#বাংলা_সাহিত্য_পোস্ট_০৪
#বাংলা_সাহিত্যের_ক্রমধারা_মধ্যযুগ_প্রেক্ষাপট_শ্রীকৃষ্ণকীর্তন_কাব্য
✅ মধ্যযুগ (১২০১-১৮০০খ্রি.):
বাংলায় শাসন ও শাসকের প্রেক্ষাপটে বাংলা সাহিত্যের মধ্যযুগের পুরো সময়টা তিনটি শাসনামলে বিভক্ত। যথা:
১. তুর্কি শাসনামল (১২০১-১৩৫০): এটি মূলত অন্ধকার যুগের অন্তর্ভুক্ত যে যুগের সাহিত্য সম্পর্কে আগের পোস্টে আলোচনা করেছি। যেমন: শূন্যপুরাণ, সেক শুভোদয়া এ যুগের সাহিত্য।
২. সুলতানী শাসনামল (১৩৫১-১৫৭৫): সুলতানী বাংলা সাহিত্যে ব্যাপক পৃষ্ঠপোষকতা পায়। বিশেষভাবে পাঠান সুলতানগণ বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতায় অগ্রণী ভূমিকা পালন করেন যার মধ্যে অন্যতম গৌডের শাহী দরবার। এজন্য ড. দীনেশচন্দ্র সেন এ আমলকে ‘গৌডীয় যুগ’ বলে অভিহিত করেন।
🖌 এ সময় রুকনউদ্দিন বরবক শাহের পৃষ্ঠপোষকতায় জৈনুদ্দীন রচনা করেন- ‘রসুলবিজয়’ কাব্য।
🖌 আলাউদ্দীন হোসেন শাহের পৃষ্ঠপোষকতায় বিপ্রদাস পিঁপিলাই রচনা করেন- ‘মনসাবিজয়’ কাব্য।
এছাড়া শ্রীকৃষ্ণকীর্তন কাব্য, বৈষ্ণব পদাবলি, জীবনী সাহিত্যের বেশিরভাগই এ সময়ে রচিত হয়।
৩. মোঘল শাসনামল (১৫৭৬-১৭৬০):
এ আমলে আরাকান রাজসভার পৃষ্ঠপোষকতায় মুসলমান কবিগণ প্রণয়কাব্য রচনা করে বাংলা সাহিত্যকে দিয়েছে নতুন মাত্রা।
✅ আবার জীবনী সাহিত্যের কেন্দ্রীয় চরিত্র ও বৈষ্ণব ধর্মের প্রাণপুরুষ শ্রী চৈতন্যদেবের নামানুসারে বাংলা সাহিত্যের মধ্যযুগ তিনি ভাগে বিভক্ত। যেমন:
১.চৈতন্য পূর্ববর্তী যুগ (১৩৫১-১৫০০ খ্রি.)
২. চৈতন্য যুগ (১৫০১-১৬০০)
৩. চৈতন্য পরবর্তী যুগ (১৭০১-১৭৬০)।
বি.দ্র:
🖌 শ্রী চৈতন্যদেব এমন ব্যক্তি যিনি বাংলা সাহিত্যে একটি পঙক্তি না লিখেও তার নামে একটি যুগের নাম হয়েছে। বৈষ্ণব পদাবলির আলোচনায় আমরা তার সম্পর্কে জানবো।
🖌 তেমনি বিদ্যাপতি এমন ব্যক্তি যিনি বাংলা সাহিত্যে একটি পঙক্তি না লিখেও বাংলার কবি হয়েছেন।কারণ তিনি ব্রজবুলি ভাষায় সাহিত্য রচনা করেন। বৈষ্ণব পদাবলির আলোচনায় আমরা তার সম্পর্কে জানবো।
✅ মধ্যযুগের সাহিত্যগুলো দুই ধরনের। যেমন:
১. মৌলিক সাহিত্য:
🖌 শ্রীকৃষ্ণকীর্তন কাব্য (এটি মূলত ভাবগত পুরাণের কৃষ্ণলীলা সম্পর্কিত লোকমুখে প্রচলিত কাহিনি অবলম্বনে রচিত)
🖌 মঙ্গলকাব্য
🖌 বৈষ্ণব পদাবলি
🖌 রোমান্টিক প্রণয়োপাখ্যান
🖌 লোক সাহিত্য
🖌 মর্সিয়া সাহিত্য
🖌 কবিগান ও
🖌 দোভাঁষী পুঁথি সাহিত্য।
২. অনুবাদ সাহিত্য:
বাংলা সাহিত্যে সাধারণত তিন ধরনের অনুবাদ সাহিত্য পাওয়া যায়। যেমন:
🖌 সংস্কৃত ভাষা থেকে: রামায়ণ, মহাভারত, ভাগবত।
🖌 হিন্দি ভাষা থেকে: পদ্মাবতী, মধুমালতি, সতীময়না ও লোরচন্দ্রানী।
🖌 আরবি-ফারিস ভাষা থেকে: কোরআন শরীফ, ইউসুফ-জুলেখা, লায়লী-মজনু, জঙ্গনামা, নূরনামা, গুল-ই-বাকাওলি, সপ্ত পয়কর ও হাতেমতায়ী ইত্যাদি।
বি.দ্র: রোমান্টিক প্রণয়োপাখ্যান ও আরাকান (রোসাঙ্গ) রাজসভার সাহিত্যগুলো অনুবাদ সাহিত্যের বিস্তর জায়গা দখল করে আছে।
✅ আজ আমরা জানবো- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য সম্পর্কে:✅
🖌 বাংলা সাহিত্যে মধ্যযুগের আদি নিদর্শন- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
🖌 আমরা জানি, বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন- চর্যাপদ মূলত প্রাচীন বাংলা ভাষায় রচিত যা রচনা করেছিলেন ২৩/২৪ জন কবি।
🖌তাই খাঁটি বাংলা ভাষায় রচিত বাংলার প্রথম সাহিত্য- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
🖌 এবং বাংলা সাহিত্যে একক লেখকের প্রথম সাহিত্যও- শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
✅ রচনা ও রচয়িতা:
🖌 শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের রচয়িতা- বড়ু চণ্ডীদাস। তার আসল নাম অনন্ত বড়ুয়া বা অনন্ত বড়াই।
🖌 সম্পাদক বসন্তরন্জন রায়ের মতে- কবির জন্ম ১৩৮৬-১৪০০ খ্রি. কোন এক সময় কিন্তু ড. মুহম্মদ শহীদুল্লাহ’র মতে, ১৩৭০-১৪৩৩ খ্রি. সময়ের মাঝে।
🖌 তবে মুহম্মদ শহীদুল্লাহ’র মতে, কাব্যটি রচিত হয় ১৩৪০-১৪৪০ খ্রি. সময়ের মাঝে।
বাকি অংশ জানবো পরের পোস্টে।
অনুধাবন-এর সঙ্গে থাকুন।
বাড়িতে থাকুন, পরিবার পরিজন নিয়ে নিয়ে নিরাপদ থাকুন।
ধন্যবাদান্তে
তারিফুল ইসলাম (তারিফ)
বিএসএস (সম্মান), এমএসএস, ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলা লেকচারার- অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার
লেখক- অনুধাবন (বাংলা ব্যাকরণ ও সাহিত্য)
শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.compuartsdigital.com
________________________________________
এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের জন্য টিপস / সমাধান সহ 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 1
এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের জন্য টিপস / সমাধান সহ 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 2
====================================================================
আপনার বয়স সংক্রান্ত প্রশ্নোত্তর পেতে / সাহায্য পেতে ক্লিক করুন এখানে।
====================================================================
আপনার ব্লগ দেখতে ক্লিক করুন এখানে
এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের জন্য টিপস / সমাধান সহ 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 1
এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের জন্য টিপস / সমাধান সহ 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 2
সকল সংবাদপত্রগুলির লিংক
====================================================================
প্রয়োজনীয়, জরুরি, গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ নম্বরের লিংক
====================================================================
শুধুমাত্র মহিলাদের জন্য, পুরষরা উঁকি দিতে চেষ্টা করবেন না . . . ২
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ২
====================================================================
জেনে নিন ইংরেজি সহ প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ৩
====================================================================
জেনে নিন ইংরেজি সহ প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ৪
====================================================================
Leave A Comment