আপনার ফেসবুক আইডি টি সুরক্ষিত রাখবেন কীভাবে।

হ্যাক থেকে শতভাগ সুরক্ষা !!! আসলেই তা আদৌ সম্ভব কি না, আমি জানিনা। ধারণা করছি- সম্ভব না, জ্বী আসলেই সম্ভব না।

গুগল সার্ভার হ্যাক হয়, ইউটিউব হ্যাক হয়, উইকিলিকস হ্যাক হয়, হিলারি ক্লিনটন -এর ই-মেইল এ্যাকাউন্ট হ্যাক হয় নাসার ওয়েবসাইট হ্যাক হয়, যেখানে তারা লক্ষ ডলার দিয়ে সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট রাখেন সেখানে আপনি নিজেকে শতভাগ সেফ অবশ্যই রাখতে পারবেন না।

তবে সামান্য কয়েকটা টিপস্ আপনি যদি মেনে চলেন তাহলে ৬০% হলেও সুরক্ষা পাবেন অবশ্যই।

AliDropship is the best solution for drop shipping

১) আপনার ফেসবুক এ্যাকাউন্টের সকল ইনফো রিয়েল দিন, ধরা ছোঁয়ার বাইরে / বেদের মেয়ে জোছনা / একাকী বসে আছি এসব না।
ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট, স্টুডেন্ট আইডি কার্ড -এর সাথে মিল রেখে নিজের নাম, জন্ম তারিখ, নাম ফেসবুকে দিবেন।

২) ফেসবুক এ্যাকাউন্ট কমপক্ষে দুইটা ইমেইল এ্যাড রাখবেন। একটা প্রাইমারি, আরেকটা রিকভারি।
এখন ইমেইল অনেক ধরণের আছে যেমন : Gmail , Yahoo, Hotmail , Aol, Bol, Outlook , Yandex ইত্যাদি

তবে আমি এখন সবচে’ বেশি পছন্দ করি এবং সাজেস্ট করি Gmail

৩) আপনার জিমেইল এ্যাকাউন্ট টি “2- স্টেপ ভেরিফিকেশন” করে প্রাইভেসি-সিকিউরিটি দিয়ে নিবেন অবশ্যই।

৪) এ্যাকাউন্টে অবশ্যই একটি সচল ফোন নাম্বার এড রাখবেন যেটা আপনি নিজে ব্যাবহার করে থাকেন।

৫) ফেসবুকে নিজের ইমেইল, ফোন নাম্বার, ডেট অফ বার্থ -এর প্রাইভেসি অনলি মি করে রাখুন।

৬) ফেসবুকের সেটিংস থেকে 2 ফ্যাক্টর ওথেন্টিকেশন / লগ ইন এ্যাপ্রুভাল অন রাখুন।

৭) অপরিচিত ডিভাইস দিয়ে লগ ইন করবেন না। করলে অবশ্যই চেক করে লগ আউট করবেন।

৮) তিন বা পাঁচজন ট্রাস্টেড কন্ট্যাক্ট এ্যাড রাখুন একাউন্টে।

৯) ফোনে এবং ইমেইলে অপরিচিত ডিভাইসের নোটিফিকেশন অন রাখুন, এটা আপনার একাউন্ট অপরিচিত ডিভাইস থেকে লগ ইন করার চেষ্টা করলে মেসেজ / নোটিফিকেশন -এর মাধ্যমে জানিয়ে দিবে।

১০) পাসওয়ার্ড নির্বাচন করুন কঠিন, i love you, password , 123456 এরকম পাসওয়ার্ড দিবেন না। এগুলো এনক্রিপ্ট করা খুব সহজ। পাসওয়ার্ড নির্বাচন করুনঃ প্রথমে সংখ্যা 123 পরে ওয়ার্ড abcd পরে নিউমিরিক সংখ্যা @#$€¥ এরকম পাসওয়ার্ড খুব শক্তিশালী হয় বলে হ্যাকারদের ডিক্রিপ্ট থেকে এনক্রিপ্ট করতে প্রায় মাসখানেক লাগবে। একটি শক্তিশালী পাসওয়ার্ড এর উদাহরণঃ *12%34kFi2.3pt@ikTrig61my$#

১১) কোনো উল্টাপাল্টা লিঙ্কে ক্লিক করবেন না, বা করলেও নিজের একাউন্টের একসেস দিবেন না। আপনার বিয়ে কত সালে হবে, কয়টা বাচ্চা হবে, কে আপনার আসল বন্ধু , এক ক্লিকে ৫ হাজার ফ্রেন্ডস, আপনার ব্যক্তিত্ব কেমন, ২০ হাজার ফলোয়ার্স এরকম লিংকগুলো এড়িয়ে যাবেন, এগুলো বেশিরভাগ ফিশিং লিংক, ক্লিক করলে আপনার একাউন্টের একসেস পেয়ে যেতে পারে।

সর্বোপরি বুঝে শুনে চোখ কান খোলা রেখে নিজ এ্যাকাউন্ট ব্যাবহার করুন, কারণ বর্তমান যুগে সাইবার ওয়ার্ল্ডে ক্রাইমের সংখ্যা কিন্তু প্রচুর।

আপনার আইডিকে ডিজেবল হওয়া থেকে রক্ষা করবেন কীভাবে 

AliDropship is the best solution for drop shipping

প্রথমতঃ আপনি যদি ফেসবুক কমিউনিটির রুলস্ ভঙ্গ করেন তাহলে আপনি যে-ই হোন না কেন, ডিজেবল হবেই।

অনেকে ভেবে থাকেন যে ব্লু ভেরিফাইড হলে সেটা ডিজেবল হয় না, সেক্ষেত্রে বলে রাখা ভালো যে তিন সপ্তাহ আগে বাংলাদেশী একজন এমপ ‘র ব্লু ভেরিফাই আইডি-ই ফেসলক হয়েছে। তো ব্লু ব্লু করে না লাফালে ও চলবে।

চলুন আসল যায়গায় আসি,  এই লিঙ্কে ক্লিক করেফেসবুক কমিউনিটির রুলসগুলো পড়ে নিবেন।

এবার অনেকের-ই এমন হয়, কোনো রুলস ভাঙেননি কিন্তু কেউ ক্লোন খুলে রিপোর্ট দিলো এণ্ড আপনি-ই প্রেটেন্ডিং ডিজেবল্ড !!!

আচ্ছা, এখন এর থেকে উত্তরণের উপায়গুলো জেনে নে’য়া যাক।

প্রথমতঃ আপনার আইডিতে প্রাইভেসি অনলি মি ( Only Me ) দিয়ে আপনার সিঙ্গেল, ফেস দেখানো, সানগ্লাস, ক্যাপ ছাড়া ছবি আপলোড দিবেন, যা এর আগে কখনো আপলোড দেন নাই এণ্ড কখনো আপলোড দিবেন না। তাহলে কেউ ক্লোণ করলেও ছবিগুলো পাচ্ছে না।

দ্বিতীয়তঃ নিজের রিয়েল ইনফো দিয়ে আইডি ব্যবহার করুন, ডকুমেন্ট অনুযায়ী।

তৃতীয়তঃ একটি চিকন বুদ্ধি, এই লিংকে ক্লিক করে আপনার আইডিকে ডেভেলপার এ্যাকাউন্ট -এ এড করে নিন অথরিটি অবশ্যই তাদের কোম্পানিতে ফ্রি খাটনি খাটা ভলান্টিয়ারদেরকে ডিজেবল করবে না।

চতুর্থতঃ আরেকটি চিকন বুদ্ধি, এই লিংকে ক্লিক করেআইডিকে বিজনেস আইডিতে এ্যাড করে নিবেন। অথরিটি অবশ্যই ডলার দিয়ে বুস্ট করানোর জন্য খোলা ইউজারদেরকে ডিজেবল করবেনা, ডলারের মায়া বলে কথা !!!

আর আইডির স্পর্শকাতর ইনফো অনলি মি রাখাটাই শ্রেয়, যেমন জন্ম সাল, ফোন নম্বার, ই-মেইল এড্রেস ইত্যাদি। তবে সবচ’ জরুরি, রুলস ভাঙলে এসব কেন, ব্লু ভেরিফাইড আইডি থাকলেও তা ফেরানোর কোনই কায়দা নাই।

অতএব, রুলস মেনে চলুন, ডিজেবল প্রুফ থাকুন।

আপনার ফেসবুক এ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে এ্যাক্টিভ করে নিন 2 স্টেপ ভেরিফিকেশন অপশনটি

আপনার ফেসবুক প্রোফাইলে লগইন করে ওপরে ডান পাশের অ্যারোতে ক্লিক করে Settings -এ ক্লিক করুন (সরাসরি যেতে চাইলে  এই লিংকে ক্লিক করুন )। এখন বাঁম দিকের মেন্যূতে Security -এ ক্লিক করুন। Login Approvals -এর ডান পাশ থেকে edit -এ ক্লিক করুন। এবার Require a security code to access my account from unknown browsers বক্সে টিক চিহ্ন দিন। টিক চিহ্ন দেওয়ার সময় নতুন একটি বার্তা এলে Get Started -এ ক্লিক করুন। আবারও নতুন বার্তা এলে Continue -এ ক্লিক করুন। আপনার ফেসবুকে মোবাইল ফোন নম্বর যোগ করা না থাকলে এখন যোগ করুন। আর করা থাকলে আপনার মোবাইল নম্বরে একটি কোড নম্বর এসএমএস আকারে যাবে। সেটি কোড বক্সে লিখে Continue -এ ক্লিক করুন। পূণরায় পাসওয়ার্ড লিখতে বললে পাসওয়ার্ড লিখে Submit -এ ক্লিক করুন। এখন Close-এ ক্লিক করুন। এখন Login Alerts -এর ডান পাশ থেকে edit-এ ক্লিক করে Get notifications এবং E-mail login alerts to E-mail address-এ ক্লিক করে Save Changes -এ ক্লিক করুন।

এখন থেকে প্রতিবার আপনার কম্পিউটার বা মোবাইল ফোন ছাড়া অন্য কারও কম্পিউটার বা মোবাইল ফোন থেকে কেউ আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করতে চাইলে আপনার মোবাইল ফোনে একটি কোড নম্বর আসবে এবং সেই সাথে আপনার ই-মেইল ইনবক্সেও একটি ই-মেইল চলে যাবে। এই নম্বরটি কোড বক্সে লিখে Continue করলেই আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগইন করা যাবে। তাই আপনার ফেসবুকের পাসওয়ার্ড চুরি হয়ে গেলেও কেউ আপনার ফেসবুকে লগ-ইন করতে পারবে না মোবাইল ফোনের কোড নম্বর না জানার কারণে।

বুস্ট করা ছাড়া, ফ্রী ফেসবুক পেজ এবং পেজের পোস্টের লাইক বাড়াবেন কীভাবে।

AliDropship is the best solution for drop shipping

বিষয়টা অনেকটা অটো লাইকের মতোই, আর অটো নামক বিষয়টা অবশ্যই Give & Take থিওরৗই অবলম্বন করে।

এখানেও তারা আপনার পেজে এবং পেজের পোষ্টে লাইক বাড়িয়ে আপনার সেই আইডি, অর্থাৎ যেটা দিয়ে লগিন করে লাইক নিবেন সেটা থেকে কিছু মানুষের পেজে এবং পেজের পোষ্টে লাইক নিয়ে নিবে।

এজন্য পেজে একটা ফেক আইডিকে এডমিন বানিয়ে সেটা দিয়ে কাজগুলো করবেন, যাতে আপনার রিয়েল আইডিটি সুরক্ষিত থাকে, এবং অটো লাইক নে’য়ার পর মনে করে লগিন সিজন থেকে বাকি সিজন রিমোভ করে নিবেন।

চলুন দেখি কীভাবে কী করা যায়।

Page Liker: 
১) প্রথমে এই সাইটে যাবেন, ক্রোম ব্রাউজার হলে সুবিধা হবে।

২) login for page likes -এ ক্লিক করবেন।

৩) লগিন বক্সে ইমেইল পাসওয়ার্ড দিবেন, জ্বী, লগিন এ্যাপ্রুভাল অন থাকলে বন্ধ করে নিবেন।

৪) টোকেন বক্স থেকে টোকেন কপি করবেন, এখানে মাথায় রাখবেন যে, সম্পূর্ন টোকেন না বরং “EE থেকে অন্য ” পর্যন্ত যা থাকবে সেটাই কপি করবেন। ক্লিক করলে এমনিতেই টোকেন সিলেক্ট হয়।

৫) সাবমিট বক্সে টোকেন পেস্ট করে সাবমিট করুন।

৬) লগইন কোড দিন।

৭) আবার Fan Page Like সিলেক্ট করুন এবং লগইন কোড দিন।

৮) এবার Fan Page Like -এ ক্লিক করে আপনার পেজ সিলেক্ট করে সাবমিট দিন এবং দেখুন লাইক বৃদ্ধি পাচ্ছে।

দিনে ১৫ বার প্রতি ৩০ মিনিট পরপর এভাবে লাইক নিতে পারবেন।

Page Post Like: 
১) এই লিংক থেকে এ্যাপ ইনস্টল করুন।

২) এবার ফেসবুকের মত লগইন পেজ আসবে। লগইন করুন।

৩) কন্টিনিউতে ক্লিক করুন।

৪) ক্যাপচা কোড দিন।

৫) Page Post Liker সিলেক্ট করুন।

৬) পেজ সিলেক্ট করুন।

৭) লাইক লিমিট সেট করুন, যদিও ২৫০ -এর বেশি এক সাবমিটে দেয় না।

৮) পোস্ট সিলেক্ট করে সাবমিট করুন।

ব্যাস্ আপনার কাজ শেষ।

AliDropship is the best solution for drop shipping

________________________________________

ভালো লাগলে, ইচ্ছে হলে শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.compuartsdigital.com
________________________________________

 ====================================================================
বিসিএস ও অন্যান্য চাকরির পরীক্ষায় একাধিকবার আগত পশ্নগুলো।
====================================================================

এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের জন্য 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 1

এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 2


header-2আপনার প্রতিষ্ঠানের জন্য ওয়েব সাইটটি পূর্ণাঙ্গরূপে তৈরি করতে
যোগাযোগ করতে পারেন উপরের ঠিকানায ক্লিক করে।


====================================================================
আপনার বয়স সংক্রান্ত প্রশ্নোত্তর পেতে / সাহায্য পেতে ক্লিক করুন এখানে।
====================================================================
কম্পিউটার সম্পর্কিত সাধারণ কিছু প্রশ্নোত্তর।
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
===================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১
===================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ২
===================================================================