প্রাইমারীতে নিয়োগ

প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি।
প্রশ্ন: মৌমাছির চোখ কয়টি ?
= ৫ টি
প্রশ্ন: মাকড়সার পা কয়টি ?
= ৮ টি
প্রশ্ন: মাছির পা কয়টি ?
= ৬ টি
প্রশ্ন: সবচেয়ে দ্রুতগামী স্থলচর জন্তু কোনটি ?
= চিতাবাঘ
প্রশ্ন: ব্যাঙের হৃৎপিন্ডের প্রকোষ্ট কয়টি ?
= ৩ টি
প্রশ্ন: কেচো কিসের সাহায্যে শ্বাসকার্য চালায় ?
= ত্বকের
প্রশ্ন: মানব দেহে মোট কয়টি হাড় থাকে ?
= ২০৬ টি
প্রশ্ন: মানব দেহে কশেরুকার সংখ্যা কত ?
= ৩৩ টি
প্রশ্ন: মানুষের মুখে কর্তন দাতের সংখ্যা কত ?
= ২০ টি
প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় গ্রন্থির নাম কী ?
= যকৃত
প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম কী ?
= ফিমার
প্রশ্ন: মানব দেহের সবচেয়ে বড় অঙ্গের নাম কী ?
= ত্বক
প্রশ্ন: লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন ?
= ১২০ দিন
প্রশ্ন: অনুচক্রিকার গড় আয়ু কত ?
= ১০ দিন
প্রশ্ন: রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে ?
= ল্যান্ড স্টিনার
প্রশ্ন: বিলিরুবিন কোথায় তৈরী হয় ?
= যকৃতে
প্রশ্ন: মুত্র প্রস্তুত হয় কোথায় ?
= কিডনীতে
প্রশ্ন: মহিলাদের পরিপূর্ণ জনন কোষকে কী বলে ?
= ডিম্বাণু
প্রশ্ন: প্রতি মিনিটে হৃদপিন্ডের সাভাবিক স্পন্দন কত ?
= ৭২ বার
প্রশ্ন: নাড়ির স্পন্দন প্রভাবিত হয় কিসের মাধ্যমে ?
= ধমনীর মাধ্যমে
প্রশ্ন: মানুষ সাদা ও কালো হয় কোন হরমোনের কারণে ?
= মেলানিন
প্রশ্ন: সেলসিয়াস স্কেলে মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ?
= ৩৬ .৯ ডিগ্রী
প্রশ্ন: মানব দেহের রক্ত সঞ্চালন চক্র কে আবিস্কার করেন ?
= ইউলিয়াম হার্ভে
প্রশ্ন: ফারেনহাইট স্কেল এ মানব দেহের সাভাবিক উষ্ণতা কত ?
= ৯৮.৪ ডিগ্রী
প্রশ্ন: নারী পুরুষের মধ্যে কার তথ্য ধারণ ক্ষমতা বেশি ?
= নারীর
প্রশ্ন: কোন মস্তিস্ক যে কোনো সিদ্ধান্ত দ্রুত দিতে পারে ?
= পুরুষ
প্রশ্ন: পূর্ণাঙ্গ স্নায়ু কোষকে কী বলে ?
= নিউরন
প্রশ্ন: পুরুষ মানুষের জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজম ?
= Y ক্রোমোজম
প্রশ্ন: স্ত্রী জনন বৈশিষ্ট্যের জন্য দায়ী কোন ক্রোমোজম ?
= X ক্রোমোজম
প্রশ্ন: মানব দেহে ক্রোমোজমের সংখ্যা কত ?
= ২৩ জোড়া
প্রশ্ন: জীবের বংশ গতির একক কোনটি ?
= জিন
প্রশ্ন: এন্টামিবার সংখ্যাধিক্যে মানব দেহে কী সৃষ্টি হয় ?
= আমাশয়
প্রশ্ন: AIDS অর্থ কী ?
= Acquired Immune Deficiency Syndrome.
প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজন গ্রহীতা বলে ?
= এবি (AB) গ্রুপ কে
প্রশ্ন: কোন গ্রুপের রক্তকে সর্বজনীন দাতা বলে ?
= ও ( O) গ্রুপ
প্রশ্ন: বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবী কে ?
= লুইস ব্রাউন

________________________________________


আপনার ব্লগ দেখতে ক্লিক করুন এখানে

আপনার বয়স সংক্রান্ত প্রশ্নোত্তর পেতে ক্লিক করে সহযোগিতা নিন এখান থেকে


====================================================================
সকল সংবাদপত্রগুলির লিংক
====================================================================
প্রয়োজনীয়, জরুরি, গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ নম্বরের লিংক
====================================================================
শুধুমাত্র মহিলাদের জন্য, পুরষরা উঁকি দিতে চেষ্টা করবেন না . . . ২
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১