গুরুত্বপূর্ণ কিছু তথ্য . . .

Favicon

[] গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্নোত্তর []

 
প্রশ্ন :হ্যামলেট নাটকটির রচয়িতা
উত্তর :সেক্সপিয়ার
 
প্রশ্ন :দুধে কোন ধরনের এসিড থাকে?
উত্তর :ল্যাক্টিক।
 
প্রশ্ন :দাসপ্রথা বিলুপ্ত করেন কে?
উত্তর : আব্রাহাম লিংকন।
 
প্রশ্ন :ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কী?
উত্তর :মোসাদ।
 
প্রশ্ন :বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?
উত্তর : চন্দ্রাবতী।
 
প্রশ্ন :আটত্রিশতম উত্তর অক্ষরেখা কোন দুটি দেশকে চিহ্নিত করে?
উত্তর :উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।
 
প্রশ্ন : জাতীয় জন্মনিবন্ধন দিবস কবে পালিত হয়?
উত্তর : ৩ জুলাই।
 
প্রশ্ন : ‘বীরবল’ কোন লেখকের ছদ্মনাম?
উত্তর :প্রমথ চৌধুরী।
 
প্রশ্ন : বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার?
উত্তর :বিদ্যাসাগরের।
 
প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয়?
উত্তর :মানসী।
 
প্রশ্ন : বাংলাদেশে প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত কে?
উত্তর : শরদিন্দু শেখর চাকমা।
 
প্রশ্ন : মারি বার্গাস কোন দেশের লেখক?
উত্তর :স্প্যানিশ।
 
প্রশ্ন : ওয়েবসাইট ‘উইকিলিস’-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ কোন দেশের নাগরিক?
উত্তর : অস্ট্রেলিয়ার।
 
প্রশ্ন : নেলসন ম্যান্ডেলার পুরো নাম কী?
উত্তর : নেলসন রোলিহলাহা ম্যান্ডেলা।
 
প্রশ্ন : রাজা শশাঙ্কের রাজধানী ছিল
উত্তর :কর্নসুবর্ণ।
 
প্রশ্ন :’গুলিস্তা’ নামের মাসিক পত্রিকাটির সম্পাদক ছিলেন কে?
উত্তর :এস. ওযাজেদ আলী।
 
প্রশ্ন :ইরানের পুরনো নাম কী?
উত্তর : পারস্য।
 
প্রশ্ন : কোন দেশের প্রেসিডেন্ট পদটি প্রতীকী?
উত্তর :ফিলিস্তিন।
 
প্রশ্ন : ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার কোন দেশের নাগরিক?
উত্তর :সুইজারল্যান্ড।
 
প্রশ্ন : অস্ট্রেলিয়ার আইনসভার নাম কী?
উত্তর :পার্লামেন্ট অব দ্য কমনওয়েলথ।
 
প্রশ্ন : লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত?
উত্তর :যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।
 
প্রশ্ন : আফগানিস্তানের আইনসভার নিম্নকক্ষের নাম কী?
উত্তর : ওলেসি জিরগা।
 
প্রশ্ন :বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক কে?
উত্তর :রাষ্ট্রপতি।
 
প্রশ্ন : ওমান ও পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত
উত্তর :হরমুজ প্রণালী।
 
প্রশ্ন :বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি?
উত্তর :১০টি।
 
প্রশ্ন :’চলিষ্ণু অভিধান’ বলে পরিচিত ছিলেন
উত্তর :ড. মুহম্মদ শহীদুল্লাহ।
 
প্রশ্ন :হাড় ও দাঁত শক্ত করে
উত্তর :ক্যালসিয়াম।
 
প্রশ্ন :’সারপ্লাস ভ্যালু অব লেবার’ তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর :কার্ল মাকর্স।
 
প্রশ্ন :জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন
উত্তর :ট্রিগভ্যালি [নরওয়ে]।
 
প্রশ্ন :জাতীয় স্মৃতিসৌধের ফলক কতটি?
উত্তর :সাতটি।
 
প্রশ্ন :তামা ও টিনের মিশ্রণে হয়
উত্তর :ব্রোঞ্জ।
 
প্রশ্ন : বিপ্লবী চে গুয়েভারা কোথায় নিহত হন?
উত্তর :বলিভিয়ায়।
 
প্রশ্ন :চিলি কোথায় অবস্থিত?
উত্তর :দক্ষিণ আমেরিকায়।

বাংলাদেশ বিষয়াবলী

বাংলাদেশের জাতীয় প্রতীকের ডিজাইনার কে?
-কামরুল হাসান।

আমাদের জাতীয় পতাকার রূপকার কে?
– চিত্রশিল্পী কামরুল হাসান।


রংপুর বিভাগে কয়টি জেলা আছে?
-৮টি।


কে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন?
– তৎকালীন ডাকসুর ভিপি আ স ম আবদুর রব।


সর্বপ্রথম কোথায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়?
-ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলার এক ছাত্র সমাবেশে।


সর্বপ্রথম কখন জাতীয় পতাকা উত্তোলন করা হয়?
– ২ মার্চ ১৯৭১।


বহির্বিশ্বে কোথায় প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়?
– কলকাতাস্থ তৎকালীন পাকিস্তান হাই কমিশনে।


বাংলাদেশের জতীয় সংগীতে মোট কত লাইন রয়েছে?
-১০।


বাংলাদেশের জাতীয় সংগীত প্রথম ইংরেজি অনুবাদ করেন কে?
-সৈয়দ আলী আহসান।


কোনো অনুষ্ঠান বা উৎসবে জাতীয় সংগীতের কতটুকু বাজানো হয়?
– প্রথম চার লাইন।


বাংলাদেশের রণসংগীত কোন কবিতার অংশবিশেষ?
-চল চল কবিতার।


বাংলাদেশের রণসংগীত কোন কাব্যের অন্তর্গত?
-সন্ধ্যা কাব্য ।


কোন অনুষ্ঠানে রণসংগীতের কত লাইন বাজানো হয়?
-২১ ।


২৬ মার্চকে স্বাধীনতা দিবস হিসেবে ঘোষণা করা হয় কত সালে?
-১৯৮০ সালে।


বায়তুল মোকাররম জাতীয় মসজিদ হিসেবে ঘোষণা করা হয় কবে?
-১৯৮২ সালে।


বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচিয়তা কে?
-সেলিনা রহমান।


বাংলাদেশের মানচিত্র প্রথম কে আকেন?
-মেজর জেমস রেনেল।

AliDropship is the best solution for drop shipping

________________________________________

শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.compuartsdigital.com
________________________________________

ডিজিটাল কন্টেন্ট ফ্রী সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন- 01711 353 363

এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের জন্য টিপস / সমাধান সহ 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 1

এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের জন্য টিপস / সমাধান সহ 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 2


header-2আপনার প্রতিষ্ঠানের জন্য ওয়েব সাইটটি পূর্ণাঙ্গরূপে তৈরি করতে
যোগাযোগ করতে পারেন উপরের ঠিকানায ক্লিক করে।


====================================================================
সকল সংবাদপত্রগুলির লিংক
====================================================================
প্রয়োজনীয়, জরুরি, গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ নম্বরের লিংক
====================================================================
শুধুমাত্র মহিলাদের জন্য, পুরষরা উঁকি দিতে চেষ্টা করবেন না . . . ২
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ২
====================================================================
জেনে নিন ইংরেজি সহ প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ৩
====================================================================
জেনে নিন ইংরেজি সহ প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ৪
====================================================================