্রি?
উত্তর : ২৩.৫ডিগ্রী উত্তর।
৮৪. মকরক্রান্তি কত ডিগ্রি?
উত্তর : ২৩.৫ডিগ্রী দক্ষিণ।
৮৫. সুমেরুবৃত্ত বলা হয় কত ডিগ্রিকে?
উত্তর : ৬৬.৫ডিগ্রী উত্তর।
৮৬. কুমেরুবৃত্ত বলা হয় কত ডিগ্রিকে?
উত্তর : ৬৬.৫ডিগ্রী দক্ষিণ।
৮৭. বিষুবরেখাকে কী বলে?
উত্তর : মহাবৃত্ত।
৮৮. নিম্ন অক্ষাংশ কত ডিগ্রি?
উত্তর : ০০-৩০ডিগ্রী
৮৯. মধ্য অক্ষাংশ কত ডিগ্রি?
উত্তর : ৩০ডিগ্রী-৬০ডিগ্রী
৯০. উচ্চ অক্ষাংশ কত ডিগ্রি?
উত্তর : ৬০ডিগ্রী-৯০ডিগ্রী
৯১. অক্ষাংশ নির্ণয়ের কয়টি পদ্ধতি আছে? কী কী?
উত্তর : ২টি, ১টি ধ্রুবতারা ২ সেঙ্ট্যান্ট ও সূর্যের অবস্থান থেকে।
৯২. যে যন্ত্রের সাহায্যে সূর্যের উন্নতি পরিমাপ হয় তাকে কী বলে?
উত্তর : সেক্সট্যান্ট।
৯৩. সূর্য কোন অক্ষাংশের উপর লম্বভাবে কিরণ দিলে তাকে কী বলে?
উত্তর : বিষ্ণুলম্ব। (২৩.৫ডিগ্রী উত্তর : ২৩.৫ডিগ্রী দক্ষিণ)
৯৪. দ্রাঘিমা রেখার অপর নাম কী?
উত্তর : মধ্যরেখা
৯৫. মূল মধ্যরেখা কোন শহরের উপর দিয়ে গেছে?
উত্তর : যুক্তরাজ্যের লন্ডন শহরের গ্রিনিচ।
৯৬. মূল মধ্যরেখার মান কত?
উত্তর : ০ডিগ্রী
৯৭. পৃথিবীর পরিধি দ্বারা উৎপন্ন কোন কত?
উত্তর : ৩৬০ডিগ্রী।
৯৮. প্রতি মিনিট দ্রাঘিমা এক ডিগ্রির কত অংশের সমান?
উত্তর : ১/৬ডিগ্রী অংশের।
৯৯. নিরক্ষরেখা ও মূল মধ্যরেখা পরস্পর ছেদ করলে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ কত?
উত্তর : ০ডিগ্রী।
১১৮. কতটি পদ্ধতিতে দ্রাঘিমা নির্ণয় করা যায়?
উত্তর : ২টি, ১ স্থানীয় সময়ের পার্থক্য ২ গ্রিনিচের সময়ের পার্থক্য
১০০. ১০ দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় কত?
উত্তর : ৪ মিনিট।
১০১. গ্রিনিচের সঠিক সময় কোন ঘড়ি থেকে জানা যায়?
উত্তর : ক্রনোমিটার ঘড়ি।
১০২. কোন যন্ত্রের সাহায্যে স্থানীয় সময় নির্ণয় করা যায়?
উত্তর : সেক্সট্যান্ট
১০৩. আমেরিকার প্রমাণ সময় কয়টি?
উত্তর : ৪টি।
১০৪. কানাডার প্রমাণ সময় কয়টি?
উত্তর : ৫টি
১০৫. গ্রিনিচের স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর কী সময় ধরা হয়?
উত্তর : প্রমাণ সময়।
১০৬. বাংলাদেশের সময় গ্রিনিচের সময় অপেক্ষা?
উত্তর : +৬ ঘণ্টা
১০৭. বাংলাদেশের মধ্যভাগে কোন রেখা অবস্থিত?
উত্তর : ৯০ডিগ্রী পূর্ব।
১০৮. কোনো স্থানের দ্রাঘিমা এবং এর প্রতিপাদ স্থানের দ্রাঘিমা কত?
উত্তর : ১৮০ডিগ্রী।
১০৯. আন্তর্জাতিক তারিখ রেখা কোন ভাগের উপর দিয়ে গেছে?
উত্তর : জলভাগ।
১১০. কোন মহাসাগরের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে?
উত্তর : প্রশান্ত মহাসাগর।
১১১. আন্তর্জাতিক তারিখ রেখাটি কত ডিগ্রি পূর্ব ও পশ্চিম দ্রাঘিমা রেখা?
উত্তর : ১৮০ডিগ্রী পূর্ব ও পশ্চিম।
১১২. কোন কোন স্থানের উপর দিয়ে আন্তর্জাতিক তারিখ রেখা গেছে?
উত্তর : সাইবেরিয়ার উ. পূর্ব অংশ অ্যালিউসিয়ান, ফিজি ও চ্যাথাম দ্বীপপুঞ্জের উপর।
১১৩. পৃথিবীর আবর্তন গতিকে কোন গতি বলে?
উত্তর : আহ্নিক গতি
১১৪. পরিক্রমণ গতিকে কোন গতি বলে?
উত্তর : বার্ষিক গতি
১১৫. পৃথিবীর পূর্ণ আবর্তনের সময়কে কী বলে?
উত্তর : সৌরদিন
১১৬. কোন গতির ফলে বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের পরিবর্তন হয়?
উত্তর : আহ্নিক গতি।
১১৭. জোয়ার ভাটা কেন সংঘটিত হয়?
উত্তর : আহ্নিক গতির ফলে/চাঁদের আকর্ষণে।
১১৮. চাঁদ পৃথিবীর চারদিকে একবার ঘুরে আসে কত দিনে?
উত্তর : ২৭ দিন।
১১৯. কোন বিজ্ঞানী কত সালে আহ্নিক গতির প্রমাণ দেন?
উত্তর : ফরাসি বিজ্ঞানী ফুকো, ১৮৫১ সাল।
১২০. আকার অনুসারে শিল্পকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর : ৩ ভাগে।
১২১. জাপান কি কি দ্রব্য রপ্তানি করে?
উত্তর : লোহা, ইস্পাত, ইলেকট্রনিক্স সামগ্রী, মোটরগাড়ি, জাহাজ ও বিভিন্ন শিল্পদ্রব্য।
১২২. কোন কোন দ্রব্য জাপান আমদানি করে?
উত্তর : লোহা ও কয়লা।
১২৩. বাংলাদেশের অবস্থান লিখ?
উত্তর : ২০ন৩৪ – ২৬ন৩৮ উ. অক্ষরেখা এবং ৮৮ন০১- ৯২ন৪১ পূর্ব দ্রাঘিমা রেখা।
১২৪. বাংলাদেশের মাঝখান দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
উত্তর : কর্কট ক্রান্তি রেখা।
১২৫. বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত?
উত্তর : ১২ নটিক্যাল মাইল।
১২৬. অর্থনৈতিক একান্ত অঞ্চল কত?
উত্তর : ২০০ নটিক্যাল মাইল
১২৭. সামুদ্রিক মালিকানা মহীসোপানের কোন অংশ পর্যন্ত?
উত্তর : শেষ অংশ।
১২৮. ১ নটিক্যাল মাইল = কত কিমি?
উত্তর : ১.৮৫২ কিমি
১২৯. মহীসোপান কত নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত?
উত্তর : ৩৫০ নটিক্যাল মাইল
১৩০. তাজিন ডং (বিজয়) এর উচ্চতা কত?
উত্তর : ১২৩১ মিটার।
১৩১. কোন সময়কে প্লাইস্টোসিনকাল বলে?
উত্তর: ২৫,০০০ বছর পূর্বের।
১৩২. বরেন্দ্র ভূমির মাটি কেমন?
উত্তর : ধূসর ও লাল
১৩৩. বাংলাদেশের নদীর সংখ্যা প্রায় কত?
উত্তর : প্রায় ৭০০।
১৩৪. বাংলাদেশের মোট নদীর দৈর্ঘ্য কত?
উত্তর : ২২,১৫৫ কিমি
১৩৫. কত সালে আন্তর্জাতিক তারিখ রেখা স্থির করা হয়?
উত্তর : ১৮৮৪ সালে।
১৩৬. পদ্মা যমুনার মিলিত স্থানকে কী বলে?
উত্তর: দৌলতদিয়া।
১৩৭. পদ্মা-মেঘনার কোথায় মিল হয়েছে?
উত্তর : চাঁদপুর।
১৩৮. মহানন্দার উপনদী কোনগুলো?
উত্তর : পুনর্ভবা, নাগর, পাগলা, কুলিন, ট্যাংগন
১৩৯. ব্রহ্মপুত্রের উপনদী কোনগুলো?
উত্তর : ধরলা ও তিস্তা
১৪০. ব্রহ্মপুত্রের শাখা নদী কোনগুলো?
উত্তর : বংশী ও শীতলক্ষ্যা
১৪১. যমুনার শাখা নদী কোনটি?
উত্তর : ধলেশ্বরী।
১৪২. ধলেশ্বরীর শাখা নদী কোনটি?
উত্তর : বুড়িগঙ্গা।
১৪৩. বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর কোথায়?
উত্তর : চট্টগ্রামে।
১৪৪. কাপ্তাই বাঁধ কোন নদীর উপর?
উত্তর : কর্ণফুলী
১৪৫. কোন নদীর নাম একটি জেলার নামানুসারে?
উত্তর : ফেনী।
১৪৬. বাংলাদেশের জলবায়ু সাধারণত কেমন?
উত্তর : সমভাবাপন্ন।
১৪৭. বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?
উত্তর : ২৬.০১ সেলসিয়াস।
১৪৮. বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
উত্তর : ২০৩ সেমি
১৪৯. বাংলাদেশের কোন অঞ্চলে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
উত্তর : সিলেট অঞ্চলে।
১৫০. বাৎসরিক বৃষ্টির কত অংশ বর্ষাকালে হয়?
উত্তর : চার-পঞ্চমাংশ।
১৫১. বাংলাদেশের কোন অঞ্চল গম চাষের জন্য উপযোগী?
উত্তর : উত্তরাঞ্চল
১৫২. বাংলাদেশের কত লোক কৃষি কাজের সাথে জড়িত?
উত্তর : ৪৭.৩০%
১৫৩. বাংলাদেশে কত প্রকার পাট চাষ হয়?
উত্তর : ২ প্রকার।
১৫৪. বাংলাদেশের বনভূমির পরিমাণ কত?
উত্তর : ১৩ ভাগ
১৫৫. শক্তির অন্যতম উৎস কী?
উত্তর : কয়লা
১৫৬. আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা কতটি?
উত্তর : ২৩টি।
১৫৭. শিল্পকারখানায় কাঁচামাল হিসেবে কী ব্যবহৃত হয় কোনটি?
উত্তর : প্রাকৃতিক গ্যাস।
১৫৮. বর্তমানে কাগজের কল কয়টি আছে?
উত্তর : ৬টি।
১৫৯. বোর্ড মিল ও নিউজপ্রিন্ট কারখানা কয়টি?
উত্তর : ৪টি ও ১টি
১৬০. হিউয়েন সাং কোন দেশের পরিব্রাজক?
উত্তর : চীনা
১৬১. হিউয়েন সাং কত সালে বাংলাদেশে আসেন?
উত্তর : সপ্তম শতাব্দী।
১৬২. হিউয়েন সাং বাংলাদেশকে কী বলেন?
উত্তর : A seeping beauty emerging from mists & water.
১৬৩. মিটারগেজ কী?
উত্তর : ১ মি. প্রস্থ রেলপথ।
১৬৪. ব্রডগেজ কী?
উত্তর : ১.৬৮ মি. প্রস্থ রেলপথ।
১৬৫. বাংলাদেশে কয়টি রেলস্টেশন আছে?
উত্তর : ৪৪০টি।
১৬৬. বাংলাদেশের সমুদ্রবন্দর কয়টি?
উত্তর : ২টি
১৬৭. বাংলাদেশে আন্তর্জাতিক নদী কয়টি?
উত্তর : ৫৭টি।
১৬৮. শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
উত্তর : টাইটান
১৬৯. সূর্য কি?
উত্তর : নক্ষত্র
১৭০. চাঁদ কী?
উত্তর : উপগ্রহ
১৭১. সিন্ধু নদীর গিরিখাতটি কত মি. গভীর?
উত্তর : ৫১৮ মি.
১৭২. গ্যান্ড কালিয়ান কী?
উত্তর : গিরিখাত
১৭৩. এটি কত মি. বিস্তৃত?
উত্তর : ১৩৭-১৫৭ মি.
১৭৪. এটি কত মি. গভীর?
উত্তর : ২.৪ মি.
১৭৫. জনসংখ্যা বণ্টনের প্রভাবক কয়ভাগে বিভক্ত?
উত্তর : ২ ভাগে।
১৭৬. আবহাওয়া ও জলবায়ুর উপাদান কী কী?
উত্তর : বায়ুর তাপ, চাপ, বায়ু প্রবাহ, আদ্রতা ও রারিপাত।
১৭৭. বারিমণ্ডলের ইংরেজি প্রতিশব্দ কী?
উত্তর : Hydrosphere
১৭৮. উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশিকে কী বলে?
উত্তর: মহাসাগর
১৭৯. রাবিমণ্ডলের উন্মুক্ত বিস্তীর্ণ জলরাশিকে কী বলে?
উত্তর : মহাসাগর
১৮০. মহাসাগর অপেক্ষা স্বল্প আয়তন বিশিষ্ট জলরাশিকে কী বলে?
উত্তর : সাগর
১৮১. কীসের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়?
উত্তর : শব্দ তরঙ্গ।
১৮২. শব্দ তরঙ্গ প্রতি সেকেন্ডে পানির মধ্য দিয়ে কত মিটার যায়?
উত্তর : ১,৪৭৫ মিটার।
১৮৩. কোন যন্ত্রের সাহায্যে সমুদ্রের গভীরতা মাপা যায়?
উত্তর : ফ্যাদোমিটার।
১৮৪. মহীসোপানের গড় প্রশস্ততা কত?
উত্তর : ৭০ কিমি
১৮৫. মহীঢাল কত কিমি প্রশস্ত?
উত্তর : ১৬-৩২ কিমি
১৮৬. পৃথিবীর গভীরতম খাতের নাম কী?
উত্তর : ম্যারিয়ানা খাত
১৮৭. সমুদ্র স্রোতের প্রধান কারণ কী?
উত্তর : বায়ুপ্রবাহ
১৮৮. ২০৫০ সালে পৃথিবীর জনসংখ্যা কত দাঁড়াবে?
উত্তর : ৯ বিলিয়নের উপরে।
১৮৯. পৃথিবীর প্রাথমিক পর্যায় কত?
উত্তর : সুদূর অতীত থেকে ১৬৫০ খ্রি.
১৯০. কোন সময়কে মাধ্যমিক পর্যায় বলা হয়?
উত্তর : ১৬৫০-১৯০০ সাল।
১৯১. সাম্প্রতিক পর্যায়ভুক্ত সময় কত?
উত্তর : ১৯০০ বর্তমান।
১৯২. শিশু কারা?
উত্তর : ০-১৮ বছর বয়সী।
১৯৩. আকার অনুসারে শিল্পকে কয়ভাগে ভাগ করা যায়?
উত্তর : ৩ ভাগে।
১৯৪. জনসংখ্যার ঘনত্ব কিভাবে নির্ণয় করা যায়?
উত্তর : মোট জনসংখ্যা, মোট ভূমির আয়তন
১৯৫. বর্তমানে (মার্চ, ২০১১)বাংলাদেশের জনসংখ্যা কত?
উত্তর : ১৪.৯৭ কোটি।
১৯৬. প্রতি বর্গ কিমি জনসংখ্যার ঘণত্ব কত?
উত্তর : ১,০১৫ জন।
১৯৭. বাংলাদেশ কোন অঞ্চলের অন্তর্ভুক্ত?
উত্তর : দ্রুত বর্ধিষ্ণু
১৯৮. বিশ্বের জনসংখ্যার কত ভাগ শহরে বসবাস করে?
উত্তর : ৪০%।
১৯৯. বাংলাদেশে জনপ্রতি কৃষিজমির পরিমাণ কত?
উত্তর : ০.০৫ একর।
২০০. মানুষের দৈনিক গড়ে কত গ্যালন পানি প্রয়োজন?
উত্তর : ৭ গ্যালন
২০১. ঢাকা শহরে দিনে কয় টন বর্জ্য নিচু খোলা জায়গায় ফেলা হয়?
উত্তর : ৯০০ টন।
২০২. মহাদেশীয় ভূত্বকের কত ভাগ পাললিক শিলা?
উত্তর : ৭৫ ভাগ।
২০৩. পামীর মালভূমিতে কত সালে ভূপাতের ফলে কোথায় ভূমিকম্প হয়?
উত্তর : ১৯১১ সাল, তুরস্কে।
২০৪. দিবং নদীর গতি পরিবর্তিত হয় কত সালে?
উত্তর : ১৯৫০ সালে।
২০৫. Tsunami কোন শব্দ? এর অর্থ কী?
উত্তর : জাপানি, পোতাশ্রয়ের ঢেউ।
২০৬. Tsunami কে আরও কী নামে অভিহিত করা হয়?
উত্তর : Wave of train.
২০৭. প্রবহমান দুটি নদীর মধ্যবর্তী ভূমিকে কী বলে?
উত্তর : দোয়াব।
২০৮. যমুনা নদীর উপনদী কোনটি?
উত্তর : তিস্তা ও করতোয়া।
২০৯. নদী উপত্যকার গুলদেখাকে কী বলে?
উত্তর: নদীগর্ভ।
২১০. পৃথিবীর অন্যতম বৃহৎ গিরিখাত কোনটি?
উত্তর : সিন্ধু নদের গিরিখাত।
২১১. সেন্ট লরেন্স নায়াগ্রা জলপ্রপাত কোথায়?
উত্তর : উত্তর আমেরিকা।
২১২. ব-দ্বীপকে ইংরেজিতে কী বলে?
উত্তর : Delta
২১৩. সমগ্র ভূমিরূপ কয়টি ভাগে বিভক্ত ও কী কী?
উত্তর : ৩টি, পর্বত, মালভূমি ও সমভূমি।
২১৪. পর্বত কয় প্রকার?
উত্তর : ৪ প্রকার।
২১৫. ভঙ্গিল পর্বতগুলোর নাম লিখ?
উত্তর : হিমালয়, আল্পস, রকি।
২১৬. ভঙ্গিল পর্বতের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর : ভাঁজ।
২১৭. আগ্নেয় পর্বতের উদাহরণ দাও।
উত্তর : ভিসুভিয়াস, কিলিমানজারো, ফুজিয়ামা।
২১৮. ল্যাকোলিথ পর্বত কোনটি?
উত্তর : USA ল্যাকোলিথ।
২১৯. সমভূমি কত প্রকার ও কি কি?
উত্তর : ২ প্রকার, ক্ষয়জাত ও সঞ্চয়জাত।
২২০. বায়ুতে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কত?
উত্তর : ৭৮.০২ ও ২০.৭১%
২২১. বায়ুমণ্ডলের স্তর কয়টি?
উত্তর : ৬টি।
২২২. কোনগুলো আবহাওয়া ও জলবায়ুর উপাদান?
উত্তর : বায়ুর তাপ, চাপ

BTCClicks.com Banner

৩৭তম বিসিএস প্রিলি প্রস্তুতি
মুক্তিযোদ্ধা ও খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতার ঘোষনা শুনে ১৯৭১ সালের ২৬ মার্চ থেকে ১৬ ডিসেম্বর যে সকল ব্যক্তি দেশের জন্য কাজ করেছেন তারাই মুক্তিযোদ্ধা।
.
মুক্তিযোদ্ধা হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য নির্ধারণ করে সরকার। তন্মধ্যে একটি হলো মুক্তিযুদ্ধকালীন বয়স ১৩ বছর হতে হবে।
.
মোট খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা (৬৭৬+১) =৬৭৭ বীরশ্রেষ্ঠ = ৭ জন
বীর উত্তম (৬৮+১) = ৬৯ (সর্বশেষ= ব্রিগেডিয়ার জামিল উদ্দীন) বীর বিক্রম = ১৭৫
বীর প্রতীক = ৪২৬ (মহিলা=২, নিখোজ= ৫৫। কিন্তু দেবদাস বিশ্বাস ওরফে খোকা বিশ্বাস বীর প্রতীক নামে ঝালকাঠির এক ব্যক্তিকে সনাক্ত করেন বিমল কান্তি দে। তাই বর্তমানে নিখোঁজ সংখ্যা হবে ৫৪)
.
মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য বীর উত্তম খেতাবপ্রাপ্ত 68 জন। কিন্তু মোট বীর উত্তম খেতাবপ্রাপ্তের সংখ্যা 69 জন। 2010 সালে 75 এর অভ্যুত্থানের সময় বঙ্গবন্ধুকে রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া ব্রিগেডিয়ার জামিলকে বীর উত্তম খেতাব দেয়া হয়। এছাড়া পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী ও ব্রিগেডিয়ার জেনারেল মোজাফ্ফর আহমেদ কে বীর বিক্রম খেতাব দেয়া হয়।
তাই মুক্তিযুদ্ধে 175 জন বীর বিক্রম খেতাব পেলেও মোট বীর বিক্রম খেতাবপ্রাপ্ত 177 জন।পার্বত্য চট্টগ্রামে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীর বিক্রম খেতাবপ্রাপ্ত 2 জনসহ মোট বীর বিক্রম খেতাবপ্রাপ্ত 177 জন। তবে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকার জন্য বীর বিক্রম খেতাবপ্রাপ্ত 175 জন।
.

নারী মুক্তিযোদ্ধা- ২ জন (২ জনই বীরপ্রতীক) (সেতারা বেগম ও তারামন বিবি) নারী মুক্তিযোদ্ধা- সেতারা বেগম, তারামন বিবি ও কাঁকন বিবি আদিবাসী নারী মুক্তিযোদ্ধা-কাঁকন বিবি কাঁকন বিবি- খাসিয়া কাঁকন বিবির আসল নাম- কাকাত হেনইঞ্চিতা সর্বকনিষ্ঠখেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা-শহীদুল ইসলাম চৌধুরী (মুক্তিযুদ্ধের সময় তাঁর বয়স-১২ বছর) একমাত্র আদিবাসী/উপজাতি খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা- ইউ কে চিং (বীরবিক্রম) একমাত্র বিদেশি বীরপ্রতীক-ডব্লিউ এ এস ওডারল্যান্ড(অস্ট্রেলিয়া; জন্ম নেদারল্যান্ড)ওডারল্যান্ড মারা যান- ১৮ মে ২০০১ সালে
________________________________________

ঊনসত্তরের গণঅভ্যুত্থান‬

প্রথম শহীদ >> আসাদ (ঢা.বি) ২০জানুয়ারী
২য় শহীদ >> মতিউর (স্কুল ছাত্র) ২৪জানু
৩য় শহীদ >> সার্জেন্ট জহুরুল হক (১৫ ফেব্রু)
৪র্থ শহীদ >> ড. শামসুচ্ছজোহা ১৮ ফেব্রু
________________________________________

গুরুত্বপূর্ণ দিন

কিছু গুরুত্বপূর্ণ তারিখঃ
১।১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী বাংলা তারিখ ৮ ফাল্গুন, ১৩৫৯।বৃহস্পতি বার।
২।১৯৭১ সালের ২৫ মার্চ, ১৩৭৭ বঙ্গাব্দ, বৃহস্পতি বার।
৩।১৯৭১ সালের ২৬ মার্চ, ১৩৭৭ বঙ্গাব্দ, শুক্রবার।
৪।১৯৭১ সালের ১৬ ডিসেম্বর, ১৩৭৮ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
________________________________________

কিছু দফা

৪২ দফা >> আওয়ামী মুসলিম লীগের (১ম দফা > বাংলাকে রাষ্ট্র ভাষা হিসেবে স্বাকৃতি, প্রাদেশিক শাসন )
৬ দফা (বাঙালির মুক্তির সনদ)>> আওয়ামী লীগের (১ম দফা >প্রাদেশিক শাসন , ১৯৭০ এর নির্বাচনে আওয়ামীলীগের ইশতেহার
৩৫দফা >> আওয়ামী লাীগের > এই দফার মাধ্যমে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলন শুরু করেন।
২১ দফা >> যুক্তফন্টের ১৯৫৪ সালের নির্বাচনের ইতিহাস > ১ম দফা > বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসিবে প্রতিষ্ঠা করা)
১১ দফা >> ছাত্র সংগ্রাম পরিষদের > এর ভিত্তিতেই ’৬৯ এর গণঅভ্যুত্থান শুরু হয় ।

________________________________________

প্রশ্ন : ২১ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : শহীদ দিবস।
প্রশ্ন : ২৬ মার্চ কী দিবস?
উত্তর : স্বাধীনতা দিবস।
প্রশ্ন : ১৫ আগস্ট কী দিবস?
উত্তর : জাতীয় শোক দিবস।
প্রশ্ন : ২১ নভেম্বর কী দিবস?
উত্তর : সশস্র বাহিনী দিবস।
প্রশ্ন : ১৪ ডিসেম্বর কী দিবস?
উত্তর : শহীদ বুদ্ধিজীবী দিবস।
প্রশ্ন : ১৬ ডিসেম্বর কী দিবস?
উত্তর : বিজয় দিবস।
প্রশ্ন : ১০ জানুয়ারি কী দিবস?
উত্তর : বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস।
প্রশ্ন : ২৮ জানুয়ারি কী দিবস?
উত্তর : সলঙ্গা দিবস।
প্রশ্ন : ০২ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : জনসংখ্যা দিবস।
প্রশ্ন : ২২ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দিবস।
প্রশ্ন : ২৮ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : ডায়াবেটিক দিবস।
প্রশ্ন : ১৫ মার্চ কী দিবস?
উত্তর : রাষ্ট্রভাষা দিবস।
প্রশ্ন : ২২ অক্টোবর কী দিবস?
উত্তর : নিরাপদ সড়ক দিবস।
প্রশ্ন : ২৪ এপ্রিল কী দিবস?
উত্তর : খাপড়া ওয়ার্ড দিবস।
প্রশ্ন : ২৮ মে কী দিবস?
উত্তর : নিরাপদ মাতৃত্ব দিবস।
প্রশ্ন : ৩০ মে কী দিবস?
উত্তর : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের শাহাদত দিবস।
প্রশ্ন : ০৭ জুন কী দিবস?
উত্তর : ছয় দফা দিবস।
প্রশ্ন : ২৩ জুন কী দিবস?
উত্তর : পলাশী দিবস।
প্রশ্ন : ০৭ নভেম্বর কী দিবস?
উত্তর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
প্রশ্ন : ১৬ অক্টোবর কী দিবস?
উত্তর : বঙ্গভঙ্গ দিবস

________________________________________

‘কনসার্ট ফর বাংলাদেশ’

১৯৭১ সালে অনুষ্ঠিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর প্রধান শিল্পী-
জর্জ হ্যারিসন (ইংল্যান্ড/বৃটেন)
কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করেন- জর্জ হ্যারিসন (USA) ও পণ্ডিত রবিশংকর (ভারত)
কনসার্ট ফর বাংলাদেশ আয়োজনে সহায়তা করে-ফোবানা
কনাসর্ট ফর বাংলাদেশ আয়োজিত হয়- ১ আগস্ট ১৯৭১
কনাসর্ট ফর বাংলাদেশ আয়োজিত হয়- নিউইয়র্কের
ম্যাডিসন স্কয়ারেকনসার্ট ফর বাংলাদেশে অংশ নেয়া উল্লেখযোগ্য শিল্পী-
পণ্ডিত রবিশংকর (সেতার), ওস্তাদ আলী আকবর খাঁ (সরোদ), আল্লারা খাঁ (তবলা), কমলা চক্রবর্তী (তানপুরা); জর্জ হ্যারিসন, এরিক ক্ল্যাপটন, বব ডিলান, রিঙ্গো স্টার, লিওন রাসেল, বিলি প্রিস্টন, প্রমুখ
জর্জ হ্যারিসনের ব্যান্ডের নাম-
বিটলস (ইংল্যান্ড/ বৃটিশ ব্যান্ড)
________________________________________

‘সেপ্টেম্বর অন যশোর রোড’ রচনা করেছেন- কবি অ্যালেন গিন্সবার্গ
অর্থ সংগ্রহের জন্য কবিতা পাঠের আয়োজন করেন- অ্যালেন গিন্সবার্গ
(আমেরিকা) ও ইয়েভগেনি ইয়েভ তুসোস্কোর (রাশিয়া)
________________________________________

স্বীকৃতি দানকারী দেশসমূহ

বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথমদেশ- ভারত
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ- ভুটান
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথমআরব দেশ- ইরাক
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম সমাজতান্ত্রিক দেশ- পোল্যান্ড
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ইউরোপীয় দেশ- পোল্যান্ড ও পূর্ব জার্মানি
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম অনারব মুসলিম দেশ- মালয়েশিয়া
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম আফ্রিকান দেশ- সেনেগাল
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম ওশেনিয়া (অস্ট্রেলিয়া মহাদেশের) দেশ-টোঙ্গা
মার্কিন যু্ক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বীকৃতি দেয়-১৯৭২ সালে
পাকিস্তানবাংলাদেশকে স্বীকৃতি দেয়-১৯৭৮ সালে
সৌদি আবর বাংলাদেশকে স্বীকৃতি দেয় > ১৯৭৫সালে।
চীন বাংলাদেশকে স্বীকৃতি দান করে

________________________________________

পাকবাহিনী বুদ্ধিজীবীদের হত্যা করে- ১৪ ডিসেম্বর ১৯৭১
মুক্তিযোদ্ধা দিবস- ১ ডিসেম্বর
মুক্তিযুদ্ধ যাদুঘর- ঢাকার সেগুনবাগিচায়
মুক্তিযোদ্ধা সংসদ প্রতিষ্ঠা করেন- শেখ মুজিবুর রহমান

BTCClicks.com Banner
Black‬ নিয়ে যত কথা।
১। Black Cat- ভারতের কমান্ড বাহিনী।
২। Black Shirt- মুসোলিনীর গেরিলা বাহিনী।
৩। Black September- ফিলিস্তিনির গেরিলা বাহিনী।
৪। Black December- পাকিস্তানের গেরিলা বাহিনী।
৫। Black Panther- যুক্তরাষ্ট্রের নিগ্রদের সংগঠন।
৬। Black Tiger- দুর্ধষ যোদ্ধাদের কে বলা হ্য়।
৭। Black Bengal- উন্নত জাতের ছাগল।
৮। Black Diamond- পেলে, সেরেনা উইলিয়্ম।
৯। Black Gold- কক্সবাজার সমুদ্র সৈকতের বালুর মধ্যে পাওয়া ‘জিরকন ‘নামক এক ধরনের মূল্যবান পদার্থ।
১০। Black Night- ১৯৭১ সাল এর ২৫ মার্চ।
১১। Black Forest = জার্মানির একটি বন ।
১২। Black Out = হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়াকে বুঝায়।
১৩। Black Box = বিমানে সংরক্ষিত ডাটা রেকর্ডস।
১৪। Black Sharts= ইটালির মুসোলিনের ফ্যাসিস্ট দল।
১৫। Penny Black = বিশ্বের প্রথম ডাকটিকিট (ইংল্যান্ড )।
১৬। Black Foot = আর্সেনিক আক্রান্ত মানবদেহে প্রদাহ সৃষ্টিকারি এক ধরনের রোগ।
১৭। Black Quater= গবাদি পশুর রোগ।
১৮। Black County = ইংল্যান্ডের দক্ষিণ স্টোফোর্ড কে বুঝায়।
১৯। Black Sea = কৃষ্ণ সাগর শীতকালে এই সাগর ঘন কুয়াশাচ্ছন্ন থাকে বলে এর নামকরণ করা হয়েছে ব্লাক সী।
২০। Black Gold = কক্সবাজার সমুদ্র সৈকত ও সেন্টমার্টিনে পাওয়া তেজস্ক্রিয় খনিজ পদার্থ।
২১। Black Dog = পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গেরিলা সংগঠন।
 
________________________________________
 
বিভিন্ন পরীক্ষায় জবাব দে’য়ার জন্য প্রশ্নোত্তরগুলোতে একবার চোখ বুলিয়ে নিলে মন্দ হবেনা
 
১. বিশেষ ক্ষমতা আইন প্রণীত হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৪ সালে।
২. সর্বস্তরে বাংলা ভাষা চালু করার লক্ষ্যে ‘বাংলা ভাষা প্রচলন আইন’ জারি হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৭ সালে।
৩. বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয় কবে?
উত্তরঃ ১ নভেম্বর ২০০৭ সালে।
৪. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ কক্সবাজার।
৫. ভারতের কতটি ‘ছিটমহল’ বাংলাদেশের ভৌগোলিক সীমায় অন্তর্ভুক্ত হয়েছে?
উত্তরঃ ১১১টি।
৬. ‘শুভলং’ ঝরনা কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ রাঙামাটি।
৭. বাংলাদেশের উষ্ণতম স্থানের নাম কী?
উত্তরঃ লালপুর, নাটোর।
৮. ‘Making of a Nation Bangladesh’ গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ নুরুল ইসলাম।
৯. ১৯ মে ২০১২ সালে কোন বাংলাদেশি এভারেস্ট জয় করেন?
উত্তরঃ নিশাত মজুমদার।
১০. ‘অলিভ টারটল’ বাংলাদেশের কোন দ্বীপে পাওয়া যায়?
উত্তরঃ সেন্টমার্টিন।
১১. ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন সংস্থা?
উত্তরঃ ইউনেস্কো।
১২. বাংলাদেশে শেয়ারবাজার কার্যক্রম নিয়ন্ত্রণ করে কোন বিভাগ?
উত্তরঃ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন।
১৩. পূর্বাশা দ্বীপের অপর নাম কী?
উত্তরঃ দক্ষিণ তালপট্টি দ্বীপ।
১৪. শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায় অবস্থিত?
উত্তরঃ ময়মনসিংহে।
১৫. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯২১ সালে।
১৬. বহুল আলোচিত ‘টিকফা’ চুক্তির বিষয়বস্তু কি ছিল?
উত্তরঃ বাণিজ্য ও বিনিয়োগ।
১৭. জাতীয় শিশু দবস পালিত হয় কবে?
উত্তরঃ ১৭ মার্চ।
১৮. প্রথম আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় কবে?
উত্তরঃ ২১ ফেব্রুয়ারি ২০০০ সালে।
১৯. ‘পরার্থপরতার অর্থনীতি’ গ্রন্থের লেখক কে?
উত্তরঃ ড. আকবর আলী খান।
২০. নজরুল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৫ সালের ফেব্রুয়ারিতে।
২১. বাংলাদেশের প্রথম রেললাইন বসানো হয় কোথায়?
উত্তরঃ দর্শনা থেকে কুষ্টিয়ার জগতি পর্যন্ত।
২২. ‘হার্ডিঞ্জ ব্রিজ’ অবস্থিত কোন নদীর ওপর?
উত্তরঃ পদ্মা নদীর ওপরে।
২৩. বাংলাদেশের স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটে ছবি ছিল কীসের?
উত্তরঃ শহীদ মিনারের।
২৪. ‘সোর্ড অব অনার’ খেতাবে ভূষিত প্রথম নারী কে?
উত্তরঃ মারজিয়া ইসলাম।
২৫. বাংলাদেশের রাজস্ব প্রাপ্তির প্রধান উৎস কোনটি?
উত্তরঃ মূল্য সংযোজন কর (মূসক)।
২৬. গোল্ডেন-ট্রায়েঙ্গেল বলে খ্যাত কোন দেশগুলো?

উত্তরঃ মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস

[মনে রাখুন: মিথালা]।

২৭. বিখ্যাত কুতুব মিনার কোথায় অবস্থিত?
উত্তরঃ ভারতের দিল্লিতে।
২৮. সর্বাধিক লোক বসবাস করে কোন মহাদেশে?
উত্তরঃ এশিয়া মহাদেশে।
২৯. মালদ্বীপের মুদ্রার নাম কী?
উত্তরঃ রুপিয়া।
৩০. আলবেনিয়ার রাজধানীর নাম কী?
উত্তরঃ তিরানা।
৩১. হাঙ্গেরির আইনসভার নাম কী?
উত্তরঃ ন্যাশনাল আসেম্বলি।
৩২. সুমাত্রা দ্বীপটি কোথায় অবস্থিত?
উত্তরঃ ভারত মহাসাগরে।
৩৩. ভলগা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ ভলদাই পাহাড়।
৩৪. ফ্রান্স থেকে ব্রিটেনকে পৃথক করেছে কোন চ্যানেল?
উত্তরঃ ইংলিশ চ্যানেল।
৩৫. ইহুদিবাদ আন্দোলনের প্রবক্তা কে?
উত্তরঃ থিওডোর হার্জল।
৩৬. পৃথিবীর বৃহত্তম সাহায্যদাতা দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
৩৭. শ্বেত বিপ্লবের দেশ কোনটি?
উত্তরঃ ইরান।
৩৮. বিশ্বখ্যাত আবাদান তেল শোধনাগার কোথায় অবস্থিত?
উত্তরঃ ইরানে।
৩৯. সেন্ট পিটার্স কোন শহরে অবস্থিত?
উত্তরঃ ইতালির রোমে।
৪০. পলাশীর যুদ্ধ সংঘটিত হয় কত সালে?
উত্তরঃ ১৭৫৭ সালে।
৪১. আমেরিকার স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দেন কে?
উত্তরঃ জর্জ ওয়াশিংটন।
৪২. ইরাক কুয়েত দখল করে কবে?
উত্তরঃ ২ আগস্ট ১৯৯০ সালে।
৪৩. প্রথম ভার্সাই চুক্তির ফলাফল কি ছিল?
উত্তরঃ আমেরিকার স্বাধীনতা লাভ।
৪৪. ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে?
উত্তরঃ মিশর ও ইসরাইলের মধ্যে।
৪৫. জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন?
উত্তরঃ ট্রাইগভেলাই।
৪৬. ১৯৪৫ সালের জাতিসংঘ সনদ স্বাক্ষরিত হয় কোথায়?
উত্তরঃ সানফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র।
৪৭. পীত হাতির দেশ কোনটি?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
৪৮. “প্রথম ভার্সাই চুক্তি” স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র ও বৃটেনের মধ্যে।
৪৯. ‘পঞ্চাশের মন্বন্তর’ হয়েছিল ইংরেজি কত সালে?
উত্তরঃ ১৯৪৩ সালে।
৫০. ‘শেকেল’ কোন দেশের মুদ্রার নাম?
উত্তরঃ ইসরাইলের।
 
________________________________________
কিছু সাধারণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর
 
AFP এর সদর দপ্তর কোথায়?-
প্যারিস, ফ্রান্স।
• AFP এর পূর্ণরূপ কি?
– Agence France Presse (Agency France Press)।
• AP (এপি) কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা?
– যুক্তরাষ্ট্র।
• AP এর পূর্ণরূপ কি?-
Associated Press।
• AP এর প্রতিষ্ঠা কবে?
– ১৮৪৬।
• AP এর সদর দফতর কোথায়?-
নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
• আল জাজিরা যাত্রা শুরু করে কবে?-
১ নভেম্বর, ১৯৯৬।
• আল জাজিরা কবে ইংরেজি ভাষায় সম্প্রচার শুরু করে?
– ১৫ নভেম্বর, ২০০৬।
• রয়টার্স কোন দেশ ভিত্তিক সংবাদ সংস্থা?
– ব্রিটেন।
• রয়টার্সের প্রতিষ্ঠা কবে?
– ১৮৫১ সালে।
• রয়টার্সের সদর দপ্তর কোথায়?
– লন্ডন, ব্রিটেন।
• BBC এর পূর্ণরূপ
– British Broadcasting Corporation.
• BBC এর প্রতিষ্ঠা কবে?
– ১৯২২ সালে।
• BBC কবে বাংলা ভাষায় অনুষ্ঠান সম্প্রচার শুরু করে?
– ১১ অক্টোবর ১৯৪১।
• CNN কোন দেশ ভিত্তিক স্যাটেলাইট চ্যানেল?
– যুক্তরাষ্ট্র।
• CNN এর পূর্ণরূপ কি?
– Cable News Network.
• CNN এর কার্যক্রম শুরু হয় কবে?
– ১ জুন ১৯৮০।
• CNN এর সদর দফতর কোথায় অবস্থিত?
– আটলান্টা, জর্জিয়া (যুক্তরাষ্ট্র)।
 
 
________________________________________
 
 
 
আরোও কিছু সাধারণ জ্ঞানমূলক প্রশ্নোত্তর
 
প্রশ্ন : হ্যামলেট নাটকটির রচয়িতা
উত্তর : সেক্সপিয়ার
প্রশ্ন : দুধে কোন ধরনের এসিড থাকে?
উত্তর : ল্যাক্টিক।
প্রশ্ন : দাসপ্রথা বিলুপ্ত করেন কে?
উত্তর : আব্রাহাম লিংকন।
প্রশ্ন : ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কী?
উত্তর : মোসাদ।
প্রশ্ন :বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
উত্তর : চন্দ্রাবতী।
প্রশ্ন : আটত্রিশতম উত্তর অক্ষরেখা কোন দুটি দেশকে চিহ্নিত করে?
উত্তর : উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
প্রশ্ন : জাতীয় জন্মনিবন্ধন দিবস কবে পালিত হয়?
উত্তর : ৩ জুলাই।
প্রশ্ন : ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?
উত্তর : প্রমথ চৌধুরী।
প্রশ্ন : বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার?
উত্তর : বিদ্যাসাগরের।
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয়?
উত্তর : মানসী।
প্রশ্ন : বাংলাদেশে প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত কে?
উত্তর : শরদিন্দু শেখর চাকমা।
প্রশ্ন : মারি বার্গাস কোন দেশের লেখক?
উত্তর : স্প্যানিশ।
প্রশ্ন : ওয়েবসাইট ‘উইকিলিস’-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ কোন দেশের নাগরিক?
উত্তর : অস্ট্রেলিয়ার।
প্রশ্ন : নেলসন ম্যান্ডেলার পুরো নাম কী?
উত্তর : নেলসন রোলিহলাহা ম্যান্ডেলা।
প্রশ্ন : রাজা শশাঙ্কের রাজধানী ছিল
উত্তর :কর্নসুবর্ণ।
প্রশ্ন : ‘গুলিস্তা’ নামের মাসিক পত্রিকাটির সম্পাদক ছিলেন কে?
উত্তর : এস. ওযাজেদ আলী।
প্রশ্ন : ইরানের পুরনো নাম কী?
উত্তর : পারস্য।
প্রশ্ন : কোন দেশের প্রেসিডেন্ট পদটি প্রতীকী?
উত্তর : ফিলিস্তিন।
প্রশ্ন : ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার কোন দেশের নাগরিক?
উত্তর : সুইজারল্যান্ড।
প্রশ্ন : অস্ট্রেলিয়ার আইনসভার নাম কী?
উত্তর : পার্লামেন্ট অব দ্য কমনওয়েলথ।
প্রশ্ন : লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত?
উত্তর : যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।
প্রশ্ন : আফগানিস্তানের আইনসভার নিম্নকক্ষের নাম কী?
উত্তর : ওলেসি জিরগা।
প্রশ্ন : বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক কে?
উত্তর : রাষ্ট্রপতি।
প্রশ্ন : ওমান ও পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত
উত্তর : হরমুজ প্রণালী।
প্রশ্ন : বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি?
উত্তর : ১০টি।
প্রশ্ন : ‘চলিষ্ণু অভিধান’ বলে পরিচিত ছিলেন
উত্তর : ড. মুহম্মদ শহীদুল্লাহ।
প্রশ্ন : হাড় ও দাঁত শক্ত করে
উত্তর : ক্যালসিয়াম।
প্রশ্ন :’সারপ্লাস ভ্যালু অব লেবার’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর : কার্ল মাকর্স।
প্রশ্ন :জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন
উত্তর : ট্রিগভ্যালি [নরওয়ে]।
প্রশ্ন : জাতীয় স্মৃতিসৌধের ফলক কতটি?
উত্তর : সাতটি।
প্রশ্ন : তামা ও টিনের মিশ্রণে হয়
উত্তর : ব্রোঞ্জ।
প্রশ্ন : বিপ্লবী চে গুয়েভারা কোথায় নিহত হন?
উত্তর : বলিভিয়ায়।
প্রশ্ন : চিলি কোথায় অবস্থিত?
উত্তর : দক্ষিণ আমেরিকায়।

________________________________________

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা লাভ

১/ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ছয় দফা কর্মসুচী ব্যক্ত করেন — ১৩ ফেব্রুয়ারী ১৯৬৬ সালে।
২/ আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করা হয় — জানুয়ারী, ১৯৬৮।
৩/ আগরতলা ষড়যন্ত্র মামলার বিশেষ আদালতের বিচারক ছিলেন — পাকিস্তানের প্রধান বিচারপতি এস.এ. রহমান।
৪/ আগরতলা ষড়যন্ত্র মামলার বিচার হয় — জুন, ১৯৬৮।
৫/ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী ছিল — ৩৫ জন।
৬/ আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামী ছিলেন — শেখ মুজিবর রহমান।
৭/ আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয় — ২২ ফেব্রুয়ারী ১৯৬৯।
৮/ আগরতলা ষড়যন্ত্র মামলার আসামী সার্জেন্ট জহুরুল হককে হত্যা করে — ১৫ ফেব্রুয়ারী ১৯৬৯।
৯/ আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয় — ২৫ মার্চ, ১৯৬৯ সালে। রাজনৈতিক সংকটের জন্য।
১০/ পুলিশের গুলিতে শহীদ আসাদ নিহত হন — ২০ জানুয়ারী, ১৯৬৯।
১১/ শহীদ আসাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন বিভাগের ছাত্র ছিলেন — আইন বিভাগের।
১২/ পুলিশের গুলিতে শহীদ মতিউর নিহত হন — ২৪ জানুয়ারী, ১৯৬৯।
১৩/ শহীদ মতিউর কোন বিদ্যালয়ের ছাত্র ছিলেন — নবকুমার ইনষ্টিটিউশনের, নবম শ্রেনীর ছাত্র।
১৪/ শহীদ ড. শামসুজ্জোহা হত্যা করা হয়েছিল — ১৮ ফেব্রুয়ারী, ১৯৬৯, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে।
১৫/ আইয়ুব খান কবে কার নিকট পাকিস্তানের ক্ষমতা হস্তান্তর করেন — ২৫ মার্চ, ১৯৬৯। আগা মুহম্মদ ইয়াহিয়া খান।
১৬/ শেখ মুজিবর রহমানকে বঙ্গবন্ধুকে উপাধিতে ভুষিত করা হয় — ১৯৬৯ সালের ২৩ ফেব্রুয়ারী।
১৭/ শেখ মুজিবর রহমানকে জাতির জনক ঘোষনা দেয়া হয় — ০৩ মার্চ ১৯৭১।
১৮/ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে প্রথমে জাতির পিতা ঘোষনা দেন — আ.স.ম আবদুর রব।
১৯/ ১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদের আসন পেয়েছিল — ১৬৭ টি আসন।
২০/ পাকিস্তানের প্রথম সাধারন নির্বাচন কবে অনুষ্ঠিত হয় – ০৭ ডিসেম্বর, ১৯৭০সাল।
২১/ আলোচনা ভেঙ্গে দিয়ে ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করেন — ২৫ মার্চ, ১৯৭১ রাতে।
২২/ স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয় — ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
২৩/ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষনা পাঠ করা হয় — ২৬ মার্চ, ১৯৭১।
২৪/ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থাপন করা হয় — চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
২৫/ মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন যারা — ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
২৬/ মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ সংগঠিত হয় — ১৯ মার্চ, ১৯৭১ গাজিপুরে।
২৭/ স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক ছিলেন — বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২৮/ প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় — ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
২৯/ প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় — ০২ ই মার্চ, ১৯৭১।
৩০/ বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন — আ স ম আব্দুর রব।
৩১/ শেখ মজিবুর রহমানকে প্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় — ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।
৩২/ সর্বপ্রথম বাংলাদেশের স্বাধীনতা মন্ত্রিসভা গঠিত হয় — ১০ এপ্রিল, ১৯৭১।
৩৩/ বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল — ১০ এপ্রিল, ১৯৭১।
৩৪/ বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষনা করা হয়েছিল — ১৭ এপ্রিল, ১৯৭১।
৩৫/ বাংলাদেশের অস্থায়ী সরকার শপথ গ্রহন করেছিল — ১৭ এপ্রিল, ১৯৭১।
৩৬/ বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল — ৬ জন।
৩৭/ বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী ছিল — মেহেরপুর জেলার মুজিবনগরে।
৩৮/ মুজিবনগরের পুরাতন নাম কি ছিল — বৈদ্যনাথ তলার ভবের পাড়া।
৩৯/ বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন — তাজউদ্দিন আহম্মেদ।
৪০/ মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন — এম, মনসুর আলী।
৪১/ মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রি ছিলেন — তাজউদ্দিন আহম্মেদ।
৪২/ মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন — শেখ মুজিবর রহমান।
৪৩/ মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন — সৈয়দ নজরুল ইসলাম।
৪৪/ মুজিবনগরে নতুন সরকার গঠনের ঘোষনাপত্র পাঠ করেন — অধ্যাপক ইউসুফ আলী।
৪৫/ মুজিবনগরে সরকারকে প্রথম গার্ড অনার প্রদান করেন — মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)।
৪৬/ জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন — ১৮ এপ্রিল, ১৯৭১।
৪৭/ বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান ছিলেন — ক্যাপ্টেন এ কে খন্দকার।
৪৮/ প্রথম কোন বাংলাদেশী কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন — এম হোসেন আলী।
৪৯/ শেখ মুজিব পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন — ১০ জানুয়ারী ১৯৭২।
৫০/ “এ দেশের মাটি চাই, মানুষ নয়”- এ উক্তি যার — জেনারেল ইয়াহিয়া খান।
৫১/ স্বাধীনতা যুদ্ধের সময় যে বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় — ১৮ এপ্রিল কলকতায়।
৫২/ মুক্তিযুদ্ধ চলা কালে সমগ্র বাংলাদেশকে ভাগ করেছিলেন — ১১ টি সেক্টরে।
৫৩/ যে সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না — ১০ নং সেক্টর।
৫৪/ স্বাধীনতা যুদ্ধে বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন — ৭ জন।
৫৫/ স্বাধীনতা যুদ্ধে বীরউত্তম খেতাব লাভ করেন — ৬৮ জন।
৫৬/ স্বাধীনতা যুদ্ধে বীর বিক্রম উপাধি লাভ কেও — ১৭৫জন।
৫৭/ স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা — ৪২৬ জন।
৫৮/ স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট খেতাব প্রাপ্ত হন — ৬৭৬ জন।
৫৯/ যে বীর শ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি — বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
৬০/ যে বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই — বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
৬১/ সম্প্রতি যে বীরশ্রেষ্ঠর কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে — বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
৬২/ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর কোথায় ছিল — পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাটিতে।
৬৩/ কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না — বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
৬৪/ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর ছিল — ভারতের আমবাসা এলাকায়।
৬৫/ দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম — ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি।
৬৬/ বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন যার নাম ছিল — মাদার মারিও ভেরেনজি।
৬৭/ স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী — হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।
৬৮/ বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা — শহীদুল ইসলাম (লালু) বীর প্রতীক।
৬৯/ ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় — ২১ নভেম্বর, ১৯৭১।
৭০/ ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে – ০৬ ডিসেম্বর, ১৯৭১।
৭১/ ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ ছিলেন — জেনারেল জগজিৎ সিং অরোরা।
৭২/ পাকিস্তানের পক্ষে আত্মসমর্পন করেন — জেনারেল এ, কে নিয়াজী।
৭৩/ মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয় — রেসকোর্স ময়দানে।
৭৪/ জেনারেল এ, কে নিয়াজী যার নিকট আত্মসমর্পণ করে — জেনারেল জগজিৎ সিং অরোরার।
৭৫/ আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব প্রদান করেন — বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
৭৬/ জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর সংখ্যা ছিল — ৯৩ হাজার।
৭৭/ যে সাহিত্যক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন — আবদুস সাত্তার।
৭৮/ স্বাধীনতা বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন — এম আর আখতার মুকুল।
৭৯/ ২৬ মার্চ স্বাধীনতা দিবস ঘোষনা করা হয় কখন — ১৯৮০ সালে।
৮০/ বীর শ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্য বরণ করেন — মোস্তফা কামাল (৮ এপ্রিল, ১৯৭১) ।
৮১/ বীর শ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্য বরণ করেন — মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)।
৮২/ সাইমন ড্রিং ছিলেন — ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন।
৮৩/পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি হয় ১৯৫৮ সালে
৮৪/পাকভারত ২য় যুদ্ধ শুরু হয় ১৯৬৫ সালে
৮৫/ঐতিহাসিক ২১ দফা দাবির প্রথম দাবিটি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার স্বীকৃতি প্রদান
৮৬/১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারীর পূর্বে ১৯৪৮ সাল থেকে ১৯৫২ সাল পর্যন্ত ভাষা আন্দোলনের সময়কালে প্রতিবছর ১১ মার্চ দিনটিকে ভাষা দিবস হিসেবে পালন করা হত
৮৭/শহীদ দিবস হিসেবে ২১ শে ফেব্রুয়ারীকে ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেন এবং ২০০০ সাল থেকে তা পালন করা হচ্ছে
৮৮/*ভাষা আন্দোলনের ১ম সংকলণ একুশে ফেব্রুয়ারী গ্রন্থের সম্পাদক ছিলেন হাসান হাফিজুর রহমান
৮৯/ভাষা আন্দোলনের মুখপত্র সাপ্তাহিক সৈনিক
৯০/উর্দুকে রাষ্ট্রভাষা করার বিরুদ্ধে ও বাংলাকে রাষ্ট্রভাষার করার দাবিতে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় ২মার্চ ১৯৪৮ সালে,ঢাবি ফজলুল হক হলে কামরুদ্দীন আহমেদের সভাপতিত্বে
৯১/১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছিল বৃহঃপতিবার, ৮ ফাল্গুণ ১৩৫৯
৯২/এখানে যারা প্রাণ দিয়েছে রমণার উর্ধ্বমূখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি ৯৩/কাঁদতে আসিনি” এর রচয়িতা__ মাহবুব আলম চৌধুরী
৯৩/ সিয়েরা লিওনে বাংলাকে ২য় রাষ্ট্রভাষা করা হয়েছে
৯৪/ মুক্তিযুদ্ধে মারা যাওয়া বিদেশি-ফাদার মারিও ভেরেনজি (ইতালি)
৯৫। মুক্তিযুদ্ধে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেন- ফরাসি সাহিত্যিক আদ্রেঁ মায়ারা

________________________________________

BTCClicks.com Banner

দেশের গানের গীতিকার ।

১. জয় বাংলা, বাংলার জয় গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ
২. একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয় গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ
৩. একতারা, তুই দেশের কথা বল রে এবার বল গীতিকার : গাজী মাজহারুল আনোয়ার সুরকার : আনোয়ার পারভেজ
৪. সেই রেল লাইনের ধারে মেঠো পথটার পাড়ে গীতিকার : মোহাম্মদ রফিকুজ্জামান সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
৫. একাত্তরের মা জননী, কোথায় তোমায় মুক্তিসেনার দল? গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
৬. মোরা একটি ফুলকে বাঁচাব বলে গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : আপেল মাহমুদ
৭. একসাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : আপেল মাহমুদ
৮. তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে গীতিকার ও সুরকার : আপেল মাহমুদ
৯. একনদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে গীতিকার ও সুরকার : খান আতাউর রহমান
১০. পূর্বদিগন্তে সূর্য উঠেছে গীতিকার : গোবিন্দ হালদার সুরকার : সমর দাস
১১. নোঙ্গর তোলো, তোলো গীতিকার : নইম গহর সুরকার : সমর দাস
১২. মুক্তির মন্দির সোপানতলে গীতিকার : মোহিনী চৌধুরী সুরকার : কৃষ্ণচন্দ্র দে ১৩. আমি বাংলায় গান গাই গীতিকার ও সুরকার : প্রতুল মুখোপাধ্যায়
১৪. এই পদ্মা, এই মেঘনা গীতিকার ও সুরকার : আবু জাফর
. সোনা, সোনা, সোনা; লোকে বলে সোনা গীতিকার ও সুরকার : আবদুল লতিফ
১৫. ধনধান্যে পুষ্পে ভরা গীতিকার ও সুরকার : দ্বিজেন্দ্রলাল রায়
১৬. সালাম সালাম হাজার সালাম গীতিকার : ফজলে খোদা সুরকার : আবদুল জব্বার
১৭.ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায় : গীতিকার : আবদুল লতিফ
১৯. কারার ঐ লৌহকপাট গীতিকার ও সুরকার : কাজী নজরুল ইসলাম ২০. ভয় কী মরণে রাখিতে সন্তানে গীতিকার ও সুরকার : মুকুন্দ দাস
২১. যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তিসেনা গীতিকার : নাসিম খান সুরকার : সেলিম আশরাফ ২২. সব কটা জানালা খুলে দাও না গীতিকার : নজরুল ইসলাম বাবু সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
২৩. সুন্দর সুবর্ণ তারুণ্য লাবণ্য গীতিকার ও সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
২৪. সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি গীতিকার : মনিরুজ্জামান মনির সুরকার : আলাউদ্দিন আলি
২৫. প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ গীতিকার : মনিরুজ্জামান মনির সুরকার : আলাউদ্দিন আলি
২৬. একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার গীতিকার : নইম গহর সুরকার : অজিত রায়
২৭. শোনো একটি মুজিবরের থেকে গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : অংশুমান রায়
২৮. জনতার সংগ্রাম চলবেই গীতিকার : সিকান্দার আবু জাফর সুরকার : শেখ লুতফর রহমান
২৯. রক্ত দিয়ে নাম লিখেছি গীতিকার : আবুল কাশেম সন্দ্বীপ সুরকার : সুজেয় শ্যাম ৩০. সোনায় মোড়ানো বাংলা মোদের শ্মশান করেছে কে? গীতিকার ও সুরকার : মকসেদ আলি খান সাঁই
৩১. বাংলার হিন্দু, বাংলার বৌদ্ধ গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : শ্যামল মিত্র
৩২. বিচারপতি তোমার বিচার করবে যারা গীতিকার ও সুরকার : সলিল চৌধুরী ৩৩. ও মাঝি নাও ছাইড়া দে গীতিকার : এসএম হেদায়েত সুরকার : আহমেদ ইমতিয়াজ বুলবুল
৩৪. আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গীতিকার : আবদুল গাফফার চৌধুরী সুরকার : আলতাফ মাহমুদ
৩৫. মা গো, ভাবনা কেন? গীতিকার : গৌরীপ্রসন্ন মজুমদার সুরকার : সমর দাস
________________________________________

মুক্তিযুদ্ধ ভিত্তিক কিছু গ্রন্থ গ্রন্থের নাম ও রচয়িতা

বাংলাদেশ কথা কয় — আবদুল গাফফার চৌধুরী
বাংলা ও বাঙালীর কথা — আবুল মোমেন
বাংলাদেশ ও বঙ্গবন্ধু — মোনায়েম সরকার
একাত্তরের রণাঙ্গন — শামসুল হুদা চৌধুরী
একাত্তরের ঢাকা — সেলিনা রহমান
একাত্তরের কথামালা — বেগম নূর জাহান
একাত্তরের দিনগুলো — জাহানারা ইমাম
একাত্তরের ডায়েরী — সুফিয়া কামাল
আমার কিছু কথা — শেখ মজিবর রহমান
“বাংলাদেশ : রক্তের ঋণ “, এন্থনি মাসকারেনহাস,
________________________________________

১১ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় কিছু অনুষ্ঠান

● চরমপত্র – (রম্যকথিকা ) পরিকল্পনা=আবদুল মান্নান, কথক= এম আর আখতার মুকুল
● ইসলামের দৃষ্টিতে ( ধর্মীয় কথিকা ) – কথক= সৈয়দ আলি আহসান
● জল্লাদের দরবার – জীবন্তিকা (নাটিকা), লেখক= কল্যাণ মিত্র, ভয়েস= রাজু আহমেদ এবং নারায়ণ ঘোষ ।
● বিশ্বজনমত সংবাদ ভিত্তিক কথিকা – কথক= সাদেকীন
● পিন্ডির প্রলাপ (রম্যকথিকা) – কথক= আবু তোয়াব খান
● দর্পণ – ( কথিকা) – কথক= আশরাফুল আলম
● প্রতিধ্বনী -( কথিকা ) – কথক= শহীদুল ইসলাম
● কাঠগড়ার আসামী – ( কথিকা) – কথক= মুস্তাফিজুর রহমান

________________________________________

মুক্তিযোদ্ধা সংসদের পত্রিকা- মুক্তিবার্তা (সাপ্তাহিক) মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র

________________________________________

মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রের তালিকা:

১। অরুণোদয়ের অগ্নিসাক্ষী : সুভাষ দত্ত; (১৯৭৪)
২। ওরা ১১ জন : চাষী নজরুল ইসলাম; (১৯৭২)
৩। আবার তোরা মানুষ হ : খান আতাউর রহমান (ফারুক,ববিতা)
৪। রক্তাক্ত বাংলা (কবরী,বিশ্বজিৎ)
৫। বাঘা বাঙ্গালি : আনন্দ
৬। একাত্তরের যীশু : নাসিরুদ্দিন ইউসুফ; (১৯৯৫);(শাহরিয়ার কবিরের উপন্যাস থেকে)
৭। ধীরে বহে মেঘনা : আলমগীর কবীর; (১৯৭৩)
৮। আগুনের পরশমনি : হুমায়ুন আহমেদ; (১৯৯৫)
৯। শ্যামল ছায়া : হুমায়ুন আহমেদ; (২০০৬)
১০। মুক্তির গান : তারেক মাসুদ
১১। মুক্তির কথা : তারেক মাসুদ
১২। জয়যাত্রা : তৌকির আহমেদ
১৩। মাটির ময়না : তারেক মাসুদ; (২০০২)
১৪। সেই রাতের কথা বলতে এসেছি : কাওসার আহমেদ চৌধুরী; (২০০৪)
১৫। Stop Genocide : জহির রায়হান; (১৯৭১)
১৬। Let There Be Light : জহির রায়হান; (১৯৭১)
১৭। জীবন থেকে নেয়া : জহির রায়হান
১৮। সংগ্রাম : চাষী নজরুল ইসলাম; (খালেদ মোশাররফের ডায়েরি অবলম্বনে)
১৯। আলোর মিছিল
২০। কলমীলতা (সোহেল রানা,কাজরী)
২১। হাঙ্গর নদী গ্রেনেড : চাষী নজরুল ইসলাম; (১৯৯৭);(সেলিনা হোসেন এর উপন্যাস থেকে)
২২। শিলালিপি(শর্ট ফিল্ম) : শামীম আখতার; (শহীদ সাংবাদিক সেলিনা পারভীনের জীবনী অবলম্বনে)
২৩। হৃদয়ে আমার দেশ (বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জীবনীভিত্তিক)
২৪। Nine Months to Freedom: The Story of Bangladesh; ডকুমেন্টারি : এস সুখদেব
২৫। War crimes file : বিবিসি ডকুমেন্টারি (৩ কুখ্যাত ব্রিটেন প্রবাসী রাজাকারের উপর) : গীতা সায়গল ও ডেভিড বার্গম্যান
২৬। Liberation Fighters : ডকুমেন্টারি; আলমগীর কবির; (১৯৭১)
২৭। Innocent Millions : ডকুমেন্টারি; বাবুল চৌধুরী; (১৯৭১)
২৮। আগামী : মোরশেদুল ইসলাম; (১৯৮৪)
২৯। শরৎ ১৯৭১ : শর্ট ফিল্ম; মোরশেদুল ইসলাম (২০০০); (শিশু একাডেমী)
৩০। নদীর নাম মধুমতি : তানভীর মোকাম্মেল; (১৯৯০)
৩১। নিঃসঙ্গ সারথী : তানভীর মোকাম্মেল (২০০৭); (মরহুম তাজউদ্দীন আহমদের জীবনীভিত্তিক)
৩২। সূচনা : মোরশেদুল ইসলাম
৩৩। খেলাঘর : মোরশেদুল ইসলাম
৩৪। A State is Born : ডকুমেন্টারি; (১৯৭১)
৩৫। স্বাধীনতা : ইয়াসমিন কবির
৩৬। জয়বাংলা : (জাপান সরকারের সহায়তায় নির্মিত)
৩৭। হুলিয়া : তানভীর মোকাম্মেল; (নির্মলেন্দু গুণের ‘হুলিয়া’ কবিতা অবলম্বনে শর্টফিল্ম)
৩৮। ইতিহাসকন্যা : শামীম আখতার; (একজন যুদ্ধশিশুর জীবন নিয়ে)
৩৯। মেঘের অনেক রঙ : হারুনুর রশীদ; (মাথিন); (১৯৭৯)
৪০। আমরা তোমাদের ভুলবো না : হারুনূর রশীদ; (শিশু একাডেমী)
৪১। দুর্জয় : জাঁনেসার ওসমান; (শিশু একাডেমী)
৪২। বাংলা মায়ের দামাল ছেলে : রফিকুল বারী চৌধুরী; (শিশু একাডেমী)
৪৩। শোভনের একাত্তর : দেবাশীষ সরকার; (শিশু একাডেমী)
৪৪। একাত্তরের রঙপেন্সিল : মান্নান হীরা; (শিশু একাডেমী)
৪৫। একাত্তরের মিছিল : কবরী সারোয়ার; (শিশু একাডেমী)
৪৬। জয় বাংলাদেশ : আই এস জোহর
৪৭। জয় বাংলা : উমা প্রসাদ
৪৮। দুরন্ত পদ্মা : দুর্গাপ্রসাদ
৪৯। ডেটলাইন বাংলাদেশ : গীতা মেহতা
৫০। বাংলাদেশ স্টোরি : নগিসা ওশিমা
৫১। রহমান: দি ফাদার অফ দি নেশন : নগিসা ওশিমা
৫২। মেজর খালেদস ওয়ার : গ্রানাডা টেলিভিশন
৫৩। গেরিলা >> নাসির উদ্দিন ইউসুফ
৫৪। আমার বন্ধু রাশেদ >> নাসির উদ্দিন ইউসুফ( লেখক. ড. মুহাম্মদ জাফর ইকবাল)
৫৫। এই তো প্রেম: সোহেল আরমান
৫৬। হৃদয়ে ‘৭১: সাদেক সিদ্দিকী (২০১৪)
৫৭। ‘৭১-এর মা জননী: শাহ আলম করিণ (২০১৪), মুক্তি পাবে: ১৯ ডিসেম্বর ২০১৪

________________________________________

BTCClicks.com Banner

ছয় দফা সম্পর্কিতঃ

৫ ফেব্রুয়ারি ১৯৬৬- লাহোরে বিরোধী দলসমুহের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু কর্তৃক ছয় দফা পেশ।
২৩ মার্চ- ছয় দফার আনুষ্ঠানিক ঘোষণা।
৭ জুন- ঐতিহাসিক ছয় দফা দিবস। কারণ 7 জুন ছয় দফা দাবিতে মনু নিয়া সহ ১১ জন শহীদ হন। তাই ৭ জুন ছয় দফা দাবি দিবস।
5 February দাবি পেশ, 8 May মুজিবকে গ্রেফতার করে, 7 Jun কিশোর মনু মিয়া সহ ১১ জন শহীদ হন।।।।।
. ছয় দফা দাবি- >
বাঙালি জাতির মুক্তির সনদ । ব্রিটিশ শাসনতন্ত্রের বাইবেলের সাথে তুলনা করা হয় ।

________________________________________

১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধে পূর্ব পাকিস্তান ছিল সম্পূর্ণ অরক্ষিত। নিরাপত্তাহীনতাবোধ এ অঞ্চলের জনগণের কাছে স্বায়ত্তশাসনের দাবিকে আরো প্রাসঙ্গিক করে তোলে। এ প্রেক্ষাপটে ১৯৬৬ সালের ৫ ফেব্রুয়ারি যুদ্ধ-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনার জন্য লাহোরে পাকিস্তানের রাজনৈতিক দলগুলোর কনফারেন্স অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু লাহোরের সম্মেলনে তাঁর ছয় দফা দাবি উত্থাপন করেন। সংক্ষেপে দাবিগুলো হলো-
১. ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে পাকিস্তানে ফেডারেল রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করতে হবে।
২. কেন্দ্রীয় সরকারের হাতে শুধু প্রতিরক্ষা ও বৈদেশিক বিষয় থাকবে, অবশিষ্ট বিষয়গুলো থাকবে ফেডারেশনের ইউনিটগুলোর হাতে।
৩. দুটি পরস্পর বিনিময়যোগ্য মুদ্রা বা পূর্ব পাকিস্তানের জন্য পৃথক ব্যাংকিং ব্যবস্থাসহ একটি মুদ্রাব্যবস্থা থাকবে।
৪. ফেডারেশনের ইউনিটগুলোর হাতে থাকবে কর ধার্যের ক্ষমতা, তবে কেন্দ্রীয় সরকারের ব্যয় নির্বাহের জন্য করের একটা নির্ধারিত অংশ নিয়ে কেন্দ্রীয় তহবিল গঠিত হবে।
৫. বৈদেশিক মুদ্রা আয় ও বৈদেশিক বাণিজ্যের বিষয়ে ফেডারেশনের ইউনিটগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।
৬. প্রদেশগুলোর জন্য আধাসামরিক বাহিনী বা আঞ্চলিক সেনাবাহিনী থাকতে হবে।

BTCClicks.com Banner

৩১৩জন বদরী সাহাবীর নাম !
১. হযরত আবু বকর (রাঃ)
২. হযরত উমর ফারুক (রাঃ)
৩. হযরত উসমান (রাঃ)
৪. হযরত আলী মোরা রাঃ
৫. হযরত হামজা (রাঃ)
৬. হযরত যায়েদ বিন হারেছা (রাঃ)
৭. হযরত আবু কাবশাহ সুলাইম (রাঃ)
৮. হযরত আবু মারছাদ গানাভী (রাঃ)
৯. হযরত মারছাদ বিন আবু মারছাদ(রাঃ)
১০. হযরত উবাইদা বিন হারেছ(রাঃ)
১১. হযরত তোফায়েল বিন হারেছ(রাঃ)
১২. হযরত হুসাইন বিন হারেছ (রাঃ)
১৩. হযরত আউফ বিন উসাসা (রাঃ)
১৪. হযরত আবু হুযায়ফা (রাঃ)
১৫. হযরত ছালেম (রাঃ)
১৬. হযরত সুহইব বিন সিনান (রাঃ)
১৭. হযরত আব্দুল্লাহ্ বিন জাহাশ(রাঃ)
১৮. হযরত উক্বাশা বিন মিহসান(রাঃ)
১৯. হযরত শুজা’ বিন ওহাব (রাঃ)
২০. হযরত ওতবা বিন রবীআহ (রাঃ)
২১. হযরত ইয়াযীদ বিন রুকাইশ (রাঃ)
২২. হযরত আবু সিনান (রাঃ)
২৩. হযরত সিনান বিন আবু সিনান(রাঃ)
২৪. হযরত মুহরিয বিন নাজলা (রাঃ)
২৫. হযরত রবীআ’ বিন আক্সাম (রাঃ)
২৬. হযরত হাতেব বিন আমর (রাঃ)
২৭. হযরত মালেক বিন আমর (রাঃ)
২৮. হযরত মিদ্লাজ বিন আমর (রাঃ)
২৯. হযরত সুওয়ায়েদ ইবনে মাখশী(রাঃ)
৩০. হযরত উৎবা বিন গাযওয়ান (রাঃ)
৩১. হযরত জুবাইর বিন আউওয়াম(রাঃ)
৩২. হযরত হাতেব বিন আবিবালতাআহ(রাঃ)
৩৩. হযরত সা’দ বিন খাওলা (রাঃ)
৩৪. হযরত মুসআব বিন উমায়ের (রাঃ)
৩৫. হযরত মাসউদ বিন সা’দ (রাঃ)
৩৬. হযরত আঃ রহমান বিন আউফ(রাঃ)
৩৭. হযরত সা’দ বিন আবু উবায়দা(রাঃ)
৩৮. হযরত উমায়ের বিনআবিওয়াক্কাস(রাঃ)
৩৯. হযরত মিক্বদাদ বিন আমর (রাঃ)
৪০. হযরত আব্দুল্লাহ্ বিন মাসউদ(রাঃ)
৪১. হযরত মাসউদ বিন রাবীআ (রাঃ)
৪২. হযরত যুশ্ শিমালাইন (রাঃ)
৪৩. হযরত খাব্বাব বিন আরাত (রাঃ)
৪৪. হযরত বিলাল বিন রবাহ্ (রাঃ)
৪৫. হযরত আমের বিন ফুহায়রা (রাঃ)
৪৬. হযরত ছুহাইব বিন সিনান (রাঃ)
৪৭. হযরত তালহা বিন উবাইদুল্লাহ্(রাঃ)
৪৮. হযরত আবু সালমা বিন আব্দুলআসাদ(রাঃ)
৪৯. হযরত শাম্মাস বিন উসমান (রাঃ)
৫০. হযরত আকরাম বিন আবুল আকরাম(রাঃ)
৫১. হযরত আম্মার বিন ইয়াছির (রাঃ)
৫২. হযরত মুআত্তিব বিন আউফ (রাঃ)
৫৩. হযরত যায়েদ ইবনে খাত্তাব(রাঃ)
৫৪. হযরত আমর বিন সুরাকা (রাঃ)
৫৫. হযরত ওয়াকেদ বিন আব্দুল্লাহ্(রাঃ)
৫৬. হযরত খাওলা বিন আবু খাওলা(রাঃ)
৫৭. হযরত আমের বিন রবীআহ (রাঃ)
৫৮. হযরত আমের বিন হারিছ (রাঃ)
৫৯. হযরত আমের বিন আব্দুল্লাহ্(রাঃ)
৬০. হযরত খালেদ বিন বুকাইর (রাঃ)
৬১. হযরত ইয়ায বিন গানাম (রাঃ)
৬২. হযরত সাঈদ বিন যায়েদ (রাঃ)
৬৩. হযরত উসমান বিন মাজউন (রাঃ)
৬৪. হযরত সাইব বিন উসমান (রাঃ)
৬৫. হযরত কুদামা বিন মাজউন (রাঃ)
৬৬. হযরত আব্দুল্লাহ্ বিন মাজউন(রাঃ)
৬৭. হযরত মা’মার বিন হারেছ (রাঃ)
৬৮. হযরত আবু উবায়দা ইবনুলজাররাহ(রাঃ)
৬৯. হযরত আব্দুল্লাহ্ বিন মাখ্রামা(রাঃ)
৭০. হযরত খাব্বাব মাওলা উৎবাবিনগযওয়ান (রা)
৭১. হযরত আবুস্ সাইব উসমান বিনমাজউন(রাঃ)
৭২. হযরত আমর বিন আবু সারাহ (রাঃ)
৭৩. হযরত সাকাফ বিন আমর (রাঃ)
৭৪. হযরত মুজায্যার বিন যিয়াদ(রাঃ)
৭৫. হযরত খাব্বাব ইবনুল মুনযির (রাঃ)
৭৬. হযরত উমায়ের বিন আবীওয়াক্কাছ (রাঃ)
৭৭. হযরত মিকদাদ বিন আমর (রাঃ)
৭৮. হযরত নোমান বিন আসার বিনহারেস(রাঃ)
৭৯. হযরত মিহ্জা’ মাওলা উমরফারুক(রাঃ)
৮০. হযরত ওহাব বিন আবী সারাহ(রাঃ)

আনসার সাহাবীঃ
৮১. হযরত সা’দ বিন মুআজ (রাঃ)
৮২. হযরত আমর বিন মুআজ (রাঃ)
৮৩. হযরত হারেস বিন আউস (রাঃ)
৮৪. হযরত হারেস বিন আনাস (রাঃ)
৮৫. হযরত আব্বাদ বিন বিশর (রাঃ)
৮৬. হযরত সালামা বিনসাবেত(রাঃ)
৮৭. হযরত হারেস বিন খাযামা(রাঃ)
৮৮. হযরত মুহাম্মদ বিন মাসলামা(রাঃ)
৮৯. হযরত সালামা বিন আসলাম(রাঃ)
৯০. হযরত উবায়েদ বিন তাইয়িহান(রাঃ)
৯১. হযরত কাতাদা বিন নোমান(রাঃ)
৯২. হযরত উবায়েদ বিন আউস (রাঃ)
৯৩. হযরত নসর বিন হারেস (রাঃ)
৯৪. হযরত আব্দুল্লাহ্ বিন তারেক(রাঃ)
৯৫. হযরত আবু আব্স বিন জব্র (রাঃ)
৯৬. হযরত আবু বুরদাহ্ হানী বিননিয়্যার(রাঃ)
৯৭. হযরত আসেম বিন সাবেত (রাঃ)
৯৮. হযরত মুআত্তিব বিন কুশাইর (রাঃ)
৯৯. হযরত আমর বিন মা’বাদ (রাঃ)
১০০. হযরত সাহল বিন হুনাইফ (রাঃ)
১০১. হযরত মুবাশ্শির বিন আব্দুলমুনযির (রাঃ)
১০২. হযরত রিফাআ বিন আঃ মুনযির(রাঃ)
১০৩. হযরত খুনাইস বিন হুযাফা (রাঃ)
১০৪. হযরত আবু সাবরা কুরাইশী(রাঃ)
১০৫. হযরত আব্দুল্লাহ্ বিন সালামা(রাঃ)
১০৬. হযরত আব্দুল্লাহ্ বিন সুহাইল (রাঃ)
১০৭. হযরত সা’দ বিন মুআয (রাঃ)
১০৮. হযরত উমায়ের বিন আউফ (রাঃ)
১০৯. হযরত আমের বিন সালামা(রাঃ)
১১০. হযরত ছফওয়ান বিন ওহাব (রাঃ)
১১১. হযরত ইয়ায বিন বুকাইর (রাঃ)
১১২. হযরত সা’দ বিন উবায়েদ (রাঃ)
১১৩. হযরত উওয়াইম বিন সায়েদাহ(রাঃ)
১১৪. হযরত রাফে বিন আনজাদা(রাঃ)
১১৫. হযরত উবায়েদ বিন আবুউবয়েদ (রাঃ)
১১৬. হযরত সা’লাবা বিন হাতেব(রাঃ)
১১৭. হযরত আবু লুবাবাহ আব্দুলমুনযির(রাঃ)
১১৮. হযরত হারেস বিন হাতেব(রাঃ)
১১৯. হযরত আসেম বিন আদী (রাঃ)
১২০.হযরত আনাছ বিন কাতাদা(রাঃ)
১২১. হযরত মাআন বিন আদী (রাঃ)
১২২. হযরত সাবেত বিন আকরাম(রাঃ)
১২৩. হযরত আব্দুল্লাহ্ বিন ছাহল(রাঃ)
১২৪. হযরত যায়েদ বিন আসলাম(রাঃ)
১২৫. হযরত রিব্য়ী বিনরাফে’ (রাঃ)
১২৬. হযরত সা’দ বিন যায়েদ (রাঃ)
১২৭. হযরত সালমা বিন সালামা (রাঃ)
১২৮. হযরত আব্দুল্লাহ্ বিন যায়েদ (রাঃ)
১২৯. হযরত আসেম বিন কায়েস (রাঃ)
১৩০. হযরত আবুস্ সয়্যাহ বিননোমান (রাঃ)
১৩১. হযরত আবু হাব্বাহ বিন আমর (রাঃ)
১৩২. হযরত হারেস বিন নোমান (রাঃ)
১৩৩. হযরত খাওয়াত বিন যুবাইর (রাঃ)
১৩৪. হযরত মুনযির বিন মুহাম্মদ (রাঃ)
১৩৫. হযরত আবু আকীল আব্দুর রহমান (রাঃ)
১৩৬. হযরত আবু দুজানা (রাঃ)
১৩৭. হযরত সা’দ বিন খায়সামা (রাঃ)
১৩৮. হযরত মুনযির বিন কুদামা (রাঃ)
১৩৯. হযরত মালেক বিন কুদামা(রাঃ)
১৪০. হযরত হারেস বিন আরফাজা(রাঃ)
১৪১. হযরত জাবের বিন আব্দুল্লাহ(রাঃ)
১৪২. হযরত মালেক বিন নুমায়লা(রাঃ)
১৪৩. হযরত খারেজা বিন যায়েদ(রাঃ)
১৪৪. হযরত সা’দ বিন রবী’ (রাঃ)
১৪৫. হযরত আব্দুল্লাহ্ বিনরাওয়াহা(রাঃ)
১৪৬. হযরত বশির বিন সা’দ (রাঃ)
১৪৭. হযরত সিমাক বিন সা’দ (রাঃ)
১৪৮. হযরত সুবাঈ বিন কায়েস (রাঃ)
১৪৯. হযরত আব্বাদ বিন কায়েস(রাঃ)
১৫০. হযরত ইয়াযিদ বিন হারেস(রাঃ)
১৫১. হযরত খোবায়ের বিন য়াসাফ(রাঃ)
১৫২. হযরত আব্দুল্লাহ্ বিন কায়েস(রাঃ)
১৫৩. হযরত হারিস বিন যিয়াদ (রাঃ)
১৫৪. হযরত তামীম বিন য়াআর (রাঃ)
১৫৫. হযরত আব্দুল্লাহ্ বিন উমায়ের(রাঃ)
১৫৬. হযরত যায়েদ বিন মুযাইন (রাঃ)
১৫৭. হযরত আব্দুল্লাহ্ বিন উরফুতাহ্(রাঃ)
১৫৮. হযরত আব্দুল্লাহ্ বিনরবী’ (রাঃ)
১৫৯. হযরত আব্দুল্লাহ্ বিনআব্দুল্লাহ্(রাঃ)
১৬০. হযরত আউস বিন খাওলা (রাঃ)
১৬১. হযরত যায়েদ বিন উবায়েদ(রাঃ)
১৬২. হযরত উকবাহ বিন ওহাব (রাঃ)
১৬৩. হযরত রিফাআহ বিন আমর (রাঃ)
১৬৪. হযরত উসায়ের বিন আসর (রাঃ)
১৬৫. হযরত মা’বাদ বিন আব্বাদ(রাঃ)
১৬৬. হযরত আমের বিন বুকাইর (রাঃ)
১৬৭. হযরত নওফল বিন আব্দুল্লাহ্(রাঃ)
১৬৮. হযরত উবাদা বিন সামেত(রাঃ)
১৬৯. হযরত নোমান বিন মালেক(রাঃ)
১৭০. হযরত সাবেত বিন হায্যাল(রাঃ)
১৭১. হযরত মালেক বিন দুখশুম (রাঃ)
১৭২. হযরত রবী’ বিন ইয়াছ (রাঃ)
১৭৩. হযরত ওয়ারাকা বিন ইয়াছ(রাঃ)
১৭৪. হযরত আমর বিন ইয়াছ (রাঃ)
১৭৫. হযরত আমর বিন কয়েস (রাঃ)
১৭৬. হযরত ফাকেহ বিন বিশ্র (রাঃ)
১৭৭. হযরত নওফল বিন সা’লাবা(রাঃ)
১৭৮. হযরত আব্দুল্লাহ্ বিন সা’লাবা(রাঃ)
১৭৯. হযরত মুনযির বিন আমর (রাঃ)
১৮০. হযরত আবু উসায়েদ মালেক(রাঃ)
১৮১. হযরত মালেক বিন মাসউদ(রাঃ)
১৮২. হযরত আবদে রাব্বিহি (রাঃ)
১৮৩. হযরত কা’ব বিন জাম্মায (রাঃ)
১৮৪. হযরত জমরাহ বিন আমর (রাঃ)
১৮৫. হযরত যিয়াদ বিন আমর (রাঃ)
১৮৬. হযরত হুবাব বিন মুনযির (রাঃ)
১৮৭. হযরত উমায়ের বিন হারাম(রাঃ)
১৮৮. হযরত উমায়ের বিন হুমাম (রাঃ)
১৮৯. হযরত আব্দুল্লাহ্ বিন আমর (রাঃ)
১৯০. হযরত মুআজ বিন আমর (রাঃ)
১৯১. হযরত মুআউওয়াজ বিন আমর (রাঃ)
১৯২. হযরত খাল্লাদ বিন আমর (রাঃ)
১৯৩. হযরত উকবাহ্ বিন আমের (রাঃ)
১৯৪. হযরত সাবেত বিন খালেদ(রাঃ)
১৯৫. হযরত বিশ্র বিন বারা (রাঃ)
১৯৬. হযরত তোফায়েল বিন মালেক(রাঃ)
১৯৭. হযরত তোফায়েল বিন নোমান(রাঃ)
১৯৮. হযরত সিনান বিন সাঈফী(রাঃ)
১৯৯. হযরত আব্দুল্লাহ্ বিন জাদ (রাঃ)
২০০. হযরত উৎবা বিন আব্দুল্লাহ্(রাঃ)
২০১. হযরত জাব্বার বিন সাখর (রাঃ)
২০২. হযরত খারেজা বিন হিময়ার(রাঃ)
২০৩. হযরত আব্দুল্লাহ্ বিনহুমায়্যির(রাঃ)
২০৪. হযরত ইয়াযিদ বিন মুনযির (রাঃ)
২০৫. হযরত আব্দুল্লাহ্ বিন নোমান(রাঃ)
২০৬. হযরত জহহাক বিন হারেসা(রাঃ)
২০৭. হযরত আসওয়াদ বিন যুরাইক(রাঃ)
২০৮. হযরত মা’বাদ বিন কায়েস(রাঃ)
২০৯. হযরত আব্দুল্লাহ্ বিন কায়েসখালেদ(রাঃ)
২১০. হযরত আব্দুল্লাহ্ বিন আব্দেমানাফ্(রাঃ)
২১১. হযরত খালিদ বিন কায়েস(রাঃ)
২১২. হযরত সুলাইম বিন আমর (রাঃ)
২১৩. হযরত কুতবা বিন আমের (রাঃ)
২১৪. হযরত আন্তারা মাওলা বনীসুলাইম(রাঃ)
২১৫. হযরত আব্স বিন আমের (রাঃ)
২১৬. হযরত সা’লাবা বিন আনামা(রাঃ)
২১৭. হযরত আবুল য়াসার বিন আমর(রাঃ)
২১৮. হযরত উবাদা বিন কয়েস (রাঃ)
২১৯. হযরত আমর বিন তাল্ক (রাঃ)
২২০. হযরত মুআজ বিন জাবাল (রাঃ)
২২১. হযরত কয়েস বিন মুহ্সান (রাঃ)
২২২. হযরত হারেস বিন কয়েস (রাঃ)
২২৩. হযরত সা’দ বিন উসমান (রাঃ)
২২৪. হযরত উকবা বিন উসমান (রাঃ)
২২৫. হযরত জাকওয়ান বিন আবদেকয়েস(রাঃ)
২২৬. হযরত মুআজ বিন মায়েস (রাঃ)
২২৭. হযরত আয়েজ বিন মায়েজ(রাঃ)
২২৮. হযরত মাসউদ বিন সা’দ (রাঃ)
২২৯. হযরত রিফাআ বিনরাফে’ (রাঃ)
২৩০. হযরত খাল্লাদ বিনরাফে’ (রাঃ)
২৩১. হযরত উবায়েদ বিন যায়েদ(রাঃ)
২৩২. হযরত যিয়াদ বিন লাবীদ(রাঃ)
২৩৩. হযরত ফারওয়াহ বিন আমর(রাঃ)
২৩৪. হযরত আতিয়্যা বিন নুওয়াইরা(রাঃ)
২৩৫. হযরত খলিফা বিন আদী (রাঃ)
২৩৬. হযরত উমারা বিন হায্ম(রাঃ)
২৩৭. হযরত সুরাকা বিন কা’ব (রাঃ)
২৩৮. হযরত হারেসা বিন নোমান(রাঃ)
২৩৯. হযরত সুলাইম বিন কয়েস (রাঃ)
২৪০. হযরত সুহাইল বিন কয়েস (রাঃ)
২৪১. হযরত আদী বিন আবুয্ যাগ্বা(রাঃ)
২৪২. হযরত মাসউদ বিন আউস (রাঃ)
২৪৩. হযরত আবু খুজাইমাহ্ বিন আউস(রাঃ)
২৪৪. হযরত রাফে’ বিন হারেস(রাঃ)২
৪৫. হযরত মুআওয়াজ বিন হারেস(রাঃ)
২৪৬. হযরত নোমান বিন আমর (রাঃ)
২৪৭. হযরত আমের বিন মুখাল্লাদ(রাঃ)
২৪৮. হযরত উসাইমা আশযায়ী (রাঃ)
২৪৯. হযরত ওদীআহ বিন আমর (রাঃ)
২৫০. হযরত আবুল হামরা মাওলাহারেস(রাঃ)
২৫১. হযরত সা’লাবা বিন আমর (রাঃ)
২৫২. হযরত সুহাইল বিন আতীক (রাঃ)
২৫৩. হযরত হারেস বিন আতীক (রাঃ)
২৫৪. হযরত হারেস বিন ছিম্মাহ(রাঃ)
২৫৫. হযরত উবাই বিন কা’ব (রাঃ)
২৫৬. হযরত আনাস বিন মুআজ (রাঃ)
২৫৭. হযরত আউস বিন সামেত (রাঃ)
২৫৮. হযরত আবু তাল্হা যায়েদ বিনছাহল(রাঃ)
২৫৯. হযরত হারেসা বিন সুরাকা(রাঃ)
২৬০. হযরত আমর বিন সা’লাবা (রাঃ)
২৬১. হযরত সাবেত বিন খানছা(রাঃ)
২৬২. হযরত আমের বিন উমাইয়াহ্(রাঃ)
২৬৩. হযরত মুহ্রিয বিন আমের (রাঃ)
২৬৪. হযরত সাওয়াদ বিনগাযিয়্যাহ(রাঃ)
২৬৫. হযরত আবু যায়েদ কয়েস বিনসাকান(রাঃ)
২৬৬. হযরত আবুল আওয়ার বিনহারেস(রাঃ)
২৬৭. হযরত হারাম বিন মিল্হান(রাঃ)
২৬৮. হযরত কয়েস বিন আবী সা’সা(রাঃ)
২৬৯. হযরত আব্দুল্লাহ্ বিন কা’ব(রাঃ)
২৭০. হযরত উসাইমা আসাদী (রাঃ)
২৭১. হযরত আবু দাউদ উমাইর (রাঃ)
২৭২. হযরত সুরাকা বিন আমর (রাঃ)
২৭৩. হযরত কয়েস বিন মাখলাদ (রাঃ)
২৭৪. হযরত নোমান বিন আব্দে আমর(রাঃ)
২৭৫. হযরত জহ্হাক বিন আব্দে আমর(রাঃ)
২৭৬. হযরত সুলাইম বিন হারেস (রাঃ)
২৭৭. হযরত জাবের বিন খালেদ(রাঃ)
২৭৮. হযরত সা’দ বিন সুহাইল (রাঃ)
২৭৯. হযরত কা’ব বিন যায়েদ (রাঃ)
২৮০. হযরত বুজাইর বিন আবিবুজাইর(রাঃ)
২৮১. হযরত ইৎবান বিন মালেক (রাঃ)
২৮২. হযরত মুলাইল বিন ওবারাহ(রাঃ)
২৮৩. হযরত হেলাল বিন মুআল্লাহ(রাঃ)
২৮৪. হযরত আনাছাহ আল হাবাশী(রাঃ)
২৮৫. হযরত বাহ্হাস বিন সালাবা(রাঃ)
২৮৬. হযরত জাব্র বিন আতীক (রাঃ)
২৮৭. হযরত আবু আয়্যুব আনছারী (রাঃ)
২৮৮. হযরত খিরাশ ইবনুস সিম্মাহ(রাঃ)
২৮৯. হযরত খুরাইম বিন ফাতেক(রাঃ)
২৯০. হযরত খুবাইব বিন ইছাফ (রাঃ)
২৯১. হযরত খুবাইব বিন আদী (রাঃ)
২৯২. হযরত খিদাশ বিন কাতাদা(রাঃ)
২৯৩. হযরত খালেদ বিন সুওয়াইদ(রাঃ)
২৯৪. হযরত রাফে’ বিন আল মুআল্লা(রাঃ)
২৯৫. হযরত রুখায়লা বিন সা’লাবা(রাঃ)
২৯৬. হযরত সাব্রা বিন ফাতেক(রাঃ)
২৯৭. হযরত সুহাইল বিনরাফে’ (রাঃ)
২৯৮. হযরত সুওয়াইবিত বিনহারমালা(রাঃ)
২৯৯. হযরত তুলাইব বিন উমাইর (রাঃ)
৩০০. হযরত উবাদা বিন খাশখাশকুজায়ী(রাঃ)
৩০১. হযরত আব্দুল্লাহ্ বিন জুবাইরবিননোমান (রাঃ)
৩০২. হযরত আবু সালামা বিন আব্দুলআসাদ (রাঃ)
৩০৩. হযরত আব্দুল্লাহ্ বিন আব্স (রাঃ)
৩০৪. হযরত আব্দুল্লাহ্ বিন উনায়েছ(রাঃ)
৩০৫. হযরত উবাইদ বিন সা’লাবা(রাঃ)
৩০৬. হযরত উমায়ের বিন নিয়ার(রাঃ)
৩০৭. হযরত মালেক বিন আবীখাওলা(রাঃ)
৩০৮. হযরত মালেক বিন কুদামা(রাঃ)
৩০৯. হযরত মুরারা বিনরবী’ (রাঃ)
৩১০. হযরত মাসউদ বিন খাল্দাহ(রাঃ)
৩১১. হযরত মুআজ বিন হারেস (রাঃ)
৩১২. হযরত মা’কিল বিন আলমুনযির(রাঃ)
৩১৩. হযরত নোমান বিন আছার বিনহারেছ (রাঃ

________________________________________

BTCClicks.com Banner

বাংলাদেশ বিষয়াবলির গুরুত্বপূর্ণ তথ্য

১.’বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষক’ সুপ্রিম কোর্ট এই রায় প্রকাশ করে
–২১ জুন ২০০৯ সালে।
২।পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ নামকরণ করা হয় কবে?
1969 5 dec
৩।২৬ মার্চ কে স্বাধীনতা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কবে থেকে?
–1980
৪। বঙ্গবন্ধু কত সালে গণপরিষদের অধিবেশন আহ্বান করেন ?
– ১০ এপ্রিল ১৯৭২। গণপরিষদের মোট আসন ছিল ৪০৩টি। এই অধিবেশনেই ড. কামাল কে প্রধান করে ৩৪ সদস্য বিশিষ্ট সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা । যার একমাত্র মহিলা সদস্য রাজিয়া খাতুন।
৫।মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষণা পত্র পাঠ করেন?
— অধ্যাপক ইউসুফ আলী।
৬।মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?
–মাহবুবউদ্দিনআহমেদ (বীর বিক্রম)
৭।জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?
— ১৮ এপ্রিল, ১৯৭১।
৮।বাংদেশে প্রথম কোন দেশে পোশাক রপ্তানি করে ?
– ফ্রান্সে (বর্তমানে যুক্তরাষ্ট্রে বেশি। রপ্তানিতে ২য় । প্রথম চীন )
৯। বাংলাদেশে নির্মিত প্রথম আন্তর্জাতিক পুরুস্কার প্রাপ্ত চলচ্চিত্র কোনটি ?
– জাগো হুয়া সাভেরা (পদ্মা নদীর মাঝি )
১০। বাংলাদেশের সর্ববৃহত্ প্রকল্প / স্থাপনা কোনটি ?
– মাতারবাড়ির কয়লাভিত্তিক প্রকল্প। যেখানে ১২০০ মেগাওয়াট বিদ্যুত উত্পন্ন হবো।
১১ । সম্প্রতি বাংলাদেশের কোন জিনিস টি বিশ্ব ঐতিহ্য এর অন্তর্ভূক্ত হয়েছে?
– বাংলাদেশী মসলিন
১২। বাংলাদেশের েএকমাত্র পানি বিদ্যুত কেন্দ্র কাপ্তাই পানি বিদ্যুত কেন্দ্র যা ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয় তার উত্পাদন ক্ষমতা কত ?
২৩০ মেগাওয়াট
১৩ । বাংলাদেশের সাইবার সিটি কোনটি ?
– সিলেট
১৪। বাংলাদেশের প্রথম সৌরবিদ্যুত কেন্দ্র কোথায় ?
– নরসিংদিতে
১৫।বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুত কেন্দ্র কোথায়
– কক্সবাজারের কুতুবদিয়ায়
১৬। সুন্দরবনের অপর নাম
– বাদাবন ( ৫টি জেলায় > টেকনিক > সুন্দরবনের বাঘ সাতারে খুব পটু(সাতক্ষিরা, খুলনা, বাঘের হাট, বরগুনা,পটুয়াখালি)
১৭। বাংলাদেশের েএকমাত্র কুমির প্রজনন খামার
– ময়মনসিংহে।
১৮। লোকে বলে বলে রে , সোনা বন্দে আমারে দেওয়ানা বানাইল, গানগুলোর গীতিকার কে?
– মরমী হাসন রাজা
১৮। চরদখল , হত্যাযজ্ঞ, মাছধরা কার বিখ্যাত চিত্র ?
– এসএম সুলতানের ( শিশু স্বর্গ, চারুপীট তার শিশু চিত্রাংকন প্রশিক্ষণ কেন্দ্র যা নড়াইলে অবস্থিত ।
১৯। শেরে বাংলার জন্ম দিন
– ২৬ অক্টোবর , ১৮৭৩।
২০। বাংলাদেশের মোট কাগুজে নোট কয়টি ?
-৯টি। ৭টি ব্যাংক নোট । ২টি(২,৫টাকার ) সরকারী)
২১। পোশাক শিল্প থেকে রপ্তানি আয় কত?
-৮১.১%( তৈরি পোশাক> ৪১.১% ও নীটওয়ার ৩৯.৯%)
২২। মোট রপ্তানি আয়ে ইপিজেডের অবদান
– ১৮%
২৩ । বর্তমানে শিক্ষার হার
–৬২.৩%
২৪। বাংলাদেশের মাথাপিছু বৈদেশিক ঋণ কত?
-১৬৯ মিলিয়ন মার্কিন ডলার
২৫।বাংলাদেশে জাহাজ নির্মাণ ও মেরামত কারখানা কয়টি ?
– ৩টি( খুলনা, চট্টগ্রাম , নারায়ন গঞ্জ সবচেয়ে বড় > খুলনা ডক ইয়ার্ড)
২৬. বাংলাদেশে নৌ থানার সংখ্যা কতটি ?
=৪ টি
২৭.বাংলাদেশে রেলওয়ে থানার সংখ্যা কতটি ?
=২১ টি
.
বাংলাদেশের প্রশাসনিক পুর্নবিন্যাস সংক্রান্ত জাতীয় কমিটি (নিকার NICAR )

১. ঢাকা বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে?“?
= ১৮২৯ সালে(কিন্তু ঢাকা পৌরসভা ১৮৬৪সালে/.
“১৯৮৩ সালে ঢাকা বিভাগ এবং ঢাকা শহরের ইংরেজি বানান Dacca কে পরিবর্তণ করে Dhaka করা হয় যাতে বাংলা উচ্চারণের সাথে ইংরেজি বানান আরও সামঞ্জস্যতাপূর্ণ হয়।

২. চট্টগ্রাম বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে? = ১৮২৯ সালে( এদেশের প্রথম জেলা )

৩. রাজশাহী বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে? = ১৮২৯ সালে

৪. খুলনা বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে? = ১ অক্টোবর ১৯৬০ সালে
.

স্বাধীনতার আগে এই চারটি বিভাগ ই ছিল এবং জেলা/মহকুমা ছিলো ১৯টি। পরে ১৯টি জেলা থেকে মুক্তিযুদ্ধের সাব সেক্টরের ভিত্তিতে ৬৪টি জেলা করা হয় ।
.
৫. বরিশাল বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে?= ১ জানুয়ারী ১৯৯৩ সালে
.
৬. সিলেট বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে? = ১ আগস্ট ১৯৯৫ সালে
.
৭. রংপুর বিভাগ প্রতিষ্ঠিত হয় কবে? = ২৫ জানুয়ারি ২০১০ সালে
.
৮. ময়মনসিংহ প্রতিষ্ঠিত হয় কবে= ২০১৫ সালে ১৪ সেপ্টেম্বর(পাস হয়) (চার জেলা , শেরপুর, নেত্রকোনা, জামালপুর, ময়মনসিংহ)
————————–
প্রস্তাবিত বিভাগ
১. কুমিল্লা
২ . ফরিদপুর
———————-
প্রস্তাবিত জেলা
———————————–
১. ভৈরব
২. পীরগঞ্জ(রংপুর)

________________________________________

BTCClicks.com Banner

টাকা নিয়ে কিছু প্রয়োজনীয় তথ্যঃ

১/ বর্তমানে বাংলাদেশে কাগজের নোট রয়েছে = ৯টি।
২/ এর মধ্যে বাংলাদেশ ব্যাংকের নোট = ৬টি।
৩/ বাংলাদেশে প্রচলিত টাকার ব্যাংক নোট নয় = এক, দুই ও পাঁচ টাকার নোট।
৪/ “এক টাকার, দুই টাকার ও পাঁচ টাকার নোটে স্বাক্ষর থাকে = অর্থ সচিবের।
৫/ ‘সবার জন্য শিক্ষা’ স্লোগানটি আছে = দুই টাকার মুদ্রায়।
৬/ বাংলাদেশে চালু পলিমার মুদ্রা মুদ্রিত হয় = অস্ট্রেলিয়ায়।
৭/ ৫০০ টাকার নোট কোন দেশে ছাপা হয় = জার্মানিতে ৷
৮/ ১ ও ৫ টাকার ধাতব মুদ্রা তৈরি করা হয় = কানাডায়।
৯/ সরকারি নোট = ১, ২ ও ৫ টাকার নোট।
১০/ বাংলাদেশে টাকা ছাপার জন্য বিশেষ কাগজ আমদানি করা হয় = সুইজারল্যান্ড থেকে।
১১/ বিশ্বের সবচেয়ে সুন্দর কাগুজে মুদ্রা = বাংলাদেশের ২ টাকার নোট।
১২/ বর্তমানে বাংলাদেশ বাংকের শাখা = ১০টি (সর্বশেষ ময়মনসিংহ)।
১৩/ ১ মার্কিন ডলার তৈরী করতে বাংলাদেশী = ২১ টাকা খরচ হয়।
১৪/ বর্তমানে বাংলাদেশে = ৬৪ টি ব্যাংক রয়েছে।
১৫/ বাংলাদেশে ১ম নোট চালু হয় = ৪ মার্চ ১৯৭২ সালে ১০ টাকার নোট সর্বপ্রথম ছাপানো হয়।
১৬/ দেশে বর্তমানে তফসিলি ব্যাংক ৫৭টি।

________________________________________

> কম্পিউটার আবিষ্কার করেন -হাওয়ার্ড আইকিন।
>> এবাকাস একটি গণনা যন্ত্র।
>> আধুনিক কম্পিউটারের জনক বলা হয় – চার্লস ব্যাবেজ৷
>> বিশ্বের প্রথম ইলেক্ট্রনিক কম্পিউটার -ENIAC
(Electrical Neumerical Integrator And Computer)
>> বাণিজ্যিকভিত্তিতে তৈরি প্রথম ইলেকট্রনিক
কম্পিউটারের নাম UNIVAC (Universal Automatic Computer)
>> বিশ্বের সর্বপ্রথম ইলেকট্রনিক কম্পিউটার – এবিসি (এটানসফ বেরিং কম্পিউটার)
>> সর্বপ্রথম বিক্রয়ের জন্য কম্পিউটার তৈরি করে – রেমিংটন রেন্ড কর্পোরেশন।
>>IC চিপ দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার IBM system 360
>> বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় -১৯৬৪ সালে পরমাণু শক্তি কেন্দ্র ঢাকায়।
>> প্রথম কম্পিউটার প্রোগ্রামার আডা অগাস্টা।
>> প্রথম মিনি কম্পিউটার -পিডিপি ১।
>>প্রথম ডিজিটাল কম্পিউটার মার্ক ১।
>> প্রথম তৈরি পার্সোনাল কম্পিউটারের নাম অল্টেয়ার ৮৮০০।
>> মিনি কম্পিউটারের জন্মদাতা কেনেথ এইচ ওলসেন।
>> চতুর্থ প্রজন্মের কম্পিউটার হল পার্সোনাল কম্পিউটার।
>> বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত – যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
>> বিশ্বের প্রথম ল্যাপটপের নকশা করেন – বিল মেগারিজ।
>> ট্রানজিস্টার আবিষ্কার হয় -১৯৪৮ সালে।
>> ট্রানজিস্টার মুলত ব্যবহৃত হয় – এম্পলিফায়ার হিসেবে।
>> ট্রানজিস্টার ভিত্তিক প্রথম কম্পিউটার -TX -O
>> ট্রানজিস্টার ভিত্তিক প্রথমম মিনি কম্পিউটার PDP 8
>> ইন্টেগ্রটেড সার্কিট (IC) আবিষ্কার করেন – জ্যাক কেলবি ও রবার্ট নয়েস।
>>মাইক্রো প্রসেসর প্রথম আবির্ভাব ঘটে – ১৯৭১ সালে।
>>বাণিজ্যিকভাবে বিশ্বের প্রথম মাইক্রোপ্রসেসর – ইনটেল ৪০০৪।
>> মাইক্রোকম্পিউটার এর জনক – এইচ এডওয়ার্ড রবার্ট।
>> কম্পিউটারের কাজের ভুল ফলাফল দেয়াকে বলে GIGO (Garbage in Garbage)
>>PC – personal computer.
>>কম্পিউটারে একই নির্দেশনা বারবার দেওয়াকে লুপিং বলে।
>> এনালগ ও ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে তৈরি ডিজিটাল কম্পিউটার।
>>পামটপ হল ছোট কম্পিউটার।
>>১৯৮১ সালে প্রথম ল্যাপটপ কম্পিউটার বাজারে আনে এপসন কোম্পানি।
>>দোয়েল ‘ল্যাপটপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান -টেশিস।
>> টেশিস এর পূর্ণরুপ -টেলিফোন শিল্প সংস্থা।
>> কম্পিউটার সিস্টেমের প্রধান অংশ ২টি।
>>কম্পিউটার সিস্টেমের প্রধান কাজ ৪টি।
>>বাংলা লেখাত সফটওয়ার -অভ্র,বিজয়।
>>OMR – Optical Mark Reader.
>>মনিটর ৩ প্রকার। যথা LCD -Liquid Crystal Display, LED – Light Emitting Diode. CRT – Cathode Ray Tube.
>> ৬৪ বিট মাইক্রোপ্রসেসর হল Intel ITANIUM.
>> . MICR – Magnetic Ink Charectar Reader. ব্যাংকিং শিল্পে এটি ব্যবহার করা হয়।
>>কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক -পিক্সেল।
>> স্ক্রিনে প্রদর্শিত ছবির সুক্ষ্মতাকে বলে – রেজুলেশন।
>> Refresh Rate কে প্রকাশ করা হয় -হার্টজ এককে।
>>কম্পিউটারের নির্দেশ অনুযায়ী প্রিন্ট করে প্রিন্ট
করে প্রিন্টার সেই ক্ষেত্রে মানুষের হাত CPU ।
>> কম্পিউটার এর ব্রেইন হল মাইক্রোপ্রসেসর।
>> CPU -Central Processing Unit.
>> কম্পিউটারের হার্ডওয়্যার বলতে বুঝায় –
কম্পিউটারের যন্ত্রকে/ এটি একটি মেকানিক্যাল ডিভাইস।
>> কম্পিউটারে প্রোগ্রাম ও ডেটা সংরক্ষনের জন্য ব্যবহৃত হয় -মেমোরি।
>> মেমারি ৩ভাগে বিভক্ত। প্রধান মেমোরির কাজ CPU সহযোগে।
>> প্রতিটা বিট হল একটা করে ডিজিট ও প্রতিটা বাইট হল একটা করে ক্যারেক্টার।
>>কম্পিউটার সিস্টেনে ওয়ার্ড গঠনের সংমিশ্রন হল বিটস।
>> গিগাবাইট হল -বৃহত্তম ডেটা নির্দেশক একক।
>> কম্পিউটারের মেমোরি গিগাবাইট এ পরিমাপ করা হয়।
>> কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তি হল RAM (Random
Access Memory)। RAM এ ব্যর্থতার ঝুকি সর্বোচ্চ।
>>কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি হল ROM (Read Only
Memory)। ROM ৫ প্রকার। এটি কখনো স্মৃতিভ্রংশ হয়না।
>>কাজের বৃদ্ধির জন্য প্রসেসর ও প্রধান স্মৃতি মধ্যবর্তী স্থানে স্থাপিত বিশেষ ধিরনের স্মৃতিকে বলে – ক্যাশ স্মৃতি। এর  স্পিড সবচেয়ে বেশি।
>>সবচেয়ে বহুল ব্যবহৃত স্টোরেজ ডিভাইস Magnetic.
>> ডিস্কের পৃষ্টদেশে চৌম্বকীয় বিটগুলো এককেন্দ্রিক বৃত্তে সাজানো থাকে, এদের বকে Tracks. ম্যাগনেটিক স্টোরেজ ডিভাইসে Tracks গুলো সেক্টরে ভাগ করা থাকে।
>> হার্ডডিস্কের চেয়ে ছোট ফ্লপি ডিস্কের স্থান দখল করে নিয়েছে -পেনড্রাইব।
>> ৮বিটে এক বাইট। এক কিলোবাইট -১০২৪ বাইট।
কম্পিউটার পদ্ধতিতে এক মেগাবাইট -১০২৪*১০২৪ বাইট।
>> একটি ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন হল. mpg
>> কম্পিউটারে ডেটা সংরক্ষনে ব্যবহার করা হউ – বাইনারী সংখ্যা পদ্ধতি।
>> ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর এ কালচে অনুজ্জল যে লেখা ফুটে উঠে তা LCD ভিত্তিতে তৈরি।
>> প্রিন্টার একটি অফলাইন ডিভাইস।
>> মাউস, কী বোর্ড -ইনপুট ডিভাইস। প্রিন্টার, মনিটর – আউটপুট ডিভাইস।
>> বাইনারী সংখ্যা পদ্ধতির ভিত্তি হল ২(০ও ১)। অক্টাল সংখ্যা পদ্ধতি ৮টি, হেক্সাডেসিমাল ১৬টি।
>> আধুনিক সিডি এর ধারন ক্ষমতা ৬৫০ মেগাবাইট।
>> কম্পিউটারের ক্ষেত্রে ডায়াবেটিক নির্ণয়ে ব্যবহৃত হয় বায়োসেন্সর। বায়োসেন্সর এর প্রথম ধারনা দেন অধ্যাপক ক্লার্ক (১৯৫৬ সালে)।
>> খেলাধুলায় প্রথম কম্পিউটার ব্যবহৃত হয় ১৯৬০ সালে।
>>কম্পিউটার ভাইরাস হল -ক্ষতিকর প্রোগ্রাম। VIRUS – Vital Information Resource Under Seize.
>> কম্পিউটারের প্রথম (হাই লেভেল) প্রোগ্রামিং ভাষা – FORTRAN.
>> কম্পিউটার বাগ হল -কম্পিউটারের অন্তর্নিহিত ভুল।
>> ওরাকল একটি ডেটাবেস প্রোগ্রাম।

________________________________________
৭মার্চের ভাষণ

১৯৭১ সারের ৭ মার্চ রেসকোর্স ময়দানে এক বিশাল জনসভায় বঙ্গবন্ধুর ভাষনের বিষয়বস্তু ছিল নিন্মোক্ত
ক.চলমান সামরিক আইন পত্যাহার
খ. সৈন্যদের ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাওয়া
গ. গণহত্যার তদন্ত করা
ঘ. নির্বাচিত প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করা।
.
৭মার্চের বঙ্গবন্ধুর ভাষণকে আমেরিকার প্রেসিডেন্ট ওয়াশিংটনের গেটিসবার্গ অ্যাড্রেসের সাথে তুলনা করা হয় । এটি ৪৩টি ভাষায় অনুবাদের উদ্যোগ গ্রহণ করা হয় ।
আন্তর্জাতিকভাবে বিশ্বসেরার তালিকায় স্থান করে নিয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ।
.
ইংরেজিতে অনুদিত ভাষণের বইটির নাম ‘উই শ্যাল ফাইট অন দ্য বিচেস’- দ্য স্পিচেস দ্যাট ইন্সপায়ার্ড হিস্টরি [we shall figth on the beaches: the speeches that inspired history]’।
বইটির সঙ্কলক – জ্যাকব এফ ফিল্ড। খৃস্টপূর্ব ৪৩১ সাল থেকে ১৯৮৭ খ্রিস্টাব্দ পর্যন্ত সেরাভাষণ নিয়ে ২২৩ পৃষ্ঠার বই এটি।
.
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার উইনস্টন চার্চিলের ভাষণ থেকে নেয়া শিরোনামের এই সঙ্কলন গ্রন্থের শেষ ভাষণটি যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রোনাল্ড রেগ্যানের ‘টিয়ারস ডাউন ওয়াল’।
বইটির ২০১ পৃষ্ঠায় ‘দ্য স্ট্রাগল দিস টাইম ইজ ট্য স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স’ শিরোনামে স্থান পেয়েছে বঙ্গবন্ধুর ভাষণ।

________________________________________

বিদেশের মিশনে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়- কলকাতায়
বাংলাদেশের বিরোধীতা করে- মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন
বাংলাদেশকে সহায়তা করে>> রাশিয়া .
ভারত-বাংলাদেশ যৌথবাহিনী গঠন- ২১ নভেম্বর ১৯৭১
ভারত-বাংলাদেশ মিত্রবাহিনীর প্রধান- ফিল্ড মার্শাল স্যাম মানেকশ
ভারত-বাংলাদেশ
যৌথবাহিনীর সেনাধ্যক্ষ-জেনারেল জগজিৎ সিং অরোরা
পাকিস্তান বাহিনীর প্রধান-জেনারেল এ এ কে নিয়াজী
প্রথম শত্রুমুক্ত জেলা- যশোর (৭ ডিসেম্বর)
পাকিস্তান আত্মসমর্পণ করে- ১৬ ডিসেম্বর ১৯৭১
আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে-রেসকোর্স ময়দানে
বাংলাদেশের পক্ষে দলিলে স্বাক্ষর করে-যৌথবাহিনী প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরা
পাকিস্তানের পক্ষে দলিলে স্বাক্ষর করে- জেনারেল এ এ কে নিয়াজী
মুক্তিবাহিনীর পক্ষে উপস্থিতছিলেন/নেতৃত্ব দেন- এয়ার কমোডর এ কে খন্দকার
মোট ৯৩ হাজারপাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করে
________________________________________

মুক্তিযুদ্ধের সময় সেক্টর

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে-১১টি সেক্টরে ভাগ করা হয়েছিলো । সাব সেক্টর ৬৪টি। মহকুমা ছিল ১৯টি।
নৌ-বাহিনীর অধীনে ছিল- ১০ নং সেক্টর (সকল নদী ও বঙ্গোপসাগর)
১০ নং সেক্টরে কোনো সেক্টর কমান্ডার ছিল না
চট্টগ্রাম- ১ নং সেক্টর
ঢাকা- ২ নং সেক্টর
রাজশাহী- ৭ নং সেক্টর
মুজিব নগর- ৮ নং সেক্টর
সুন্দরবন- ৯ নং সেক্টর
ময়মনসিংহ . – ১১নং
________________________________________
সাতজন বীরশ্রেষ্ঠ

ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর,
সিপাহী হামিদুর রহমান,
সিপাহী মোস্তফা কামাল,
মোহাম্মদ রুহুল আমিন,
ফ্লাইটলেফটেন্যান্ট মতিউর রহমান,
ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ
এবং ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ
.
. বীর শ্রেষ্টদের মধ্যে ১ম শহীদ >> মোস্তফা কামাল ।
..
জীবিত ব্যক্তিকে প্রদত্ত সর্বোচ্চ বীরত্বসূচক পদবী- বীরউত্তম
সাতজন বীরশ্রেষ্ঠের নামে ৭টি পুকুর খনন করা হয়েছে-
সুন্দরবনে
বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের কোন কবর নেই/মতান্তরে রূপসা নদীর
তীরে কবর দেয়া হয়
বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের কবর- করাচি থেকে আনা হয় (২০০৬)
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর আনা হয়- আসামের
আমবাসা থেকে (২০০৭)
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যে বিমানটি ছিনিয়ে আনছিলেন-
টি-৩৩ (ছদ্মনাম ব্লু বার্ড)
________________________________________

মুক্তিযুদ্ধের সময়

ভারতের রাষ্ট্রপতি->>>>>>>>>>>>>>ভি ভা গিরি
ভারতের পররাষ্ট্র মন্ত্রী>>>>>>>>>>>>>>শরণ সিং
মাকিন প্রেসিডেন্ট>>>>>>>>>>>>>>রিচার্ড নিক্সন
মাকিন পররাষ্ট্রমন্ত্রী>>>>>>>>>>>>>>মি-রজাস’
মার্কিনadvisor of the national security council >>> হেনরি কিসিঞ্জার
ব্রিটিশ প্রধানমন্ত্রী>>>>>>>>>>>>>>এডওয়াথ হিথ
সোভিয়েত প্রধানমন্ত্রী>>>>>>>>>আলেক্সেই নিকোলাই কোসিগিন
সোভিয়েত প্রেসিডেন্ট>>>>>>> নিকোলাই পদগোনি
চীনের প্রেসিডেন্ট >>>> Mao Zedong । মাও সেতু ।প্রধানমন্ত্রীYen Chia-kan
মিশর>>>>>>>>>>>>>>আনোয়ার সাদাত
জাতিসংঘ>>>>>>>>>>>>>>উ থান্ট
ভারতীয় সেনা বাহিনীর প্রধান – স্যাম হরমুজজি প্রেমজি জামশেদজি মানেকশ
ভারতীয় পূর্বাঞ্চলীয় কমান্ডের সেনাধ্যক্ষ – লেফটেনেন্ট জেনারেল জগজিৎ সিং অরোরা;
পূর্বাঞ্চলীয় কমান্ডের চীপ অব স্টাফ – লেফটেনেন্ট জেনারেল ফ্রেডারিক রালফ জ্যাকব

________________________________________

মুক্তিযুদ্ধ সম্মাননা
.
একাত্তরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য ২৫ জুলাই ২০১১ ইন্ধিরা গান্ধীকে ‘বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা’ প্রদানের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে আরও ৬ টি পর্যায়ে ৩২৮ জন ব্যক্তি ও ৯ টি সংগঠনকে ‘বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করা হয়।
সর্বশেষ দেওয়া হয় >> অটল বিহারি বাজপেয়েকে
________________________________________

৯.মুজিবনগর সরকার / বাংলাদেশের অস্থায়ী সরকার
গঠিত হয় >> ১০ এপ্রিল ,১৯৭১
শপথ >> ১৭ এপ্রিল , ১৯৭১
সদর দপ্তর ছিল > কলকাতার ৮ং থিয়েটার রোড
মোট মন্ত্রণালয় >> ১২টি
রাষ্ট্রপতি >> শেখ মুজিবুর রহমান
উপরাষ্ট্রপতি >> সৈয়দ নজরুল ইসলাম ( বঙ্গবন্ধুর অনুপস্থিতে অস্থায়ী রাষ্ট্রপতি এবং পদাধিকারবলে সশস্ত্র বাহিনী ও মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পালন করেন ।
প্রধানমন্ত্রী >> তাজউদ্দিন আহমেদ
অর্থ মন্ত্রী >> এম. মনসুর আলী
স্বরাষ্ট্র , ত্রাণ ও পুর্নবাসন , কৃষিমন্ত্রী > এ, এইচ কামরুজ্জামান
পররাষ্ট্র, আইন ও সংসদবিষয়ক মন্ত্রী >> খন্দকার মোশতাক আহমেদ
প্রধান সেনাপতি >> কর্নেল (অব) এম,এ, জি ওসমানী
চিফ অব স্টাফ >> লে, কর্নেল (অব) আব্দুর রব
ডেপুটি চিফ অব স্টাফ >> গ্রুপ ক্যাপ্টেন এ. কে. খন্দকার

BTCClicks.com Banner

 

প্রশ্ন : ২১ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : শহীদ দিবস।
প্রশ্ন : ২৬ মার্চ কী দিবস?
উত্তর : স্বাধীনতা দিবস।
প্রশ্ন : ১৫ আগস্ট কী দিবস?
উত্তর : জাতীয় শোক দিবস।
প্রশ্ন : ২১ নভেম্বর কী দিবস?
উত্তর : সশস্র বাহিনী দিবস।
প্রশ্ন : ১৪ ডিসেম্বর কী দিবস?
উত্তর : শহীদ বুদ্ধিজীবী দিবস।
প্রশ্ন : ১৬ ডিসেম্বর কী দিবস?
উত্তর : বিজয় দিবস।
প্রশ্ন : ১০ জানুয়ারি কী দিবস?
উত্তর : বঙ্গবন্ধুর প্রত্যাবর্তন দিবস।
প্রশ্ন : ২৮ জানুয়ারি কী দিবস?
উত্তর : সলঙ্গা দিবস।
প্রশ্ন : ০২ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : জনসংখ্যা দিবস।
প্রশ্ন : ২২ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার দিবস।
প্রশ্ন : ২৮ ফেব্রুয়ারি কী দিবস?
উত্তর : ডায়াবেটিক দিবস।
প্রশ্ন : ১৫ মার্চ কী দিবস?
উত্তর : রাষ্ট্রভাষা দিবস।
প্রশ্ন : ২২ অক্টোবর কী দিবস?
উত্তর : নিরাপদ সড়ক দিবস।
প্রশ্ন : ২৪ এপ্রিল কী দিবস?
উত্তর : খাপড়া ওয়ার্ড দিবস।
প্রশ্ন : ২৮ মে কী দিবস?
উত্তর : নিরাপদ মাতৃত্ব দিবস।
প্রশ্ন : ৩০ মে কী দিবস?
উত্তর : সাবেক রাষ্ট্রপতি জিয়াউর
রহমানের শাহাদত দিবস।
প্রশ্ন : ০৭ জুন কী দিবস?
উত্তর : ছয় দফা দিবস।
প্রশ্ন : ২৩ জুন কী দিবস?
উত্তর : পলাশী দিবস।
প্রশ্ন : ০৭ নভেম্বর কী দিবস?
উত্তর : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস।
প্রশ্ন : ১৬ অক্টোবর কী দিবস?
উত্তর : বঙ্গভঙ্গ দিবস
 
________________________________________
 
 
এক নজরে বাংলাদেশের আইনসভাঃ
 
১। বাংলাদেশের আইনসভার নাম- জাতীয় সংসদ।
২। ইংরেজি নাম- House of the Nation.
৩। জাতীয় সংসদের প্রতীক- শাপলা।
৪। বর্তমান সর্বমোট আসন সংখ্যা-৩৫০টি।
৫। সংরক্ষিত মহিলা আসন – ৫০টি।
৬। সরাসরি ভোটে নির্বাচিত আসন – ৩০০টি।
৭। জাতীয় সংসদের মেয়াদ- ৫ বছর।
৮। সংসদ অধিবেশন আহ্বান, ভঙ্গ ও স্থগিত করতে পারেন- রাষ্ট্রপতি।
৯। জাতীয় সংসদের সভাপতি-স্পিকার।
১০। প্রথম স্পিকার ছিলেন- মোহাম্মদ উল্ল্যাহ।
১১। প্রথম নারী স্পিকার- ড. শিরীন শারমিন চৌধুরী।
১২। মহিলাদের জন্য সংরক্ষিত আসন ছিল না- ৪র্থ সংসদে।
১৩। কাস্টিং ভোট- স্পিকারের ভোট।
১৪। অধ্যাদেশ- রাষ্ট্রপতি নিজে যে আইন জারি করেন।
১৫। সরকারি বিল- মন্ত্রীরা যে বিল উত্থাপন করেন।
১৬। বেসরকারি বিল- সংসদ সদস্যরা যে বিল উত্থাপন করেন।
১৭। ফ্লোর ক্রসিং- অন্য দলে যোগদান কিংবা নিজ দলের বিপক্ষে ভোট দান।
১৮। বাংলাদেশের সরকার- সংসদীয় পদ্ধতির।
১৯। সংসদীয় পদ্ধতিতে রাষ্ট্রপ্রধান- রাষ্ট্রপতি ।

________________________________________

বাংলাদেশের সরকারী বিশ্ববিদ্যালয়ের নাম ও প্রতিষ্ঠাকালঃ

১. ঢাকা বিশ্ববিদ্যালয় – ১৯২১

২. রাজশাহী বিশ্ববিদ্যালয় – ১৯৫৩

৩. বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় – ১৯৬১

৪. বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় – ১৯৬২

৫. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় – ১৯৬৬

৬. জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় – ১৯৭০

৭. ইসলামী বিশ্ববিদ্যালয় – ১৯৮০

৮. শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ১৯৮৭

৯. খুলনা বিশ্ববিদ্যালয় – ১৯৯১

১০. উন্মুক্ত বিশ্ববিদ্যালয় – ১৯৯২

১১. জাতীয় বিশ্ববিদ্যালয় – ১৯৯২

১২. বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যাল – ১৯৯৮

১৩. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় – ১৯৯৮

১৪. হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ১৯৯৯

১৫. মাওলানা ভাষানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ১৯৯৯

১৬. শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় – ২০০১

১৭. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ২০০২

১৮. ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -২০০৩

১৯. চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ২০০৩

২০. রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ২০০৩

২১. খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ২০০৩

২২. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় – ২০০৫

২৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয় – ২০০৫

২৪. কুমিল্লা বিশ্ববিদ্যালয় – ২০০৬

২৫. চট্টগ্রাম ভেটেরেনারী ও এনিমেল সাইন্স ইউনিভারসিটি – ২০০৬

২৬. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ২০০৬

২৭. সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় – ২০০৬

২৮. বাংলাদেশ ইউনিভারসিটি অব প্রফেশনালস – ২০০৮

২৯. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- ২০০৮

৩০. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় -২০০৮

৩১. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় – ২০০৮

৩২. টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়- ২০১১

৩৩. বরিশাল বিশ্ববিদ্যালয় – ২০১১

৩৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় – ২০১১

BTCClicks.com Banner

বিজ্ঞান বিষয়ক কিছু প্রশ্নোত্তর!!!

1) আমাদের দেহকোষ রক্ত হতে গ্রহণ করে অক্সিজেন ও গ্লুকোজ।

2) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র ট্যাকোমিটার।

3) এনজিও প্লাষ্টি হচ্ছে হ্রৎপিন্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো।

4) কচুশাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য লৌহ।

5) কম্পিউটার আবিষ্কার করেন হাওয়ার্ড এইকিন।

6) কর্কটক্রান্তি রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে।

7) কার্বুরেটর থাকে যে ইঞ্জিনে পেট্রোল ইঞ্জিনে।

8) ক্যাসেটের ফিতার শব্দ রক্ষিত থাকে চুম্বক ক্ষেত্র হিসাবে।

9) ক্লোনিং পদ্ধতিতে জন্মগ্রহণকারী ভেড়ার নাম ডলি।

10) গ্যালিলিও’ হলো পৃথিবী থেকে পাঠানো বৃহস্পতির একটি কৃত্রিম উপগ্রহ।

11) গ্লিসারিন দ্রবীভূত হয় না পানিতে।

12) চাঁদে কোন শব্দ করলে তা শোনা যাবে না, কারণ চাঁদে বায়ুমণ্ডল নেই।

13) জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে কারণ এদের কাণ্ডে অনেক বায়ু কুঠুরী থাকে।

14) জোয়ার ভাটার তেজকটাল হয় অমাবস্যায়।

15) টুথপেষ্টের প্রধান উপাদান সাবান ও পাউডার।

16) ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটারে কালচে অনুজ্জ্বল যে লেখা ফুটে উঠে সেটি সিলিকন চিপ।

17) তামার সাথে যে উপাদান মেশালে পিতল হয় দস্তা (জিঙ্ক)।

18) দিনরাত্রি সর্বত্র সমান নিরক্ষরেখায়।

19) পানিতে নৌকার বৈঠা বাঁকা দেখা যাওয়ার কারণ আলোর প্রতিসরণ।

20) পিসি কালচার’ বলতে বুঝায় মৎস্য চাষ।

21) বাদুড় চলাফেরা করে সৃষ্ট শব্দের প্রতিধ্বনি শুনে।

22) বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় প্রতিবছর ৫ জুন।

23) বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট যে ধাতু দিয়ে তৈরি টাংষ্টেন।

24) ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র সিসমোগ্রাফ।

25) মঙ্গলগ্রহে প্রেরিত নভোযান ভাইকিং।

26) মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে।

27) মানুষের গায়ের রং নির্ভর করে যে উপাদানের উপর মেলানিন।

28) মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য ১৮ ইঞ্চি (প্রায়)।

29) যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় সূর্য গ্রহণ।

30) যে ভিটামিন ক্ষতস্থান হতে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে ভিটামিন ‘K’।

31) যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে দর্পণ।

32) যে হরমোনের অভাবে ডায়াবেটিস রোগ হয় ইনসুলিন।

33) রঙ্গীন টেলিভিশন হতে ক্ষতিকর যে রশ্মি বের হয় গামা রশ্মি।

34) রেফ্রিজারেটরে কমপ্রেসরের কাজ ফ্রেয়নকে বাষ্পে পরিণত করা।

35) শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিও মিটার।

36) সমুদ্র পৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন।

37) সমুদ্রের গভীরতা মাপা হয় যে যন্ত্র দ্বারা ফ্যাদোমিটার।

38) সালোক সংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয় সবুজ আলোতে।

39) সিনেমাস্কোপ প্রজেক্টরে যে ধরনের লেন্স ব্যবহৃত হয় অবতল।

40) CNG -এর অর্থ কমপ্রেস করা প্রাকৃতিক গ্যাস।

41) অ্যাসিড আবিস্কার হয় কবে ? ১৯৮১ সালে

42) অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ? লাল করে

43) আকাশ নীল দেখায় কেন ? নীল আলোর বিক্ষেপণ অপেক্ষাকৃত বেশি

44) আকাশে মেঘ থাকলে গরম বেশি লাগে কেন ? মেঘ ভূ-পৃষ্ঠের তাপ বিকিরণে বাধা দেয় বলে

45) আঙ্গুরে কোন অ্যাসিড থাকে ? টারটারিক অ্যাসিড

46) আধুনিক কম্পিউটার কে আবিস্কার করেন ? চার্লস ব্যাবেজ

47) আপেলে কোন অ্যাসিড থাকে ? সালিক অ্যাসিড

48) আমলকিতে কোন অ্যাসিড থাকে ? অক্সালিক অ্যাসিড

49) আমিষ জাতীয় খাদ্য কোন জারক রস পরিপাক করে ? পেপসিন

50) আয়নার পিছনে কিসের প্রলেপ দেয়া হয় ? সিলভারের

51) আয়োডিন প্রকৃতিতে কিভাবে থাকে ? কঠিন অবস্থায়

52) আলকাতরা কী থেকে তৈরী হয় ? কয়লা

53) আলোর গতির আবিস্কারক কে ? এ মাইকেলসন

54) ইউরোসিল কোথায় থাকে? -RNA তে।

55) ইনসুলিন কোথায় উত্পন্ন হয় ? অগ্নাশয়ে

56) ইন্টারফেরন কি? ক্ষুদ্র ক্ষুদ্র অনেক গুলো প্রোটিনের সমষ্টি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

57) ইলেকট্রন কে আবিস্কার করেন ? জন থম্পসন

58) ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ? কার্বন

59) ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ? ০.১৫ – ১.৫ %

60) উচ্চ শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ? মাংশ

61) উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ? গ্রাফাইট

62) ‘উড স্পিরিট ‘ কী ? মিথাইল এলকোহল

63) উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্রের নাম কী ? ট্যাকমিটার

64) উদ্ভিদ বিজ্ঞানের জনক কে ? থিও ফ্রাসটাস

65) উদ্ভিদের জীবন্ত জীবাশ্ম কোনটি ? Cycas .

66) উদ্ভিদের প্রজনন অঙ্গ কোনটি ? ফুল

67) একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ? ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড

68) এটম বোমা কে আবিস্কার করেন ? অটোহ্যান

69) এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ? আমাশয়

70) এ্যাক্টোডার্মাল ডিসপ্লেসিয়া > ঘামগ্রন্থি ও দাঁতের অনুপস্থিতি

71) কচু খেলে গলা চুলকায় কিসের উপস্থিতির জন্য ? ক্যালসিয়াম অক্্রলিক

72) কচু শাকে কি বেশি থাকে ? লৌহ

73) কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ? পরিবহন পদ্ধতিতে

74) কফিতে কোন উপাদান থাকে ? ক্যাফেইন

75) কমলা লেবুতে কোন অ্যাসিড পাওয়া যায় ? এসকরবিক অ্যাসিড

76) কম্পাঙ্ক বাড়লে শব্দের তীক্ষ্নতা ? বাড়ে

77) কম্পিউটার কে আবিস্কার করেন ? হাওয়ার্ড এইকিন

78) কয়টি পদ্ধতিতে তাপ পরিবহন হয় ? ৩ টি

79) কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ? করপিক্রিন

80) কাচ তৈরির প্রধান কাঁচামাল কী ? বালি

81) কান্সারকে নিয়ন্ত্রণ করার প্রাথমিক পদক্ষেপ কোনটি? ইন্টারফেরণ প্রয়োগ

82) কুইনাইন পাওয়া যায় কোন গাছ থেকে ? সিনকোনা

83) কে প্রথম রোবট আবিস্কার করেন ? উইলিয়াম গে ওয়ালটার

84) কে মেন্ডেলের ফ্যাক্টরের নাম দিয়েছিলেন জিন? বেটসন ( ১৯০৮ সালে।

85) কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ? ত্বকের

86) কোন অধাতু বিত্দুত অপরিবাহী ? গ্রাফাইট

87) কোন উদ্ভিদ আমিষ ? ডাল

88) কোন এনজাইমের দ্বারা কাটা ডিএনএ জোড়া দেওয়া হয়? লাইগেজ।

89) কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ? এবি গ্রুপ কে

90) কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ? ও গ্রুপ

91) কোন জন্তুর চারটি পাকস্থলী আসে ? গরুর

92) কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয় ? শুশুক .

93) কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ? তামা

94) কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ? পুরুষ

95) কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি ? কঠিন মাধ্যমে

96) কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ? ব্রোমিন

97) কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে ? পারদ

98) কোন রংয়ের কাপে চা তারাতারি ঠান্ডা হয় ? কালো

99) কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে ? প্লাটিপাস

100) কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ? পরমানুর প্রোটন সংখ্যা

101) কোষের কাজ নিয়ন্ত্রণ করে কে ? নিউক্লিয়াস

102) ক্যালকুলাস কে আবিস্কার করেন ? নিউটন

103) ক্রোমোজোমে কোন কোন মৌলিক পদার্থ থাকে? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম , লৌহ

104) ক্রোমোজোমের প্রোটিন কয় প্রকার ।? ২ প্রকার। ১. হিস্টোন ২. নন-হিস্টোন

105) ক্লোন পদ্ধতিতে প্রথম ভেড়ার নাম কী ? ডলি .

106) ক্লোনিং কত প্রকার? ৩প্রকার । জিন , সেল, জীব ক্লোনিং।

107) ক্লোরিন প্রকৃতিতে কিভাবে থাকে ? গ্যাসীয় অবস্থায়

108) ক্ষতস্থান থেকে রক্ত পরা বন্ধ করে কোন ভিটামিন ? ভিটামিন-কে ]

109) ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে ? নীল করে

110) খাদ্য শক্তি বেশি থাকে কোন মাছে ? শুটকি মাছে

111) খাবার লবনের রাসায়নিক নাম কী ? সোডিয়াম ক্লোরাইড

112) গলগন্ড রোগ হয় কিসের অভাবে ? আয়োডিনের অভাবে

113) গ্যাভানাইজিং কী ? লোহার উপর দস্তার প্রলেপ

114) গ্রীষ্ম কালে কোন ধরনের কাপড় পরিধান করা ভালো ? সাদা

115) চাদে কোনো শব্দ করলে শোনা যায় না কেন ? বাতাস নেই বলে

116) চাদের বুকে অবতরণ করা চন্দ্রযানের নাম কী ? অ্যাপোলো -১১

117) চাদের বুকে কে প্রথম অবতরণ করে ? নীল আর্মস্ট্রং ও এডউইন অল্ড্রিন

118) চাদের বুকে প্রথম মানুষ অবতরণ করে ? ২১ জুলাই , ১৯৬৯ সালে

119) চায়ের পাতায় কোন উপাদান থাকে ? থিন

120) চুম্বুকের আকর্ষণ সবচেয়ে বেশী কোথায় ? মেরু বিন্দুতে

121) জীনের রাসায়নিক গঠন কী ? ডি এন এ

122) জীব RNA কোষে কয় প্রকার? -৩প্রকার । rRNA, mRNA, tRNA.

123) জীব জগতের বৈচিত্রের নিয়ন্ত্রককে? -জীন

124) জীব দেহের শক্তির উত্স কী ? খাদ্য

125) জীব প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত নতুন প্রাণী কিংবা উদ্ভিদকে কি বলে ? ট্রান্সজেনিক প্রাণী

126) জীব প্রযুক্তির উদাহরণ কোন গুলো ? অনুজীব বিজ্ঞান, টিস্যু কালচার , জিন প্রকৌশল

127) জীব বিজ্ঞানের জনক কে ? এরিস্টটল .

128) জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয় ফরমালিন

129) জীবাণু বিদ্যার জনক কে ? ভন লিউয়েন হুক .

130) জীবের বংশ গতির একক কোনটি ? জিন

131) জুভেনাইল গ্লুকোমা অক্ষিগোলোকের কাঠিন্য

132) টুথপেস্টের প্রধান উপাদান কী ? সাবান ও পাউডার

133) টেলিভিশন কে আবিস্কার করেন ? জন এল বেয়ার্ড

134) টেস্টিং সল্ট এর রাসায়নিক নাম কী ? সোডিয়াম মনো গ্লুটামেট

135) ট্রান্সজেনিক প্রানী উদ্ভাবনের মাধ্যমে প্রাণীগুলোর দুধ, রক্ত, মূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহোরণ করার প্রক্রিয়াকে কি বলে?

মলিকুলার ফার্মিং

136) ঠোটের কোনা মুখের ঘা কিসের অভাবে হয় ? ভিটামিন -বি -২

137) ডায়বেটিস রোগ হয় কীসের অভাবে ? ইনসুলিন

138) ডিএনএ টেস্টের মাধ্যমে পিতামাতা- সন্তান কত ভাগ মিল পাওয়া যায় ? ৯৯.৯%

139) ড্রাই আইস বা শুস্ক বরফ কাকে বলে ? কঠিন কার্বন ডাই অক্সাইড কে

140) তবকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে ? কেঁচো .

141) তরঙ্গ দর্ঘ্য বাড়লে শব্দের তীক্ষ্নতা ? কমে

142) তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে প্রবাহিত হয় ? পরিচলন পদ্ধতিতে

143) তামাকে বিষাক্ত কোন পদার্থ থাকে ? নিকোটিন

144) তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ? ব্রোঞ্জ

145) তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয় ? পিতল

146) তেঁতুলে কোন অ্যাসিড থাকে ? টারটারিক অ্যাসিড

147) থাইমিন কোথায় থাকে? ডিএনএ ।

148) দই কি ? দুধের জমাট বাঁধা ব্যাকটেরিয়া

149) দাড়ি গোফ গজায় কোন হরমোনের কারণে ? টেসটেস্টোরেন হরমোন

150) দিনের আলোতে কাজ করে চোখের কোন অংশ ? কনস

151) দুধে কোন অ্যাসিড থাকে ? ল্যাকটিক অ্যাসিড

152) দুধের ঘনত্ব কোন যন্ত্র দিয়ে মাপা হয় ? ল্যাকটোমিটার

153) দুধের প্রোটিনের নাম কী ? কেজিন

154) দুধের শর্করাকে কী বলে ? ল্যাকটোজ

155) দৃশ্যমান বর্ণালীর ক্ষুদ্রতম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ? বেগুনী

156) দৃশ্যমান বর্ণালীর বৃহত্তম তরঙ্গ দৈর্ঘ্য কোন আলোর ? লাল

157) নবায়নযোগ্য শক্তির উত্স কোথায় ? ফুয়েল সেল

158) নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে ? ধমনীর মাধ্যমে

159) নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ? নারীর

160) নাসা প্রতিষ্ঠিত হয় কত সালে ? ১৯৫৮ সালে

161) নাসার সদর দপ্তর কোথায় অবস্থিত ? যুক্তরাষ্টের ফ্লোরিডায়

162) নিউট্রন আবিস্কার করেন কে ? চ্যোডইউক

163) নিউমোনিয়া রোগ হয় কোথায় ? ফুসফুসে

164) নিম্ন শ্রেনীর প্রটিন সমৃদ্ধ খাবার কোনটি ? ডাল

165) পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ? নিউট্রন

166) পরমানুর নিউক্লিয়াসে কি থাকে ? প্রোটন ও নিউট্রন

167) পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ? ইলেকট্রন

168) পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ? প্রোটন

169) পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ? ইলেকট্রন

170) পারমানবিক বোমা কে আবিস্কার করেন ? ওপেন হেমার

171) পাহাড়ে ওঠা কষ্টকর কেন ? অভিকর্ষজ বলের বিপরীদে কাজ করার জন্য

172) পুরুষ মানুষের জনন বৈশিস্টের জন্য দায়ী কোন ক্রোমোজম ? Y ক্রোমোজম

173) পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে ? নিউরন

174) পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ? ১১৮টি

175) পৃথিবীর কেন্দ্রস্থলে বস্তুর ওজন কেমন ? শূন্য

176) পৃথিবীর ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী কোনটি ? বামন চিকা .

177) পৃথিবীর দ্রুততম পাখি কোনটি ? সুইফট বার্ড

178) পৃথিবীর প্রথম মহাকাশচারী কে ? উইরি গ্যাগারিন (১৯৬১ সালে)

179) পেনিসিলিন কে আবিস্কার করেন ? আলেকজান্ডার ফ্লেমিং

180) পেসমেকার কে আবিস্কার করেন ? জার্মানির সিমেন্স এলিয়া কোম্পানী , ১৯৫৮ সালে

181) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের মধ্যে ধাতুর সংখ্যা কতটি ? ৭০ টি

182) প্রকৃতিতে প্রাপ্ত মৌলের সংখ্যা কতটি ? ৯২ টি

183) প্রকৃতিতে রেডিও আইসোটোপের সংখ্যা কত ? ৫০ টি

184) প্রকৃতিতে সবচেয়ে কঠিন পদার্থ কোনটি ? হীরা

185) প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ? ৭২ বার

186) প্রথম কম্পিউটার প্রোগামের রচয়িতা কে ? লেডী এ্যাডো অগাস্টা

187) প্রাকৃতিক গ্যাস এর প্রধান উপাদান কী ? মিথেন

188) প্রাকৃতিক লাঙ্গল বলা হয় কাকে ? কেঁচো .

189) প্রাণী কোষের পাওয়ার হাউস বলা হয় কাকে ? মাইটোকন্ড্রিয়া

190) প্রাণীর প্রজনন কাজে প্রয়োজন কোন ভিটামিন ? ভিটামিন-ই

191) প্রেসার কুকারে রান্না তারাতারি হওয়ার কারণ কী ? উচ্চ চাপে তরলের স্ফুটনাংক বৃদ্ধি

192) প্রোটন কণিকা আবিস্কার করেন কে ? রাদারফোর্ড

193) প্রোটিন জাতীয় খাদ্যের প্রধান কাজ কী ? দেহের ক্ষয় পূরণ ও বৃদ্ধি সাধন

194) ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ? ৯৮.৪ ডিগ্রী

195) ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় কোন প্রাণী ? মাছ .

196) বংশ গতিবিদ্যার জনক কে ? মেন্ডেল

197) বংশগতির ভৌত ভিত্তি কে? ক্রোমোজোম

198) বট গাছের আঠায় কোন এমজাইম থাকে? ফাইসিন । যা কৃমিরোগে ব্যবহৃত হয় ।

199) বাংঙের হৃতপিন্ডের প্রকোষ্ট কয়টি ? ৩ টি

200) বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্ম কাকে বলে ? রাজ কাঁকড়া

________________________________________

মোবাইল ফোন সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য–

১। মোবাইল ফোনের জনক- ড. মার্টিন কুপার ।

২। ড. মার্টিন কুপার কোন কোম্পানির গবেষক ছিলেন- মটোরোলা ।

৩। সর্বপ্রথম কোন দেশে মোবাইল ফোন চালু হয়- জাপান ।

৪। কোন কোম্পানি সর্বপ্রথম মোবাইল ফোন বাজারজাত করে- মটোরোলা ।

৫। মটোরোলা কোম্পানির বাজারজাতকৃত সর্বপ্রথম মোবাইলটির নাম- Dyna Tac 800X.

৬। SIM এর পূর্ণরুপ- Subcriber Identity Module.

৭। SMS এর পূর্ণরুপ- Short Message Service.

৮। MMS এর পূর্ণরুপ- Multimedia Message Service.

৯। বাংলাদেশের কোন মোবাইল অপারেটর একমাত্র CDMA পদ্ধতী ব্যবহার করে- সিটিসেল ।

১০। কোন প্রজন্ম থেকে মোবাইল ফোনে SMS সেবা চালু হয়- দ্বিতীয় ।

১১। SMS এর জনক- ম্যাট্রি ম্যাক্কোনেন ।

১২।সর্বপ্রথম কোন দেশে মোবাইল দিয়ে ব্যাক্তি থেকে ব্যাক্তি টেক্সট মেসেজ (SMS) পাঠানো হয়- ফিনল্যান্ড (১৯৯৩) ।

১৩। সর্বপ্রথম তৈরিকৃত ড. মার্টিন কুপারের মোবাইল ফোনটির ওজন ছিল- প্রায় ১ কেজি (১৯৭৩) ।

BTCClicks.com Banner

______

ইংরেজী শব্দ নিয়ে মজার তথ্য
______

পৃথিবীর প্রতিটা ভাষার ব্যকরণেই রয়েছে অদ্ভুত এবং মজার কিছু বিষয়। চলুন জেনে নে’য়া যাক ইংরেজী ভাষায় ব্যবহৃত হয়েছে এমন কিছু অদ্ভুত- কিম্ভূতকিমাকার শব্দাবলীঃ

১. বিবিসি’র ভাষ্যমতে সবচেয়ে লম্বা ইংরেজি শব্দটি হল-

pneumonoultramicroscopicsilicovolcanoconiosis.

(নিউমনো-আলট্রা-মাইক্রোসকপিক-সিলিকো-ভলকানো-কনিওসিস)
মাঝে ড্যাস দিলাম পড়ার সুবিধার্থেএতে ৪৫ টি বর্ণ আছে। যা ফুসফুসের একটি রোগের নাম যা সিলিকার বিষক্রিয়ায় হয়ে থাকে যে রোগটি খনি শ্রমিক, পাথর ভাঙ্গা শ্রমিকদের বেশী হতে পারে। ধূলো কণা ফুসফুসে ঢুকলে এ রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেশী।

২. Supercalifragilisticexpialidocious
মোট বর্ণঃ ৩৪ টি
বাংলা উচ্চারনঃ সুপার ক্যালিফ্রা যিলিসটি সেক্সপিয়া লিডোসিয়াস
ইহা যা বুঝায়ঃ এটি একটি গানের টাইটেল। ১৯৬৪ সালের ডিজনীর Mary Poppins নামের একটি মুভির গান এটি।

৩. Antidisestablishmentarianism
মোট বর্ণঃ ২৮ টি
বাংলা উচ্চারণঃ অ্যান্টি ডিজ স্টাব্লিশমেন্টারিয়ানিজম
ইহা যা বুঝায়ঃ ইহা একটি পলিটিকাল ধারণার নাম। এই ধারণার নাম তৈরি হয়েছিল ব্রিটেনে। এটি এসেছে ডিজ-স্টাব্লিশমেন্ট শব্দটি থেকে। ডিজ-স্টাব্লিশমেন্ট শব্দটির ব্যাখ্যা হলঃ তৎকালীন ব্রিটেনে (১৮৬০ সাল) রাষ্ট্র ও চার্চ কে আলাদা করার একটি আন্দোলন হয়। তো ডিজ-স্টাব্লিশমেন্ট ধারণার বিপরীত টি হল অ্যান্টি ডিজ স্টাব্লিশমেন্টারিয়ানিজম।

৪. Taumata¬whakatangihanga¬koauauo¬tamatea¬turi¬pukakapiki¬maunga¬horo¬nuku-pokai ¬whenua¬kitanatahu
মোট বর্ণঃ ৯৭ টি
বাংলা উচ্চারণঃ তাউ মাতা ওহাকা তাঞ্জি হাঞ্জা কোয়া ও-য়া-উ ওতে মাতে আতুরি পুকা কাপিকি ইমাউঞ্জাহ ওরো নুকু পুকাই হোয়ে নুয়া কিতা নাতা হু
ইহা যা বুঝায়ঃ এটা একটা পাহাড়ের নাম, নিউজিল্যান্ডের। ভাষাটা অবশ্য মাওরি ভাষা। এই নাম Interview এ ধরলে সর্বনাশ। তাই সংক্ষেপে একে তাউ মাতা বললেও হবে।

৫. Floccinaucinihilipilification
মোট বর্ণঃ ২৯ টি
বাংলা উচ্চারনঃ ফ্লক্সিন-অ-সিনি হিলি পিলি ফিকেশান
ইহা যা বুঝায়ঃ এইটা একটা অভ্যাসের নাম যে অভ্যাসের কারণ সব কিছু Unimportant মনে হয়।

৬. Honorificabilitudinitatibus
মোট বর্ণঃ ২৭ টি
বাংলা উচ্চারনঃ অনারিফিক্যাবিলিচুডিনি ট্যাসিবাস
ইহা যা বুঝায়ঃ মানুষ যে অবস্থায় থাকলে সম্মান অর্জন করতে পারে সেই অবস্থার নাম অনারিফিক্যাবিলিচুডিনি ট্যাসিবাস। এটা প্রথম ব্যবহার করেন জনাব শেক্সপিয়ার।

৭. Chargoggagoggmanchauggagoggchaubunagungamaugg
মোট বর্ণঃ ৪৫ টি
বাংলা উচ্চারনঃ অন্ততঃ আমি পারি না। আমার দুইটা দাঁত অলরেডি নড়তেছে। (অনুগ্রহপূর্বক নিজ দায়িত্বে উচ্চারণ উদ্ধার করে নিন)
ইহা যা বুঝায়ঃ এটি একটি লেকের নাম। যত বড় লেক ঠিক তত বড়ই এর নাম। এর আরেকটা নাম আছে— Webster Lake তবে Chargoggagoggmanchauggagoggchaubunagungamaugg -এই শব্দটি এসেছে NIPMUC ভাষা থেকে। যারা NIPMUC সম্পর্কে জানতে আগ্রহী তারা- ক্লিক করতে পারেন এখানে

৮. Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch
মোট বর্ণঃ ৫৮ টি
বাংলা উচ্চারনঃ আনভার পুগুইন জিগো গেরি জর্ন দ্রোবো অ্যান্টি সিলজো গোগো গগশ (উচ্চারন টা ঠিক ইংরেজি না, স্থানীয়)
ইহা যা বুঝায়ঃ এটি একাধারে একটি গ্রাম এবং একটি গোষ্ঠীর নাম। এই গ্রামটির অবস্থান Wales -এর Anglesey দ্বীপে।
Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch -এই নামটি দিয়েই ইনটারনেট জগতে পৃথিবীর সবচে’ বড় ডোমেইন নামটা রেজিস্ট্রেশনের খেতাবও কুড়িয়েছে !!! ডোমেইনটি- llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch.co.uk

যারা চান তারা গিয়ে উপরের বক্সে গিয়ে দেখে আসতে পারেন- এখানে ক্লিক করার পর।

৯. Lopadotemachoselachogaleokranioleipsanodrimhypotrimmatosilphioparaomelitokatakechymenokichl­epikossyphophattoperisteralektryonoptekephalliokigklopeleiolagoiosiraiobaphetraganopterygon
মোট বর্ণঃ ২১০ টি
বাংলা উচ্চারণঃ লোপাদো তেমাচো সেলাচো গ্যালিও ক্র্যানিও লিপ সানো ড্রিম হাইপো ত্রিম্মাতো সিলফিও পারাও মেলিতো ক্যাটাকেচি মেনো কিশ এপি কসিফো ফ্যাতো অ্যালেকত্রিওন অপ্তে কেফালিও কিগক্লো পেলিও লাগয়ো সিরায়ো বাফে ত্রাগানো তেরিগন
ইহা যা বুঝায়ঃ কি জিনিস হতে পারে এটা ???!!! আসুন দেখে নে’য়া যাক কী এটা !!!

এটাতে থাকেঃ
i. ফিস স্লাইস
ii. চিংড়ি
iii. কাঁকড়া
iv. মধু
v. বণ্য কবুতরের মাংস
vi. পোষা কবুতরের মাংস
vii. হাঁসের রোস্ট

এখানেই শেষ না। আরো থাকে ১৬ রকমের মিস্টি, বুনো ফল ইত্যাদি ইত্যাদি। খাবেন ??? না রে ভাই, এটা একটা Fictional ডিশ। এই ডিশ -এর আইডিয়া দাতা হলেন প্রাচীন নাট্যকার অ্যারিস্টোফেন। বলে নেই যে, শব্দটা হল প্রাচীন গ্রীক ভাষার।

  • 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18 (অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80
  • ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
  • “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
  • “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
  • “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
  • “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) সাজানো আছে।
  • ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।
  • Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।
  • একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
  • Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।
  • Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮ টি vowel আছে।
  • vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।
  • vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
  • গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।
  • Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
  • University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
  • “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
  • “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূণরাবৃত্তি নাই।
  • ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
  • “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
  • Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
  • A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।
  • **  সচরাচর I এর পরে am বসে কিন্তু-
    এখানে- I is the ninth letter of alphabet !!!!!!!!!!!!
  • **  It is raining.
    Bristi is reading.
    বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে।

যা-ই বলেন আর তা-ই বলেন, এখন পর্যন্ত আমার জানামতে পৃথিবীর সবচে’ বড় এবং আশ্চর্যজনক শব্দটি হচ্ছে-
না,
শব্দটি এখানে দিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে চাইনা। বরং তারচে’ এই ভালো, আপনি নিজেই গিয়ে দেখে আসুন নিচের লিংকে গিয়ে।
আমি 1000% নিশ্চিত আপনি এই শব্দটি দেখামাত্রই আপনার চোখ কপালে নয়, গাছে উঠবে !!!
খোঁচা মারুন এখানে, এখানে অথবা এখানে

এবার বিশাল লম্বা একটা শব্দের উচ্চারণ শুনুন-

AliDropship is the best solution for drop shipping

BTCClicks.com Banner
________________________________________

শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.compuartsdigital.com
________________________________________

ডিজিটাল কন্টেন্ট ফ্রী সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন- 01711 353 363

এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের জন্য টিপস / সমাধান সহ 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 1

এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের জন্য টিপস / সমাধান সহ 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 2


header-2আপনার প্রতিষ্ঠানের জন্য ওয়েব সাইটটি পূর্ণাঙ্গরূপে তৈরি করতে
যোগাযোগ করতে পারেন উপরের ঠিকানায ক্লিক করে।


====================================================================
সকল সংবাদপত্রগুলির লিংক
====================================================================
প্রয়োজনীয়, জরুরি, গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ নম্বরের লিংক
====================================================================
শুধুমাত্র মহিলাদের জন্য, পুরষরা উঁকি দিতে চেষ্টা করবেন না . . . ২
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ২
====================================================================
জেনে নিন ইংরেজি সহ প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ৩
====================================================================
জেনে নিন ইংরেজি সহ প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ৪
====================================================================

 

AliDropship is the best solution for drop shipping

BTCClicks.com Banner