আপনি কি ফেসবুক পেইজের মাধ্যমে পাঞ্জাবি বা অন্য জামাকাপড় বিক্রি করেন কিংবা অন্য কোন পণ্য বিক্রি করেন ?
আপনি কি ক্রেতা কম পাচ্ছেন ? আপনি কি ফোন কল কম পাচ্ছেন ? আপনি কি অর্ডার কম পাচ্ছেন ?

উপরের প্রশ্নগুলো উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আপনার ব্যবসায়ের আরোও উন্নতির দ্রুত ও একমাএ সমাধান হতেপারে পোস্ট বুস্ট !!! হ্যাঁ, ফেসবুক বুস্ট পোস্ট।

Facebook -এ Sponsored বিজ্ঞাপন দিতে চাইলে, আমাদের সাথে যোগাযোগ করুন।

ফেইসবুকে বিজ্ঞাপন সেবা এবং সমস্যা সমাধান পেতে লেখাটি মনোযোগদিয়ে পড়ুন

আপনার Fan Page এর Promotion অথবা Post Boost করাতে চাচ্ছেন ?

আপনার Fan Page এর Like বাড়াতে চাচ্ছেন ?

আমরা আপনাকে দিচ্ছি কম খরচে এবং বিভিন্ন প্যাকেজের আওতায় ফেসবুকে বিজ্ঞাপন দেয়ার সুবিধা ।

আমাদের মাধ্যমে ফেইসবুকে বিজ্ঞাপন দিন।

আমাদের মাধ্যমে ফেইসবুকে বিজ্ঞাপন দিয়ে আপনার প্রতিষ্ঠান এবং ব্যাবসায়িক পণ্য ছড়িয়ে দিন হাজার হাজার ক্রেতা/দর্শকের কাছে।

আমরাই একমাত্র দিচ্ছি বিশ্বস্ততার সাথে সবার চেয়ে কম খরচে অধিক Sponsored এর চ্যালেঞ্জ এবং বিভিন্ন প্যাকেজের আওতায় ফেইসবুকে বিজ্ঞাপন দেওয়ার সুবিধা।

বিস্তারিতঃ আরোও জানতে ফোন করুন-
01711 53 363, 01552 440 830

 

ফেইসবুক এ্যাডের ব্যাপারে সম্ভাব্য প্রশ্নগুলোর উত্তর এখানে দেয়ার চেষ্টা করা হয়েছে। আপনার প্রশ্নটি এখানে না থাকলে অথবা উত্তরটি আপনার কাছে অস্পষ্ট মনে হলে যোগাযোগ করতে পারেনঃ 01711 353 363 অথবা 01552 440 830 নম্বরে।

ফেইসবুকে এ্যাড বিষয়টি আসলে কী ?

ফেইসবুক ব্যবহারের সময় আপনি যে বিজ্ঞাপনগুলো আপনার ওয়ালে / টাইম লাইনে দেখেন, যেগুলোর সাথে sponsored কথাটি লেখা থাকে সেগুলিই ফেসবুক এ্যাড। পেইজ প্রমোশন করা হয়েছে এরকম একটি এ্যাড নিচে দেয়া হলো।

 

এই এ্যাডের উপরের বাম কোনায় পেইজটির প্রোফাইল পিকচার, পাশে পেইজের নাম দেখা যাচ্ছে, ঠিক তার নীচে ট্যাগলাইন / স্লোগান বা এ্যাডের কথা রয়েছে। তার পরে এ্যাডের ইমেজ যার ডান দিকে লাইক বাটন রয়েছে। আপনার আরোও অধিক বুঝার সুবিধার্থে এখানে ফেসবুক এ্যাডের অফিসিয়াল গাইড দেয়া হলো-

 

ফেসবুক এ্যাড গাইড

 

ফেইসবুকে এ্যাড দিতে সর্বনিন্ম কত টাকা লাগে ?

৩০০০ টাকা, আমাদের সার্ভিস নিয়ে এ্যাড চালালে। ফেইসবুকে দৈনিক ১ ডলার (USD) থেকে এ্যাড শুরু করা যায়। । ব্যাবসায়িক কারণ ও কোয়ালিটি সার্ভিস দেয়ার জন্য আমাকে আমার সর্বনিন্ম বাজেট নির্ধারণ করতে হয়েছে। বাজেট যত বেশী হবে প্রমোশন তত বেশী হবে এবং ফলাফলও তত ভালো হবে। দৈনিক ৫ ডলার খরচ করলে যতগুলো ক্লিক পড়বে (বা যতবার দেখানো হবে) ৫০ ডলার খরচ করলে ফলাফল তার দশগুণ বেশী হবে। বেশী ক্লিক হলে ফ্যান সংখ্যাও (লাইক) সাধারণত আনুপাতিক হারে বেড়ে যায়।

নীচে আমাদের সার্ভিস চার্জ সহ হিসেব দেয়া হলো

  • প্রতি ডলার (USD) খরচের জন্য আমাদের চার্জ ১০০ টাকা
  • মিনিমাম বাজেট ৩০০০ টাকা ($ 30 will be spent)
  • দৈনিক মিনিমাম বাজেট $ 10

অর্থাৎ পরীক্ষামূলকভাবে এ্যাড দিতে (আমাদের মাধ্যমে) আপনাকে খরচ করতে হবে ৩০০০ টাকা। যেটা দিয়ে সর্ব্বোচ্চ তিন দিন প্রমোশন করা যাবে। এ্যাড চলাকালীন যে কোন সময় আপনার বাজেটের টাকা বাড়িয়ে নিতে পারবেন। আপনার সুবিধার্থে এখানে বাজেটের একটি ধারণা দেয়া হয়েছে-

বাজেট ক্যালকুলেটর নিচেও দেখতে পারেন

এরচে’ও কম বাজেটে ফেইসবুক এ্যাড গ্রহণ করা যেতে পারে। কিন্তু কম বাজেটের এ্যাড থেকে ভালো রেজাল্ট আশা করা যায় না বরং পুরো ফেইসবুক এ্যাডভার্টাইজিং বা আমাদের সার্ভিস কোয়ালিটি নিয়ে অহেতুক প্রশ্ন উঠতে পারে। আপনার বাজেট ৩০০০ টাকা বা দৈনিক ১০০০ টাকা’র কম হলে যোগাযোগ না করার জন্য অনুরোধ করছি।

 

ফেইসবুকেতো নিজেই এ্যাড দেয়া যায়। তাহলে কোন এজেন্সির কাছে যেতে হবে কেন ?

এ্যাড মানে শুধু ডলার খরচ নয়; এটি সৃজনশীলতা, অভিজ্ঞতা ও আরো কিছু বিষয়ের সমন্বয়। টেকনিক্যালি আপনার একটি পেমেন্ট ম্যাথড হলেই এ্যাড দিতে পারবেন। ফেইসবুক সব একাউন্টের সাথেই এ্যাড তৈরী ও পাবলিশ করার ব্যাবস্থা করে দিয়েছে, অনেকে সেটা ব্যাবহার করে ক্যাম্পেইন চালাচ্ছে। কোন এজেন্সির সাহায্য নিতে তিনটি কারণের প্রযোজন হতে পারে-

১) অভিজ্ঞতাঃ পেশাদার আর অনভিজ্ঞ কাজের পার্থক্য অনেক। এজেন্সি অনেক ধরণের ব্যবসায়ের হাজারো এ্যাড দিয়ে আসছে বছরের পর বছর। তারা Facebook community standard, Ad policy, Conversion rate, Bid, Placement, Detailed interest  বিষয়গুলো মাথায় রেখে এ্যাডভার্টাইজিং করে। এজেন্সি হিসেবে আমরা চেষ্টা করি আমাদের প্রতিটি কাস্টমার তার বিনিযোগের সর্বোচ্চ ফল পাক।

২) পেমেন্ট চ্যানেলঃ ফেইসবুককে পেমেন্ট করার ব্যাবস্থা করাটা অনেক ঝামেলার ব্যাপার। ব্যাংকে অনেক ফরমালিটি। দেশের বাইরের কারো সাহায্য নিয়মিত চাওয়াও অস্বস্তিকর। এ কারণেও অনেকে পুরো ব্যাপারটি এজেন্সির হাতে দিয়ে একটি ওয়ান স্টপ সার্ভিস চায়।

৩) ক্রিয়েটিভ কন্টেন্টঃ এজেন্সিগুলো সাধারণত এ্যাডের কন্টেন্ট তৈরী করে দেয়। এ জন্য স্বভাবত আলাদা পেমেন্ট নিয়ে থাকে। কমপক্ষে ৩০ ডলারের এ্যাড হলে আমরা এ্যাডের কন্টেন্ট ফ্রি তৈরী করে দেই।

 

আমার এ্যাডটি কতবার দেখানো হবে ?

এটি ফেইসবুকের নিজস্ব কিছু নিয়মে নির্ধারিত হয় (বাজেট, এ্যাড কোয়ালিটি স্কোর, প্রতিদ্বন্দী এ্যাডের পরিমাণ ও বাজেট ইত্যাদি)। প্রতি ক্লিকের হিসেবে ৫০০০ টাকা বাজেটে মোটামুটি ৭০০-৩০০০ টি ক্লিক হতে পারে। প্রতি ১ হাজারবার দেখানোর হিসেবে এ্যাডটি ১ থেকে ২ লক্ষবার দেখানো হবে।

 

কীভাবে বুঝব কত টাকা খরচ হলো বা কতজন এ্যডটি দেখল ?

প্রতিদিন এ্যাডের রিপোর্টের কপি ই-মেইলে পাঠানো হবে। এ্যাড চলাকালীন লাইভ রিপোর্ট-ও দেখে যেতে পারবেন। এছাড়া শেষে বিস্তারিত রিপোর্ট ইমেইলে পাঠানো হয়।

 

আমি আপনাদের সার্ভিস যাচাই করার জন্য সর্বনিন্ম ৩০০০ টাকার-ই এ্যাড দিতে চাই। এই টাকার বিনিময়ে আমি কী পাব ?

ফেইসবুকে আপনার নিজস্ব এ্যাড তৈরী, সেই এ্যাডের জন্য ৩০ ডলারের ক্রেডিট এবং পরদিন পূর্ণাঙ্গ রিপোর্ট।

 

আমি ২০০ ডলারের এ্যাড দিতে চাই। আমি ভাবছি ৩ দিনের জন্য দেব। এখন এই এ্যাড ৩ দিনের জন্য না দিয়ে যদি ১০ দিনের জন্য যদি দেই তাহলে কি কিছু বেশী ক্লিক / লাইক পাব ?

পত্রিকার বিজ্ঞাপন যেমন বেশীদিন চালালে বেশী মানুষ দেখবে, ফেইসবুকের বিজ্ঞাপন ঠিক তেমনটি নয়। আপনার বাজেট অনুযায়ী এটি দেখানো হবে। বাজেট ঠিক রেখে দিনের সংখ্যা বাড়িয়ে দিলে, প্রতিদিনের দেখানোর হার কমে আসবে। আপনার ২০০ ডলার ৩ দিনে যদি ২০০০০ ক্লিক এনে দেয় তাহলে ১০ দিনেও ২০০০০ -ক্লিকই এনে দিবে। এ্যাডের সময় বাড়ালে প্রতি দিনের পাফরমেন্স এবং খরচ কম বা বেশী হওয়া ছাড়া অন্য কোন সুবিধা নেই। আপনি মোট যত টাকা খরচ করছেন, সে অনুযায়ী ফলাফল হবে। এ্যাড কম দিন চলুক বা বেশী, মোট ফলাফল একই থাকবে।

ফেইসবুকের এ্যাড দেখানোর ফর্মুলাঃ
এ্যাড পারফরর্মেন্স = (বাজেট/সময়) X কোয়ালিটি স্কোর অর্থাৎ

বাজেট বাড়ালে পারফরর্মেন্স বাড়বে (সময় ও কোয়ালিটি একই খাকলে)
সময় বাড়ালে পারফরর্মেন্স কমবে (বাজেট ও কোয়ালিটি একই খাকলে)
কোয়ালিটি বেড়ে গেলে পারফরর্মেন্স বাড়বে (বাজেট ও সময় একই খাকলে)

 

সবচেয়ে কম খরচে অর্থাৎ ৩০০০ টাকার এ্যাডে একটা পেইজে আনুমানিক কত জন ফ্যান হতে পারে ?

আসলে কতজন ফ্যান হবে সেটা নির্দিষ্টভাবে বলা যায় না। যদি শুধু বাংলাদেশ টার্গেট করা হয়, তাহলে প্রতিটা ক্লিকের জন্য আনুমানিক খরচ হবে 1.5 সেন্ট থেকে 12 সেন্ট পর্যন্ত (July 2015 হিসেবে) অর্থাৎ 250 থেকে 2000+ ভিজিটর আপনার পেইজ ঘুরে আসবে। যেসব ভিজিটরের আপনার পেইজ ভালো লাগবে, তারাই লাইক দিয়ে ফ্যান হবে। যার ভালো লাগবে না,সে হয়তো ‘লাইক’ করবে না।

 

আপনাদের রেটটা একটু বেশী মনে হচ্ছে / অন্যরা প্রতি ডলার ৯০ টাকায় অফার করছে / আমি অল্প আয়ের ব্যাবসায়ী / ছাত্র / অনেক দূরে থাকি– আমার জন্য কিছুটা ছাড় দেয়া যাবে ?

যতটুটু সম্ভব ছাড় দিয়েই আমাদের রেট নির্ধারিত হয়েছে। আর কোন ডিসকাউন্টের অনুরোধ রাখা এই মুহূর্তে আমাদের পক্ষে সম্ভব নয়।

 

আমি বড় বাজেটের একটি ক্যাম্পেইন করতে চাই এক্ষেত্রে আপনাদের সার্ভিস চার্জ কি কিছুটা কম রাখা যাবে ?

মাসে এক লক্ষ টাকা বা তার বড় বাজেটের ক্যাম্পেইনের জন্য আমাদের প্রফিটের একটি অংশ ছাড় দিয়ে থাকি।

আমি ফেইসবুকে এ্যাড দিতে চাই। এখন আমাকে কী করতে হবে ?

আপনার প্রতিষ্ঠানের একটি ফেইসবুক পেইজ থাকলে ভালো হয়, না হলে অন্তত একটি ওয়েবসাইট থাকতে হবে। এ্যাডের মাপ উপরে দেয়া আছে। সর্বোচ্চ ২৫ টি অক্ষরের টাইটেল ও ৯০ টি অক্ষরের এ্যাডের কথা দেয়া যায়। এই হিসেব সাদা স্পেস সহ। সাথে এ্যাডের ছবিটি নিয়ে আসবেন। আমরা কোন বাণিজ্যিক প্রতিষ্ঠান নই। এটা একান্তই আমাদের ব্যাক্তিগত স্ব-উদ্যোগ পরিচালিত। আমার সাথে দেখা করতে বা এ্যাড দিতে চাইলে, যোগাযোগ করতে পারেন একটা ফোন কল দিয়ে। প্রতি ডলার ১০০ টাকা হিসেবে বাজেটের টাকা এ্যাড দেয়ার সময় দিতে হবে। এ্যাড শেষ হয়ে যাওয়ার পরেও কোন টাকা অতিরিক্ত থেকে গেলে তা ফেরত দেয়া হবে। ফেইসবুক পেইজের এ্যাড দেয়ার জন্য আমাকে আপনার পেইজের এ্যাডভার্টাইজার করে দিতে হবে। এ্যাডের জন্য লেখা ৯০ ক্যারেক্টার এবং ছবি ১২০০ X ৬২৮ পিক্সেল (Text: 90 characters, Image Specs: 1200x628px

[for website ad]; 1200x444px [for fan page ad]; 600X600px for website multi image scroll ad ) হতে হবে। ফেইসবুকে এ্যাড এর জন্য ছবির মাপ ও লেখার পরিমাণের বিস্তারিত তথ্য এখানে পাওয়া যাবে।

 

আপনি কত করে বিডিং রেট দিচ্ছেন প্যে পার ক্লিক এ আর পার হাজার ইম্প্রেশন এর জন্য যাতে করে আপনি ৬০০-৭০০ বার ক্লিকের অথবা ১ থেকে ২ লক্ষ বার ইম্প্রেশনের নিশ্চয়তা দিতে পারছেন ?

আমি ক্লিক বা ইম্প্রেশনের যে সংখ্যা বলেছি সেটার আমি নিশ্চয়তা দিচ্ছি না। এই সংখ্যাগুলো এসেছে এই মুহুর্তে যেই এ্যাডগুলো আমি চালাচ্ছি সেগুলো থেকে। যেমন ক্লিকের ক্ষেত্রে $ 0.04 থেকে $ 0.05 খরচ পড়ছে। যদিও বিড দেয়া আছে $ 0.05 খেকে $ 0.08 । আর ইম্প্রেশনের ক্ষেত্রে খরচ পড়ছে $0.000014 এর সামান্য বেশী। কিন্তু প্রতিজন ফেইসবুক ব্যাবহারকারী যেহেতু ৫ থেকে ১০ বারেরও বেশী দেখছে সেজন্য বলেছি ১ থেকে ২ লক্ষ বার, প্রতিটা ইম্প্রেশন হিসেবে এই সংখ্যাটি আরো অনেকগুন বেড়ে যাবে। এই ক্ষেত্রে আমি সাধারনত বিড দেই $ 0.03 থেকে $ 0.05 । বিডের ক্ষেত্রে সাধারণত এ্যাড তৈরীর সময় ফেইসবুক যে রেন্জ রেকমেন্ড করে, আমি তার মাঝামাঝি দিয়ে থাকি।

 

আমরা আপনার সাথে সামনাসামনি কথা বলতে চাই, আপনি কি আমাদের অফিসে আসতে পারবেন ?

এই সার্ভিস দে’য়ার জন্য আসলে সামনাসামনি দেখা করার প্রয়োজনীয়তা আমি অনুভব করিনা। তবে আমার সাথে দেখা করতে চাইলে আমার ঠিকানায় চলে আসতে পারেন। একান্তই যদি আমার যাওয়ার প্রয়োজনীয়তা দেখা দেয় এবং যদি চান যেন আমি আপনার অফিসে গিয়ে পুরো ব্যাপারটি বুঝিয়ে দেই সেক্ষেত্রে আমি সাইট ভিজিটের একটি চার্জ (১৫০০ টাকা) অগ্রীম নিয়ে থাকি আমার সময় ও যাতায়াতের জন্য। এই ফী-টি অগ্রীম পরিশোধ করে আমাকে জানালে আমি সময় নিয়ে এসে পুরো ব্যাপারটি বুঝিয়ে দিয়ে আসব।

আমার দে’য়া টাকা কীভাবে ফেইসবুক খরচ করবে ?

এ্যাড তৈরীর সময় দুইটি অপশন দেয়া হয়। যেখান থেকে আপনার সুবিধামতো বিলিং অপশন বেছে নিতে পারেন।

(১) ক্লিকের হিসেব (CPC): যখন কোন ফেইসবুক ব্যাবহারকারী আপনার এ্যাডটি দেখে এ্যাডটিতে ক্লিক করবে, তখন ফেইসবুক চার্জ করবে। (বাংলাদেশের জন্য প্রতি ক্লিকের খরচ সাধারনত $.03- $.50

(২) ইম্প্রেশনের হিসেব (CPM): প্রতি ১০০০ বার দেখানোর জন্য। (বাংলাদেশের জন্য প্রতি ১০০০ বার দেখানোর খরচ সাধারনত $.01- $.35)

 

এ্যাডটি কতদিন চলবে ?

এটি আসলে আপনার সিদ্ধান্ত। আপনি আপনার বাজেটের ডলার আপনার সুবিধামতো দিনে খরচ করতে পারেন। ফেইসবুকের স্মার্ট এ্যালগরিদম ওই বাজেটকে ওই সময়ের মধ্যেই খরচ করতে চেষ্টা করে। যেমন $50 বাজেট আপনি ১ দিন, ২ দিন, ৫ দিন ইত্যাদী মেয়াদে খরচ করতে পারেন। ওই সময়ের মধ্যে ফেইসবুক বাজেট খরচ করতে না পারলে টাকা অতিরিক্ত থেকে গেলে আমরা তা ফেরত প্রদান করে দেই।

 

আপনার মতো আরো অনেকে এই সার্ভিস দিচ্ছে। আমি কেন আপনার সার্ভিস নেব ?

আমরা বাংলাদেশের প্রথম দিককার (২০০৭ এর মাঝামাঝি) এবং যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন ফেইসবুক এ্যাডভারটাইজার । এখন পর্যন্ত (এপ্রিল ২০১৫) একমাত্র আমরাই দিচ্ছি আমাদের এ্যাকাউন্ট একসেস। মানে আাপনার এ্যাড নিজেই তৈরী, পরিবর্তন এবং লাইভ রিপোর্ট দেখার সুবিধা। আমরা বড় আকারের ক্যাম্পেইন চালাতে সক্ষম। দৈনিক $5000 পর্যন্ত এ্যাড চালাতে পারি যা শীঘ্রই আরো বাড়বে আশা করছি।

ওপেন ইনফর্মেশন দিচ্ছি। কত টাকার বিনিময়ে আমাদের কাছে কী প্রত্যাশা করতে পারেন তা সবই এখানে পরিস্কারভাবে বলে দেয়ার চেষ্টা করেছি। অন্যদের মতো তথ্য জানতে ফোন করতে বলিনি। এর পরেও আপনার কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ফেইসবুকের এই সার্ভিসটি সুলভ মূল্যে সরবরাহ করার চেষ্টা করেছিমাত্র যেখানে এ্যাড কীভাবে চলবে সেই সিদ্ধান্তটি আপনার। আমরা কোন কৃত্রিম প্যাকেজ তৈরী করিনি। আমরা অন্যদের মতো পেইজের ‘লাইক’ কন্ট্রাক্ট করছিনা অথবা কতগুলো ক্লিক হবে সেভাবে চুক্তি করে নিচ্ছি না। আমরা আপনার এ্যাডগুলো স্বাভাবিকভাবে চলতে দিব। এতে করে স্বাভাবিকভাবেই আপনি ক্লিক অথবা লাইক পাবেন। কোন ধরণের ম্যানিপুলেশনের প্রশ্ন নেই।

আমাদের সার্ভিস নেয়ার কয়েকটি কারণ হতে পারে-

  • দেশের প্রথম দিককার অনলাইন এ্যাড এজেন্সি (২০০৫ থেকে)
  • আন্তর্জাতিক মানের সার্ভিস
  • পরিপূর্ণ এবং স্বচ্ছ রিপোর্টিং
  • কোন অবাস্তব প্রমিজ করা হয় না। যেমন এতগুলো লাইক / রিচ হবে।
  • কোন লাইক -এর কন্ট্রাক্ট করিনা।
  • আপনার ক্যাম্পেইনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান
  • ১০০% হ্যাপী কাস্টমার

আমাদের মাধ্যমে ফেইসবুকে বিজ্ঞাপন দেওয়ার আরোও কিছু সুবিধা সমূহ-

  1. আপনি আপনার যেকোন ফেইসবুক পেইজ এবং পোস্টের বিজ্ঞাপন দিতে পারবেন।
  1. প্রতিদিন গড়ে কমপক্ষে এক ডলার / $ 5.00 করে বিজ্ঞাপন দিতে পারবেন।
  1. অন্য সবার চেয়ে অধিক Sponsored / পাবলিসিটি দেওয়ার চ্যালেঞ্জ
  1. টাকা পরিশোধঃ সরাসরি, বিকাশ (পারসনাল)
  1. আপনার পন্য / প্রতিষ্ঠান বিজ্ঞাপনের জন্য আমাদের আলাদা Facebook Advertisement Design Team আছে যদি আপনাদের আর্কষণীয় ডিজাইনের দরকার হয় তবে আমরা আমাদের ডিজাইনাদের মাধ্যমে তা করে দিতে পারব। ( চার্জ প্রযোজ্য।)
  1. আপনাদের নিজস্ব পেইজ যদি আমাদের মাধ্যমে চালাতে চান তবে পারবেন। [যেমন, অভীনেতা / অভীনেত্রী, প্রতিষ্ঠান, পন্যসামগ্রী, মুভি, মিউজিক, গেইমস ইত্যাদি পেইজ।] (একশত ভাগ বিশ্বস্ততার সাথে।)আপনার Facebook Page -এ প্রচুর লাইক বাড়াতে পারবেন। আপনার New page -এর like বাড়াতে পারবেন।

Facebook -এ আপনি Post বা video Boost করতে পারবেন। এ প্রক্রিয়ায় আপনি আপনার YouTube Video এর ভিউ বাড়াতে পারবেন। এতেকরে আপনার ভিডিওটি Viral হবে বহুগুণ এবং বিভিন্ন Products বিক্রি করতে পারবেন অতি সহজেই। আপনার Business, আপনার Life style, আপনার প্রতিভা বা Extra-Curricular Activity সম্পর্কিত যে কোন তথ্য, সংবাদ এক মুহুর্তেই আপনার নতুন লক্ষ লক্ষ Fans দের কাছে পৌঁছে দিতে পারবেন। বানাতে পারবেন লক্ষ লক্ষ নতুন Fans.

এ ছাড়া এ্যাড চলাকালিন লাইভ রিপোর্ট দেখে নিতে পারেন। তবে ক্যাম্পেইন শেষ হয়ে যাবার পরে যেহেতু এ্যাডগুলো মুছে ফেলা হয় তাই পরে আর এই সুবিধা দেয়া সম্ভব হয়না।

 

★ ডলার $ প্যাকেজঃ (এই প্যাকেজে আপনি সর্ব নিন্ম 5 $ ডলার থেকে শুরু করে 5000 $ ডলার পর্যন্ত একসাথে বিজ্ঞাপন দিতে পারবেন। আপনি যত $ ডলার এর বিজ্ঞাপন করবেন নিচের Rate আনুসারে তত টাকা পাঠাবেন।)

আমরা প্রতি 1$ {(ডলার) ($ = 100) + ( bKash or Any other Payment Receiving Cost আপনাকে দিতে হবে)} = 100 + Tk নিয়ে থাকি।

★ যারা নিতে চান সরাসরি কল করুন অথবা আমাদের Page এ Message দিন।

বিঃদ্রঃ- এই প্যাকেজ এ বিজ্ঞাপন দিলে আপনার কত $ ডলার এ বা কত সেন্ট এ- Paid Reach বা ইম্প্রেশন কত পাচ্ছেন . . . ? আপনার ভিডিও তে কতটি click পাচ্ছেন? Post Click বা লাইক কতটি পাচ্ছেন . . .? FB Page এ লাইক কতটি পাচ্ছেন . . . ? Website এ Visitor কতগুলো পাচ্ছেন . . . ? তার বিস্তারিত রিপোর্ট প্রতি মুহুর্তে Facebook আমাদের প্রদান করবেন যা আপনিও দেখতে পাবেন। আপনার আইডি থেকে।

 

কতজন আমার পেইজে এ্যাডের মাধ্যমে এসেছে তার সঠিক সংখ্যা কি জানা যায় ?

জ্বী, জানা যায়। এটা ফেইসবুক রিপোর্টে থাকে।

 

আচ্ছা, আমার কোন পোস্টের নীচে বুস্ট বাটনে ক্লিক করলে একটা লিস্ট দেখা যায়। যেখানে কত টাকার এ্যাড দিলে কত reach বা like হবে তার একটা ধারণা দে’য়া থাকে। এটি কি সঠিক ?

সাধারণত একটা রেঞ্জ দেয়া থাকে যেমন ৫০০ টাকায় 36000 থেকে 95000 reach. আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি যে, রেঞ্জটির ছোট ভ্যালুর ৭০% ধরা হলে কাছাকাছি রেজাল্ট হয়। যেমন- এই উদাহরণের ক্ষেত্রে আমাদের ধারণা থাকবে যে 36000 এর 70% = 25k এর মতো reach পেতে পারি। ফেইসবুকের বাড়িয়ে বলাটা তার নিজের এ্যাডভার্টাইজমেন্টের একটি অংশ।

 

আমরা অনেক বড় প্রতিষ্ঠান, আমাদের বাজেট অনেক বড়। একটি প্রাইস কোটেশন পাঠানো যাবে ? 

না। যাবে না। এখানে যথেষ্ট পরিমাণ তথ্য দে’য়া আছে, প্রয়োজনে আরো কিছু জানার থাকলে জেনে নিতে পারেন (স্বশরীরে বা ফোনে যোগাযোগ করে)। আমাদের সম্পর্কে খোঁজ নিয়ে দেখতে পারেন। আমরা কোন টেন্ডারে অংশ নিতে আগ্রহী নই। আপনার প্রতিষ্ঠানের পলিসি যাই হোক না কেন আমাদের সার্ভিস নিতে হলে ১০০% অগ্রীম প্রদান করতে কবে,  প্রয়োজনে ক্যাম্পেইন শেষ হলে  ইনভয়েস (পেইড) এবং মানি রিসিট দে’য়া যাবে।

 

আমার এ্যাড চলাকালিন আমার ক্রেডিট টপআপ করতে চাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে ?

আমাদের পেমেন্ট করে যে কোন সময় বাজেট বাড়িয়ে নিতে পারেন। আমরা প্রতি ডলার বরাদ্দের জন্য ১০০ টাকা চার্জ করি। যেমন ৫০ ডলারের এ্যাডে ৫০০০ টাকা ও ১০০ ডলারের এ্যাডে ১০ হাজার টাকা ইত্যাদি।

 

ডলারের দাম অনেক কম। আপনারা ১০০ টাকা করে নিচ্ছেন কেন ?

কারণ আমরা কোন সার্ভিসচার্জ নিচ্ছি না। অনলাইন এ্যডভার্টাইজিং একটি প্রফেশনাল সার্ভিস, শুধুমাত্র ডলার বিক্রি নয়। ডলারের রেট ধরে প্রাইসিং আমরা তখন শুরু করি যখন অন্য প্রতিষ্ঠানগুলো অন্যভাবে কোটেশন করত, যেমন- প্রতি ক্লিক ২ টাকা বা প্রতি লাইক ৫ টাকা ইত্যাদি। কিন্তু আমাদের  ডলারের রেট এর নিয়মের স্বচ্ছতার জন্য আজকাল প্রায় সবাই এটা ব্যাবহার  করছে। এখানে আমরা একটি ফ্ল্যাট রেট দেয়ার চেষ্টা করেছি। এই টাকার মধ্যে ডলারের দাম + ব্যাংকের চার্জ + মেইন্টেন্যান্স খরচ + আমাদের প্রফিট সবকিছুই আছে । আলাদা ভাবে এইসব হিসেব করার চাইতে ডলারের রেটে সবকিছু নিয়ে আসায় যে কোন বাজেটের এ্যাডের হিসেব সহজেই করা যায়।

 

 

আপনাদের রেটটা অনেক বেশী, আমার পছন্দ হয়নি। আমাকে কি অন্য কারো সন্ধান দিতে পারেন যারা এই ধরণের সার্ভিস দিয়ে থাকে ?

অনলাইন এ্যাডভার্টাইজিং -এর সার্ভিস দিয়ে থাকেন এমন অনেকেই আছেন; এছাড়া অনেকেই নতুনভাবে এ ধরণের সেবা দে’য়া শুরু করছেন। এখানে আমি কয়েকজনের সন্ধান দিলাম। আশা করি কাজে লাগবে। প্রফেশনাল ও উন্নতমানের কাজের জন্য এই প্রতিষ্ঠানগুলোর সুনাম রয়েছে। আমাদের পরামর্শ হবে সস্তা ডলার রেট বা কম ডেইলি বাজেট অফার করার জন্য ভুইফোঁড় প্রতিষ্ঠান / ফ্রিল্যান্সারের কাছে না যাওয়ার জন্য। আমি সহ এই প্রতিষ্ঠানগুলো এ্যাডভার্টাইজিং করে থাকি। ফ্রিল্যান্সিং এর ডলার ক্যাশ করার জন্য সাইড বিজনেস হিসেবে এ্যাডভার্টাইজিং করি না। আমাদের মনোযোগ এ্যাডভার্টাইজিং -এ, যাতে ক্লায়েন্টের বিজনেস সম্ভাব্য বেশী লাভবান হয়।

Analyzenbd

Unifox

Cookiejar

Webable

Maverick

 

ফেসবুকে বিজ্ঞাপন বাজেট দেখতে ক্লিক করুন এখানে

আমি কি যেকোন ধরণের ব্যাবসায়ের এ্যাড-ই আপনাদের মাধ্যমে দিতে পারি ?

ফটোগ্রাফি, বুটিকশপ, রাজনীতি বা মিউজিক ব্যাণ্ড যে ধরণের এ্যাডই দিতে চান না কেন প্রায় সবগুলো-ই ফেইসবুকের মাধ্যমে প্রচার করা সম্ভব। তবে অল্প কিছু পণ্য, সেবা ও ব্যবসায় রয়েছে যেগুলোর এ্যাড আমরা দেই না। সেগুলোর একটি ছোট তালিকা এখানে দেয়া হলো-

আপনার পেইজের যেকোন যায়গায় (পেইজের শুরু থেকে) বা আপনার পেইজ যে ওয়েবসাইটের সাথে সম্পৃক্ত সেই ওয়েবসাইটের যে কোন যায়গায়, যে কোন ট্যাব/পেইজ/সেকশনে যদি এই পণ্গুযলোর কোনটির উল্লেখ থাকে তাহলে আপনার কোন ধরণের ফেইসবুক প্রমোশন আমরা করতে পারব না।

১। সানগ্লাস
২। ঘড়ি (জেন্টস বা লেডিস ওয়াচ)
৩। ভিটামিন বা সাপ্লিমেন্ট (যেমনঃ কোন আয়ূর্বেদিক/হার্বাল ক্যাপসুল)
৪। লটারী
৫। এমন কোন প্রোডাক্ট যার উপরে কোন ব্র্যাণ্রডে নাম আছে। যেমন: Ray Ban, Rolex, Calvin Klein, Apple, Samsung, Nike, Louis Vuitton, H&M, Honda, Gillette, Zara, L’Oréal, Gucci, Prada, Burberry, Dior, Ralph Lauren ইত্যাদি।
৬। এডাল্ট প্রোডাক্ট/টয়/পর্ণোগ্রাফী
৭। মডেল বা Escort এজেন্সী
৮। কোন পণ্য যা দেখলেই বোঝা যায় যে কোন বিখ্যাত ব্র্যাণ্ড -কে নকল করার চেষ্টা করা হয়েছে। যেমন- নাইক এর লোগো ও নাম সামান্য বিকৃত করেছে বা Adidas -কে নকল করার চেষ্টা করেছে এমন।

৯। হিডেন সার্ভেইল্যান্স প্রোডাক্ট যেমন- স্পাইক্যাম।

শুধু আপনার ওয়েবসাইটে এই পণ্যগুলোই নয় এগুলো বিক্রি হয় এমন কোন কথা উল্লেখ থাকলে বা কোন ওয়েবসাইটের লিঙ্ক থাকলেও আপনার কোন ধরণের ফেইসবুক এ্যাডই আমাদের পক্ষে করা সম্ভব হবে না। (পেইজ প্রমোশন হোক, পেইজের অন্য কোন পোস্ট বুস্ট হোক বা ইভেন্ট বুস্ট হোক)

আমাদের পলিসির একটি সারসংক্ষেপ এখানে দেয়া হয়েছে মাত্র এখানে দেয়া হয়নি কিন্তু আমাদের পলিসির সাথে সাংঘর্ষিক এমন কোন ক্যাম্পেইনের আপত্তি যোগাযোগের সময় জানিয়ে দেয়া হবে।

 

আপনার সাথে যোগাযোগের উপায় কী ?

এখানে ক্লিক করে ফর্মটি পূরণ করে থেকে ই-মেইল করতে পারেন। সেখানে আমাদের ঠিকানাও দে’য়া আছে। – ফোন: 01711 353 363 / 01552 440 830 ( সকাল ৭ টা থেকে রাত ১১ টা পর্যন্ত)।

 

বিস্তারিত আরোও জানতে ক্লিক করুন এখানে

 

 

 

________________________________________

শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.compuartsdigital.com
________________________________________

_______________________________________________________________________

বাসমাশিস -এর ২৫ তারিখের মিটিংয়ের
একটি পর্যালোচনা

_______________________________________________________________________


header-2আপনার প্রতিষ্ঠানের জন্য ওয়েব সাইটটি পূর্ণাঙ্গরূপে তৈরি করতে
যোগাযোগ করতে পারেন উপরের ঠিকানায ক্লিক করে।


====================================================================

অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ২
====================================================================
জেনে নিন ইংরেজি সহ প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ৩
====================================================================
জেনে নিন ইংরেজি সহ প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ৪
====================================================================