ভর্তি লটারি সরকারি স্কুলে ২০২২: ১ম-৯ম শ্রেণিতে ভর্তি
প্রাথমিক কিছু ঘোষণা দেখে আসতে পারেন এখানে ক্লিক করে
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে-২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি আবেদন ফরম পূরণের নিয়মাবলী
ভর্তি বিজ্ঞপ্তি- ২০২১ (শিক্ষাবর্ষ ২০২২) সরকারী স্কুল
মহানগর ও জেলা পর্যায়ের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে-২০২২ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি ও ভর্তি আবেদন ফরম পূরণের নিয়মাবলী
ভর্তি বিজ্ঞপ্তি- ২০২১ (শিক্ষাবর্ষ ২০২২) বেসরকারী স্কুল
শিক্ষক-শিক্ষিকাদের পোষ্য ২% কোটা বাতিল।
সরকারি স্কুলগুলোতে ভর্তি লটারি -এর মাধ্যমে ভর্তি ২০২২ প্রক্রিয়া অনুষ্ঠিত হতে যাচ্ছে: ১ম-৯ম শ্রেণিতে লটারিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির নীতিমালা, বিজ্ঞপ্তি, আবেদন প্রক্রিয়া ও ফলাফল সম্পর্কে জানতে চোখ রাখুন।
বিগত ২০২১ সালের ভর্তি লটারি এর বিস্তারিত দেখতে ক্লিক করুন এখানে।
আমরা ২০২২ সালের স্কুল ভর্তি লটারি প্রক্রিয়া সম্পর্কে নতুন কোন তথ্য পাওয়া মাত্রই তা এখানে প্রকাশ করবো। তাই এবিষয়ে আপডেট তথ্য পেতে নিয়মিত চোখ রেখে যুক্ত থাকুন।
পূর্ণ বিজ্ঞপ্তিগুলোঃ
সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য আবেদন ফরম পূরণের সরাসরি ওয়েবসাইট লিংক
(ভর্তির আবেদন ফরম পূরণ করতে ক্লিক করুন এখানে)
সরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য আবেদন ফরম পূরণের নিয়মাবলী ২০২১ (শিক্ষাবর্ষ ২০২২) দেখতে ক্লিক করুন এখানে
বেসরকারি স্কুলগুলোতে ভর্তির জন্য আবেদন ফরম পূরণের নিয়মাবলী ২০২১ (শিক্ষাবর্ষ ২০২২) দেখতে ক্লিক করুন এখানে
ঢাকাসহ সারা দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ২০২২ শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে ভর্তির জন্য আবেদন শুরু হবে ২৫ নভেম্বর বেলা ১১টা থেকে। চলবে ৮ ডিসেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত।
আজ মঙ্গলবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির এই বিজ্ঞপ্তি জারি করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারও সরকারি স্কুল কিংবা বেসরকারি স্কুল থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। ভর্তির আবেদন শুধু অনলাইনে এই ওয়েবসাইটে পাওয়া যাবে। আগামী ১৫ ডিসেম্বর অনলাইনে লটারির মাধ্যমে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু টেলিটক প্রি-পেইড মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে এই ফি দেওয়া যাবে।
২০২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। শুধু টেলিটক প্রি-পেইড মুঠোফোন থেকে এসএমএসের মাধ্যমে এই ফি দেওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগরীর ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় (তিনটি ফিডার শাখাসহ) তিনটি ভিন্ন গ্রুপে বিভক্ত থাকবে। আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বাধিক পাঁচটি স্কুল নির্বাচন করতে পারবে। এ ছাড়া সারা দেশে আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এ ক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি স্কুল পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।
ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের স্কুল বা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না। ২০২২ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে অনুষ্ঠেয় ডিজিটাল লটারি কার্যক্রমে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের বাইরের প্রতিষ্ঠানগুলোকেও স্ব স্ব ভর্তি কমিটির মাধ্যমে লটারি প্রক্রিয়ায় শিক্ষার্থী নির্বাচন করতে হবে। শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে স্ব স্ব ভর্তি কমিটির উপস্থিতিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া নিষ্পন্ন করা ছাড়া অন্য কোনো পরীক্ষা নেওয়া যাবে না।
এ ছাড়া সরকারি মাধ্যমিক স্কুলে কর্মরত শিক্ষক/শিক্ষিকা/কর্মচারীদের ভর্তির উপযুক্ত সন্তান সংখ্যার সমসংখ্যক আসন ওই প্রতিষ্ঠানে সংরক্ষিত থাকবে। এ ক্ষেত্রে তাঁদের অনলাইনে আবেদনের প্রয়োজন নেই।
শিক্ষক/শিক্ষিকা/কর্মচারী সরকারি মাধ্যমিক বালক বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তাঁর ভর্তি উপযুক্ত সন্তান বালিকা হলে পার্শ্ববর্তী সরকারি বালিকা বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে। একইভাবে শিক্ষক/শিক্ষিকা/কর্মচারী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে কর্মরত থাকলে এবং তাঁর ভর্তি উপযুক্ত সন্তান বালক হলে পার্শ্ববর্তী সরকারি বালক বিদ্যালয়ে আসন সংরক্ষিত রাখতে হবে। অর্থাৎ, সরকারি মাধ্যমিক স্কুলে কর্মরত শিক্ষক/শিক্ষিকার সন্তান ভর্তির যে ২ শতাংশ কোটা নীতিমালায় সংরক্ষিত ছিল, তা তুলে দেওয়া হয়েছে।
অনলাইনে আবেদন ফরম পূরণ ও ভর্তিসংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটের Secondary circular/order এবং টেলিটকের ওয়েবসাইট থেকে জানা যাবে। -প্রথম আলো।
ভর্তিতে মানতে হবে যেসব শর্ত
সরকারি বিদ্যালয় : ঢাকা মহানগরে ৪৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ও তিনটি শাখা থাকবে। এবার জাতীয়করণ হওয়া আরও দুটি বিদ্যালয় যুক্ত হয়েছে। এগুলোতে মাউশির অধীন কেন্দ্রীয় ব্যবস্থাপনায় ভর্তির কাজ হয়। এবারও বিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছ বা গ্রুপ (এ, বি এবং সি) করে ভর্তির কাজ হবে। আবেদনের সময় একজন শিক্ষার্থী একটি গুচ্ছের পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দক্রম দিতে পারবে। এখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে।
আবেদনের সময় একজন প্রার্থী একই গ্রুপে পছন্দের ক্রমানুসারে সর্বাধিক পাঁচটি বিদ্যালয় নির্বাচন করতে পারবে। এছাড়া সারাদেশে আবেদনকারীর আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবেন। এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।
উল্লেখ্য, ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।
বেসরকারি বিদ্যালয় : ঢাকা মহানগরীর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রতিষ্ঠান সংলগ্ন কমপক্ষে একটি এবং সর্বোচ্চ তিনটি প্রশাসনিক থানা ক্যাচমেন্ট এরিয়া হিসেবে নির্ধারণ করা যাবে। এছাড়া আবেদনকারীরা আবেদনের সময় প্রতিষ্ঠান নির্বাচনকালে মহানগর পর্যায়ের জন্য বিভাগীয় সদরের মেট্রোপলিটন এলাকা এবং জেলা সদরের সদর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা পাবে। এক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।
উল্লেখ্য, ডাবল শিফটের প্রতিষ্ঠানের ক্ষেত্রে উভয় শিফট পছন্দ করলে দুটি পছন্দক্রম সম্পন্ন হয়েছে বলে বিবেচিত হবে। একই পছন্দক্রমের বিদ্যালয় কিংবা শিফট দ্বিতীয়বার পছন্দ করা যাবে না।
করোনা মহামারির কারণে গত বছর প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হয়। এর আগে শুধু প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হতো। দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তিতে পরীক্ষা নেওয়া হতো। নবম শ্রেণিতে ভর্তি করা হতো জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।
<< সরকারি-বেসরকারি বিভিন্ন স্কুলের ভর্তি বিজ্ঞপ্তিগুলো >>
২০২২ শিক্ষাবর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইলো!!!
ঢাকা মহানগরীর বাইরে
বগুড়া জিলা স্কুল ও বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি
কালেক্টরেট পাবলিক স্কুল এণ্ড কলেজ, বগুড়া
খুলনা
জামালপুর সদর উপজেলার সরকারি ৩ টি স্কুলে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি
ময়মনসিংহ সদরের ৩টি সরকারি স্কুলের শিক্ষার্থী ভর্তি বিজ্ঞপ্তি
নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়
কুমিল্লা মডার্ণ হাই স্কুল, কুমিল্লা
ডিমলা রাণী বৃন্দা রাণী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
এস. এম. মডেল সরকারি উচ্চ বিদ্যালয়, গোপালগঞ্জ
ঢাকা মহানগরীর ভেতরে
২০২২ সালের মাধ্যমিক স্কুলে ১ম থেকে ৯ম শ্রেণি পর্যন্ত ভর্তি প্রক্রিয়া লটারির মাধ্যমে সম্পন্ন করা হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। বিগত সালের মত এবারও লটারির ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করে স্কুলের বিভিন্ন শ্রেণিতে ভর্তি করা হবে। করোনা সংক্রমণ মাথায় রেখে লটারিতে শিক্ষার্থী ভর্তির এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
সম্প্রতি (৩ নভেম্বর, বুধবার) শিক্ষা মন্ত্রণালয়ে মাধ্যমিক স্কুলের ভর্তি বিষয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন।
মাধ্যমিকের ভর্তি সংক্রান্ত সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের মহাপরিচালক, শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক সৈয়দ গোলাম ফারুক এবং ঢাকার তিনটি কলেজের অধ্যক্ষগণ। তবে শিক্ষা মন্ত্রণালয়ের কোন দপ্তর থেকে ভর্তির বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত বা এবিষয়ে এখনো কোন নীতিমালা (বিজ্ঞপ্তি) প্রকাশ করা হয়নি।
আশা করা যাচ্ছে, খুবই স্বল্প সময়ের মধ্যেই শিক্ষা মন্ত্রণালয় স্কুল ভর্তি নীতিমালা ও বিজ্ঞপ্তি প্রকাশ করবে। সাধারণতঃবছরের শেষের দিকে মাধ্যমিকের ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হয়। নতুন বছরের প্রথম দিন থেকে নতুন বই প্রদান সহ শ্রেণি শিক্ষা-কার্যক্রম শুরু হয়।
সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলের ১ম-৯ম শ্রেণির ভর্তি লটারি এর নীতিমালা (বিজ্ঞপ্তি)
এবার যেহেতু সকল শ্রেণিতে ভর্তিযোগ্য শিক্ষার্থী লটারির মাধ্যমে নির্বাচন করা হবে, তাই কোন শিক্ষার্থীকে ভর্তির জন্য কোন পরীক্ষায় অংশ গ্রহণ করতে হবে না।
সরকারি স্কুলে ভর্তির জন্য বিগত বছরের ন্যায় এবারও শিক্ষার্থীদের কেবলমাত্র অনলাইনে আবেদন করে ভাগ্যের উপর নির্ভর করতে হবে। এক্ষেত্রে শিক্ষার্থীর সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন করে লটারির ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
লক্ষ্যণীয় যে, ২০২২ সালে সরকারি-বেসরকারি স্কুলের ভর্তি নীতিমালা ও বিজ্ঞপ্তি প্রকাশ হলে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
________________________________________
শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.saifoddowla.com
________________________________________
আপনার ব্লগ দেখতে ক্লিক করুন এখানে
আপনার বয়স সংক্রান্ত প্রশ্নোত্তর পেতে ক্লিক করে সহযোগিতা নিন এখান থেকে
সকল সংবাদপত্রগুলির লিংক
====================================================================
প্রয়োজনীয়, জরুরি, গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ নম্বরের লিংক
====================================================================
শুধুমাত্র মহিলাদের জন্য, পুরষরা উঁকি দিতে চেষ্টা করবেন না . . . ২
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১
Leave A Comment