images

 

আমরা সবাই নানান ধরণের মেমোরি ডিভাইস ব্যবহার করি। মোবাইলের মেমোরি কার্ড, কম্পিউটার হার্ডডিস্ক ইত্যাদির সাথে আমরা বহুল পরিচিত।

কিন্তু একটি ব্যাপার কি লক্ষ্য করেছেন ? আমরা যখন কোন Memory Device ক্রয় করি,  তখন আমাদের সেই Memory Device -এ যতটা স্পেস (Megabyte, Gigabyte) লিখা থাকে আমরা তার সম্পূর্ণ স্পেস ব্যবহার করতে পারি না। যেমন, আমরা 320 GB  Hard Disk এর মধ্যে ব্যবহার করতে পারি 298 GB ।

কখনো কি ভেবে দেখেছেন এই মেমোরি কোথায় যায় ? আসুন জেনে নিই কেন আমরা আমাদের Memory Device -এর সম্পূর্ণ স্পেস ব্যবহার করতে পারি না ?

আমরা অনেকে জানি 1024Byte=1kilo Byte, 1024 MB = 1 GB ; 1024 KB = 1 MB.

যারা জানেন না তাদের জন্য বলি, এই MB (Megabyte), GB (Gigabyte) এসব হচ্ছে মেমোরি ইউনিট বা একক। ভরের একক যেমন গ্রাম, দৈর্ঘ্যর একক যেমন মিটার তেমন।

এখন এই যে 1024 MB = 1 GB ; 1024 KB = 1MB, এটা শুধু Software Side এর জন্য প্রযোজ্য। অর্থাৎ আমাদের মোবাইলে অথবা কম্পিউটারে এটাকে এভাবে হিসেব করা হয়।
কিন্তু যেসব manufacturer company এসব memory device তৈরি করে তাদের কাছে হিসাবটা একটু অন্যরকম। তাদের মতে,

1 KB = 1000 byte

1 MB = 1000 KB

1 GB = 1000 MB

1 TB(Terabyte) = 1000 GB

তাই আমরা যখন  320 GB Hard Disk এর কথা বলি এটি কিন্তু যারা তৈরি করেছে অর্থাৎ manufacturer company এর হিসেব। কিন্তু SOFTWARE  এটিকে হিসেব করে- 320 x 1000 x 1000 x 1000/1024/1024/1024 = 298.024 GB

ফলে ৩২০ জিবি হার্ডডিস্কে আমরা Available Memory দেখি ২৯৮ জিবি। একই ভাবে  500 GB Hard Disk এর মধ্যে ব্যবহার করতে পারি,

500 x 1000 x 1000 x 1000/1024/1024/1024 = 465.661 GB.

আশা করি সবাই বুঝতে পেরেছেন এই মেমোরি কিংবা স্পেস কম থাকার কারণ।