Dewan Enamul
18 জুলাই, 2016
598563_186132031524616_2032610631_n

@হায়রে সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক !
@ হায়রে বাসমাশিস !!
@ হায়রে অসহায় সহকারী শিক্ষক সমিতি !!!

সর্বিক বিবেচনায় আর ইচ্ছে হয়না কিছু বলার বা লেখার। তবুও মাঝেমধ্যে Overload হয়ে যাই, তাই সংক্ষেপে কিছু বলা-

১৯৯২ সালে Join করি সহকারী শিক্ষক পদে এ শুনে যে, অতি অল্প সময়েই আমরা হয়ে যাব ১ম শ্রণি।
কিন্তু হায়রে কপাল  !!! ২৪টি বৎসর পার হয়ে গেল !!!

সময়ের প্রয়োজনে সহকারী শিক্ষক সমিতির জন্ম হলে ২০০৯ সালে সমিতিতে যোগদান করি। বুঝলাম, দেখলাম মাধ্যমিক সেকশনের “কালো থাবা” কোথায় এবং কারা। তবুও শুরু করি দূর্বার আন্দোলন। ১০০-১৫০ টি’র মত কর্মসূচী পালন করি। সহকারী শিক্ষকদের সাড়াও ছিল নজর কাড়া।

একজন নাপিত থেকে শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত জানতে পারলেন আমরা ২য় শ্রেণিধারী ৩য় শ্রেণি !!!
দেশের বিশিষ্টজন (আ আ স ম আরেফিন সিদ্দিকী, ড. আনোয়ার হোসেন, ড. আসিফ নজরুল, ড. জাফর ইকবাল, ড. সাদত হেসাইন প্রমূখ) আমাদের কর্মসূচিতে এসেছেন, শুনেছেন এবং হতভম্ব হয়েছেন। দরাজ গলায় আমাদের ন্যায্য অধিকারের কথা বলেছেন।

অর্থ খরচ করেছি, শ্রম দিয়েছি, ক্লান্ত হলেও পাওয়ার আশায় বুক বেধেছিলাম। কিনতু বাধ সাজলো ” বাসমাশিস” সরকারকে বুঝালেন আমরা ” রাজাকার”!!

আহা ! কীভাবে এ অপবাদ হজম করি ?

প্রধান শিক্ষক ও গুটিকয়েক বাসমাশিসের নেতাগণ আমাদের আন্দোলন করতে দিলেন না। তবুও প্রধানমন্ত্রী বরাবর প্রতি জেলা থেকে ২ বার Memorandum পাঠাই। মাননীয় প্রধানমন্ত্রী সদয় হন। শিক্ষকদের ডাক দেন। (সহকারী শিক্ষক সমিতি নেতা বাদ দেয়া হয়েছে)। তবুও সকল শিক্ষক জড়ো হই ঢাকায়। সে কি যে উওেজনা ! পাবার আশা ! Heart beating situation !

মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা দিলেনঃ “২য় শ্রেণি গেজেটেড”। শিক্ষকগণ স্বোতসাহে করতালি দিলেন।

হায়রে নিরীহ শিক্ষক! ২য় শ্রণি তো ছিলামই। শুধু “গেজেটেড” শব্দটির জন্য যা ১৯৭২-’৭৫ -এর কোন এক সময়ে তুলে দেয়া হয়েছিল সেই “কালো থাবা” কর্তৃক ?

পরে বিভিন্ন কর্ণার থেকে শুনতে পেলাম শিক্ষক নেতাগণই ১ম শ্রেণি চাননি।
হায়রে “বাসমাশিস “!!
সহকারী শিক্ষক সমিতির বিরোধিতা করে বাসমাশিস। এর কারণ আজও বুঝতে পারিনি।

আমার প্রশ্ন –
সহকারী শিক্ষক সমিতির দাবিগুলো কি সহকারী শিক্ষক ও মাধ্যমিক সেকশনের স্বার্থের পরিপন্থী ছিল ? তবে কেন এমন বিরোধিতা ? এ প্রশ্নের জবাব আপনাদের হাতেই ছেড়ে দিলাম।

কোথায় ছিল বাসমাশিস যখন –
@ সমাজ সেবা অফিসার,
@ থানা প্রাথমিক শিক্ষা অফিসার,
@ পি. টি. আই.
@ Sub-Register (আরোও কিছু)
পদগুলোকে ১ম শ্রেণি গেজেটেড করা হয় ??? (একই ট্র্যাকে আমরাও ছিলাম) !!!

এবং শেষে-
উপবৃত্তি প্রকল্প কর্মকর্তা (প্রজেক্ট আছে, চাকুরী আছে; প্রজেক্ট নাই, চাকুরী নাই) রাজস্ব খাতে গিয়ে আমাদের পদগুলো দখল করেন ???
“কি করেছে বাসমাশিস ১৯৭২ থেকে ???
প্রশ্নগুলো আপনাদের বিবেচনায় থাকল।

গত নির্বাচনে বাসমাশিসের নেতাগণ জুনিয়র শিক্ষকদের ভয় দেখিয়ে, নির্জন ঘরে একা ডেকে নিয়ে ফরম-পূরণ করে নিয়ম বহিঃর্ভূত নির্বাচন করলেন। ভাল কথা।

কিন্তু কোথায় –
# নিয়োগ বিধি?
# কোথায় টাইম স্কেল / সিলেকশন গ্রেড ?
# কোথায় প্রমোশন ?
# কোথায় ৫০% ১ম শ্রেণির গেজেট ?
# কোথায় আলাদা অধিদপ্তর -এর কথা??
এখন তো শুরু হয়েছে স্কুল জাতীয়করণ !!!!
আহা !!!অক্টোপাস ঘিরে ফেলল মাধ্যমিক সেক্টরকে !!!!

@ মোফাজ্জল স্যার এবং
@ আলী বেলাল বার বার যা বলার চেষ্টা করছেন।

ভাবছি—–
@ আর বুঝি মর্যাদা সম্ভব নয়,
@ বাঁচার পথ বন্ধ হচ্ছে,
@ অবহেলিতই থাকতে হবে,
@ “মাস্টোর” শব্দটি “ঘেন্না ” লাগে।

ঐ – – – – – দূরে – – – – আলোর একটু ঝলকানী দেখতে পাচ্ছি। ও আমাকে ফিস্ ফিস্ করে বলছে – – –
“এ বোকারা, তোমরানা জাতী গড়ার কারিগর, বুদ্ধিজীবি ? একই ট্র্যাকে থেকে অনেকেই আজ ১ম শ্রেণির গেজেটেড। তোমাদের প্রতি অবিচার করা হয়েছে, বি. এস. আর. এবং পবিত্র সংবিধান Violation করা হয়েছে। তোমরা মহামান্য আদালতে “রীট” কর। পাবে, মর্যাদা ফিরে পাবে; জাগো, বের হও, ইউনাইটেড হও – – – সময় খুব কম – – – ধ্বংশ হতে দিওনা মাধ্যমিক সেক্টরকে, রক্ষা কর “কালো থাবা” থেকে . . .”।

হ্যাঁ, আমি এভাবেই শুনলাম-
পারবেন আপনারা ?

পরিশেষে –
@ জয় হোক বাসমাশিসের,
@ জয় হোক আমাদের প্রভূদের (কলেজ শিক্ষকদের)
@ জয় হোক বাসমাশিসের ফাইল ওয়ার্কেসের

আমার মনটা মরে গেছে, আমি বড্ড ভুল করেছি মাধ্যমিকের শিক্ষক হয়ে। কাপুরুষের মত কাঁদতে ইচ্ছে করে –

ভুল হলে ক্ষমা করে দিবেন।
বিদায়, সহকারী শিক্ষক সমিতি, বিদায় !!!

দেওয়ান এনামুল হক
যুগ্ন আহবায়ক।
বাংলাদেশ সরকারি মধ্যমিক সহকারী শিক্ষক সমিতি।

 

====================================================================

দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা প্রাপ্তিতে বাংলাদেশ সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির ভূমিকাঃ

====================================================================

ইন্টারনেট, ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপিং, ডোমেইন, হোস্টিং, গ্রাফিক্স ডিজাইন
কম্পিউটার, ল্যাপটপ, হার্ডওয়্যার, সার্ভিসিং, ট্রেনিং
ড্রাইভার, সফটওয়্যার, এ্যান্টিভাইরাস, কালেকশন
সহ

unlimitedবিস্তারিত আরোও জানতে ক্লিক করুন উপরের ছবিতে।