পৃথিবীর প্রতিটা ভাষার ব্যকরণেই রয়েছে অদ্ভুত এবং মজার কিছু বিষয়। চলুন জেনে নে’য়া যাক ইংরেজী ভাষায় ব্যবহৃত হয়েছে এমন কিছু অদ্ভুত- কিম্ভূতকিমাকার শব্দাবলীঃ

১. বিবিসি’র ভাষ্যমতে সবচেয়ে লম্বা ইংরেজি শব্দটি হল-

pneumonoultramicroscopicsilicovolcanoconiosis.

(নিউমনো-আলট্রা-মাইক্রোসকপিক-সিলিকো-ভলকানো-কনিওসিস)
মাঝে ড্যাস দিলাম পড়ার সুবিধার্থেএতে ৪৫ টি বর্ণ আছে। যা ফুসফুসের একটি রোগের নাম যা সিলিকার বিষক্রিয়ায় হয়ে থাকে যে রোগটি খনি শ্রমিক, পাথর ভাঙ্গা শ্রমিকদের বেশী হতে পারে। ধূলো কণা ফুসফুসে ঢুকলে এ রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেশী।

২. Supercalifragilisticexpialidocious
মোট বর্ণঃ ৩৪ টি
বাংলা উচ্চারনঃ সুপার ক্যালিফ্রা যিলিসটি সেক্সপিয়া লিডোসিয়াস
ইহা যা বুঝায়ঃ এটি একটি গানের টাইটেল। ১৯৬৪ সালের ডিজনীর Mary Poppins নামের একটি মুভির গান এটি।

৩. Antidisestablishmentarianism
মোট বর্ণঃ ২৮ টি
বাংলা উচ্চারণঃ অ্যান্টি ডিজ স্টাব্লিশমেন্টারিয়ানিজম
ইহা যা বুঝায়ঃ ইহা একটি পলিটিকাল ধারণার নাম। এই ধারণার নাম তৈরি হয়েছিল ব্রিটেনে। এটি এসেছে ডিজ-স্টাব্লিশমেন্ট শব্দটি থেকে। ডিজ-স্টাব্লিশমেন্ট শব্দটির ব্যাখ্যা হলঃ তৎকালীন ব্রিটেনে (১৮৬০ সাল) রাষ্ট্র ও চার্চ কে আলাদা করার একটি আন্দোলন হয়। তো ডিজ-স্টাব্লিশমেন্ট ধারণার বিপরীত টি হল অ্যান্টি ডিজ স্টাব্লিশমেন্টারিয়ানিজম।

৪. Taumata¬whakatangihanga¬koauauo¬tamatea¬turi¬pukakapiki¬maunga¬horo¬nuku-pokai ¬whenua¬kitanatahu
মোট বর্ণঃ ৯৭ টি
বাংলা উচ্চারণঃ তাউ মাতা ওহাকা তাঞ্জি হাঞ্জা কোয়া ও-য়া-উ ওতে মাতে আতুরি পুকা কাপিকি ইমাউঞ্জাহ ওরো নুকু পুকাই হোয়ে নুয়া কিতা নাতা হু
ইহা যা বুঝায়ঃ এটা একটা পাহাড়ের নাম, নিউজিল্যান্ডের। ভাষাটা অবশ্য মাওরি ভাষা। এই নাম Interview এ ধরলে সর্বনাশ। তাই সংক্ষেপে একে তাউ মাতা বললেও হবে।

৫. Floccinaucinihilipilification
মোট বর্ণঃ ২৯ টি
বাংলা উচ্চারনঃ ফ্লক্সিন-অ-সিনি হিলি পিলি ফিকেশান
ইহা যা বুঝায়ঃ এইটা একটা অভ্যাসের নাম যে অভ্যাসের কারণ সব কিছু Unimportant মনে হয়।

৬. Honorificabilitudinitatibus
মোট বর্ণঃ ২৭ টি
বাংলা উচ্চারনঃ অনারিফিক্যাবিলিচুডিনি ট্যাসিবাস
ইহা যা বুঝায়ঃ মানুষ যে অবস্থায় থাকলে সম্মান অর্জন করতে পারে সেই অবস্থার নাম অনারিফিক্যাবিলিচুডিনি ট্যাসিবাস। এটা প্রথম ব্যবহার করেন জনাব শেক্সপিয়ার।

৭. Chargoggagoggmanchauggagoggchaubunagungamaugg
মোট বর্ণঃ ৪৫ টি
বাংলা উচ্চারনঃ পারি না। আমার দুইটা দাঁত অলরেডি নড়তেছে। ( অনুগ্রহপূর্বক নিজ দায়িত্বে করে উচ্চারণ উদ্ধার করে)
ইহা যা বুঝায়ঃ এটি একটি লেকের নাম। যত বড় লেক ঠিক তত বড়ই এর নাম। এর আরেকটা নাম আছে—Webster Lake. তবে Chargoggagoggmanchauggagoggchaubunagungamaugg এই শব্দটি এসেছে NIPMUC ভাষা থেকে। যারা NIPMUC সম্পর্কে জানতে আগ্রহী তারা ক্লিক করেন এখানে-
Nipmuc Nation

৮. Llanfairpwllgwyngyllgogerychwyrndrobwllllantysiliogogogoch
মোট বর্ণঃ ৫৮ টি
বাংলা উচ্চারনঃ আনভার পুগুইন জিগো গেরি জর্ন দ্রোবো অ্যান্টি সিলজো গোগো গগশ (উচ্চারন টা ঠিক ইংরেজি না, স্থানীয়)
ইহা যা বুঝায়ঃ এটি একাধারে একটি গ্রাম এবং একটি গোষ্ঠীর নাম। এই গ্রামটির অবস্থান Wales -এর Anglesey দ্বীপে।
যারা চান তারা গিয়ে দেখে আসতে পারেন-
এখানে ক্লিক করে

৯. Lopadotemachoselachogaleokranioleipsanodrimhypotrimmatosilphioparaomelitokatakechymenokichl­epikossyphophattoperisteralektryonoptekephalliokigklopeleiolagoiosiraiobaphetraganopterygon
মোট বর্ণঃ ২১০ টি
বাংলা উচ্চারনঃ লোপাদো তেমাচো সেলাচো গ্যালিও ক্র্যানিও লিপ সানো ড্রিম হাইপো ত্রিম্মাতো সিলফিও পারাও মেলিতো ক্যাটাকেচি মেনো কিশ এপি কসিফো ফ্যাতো অ্যালেকত্রিওন অপ্তে কেফালিও কিগক্লো পেলিও লাগয়ো সিরায়ো বাফে ত্রাগানো তেরিগন
ইহা যা বুঝায়ঃ কি জিনিস হতে পারে এটা ???!!! আসুন দেখে নে’য়া যাক কী এটা !!!

এটাতে থাকেঃ
i. ফিস স্লাইস
ii. চিংড়ি
iii. কাঁকড়া
iv. মধু
v. বণ্য কবুতরের মাংস
vi. পোষা কবুতরের মাংস
vii. হাঁসের রোস্ট

এখানেই শেষ না। আরো থাকে ১৬ রকমের মিস্টি, বুনো ফল ইত্যাদি ইত্যাদি। খাবেন ??? না রে ভাই, এটা একটা Fictional ডিশ। এই ডিশ -এর আইডিয়া দাতা হলেন প্রাচীন নাট্যকার অ্যারিস্টোফেন। বলে নেই যে, শব্দটা হল প্রাচীন গ্রীক ভাষার।

  • 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18 (অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12+5+20+20+5+18=80
  • ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
  • “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
  • “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
  • “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
  • “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) সাজানো আছে।
  • ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Q এ পরে u আছে।
  • Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।
  • একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
  • Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।
  • Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮ টি vowel আছে।
  • vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।
  • vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
  • গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায় হল গাধা-গাধা-আমি-জাতি।
  • Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
  • University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
  • “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
  • “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূণরাবৃত্তি নাই।
  • ”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
  • “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
  • Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
  • A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।
  • **  সচরাচর I এর পরে am বসে কিন্তু-
    এখানে- I is the ninth letter of alphabet !!!!!!!!!!!!
  • **  It is raining.
    Bristi is reading.
    বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে।

যা-ই বলেন আর তা-ই বলেন, এখন পর্যন্ত আমার জানামতে পৃথিবীর সবচে’ বড় এবং আশ্চর্যজনক শব্দটি হচ্ছে-

না,
শব্দটি এখানে দিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে চাইনা। বরং তারচে’ এই ভালো, আপনি নিজেই গিয়ে দেখে আসুন নিচের লিংকে গিয়ে।

খোঁচা মারুন এখানে অথবা এখানে

আমি 1000% নিশ্চিত আপনি এই শব্দটি দেখামাত্রই আপনার চোখ কপালে নয়, গাছে উঠবে !!!

ধন্যবাদ।

AliDropship is the best solution for drop shipping________________________________________

শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.compuartsdigital.com
________________________________________


====================================================================
সকল সংবাদপত্রগুলির লিংক
====================================================================
প্রয়োজনীয়, জরুরি, গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ নম্বরের লিংক
====================================================================
শুধুমাত্র মহিলাদের জন্য, পুরষরা উঁকি দিতে চেষ্টা করবেন না . . . ২
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১