কম্পিউটার ও তথ্য প্রযুক্তি জন্য আশা করা যায় ভালো কাজ দিতে পারে সকলের জন্য

এক জাতীয় প্রশ্নোত্তরগুলো এভাবে গুছিয়ে নিয়ে পড়তে পারেন।

বিশ্বের সবচেয়ে বৃহৎ ওয়েব পোর্টালের নাম কী, এটি কোন দেশের ?
। জাতীয় তথ্য বাতায়ন, বাংলাদেশের । । ৬১টি মন্ত্রাণালয় ও বিভাগ , ৩৪৫টি অধিদপ্তর , ৭টি বিভাগ, ৬৪ টি জেলা, উপজেলা, ইউনিয়ন সহ মোট ২৫০০০ ওয়েবসাইটে ১৫লাখেরও অধিক তথ্য নিয়ে গঠিত।
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

বিশ্বে ইন্টারনেট চালু হয় >> ১৯৬৯ সালে
●বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার চালু হয় === ১৯৯৩ সালে।
●বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত হয় === ১৯৯৬ সালে।
●বাংলাদেশে 3g চালু হয়==== 14 OCTOBER, 2012
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটার ‘‘ IBM-1620 ‘ যা স্থাপিত হয় বাংলাদেশ পরমানু শক্তি কমিশনে ১৯৬৪ সালে
●২১মে ২০০৬ সালে কক্সবাজারের ঝিলং জা তে ল্যান্ডিং স্টেশন স্থাপনের মাধ্যমে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

বাংলাদেশর বিজ্ঞানীরা প্রথমাবারের মতো ‘জীবনরহস্য‘ উম্নোচন িকরেছেন==মহিষের
●২০১৩সালে দেশি পাটের জীবন রহস্য উম্নোচনে নেতৃত্ব দেন>. ড.মাকসুদুল আলম
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

১৯৮১ এপসন কোম্পানি সর্বপ্রথম ল্যাপটপ কম্পিউটার প্রচলন করেন ।
নাম=অসবর্ন-১ বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত=যুক্তরাষ্ট্রের আটলান্টায়
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

বাংলা সামাজিক মাধ্যম ‘‘বেশত‘‘চালু হয় == ২৮ফে:২০১৩
●বাংলাদেশের ‘টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড(টেশিস) কর্তৃকতৈরী প্রথম ল্যাপটপ –এর নাম==দোয়েল
●জাতিসংঘ রেডি বাংলা যাত্রা শুরু করে=২১ফ্রেব্রু:২০১৩
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্চিন ‘‘পিপীলিকা‘‘ উদ্ধোধন করা হয় == ১৩ এপ্রিল, ২০১৩
●বাংলাদেশে দ্রুত গতির ইন্টারনেট‘‘ওয়াইম্যাক্স‘ চালু হয় >>June, 2009,
Banglalion
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

বাংলাদেশে কবে , কোথায় সাইবার ক্যাফে চালু হয়=== ১৯৯৯ সালে, বনানীতে।
●বাংলাদেশের প্রথম মোবাইল ফোন কোম্পানীর নাম == সিটিসেল ডিজিটাল, ১৯৯৩ সাল।
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

বাংলাদেশে কবে প্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালূ হয়=== ৪ জানুয়ারী, ১৯৯০।
●বাংলাদেশে কখন থেকে কার্ড ফোন চালূ হয়=== ১৯৯২ সালে।
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

প্রথম ডিজিটার জেলা>. যশোর
●প্রথম ওয়াই ফাই নগর> সিলেট
●সাইবার সিটি< সিলেট ●প্রথম ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ> মিঠাপুকুর ,রংপুর
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

বঙ্গবন্ধু-১ স্যাটেলাইট কত সালে উতক্ষেপণ করা হবে> ২০১৭সালে।
ফ্রান্সের কারিগরি সহয়তায় ।
ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের সার্বিক অবস্থান ১৬২ ( ১৯৫ টা দেশের মধ্যে ) – আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আই টি ইউ ) ও UNESCO প্রতিবেদন অনুসারে ।
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

১.প্রথম গণনাকারী যন্ত্রের নাম কি?
— অ্যাবাকাস
২.কম্পিউটারের জনক কে?
—. চার্লস ব্যাবেজ
৩.অাধুনিক কম্পিউটারের জনককে
— জন ভন নিউম্যান
৪.কম্পিউটার কে অাবিষ্কার করেন?
— হাওয়ার্ড এইকিন

৫. তারবিহীন / ওয়ারলেস কমিনিউকেশনের জনক
— মার্কনি
►মাইক্রোকম্পিউটারের জনক —হেনরি এডওয়ার্ড রবাট
৬. বিশ্বের প্রথম স্মার্টফোন
-আইবিএম সাইমন।
৭. অ্যাপল কত সালে প্রথম আইফোন অবমুক্ত করে ?
– ২০০৭সালে।
৮.বিশ্বের সবচেয়ে দ্রুততম কম্পিউটারের নাম কি?
— তিয়ানহে-২
৯. বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম
–অ্যান্ড্রয়েড।(২০০৮সালে ) প্রতিষ্ঠা করেন> এন্ডি রুবিন > ২০০৩সালে।
১০। অ্যান্ড্র্রয়েড উদ্ভাবন করে । প্রথম অ্যান্ড্রয়েড ব্যবহৃত ফোন কোনটি?
— ওপেন হ্যান্ডস্যাড অ্যালিয়ান্স । HTC Dream যা T-Mobile নামে পরিচিত।
১১। অ্যাণ্ড্রয়েডের নতুন সংস্করণ
– ললিপপ।
১২। স্মার্ট ফোন ব্যবহারে শীর্ষ দেশ
– চীন
১৩। প্রথম সেলফি তোলেন
— যুক্তরাস্ট্রের ফিলাডেলফিয়ার নিজের বাবার দোকনে বসে ১৮৩৯ সালে রবার্ট কর্নেলিয়াস নামের ৩০বছর বয়সী এক ব্যক্তি।
১৪। ডেটা কমিনিউকেশন ব্যবস্থায় ব্যবহৃত হয়
মোট ২টি মডেম।
১৫। ডেটা কমিনিউকেশনের মৌলিক উপাদান
-৫টি। যথা :১উতস ২. প্রেরক ৩. মাধ্যম ৪. প্রাপক ৫. গন্তব্য।
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿


১.প্রথম ডিজিটাল কম্পিউটার – MARK-1.
২.সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার – সুপার কম্পিউটার।
৩.হাইব্রিড কম্পিউটারের ইনপুট হলো-এনালগ প্রকৃতির।
৪.হাইব্রিড কম্পিউটারের আউটপুট হলো- ডিজিটাল প্রকৃতির।
৫.বিশ্বের দ্রুততম সুপার কম্পিউটার এখন- তিয়ানহে-২(চীন).
৬. ‘পরম’ নামে সুপার কম্পিউটার আবিষ্কার করে- ভারত।
৭.বাংলাদেশের একমাত্র সুপার কম্পিউটার – বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ল্যাবে।
৮.বাংলাদেশের সুপার কম্পিউটারটি হলো- IBM RS/ 6000 SP.
৯.মেইনফ্রেম কম্পিউটার আকারে সুপার কম্পিউটার হতে- ছোট।
১০.প্রথম মিনি কম্পিউটার -পিডিপি-১
১১.প্রথম পারসোনাল কম্পিউটার – এলটেয়ার-৮৮০০।
১২.lap শব্দের মানে- কোল।
১৩.প্রথম ল্যাপটপ কম্পিউটার বাজারে আনে- এপসন কোম্পানি, ১৯৮১ সালে।
১৪.DOEL ল্যাপটপের প্রস্তুতকারী প্রতিষ্ঠান – টেশিস।
১৫.’টেশিস’ এর পূরনাংগ রুপ- টেলিফোন শিল্প সংস্থা লিমিটেড।
১৬.পামটপ হলো – হাতের তালুতে রেখে কাজ করা যায় এমন ছোট কম্পিউটার।
১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়-John Von Neumann; কম্পিউটারের জনক বলা হয়- চার্লস ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ- ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে;
৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ- হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয়- এসেম্বলি;
১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায়;
১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ (চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯ তারিখে আক্রমণ করে।
১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
১৯. VSAT প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়;
২০. প্রথম ল্যাপটপ কম্পিউটার- এপসন, ১৯৮১;
২১. পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি সুবিধাজনক;
২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম ডেটাবেস;
২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
২৫. ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো একটি ফিল্ড;
২৬. সর্বপ্রম ফটোশপ ব্যবহার হয় Apple Macintosh কম্পিউটারে।
২৭. Zoom out—image ছোট করা;
২৮. পাওয়ার অপেন- একটি অপারেটিং সিস্টেম;
২৯. প্রথম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬ সালে।
৩০. কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
৩১. কম্পিউটার ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩২. মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্র ম সুযোগ আসে;
৩৩. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী করেন- ড. স্টিবিজ;
৩৪. ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
৩৫. মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে গঠিত;
৩৬. প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২ ধরনের;
৩৭. হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ ১৬টি;
৩৮. বিশ্বের প্রথম ওয়েব ব্রাউজার- মোজাইক;
৩৯. প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ- ফরট্রান;
৪০. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক- ট্যাভেলড লিনাক্স;
৪১. পৃথিবীর প্রথম স্বয়ংক্রিয় গণনার যন্ত্র- মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:
৪২. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ- ম্যাগনেটিক টেপ;
৪৩. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
৪৪. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের
৪৬. Gray scale ইমেজকে সাদা-কালোতে রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;
৪৭. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান-
প্রশিকানেট, গ্রামীণ সাইবার নেট, বাংলাদেশ অনলাইন;
৪৮. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;
৪৯. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;
৫০. বিশ্বের প্রথম কম্পিউটার নেটওয়ার্ক আরপানেট চালু হয় ১৯৬৯ সালে;
৫১. কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
৫২. প্রথম কম্পিউটার প্রোগ্রামার- লেডি অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা বায়রনের কন্যা);
৫৩. ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন সফটওয়্যার;
৫৪. স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;
৫৫. সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;
৫৬. ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা প্রোগ্রামিং করা;
৫৭. কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;
৫৮. কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে operating system
৫৯. Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে Dialogue Boxএ;
৬০. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS, UNIX
৬১. Visual Basic এ দুই ধরনের ধ্রুবক থাকে;
৬২. Visual Basic এর Project এ ব্যবহৃত Object- Procedure
৬৩. E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ অংশকে বলা হয় Top Level Domain (TLD)
৬৪. LAN এর LAN Topology- BUS, STAR, RING;
৬৫. Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;
৬৬. সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;
৬৭. ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এড্রিসন;
৬৮. ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ করাকে বলা হয় লগ ইন;
৬৯. Dial up internet connection এ টেলিফোন লাইন প্রয়োজন;
৭০. টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
৭১. বিশ্বের প্রথম ও একমাত্র কম্পিউটার যাদুঘর – আটলানটা, যুক্তরাষ্ট্র
৭২. কম্পিউটার এর জনক – চালর্স ব্যাবেজ; আধুনিক কম্পিউটার এর জনক – জন ভন নিউম্যান
৭৩. মাইক্রোকম্পিউটার এর জনক – হেনরি এডওয়ার্ড রবার্ট
৭৪. মাইক্রোপ্রসেসর ভিওিক প্রথম কম্পিউটার – এ্যালটেয়ার ৮৮০
৭৫. ট্রানজিস্টার – ১৯৪৮ – জে, এস, কেলবি
৭৬. ট্রানজিস্টার ভিওিক প্রথম কম্পিউটার -TX-O এবং মিনিকম্পিটার –PDP-8
৭৭. প্রথম ইলেকট্রিক কম্পিউটার – মার্ক ১
৭৮. প্রথম পূর্ণাঙ্গ ইলেকট্রিক কম্পিউটার – এনিয়াক ১
৭৯. বানিজ্যিক ভিক্তিতে প্রথম – ইনিভ্যাক

✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

1.Whice is the fastest computer ?
– Super computer
2. The Brain of a computer within the
-ALU
3.Which of the following is not example of secondary storage device
–RAM
4. In Binary number system , each bit represents a
– Character
5. when electrical power is disrupted or cut off , data and programs are lost in
–RAM
6.DOS এবং Windows এর Operating system -এর মূল পার্থক্য কি?
-Windows graphical user Interface
7. কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি ?
–ADA
৮. কোনটি বাংলা লেখার সফটওয়ার
— বিজয়
৯.ইন্টারনেট চালু হয়
— ১৯৬৯
১০ কোন সালে মাইক্রোপ্রসেসর আবিষ্কৃত হয়
–১৯৭১
১১. কম্পিউটারের ব্রেইন হলো
— মাইক্রোপ্রসেসর
১২.কম্পিউটারের হার্ডওয়্যারের মধ্যে থাকে
— ৩টি অংশ
১৩. Whice one is the popular social networking website?
– Facebook
14.কোনটি সিস্টেম সফটওয়্যার
–MS Windows
১৫. অপটিক্যাল ফাইবার হচ্ছে
— খুব সরু ও নমনীয় কাঁচতন্তুর আলোকনল
১6. কমিউটারে ট্রাসজিস্টর প্রথম ব্যবহৃত হয় কত সালে ?
–১৯৫৩
১৭. ব্যাংকের চেকের চেক নম্বর লেকা ও পাড় হয়
–MICR
১৮. কে সর্বপ্রথম Robotics শব্দটি ব্যবহার করেন?
— আইজ্যাক আশিমো
১৯. বায়োসেন্সরের ১ম ধারণা দেন কে?
— অধ্যাপক ক্লার্ক
২০. ডগলাস এঞ্জেলবার্ট মাউস আবিষ্কার করেন কত সালে?
— ১৯৬৩
২১. মোবাইল ডিভাইসের প্রাণ বলা হয় কোনটিকে?
–অ্যাপকে
২২.Serial port – এ পিন থাকে
— ৯টি
২৩. ইন্টেলের জনক হিসেবে পরিচিত
-গর্ডন ই মুর ও রবার্ট নয়েচ
২৪. বাংলাদেশের তৈরি ল্যাপটপ ‘দোয়েল‘ বাজারে
-১১ অক্টোবর ২০১১
২৫.দ্বিতীয় প্রজন্মের(2G) যাত্রা শুরু হয়েছিল কত সালে থেকে
— ১৯৯১
২৬. খেলাধুলাতে কম্পিউটার একটি অংশ হিসেবে এনসাইক্লোপিডিয়াতে সংযুক্ত করা হয়
–২০০৪সালে
২৭. Windows-98 কত বিটের?
–৩২
২৮. Bluetooth operations use
— Radio Technology
29. Te ‘add or Remove programs’ utility can be found in
— Control panel
30 .In Computers ,bus width is measured in
–Bits

✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

টপিকস: ৩-জি , ৪-জি , ৫-জি
====================
এখান থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে । প্রথম কোথায় চালু হয় , বৈশিষ্ট্য , উদাহরণ থেকে। গুরুত্ব দিন ।
—————————
৩জি চালুহয় ১৯৯৮সালে। জাপানে। এনটিটি ডোকোমো কোম্পানি চালু করে।
————————————————————————————-
Two 4G candidate systems are commercially deployed: the Mobile WiMAX standard (first used in South Korea in 2007), and the first-release Long Term Evolution (LTE) standard (in Oslo, Norway and Stockholm, SwIden since 2009)
——————————————————–
3G – ডেটারেট> ২ mbps এর অধিক।
.
4G- ডেটারেট>দ্রুতচলনশীল ডিভাইসে> ১০mbps , স্থির ডিভাইসে>১০GBPS
.
৫-জি ২০১৬ সালে শুরু হবে দক্ষিণ কোরিয়া। ৫-জি প্রযুক্তি বর্তমান চালু ৪জির চেয়ে ১ হাজার গুণ বেশি দ্রুতগতির হবে।
.
৪-জি ৩-জি থেকে ৫০গুন বেশি গুণ বেশি দ্রুতগতি।
——————————————————
৩জি-এর উদারহরণ>> UMTS, IMT-2000, MC-CDMA, EDGE, HSPA,
———————
4জি-এর উদারহরণ>>
WiMax2, LTE-advance.
————–
5G>>>> Multiple input multiple output (MiMo)
——–
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ কোরিয়া ফাইভ-জি (৫-জি) মোবাইল প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে.
———–
বৈশিষ্ট্য
———-
২জি- তে সেবা কার্যক্রম চালু হয়।
—————-
৩জি:
………….
—১। মোবাইল ব্যাংকিং, ই-কর্মাস, ভিডিও কনফারেন্স ইত্যাদি সেবা ।
২। আন্তর্জাতিক রোমিং সুবিধা চালু ।
৩। বিল প্রদান ।
.
৪-জি
—-
১। ব্রড-ব্যান্ড গতির ইন্টারনেট।
২।3D প্রযুক্তির ব্যবহার ।
৩। ওয়্যারলেস নেটওয়্যাক সুবিধা।
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

১. টাচস্কিন প্রযু্ক্তির জনক কে?
— ড. স্যামুয়েল হাস্র্ট
২. বায়োমেট্রিক্স কি?
— এক ধরণের কৌশল বা প্রযু্ক্তি যার মাধ্যমে মানুষের শারীরিক কাঠামো , আচার -আচরণ , বৈশিষ্ঠ্য , গুণাগুণ, ব্যক্তিত্ব প্রভৃতি দ্বারা নির্দিষ্ট ব্যক্তিকে চিহ্নিত বা শনাক্ত করা হয় ।
৩. বায়োইনফরমেট্রিক্স কি?
–বিজ্ঞানের সেই শাখা যা বায়োলজিক্যাল ডেটা এনালাইসিস করার জন্য কম্পিউটার প্রযুক্তি , ইনফরমেশন থিওরি এবং গাণিতিক জ্ঞানকে ব্যবহার করা হয় ।
৪. ক্রায়োসার্জারি কি?
— এমন একটি চিকিত্সা পদ্ধতি যা অতি ঠাণ্ডায় অস্বাভাবিক ও অসুস্থ টিস্যুর জীবাণু ধ্বংসের জন্য ব্যবহৃত হয় ।
৫. সাধারণত ই কর্মাসকে কয় ভাগে ভাগ করা হয় ?
– ৪ভাগে। যথা:B2C, B2B, C2B, C2C ।
৬। অবৈধভা যারা হ্যাকিং করে তাদের বলা হয়
— ক্রেকার
৭। মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন
— Bing
৮। বাংলাদেশের প্রথম সফটওয়ার নির্মাতা কে?
— মোহাম্মদ হানিফ মিয়া
৯। বাংলাদেশের প্রধান সফটওয়ার নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি?
– বেসিস। ১৯৯৭।
১০। বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্ট হলো
— বিজয় (উদ্ভাবক মোস্তফা জব্বার , ১৬ ডি: ১৯৯৮)
১১. বাংলাদেশের ব্যবহৃত বাংলা ফ্রন্টগুলো হলে
— বিজয় , একুশে, অভ্য, লেখনী , বৈশাখী প্রভৃতি ।
১২। সাঁওতালি ভাষায় সফটওয়ার উদ্ভাবক কে ?
— মাইকেল সরেণ ও ফিরোজ আহমেদ।
১৩। বাংলাদেশের তৈরি ল্যাপটপ প্রথম দোয়েল বাজারে আসে কবে?
– ১১ অক্টোবর , ২০১১।
১৪। মাদার অব অল ভাইরাস বলা হয় কাকে?
-CIHভাইরাসকে ( এটি তৈরি করেন Chen Ing hua নামক তাইওয়ানে নাগরিক)
15. কম্পিউটারে ক্ষেত্রে ডায়াবেটিক নির্ণয়ে ব্যবহৃত হয
– বায়োসেন্সর ।( অধ্যাপক ক্লার্ক ১৯৫৬সালে)
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

COMPUTER -এর কিছু একক
=====================
১। কম্পিউটারের তথ্য প্রদর্শনের ক্ষুদ্রতম একক হচ্ছে
— পিক্সেল
২।Refresh – কে প্রকাশ করা হয়
— হার্টজ এককে ।
৩। প্রিন্টারের রেজুলেশন পরিমাপক একক হলো
— ডিপিআই (ডটস পার ইঞ্চ
৪।মেমোরী যে এককে পরিমাপ করা হয়
— গিগাবাইট
৫। কম্পিউটার বাসের প্রশস্ততা মাপা হয়
— বিট হিসেবে ।
৬। বাসের গতি মাপা হয়
–মেগাহার্টজে
৭। হাডডিস্ক মাপার একক
— গিগাবাইট
৮।ইনফরমেশেনের ক্ষুদ্রতম একক
— ডেটা
৯।ব্যান্ডউইথ বা ডেটা ট্রান্সমিশন -এর একক
– bps (bits per second)
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

বিটে ১ বাইট বা ১ কারেক্টার ।
১ বাইট =৮বিট
১কিলোবাইট= ১০২৪বাইট
১মেগাবাইট= ১০২৪কিলোবাইট
১গিগাবাইট= ১০২৪মেগাবাইট
১টেরাবাইট- ১০২৪গিগাবাইট।

✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
প্রশ্ন থাকতে পারে নিচের কোনটি Input-Outputডিভাইস ? তাই সব উদাহরণ সহ জানা উচিত।
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

1.Modem
2. Touch screen
3.Digital camera
4. Network card
5.Handset
6. Fax ,
7. Audio /Sound card
8.DVD/CD
9. Multi-Function

✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি VoIP অ্যাপ্লিকেশন ?তাই সব উদাহরণ জানতে হবে।
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
ex:
১। Net 2 Phone
2. Skype
3. MSN Messenger
4. Net Meeting
5. Cool talk
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

প্রশ্ন আসতে পারে নিচের কোনটি সামাজিক যোগাযোগ মাধ্যম ?তাই সব উদাহরণ জানতে হবে।
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
১। Facebook
২। Twittar
৩।Google Plus
4. Flickr
5. Vine
6. Meetup
7. Pintarest
8. Instagram
9. Tumblr
10. Tagged
11. Linkedin
১২.বেশত(প্রথম বাংলা )
১৩. কমোয়া (গ্রামীন ফোন চালু করেছে)
কম্পিউটার ও তথ্যপ্রযু্ক্তি — এ উদাহরণ টপিকস টা গুরুত্বপূর্ণ তাই গুরুত্ব দিন
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
প্রশ্ন আসতে পারে নিচের কোনটি ——- ? তাই সব উদাহরণ জানতে হবে
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
Package Software –এর উদাহরণ
=====================
1. Word processing Software
2. Spread Analysis Software
3. Database Management Software
4. Computer Aided Design/CAD
5. Graphics Software
6. Graphics Animation Software
7. Desktop Publication Software
8. Multimedia Software
9. Web Browsing Software
10. Presentation Software
11.Web Browsing Software
12. Mail User Agent/E-Mail client/ E-mail. reader
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
Word Processing Software এর উদাহরণ
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
1. , .Microsoft word / Ms Word
2. Word Perfect/WP
3. Lotus Wordpro
4. Word Star
5. PFS Writer
6. Mac Writer
7. Display Writer
8. Dos Writer
9. Word Pad
10. Note Pad
11. Latex
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
Spreadsheet Analysis Software এর উদাহরণ
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿

1.Visicalc
2.Super calc
3. Lotus 1-2-3,
4. Corel Quatropro
5.Multiplan
6. Sorcim
7. Symphony
8.Numbers
9. Ms Excel
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
Database Management Software এর উদাহরণ
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
1. Microsoft Access
2. Microsoft SQL Server
3. ORACLE
4. Corel Paradox ,
5. Lotus Approach
6.dbase
7. Foxpro
8. File Maker Pro
9. 4D
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
List of basic Input Devices, Output devices and Both input-output devices related to computer.
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
★Input Devices:
===========
a) Graphics Tablets
b) Cameras
c) Video Capture Hardware
d) Trackballs
e) Barcode reader
f) Digital camera
g) Gamepad
h) Joystick
i) Keyboard
j) Microphone
k) MIDI keyboard
l) Mouse (pointing device)
m) Scanner
n) Webcam
o) Touchpads
p) Pen Input
q) Microphone
r) Electronic Whiteboard
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
★OUTPUT DEVICES:
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
1. Monitor
2. Printers (all types)
3. Plotters
4. Projector
5. LCD Projection Panels
6. Computer Output Microfilm (COM)
7. Speaker(s)
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
★★Both Input-OutPut Devices:
✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿✿
1. Modems
2. Network cards
3. Touch Screen
4. Headsets (Headset consists of Speakers and Microphone.
*Speaker act Output Device and Microphone act as Input device)
5. Facsimile (FAX) (It has scanner to scan the document and also have printer to Print the document)
6.Audio Cards / Sound Card

১০ ম থেকে ৩৭ তম বিসিএস লিখিত বাংলা পরীক্ষার উত্তরসহ সকল প্রশ্নোত্তর

________________________________________


আপনার ব্লগ দেখতে ক্লিক করুন এখানে

আপনার বয়স সংক্রান্ত প্রশ্নোত্তর পেতে ক্লিক করে সহযোগিতা নিন এখান থেকে


====================================================================
সকল সংবাদপত্রগুলির লিংক
====================================================================
প্রয়োজনীয়, জরুরি, গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ নম্বরের লিংক
====================================================================
শুধুমাত্র মহিলাদের জন্য, পুরষরা উঁকি দিতে চেষ্টা করবেন না . . . ২
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১