ড. রাগিব হাসান।
একজন ড. রাগিব হাসান স্যার। সৃজনশীল গবেষক- বিজ্ঞানী। বিশেষ করে কম্পিউটার- সাইবার নিরাপত্তা বিষয়ক ব্যাপক গবেষক বিজ্ঞানী। সেই 2010 সাল থেকে আজ অবধী নেটে প্রকাশিত তাঁর খুব কম লেখাই আছে যেটা আমি অন্ততঃ একাধিকবার পড়িনাই। মাঝে মধ্যে বহু কষ্টে দাঁতে দাঁত কামড় দিয়ে তাঁর অনেক লেখাই আমার ও কিছু পাঠকদের সংগ্রহে রাখার জন্য এখানে প্রকাশ করার লোভ সংবরণ করেছি। তাঁর ভার্চূয়াল অনুমতিতে আজকে তাঁর এই লেখাটি এখানে সংরক্ষণ করে রাখার লোভ সামলাতে পারলামনা।
_____________________________________________________________________________________

লেখকঃ
ড. রাগিব হাসান

 

~ কম্পুকৌশল — জিপিএস কী করে কাজ করে? ~

 

~ পথ হারিয়ে কোন বনে যাই …~

বাংলা সিনেমা। নায়কের মাথায় ভিলেন ফাটা বাঁশ দিয়ে দিয়েছে বেমক্কা বাড়ি। নায়কের গেছে স্মৃতি হারিয়ে। জ্ঞান ফিরতেই চিঁ চিঁ করে বললো, “আমি কোথায়? আমি কোথায়?”

 

কিংবা ধরুন কবিগুরু রবীন্দ্রনাথ! ছুটির দিনে কাজ কর্ম না থাকলে কী চাইতেন? মনের আনন্দে যাবেন বনে পিকনিকে কিন্তু ঠিকানা মনে হয় জানেন না, তাই লিখেছিলেন

“কী করি আজ ভেবে না পাই
পথ হারিয়ে কোন বনে যাই,
কোন মাঠে যে ছুটে বেড়াই
সকল ছেলে জুটি,”

 

একটা সময় ছিলো যখন কোনো ঠিকানা খুঁজে বের করার ব্যাপারটা অনেকটা ছিলো এরকমই। হারিয়ে যাওয়া ছিলো খুব সহজ। আমার মতো দিককানা লোকদের জন্য একেবারে ডাল ভাত — খুব সহজেই দিকভ্রান্ত হয়ে পথ হারিয়ে খুঁজে না পাই টাইপের দশা হতো প্রতিদিনই।

কিন্তু আজ?

 

কোথায় আছেন, বুঝতে কতক্ষণ লাগে? যতক্ষণে পকেট থেকে স্মার্টফোনটা বের করবেন, ততক্ষণ। জিপিএস GPS আছে না? সেই জিপিএস দিয়ে গুগল বা অন্য কারো ম্যাপ অ্যাপটা খুললেই জাদুমন্ত্রের মতো বেরুবে আপনার অবস্থান। আর কোথাও যেতে চাইলে গন্তব্যস্থানের ঠিকানা দিলেই আর কারো উপরে করতে হবেনা নির্ভর, ফোনটাই বলে দিবে ডানে বামে যাবেনটা কোথায়।

 

প্রশ্ন হলো এই ফোন ব্যাটা কী করে আপনার অবস্থানটা জানে? জাদু জানে নাকি?

 

~ জিপিএস এর জাদুমন্ত্র ~

 

জাদু জানে বটে, আর সেই জাদুর নাম হলো জিপিএস – গ্লোবাল পজিশনিং সিস্টেম। কিন্তু কী করে এটা সম্ভব?

 

অবস্থান খুঁজে বের করার এই সমস্যাটা নতুন না, ইতিহাসের আদি অন্ত কাল থেকেই পথ খুঁজে বের করাটা মানব সভ্যতার কাছে বড় একটা সমস্যা ছিলো। প্রযুক্তির বিকাশের সাথে সাথে যখন স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ প্রযুক্তির উদ্ভব ঘটলো, তখন সমাধানটাও বেরিয়ে এলো সহজেই। ভূপৃষ্ঠে অবস্থান বের করার কাজটার জন্য এক ঝাঁক স্যাটেলাইট ব্যবহার করা হয়। মার্কিন সেনাবাহিনীর তত্ত্বাবধানে বানানো এই জিপিএস প্রযুক্তির জন্য ২০ থেকে ৩০টি স্যাটেলাইট সারাক্ষণ পৃথিবীর চার দিকে ঘুরছে আর সিগনাল পাঠাচ্ছে। আপনার হাতের মুঠোফোনের জিপিএস রিসিভার সেই সিগনালটা দিয়েই বের করে নিচ্ছে আপনার অবস্থান।

কীভাবে? ধরেন আপনি একটা তেপান্তরের মাঠে দাঁড়িয়ে থেকে ভাবছেন কোথায় আমি? এমন সময় দূর থেকে কেউ চেঁচিয়ে বললো চান্দু, তুমি কলাবাগান থেকে ১ মাইল দূরে আছো। তাহলে আপনি আছেন কোথায়? কলাবাগানের চারিদিকে ১মাইল ব্যাসার্ধের বৃত্ত আঁকলে সেই বৃত্তের পরিধির উপরে যেকোনো জায়গায় থাকতে পারেন, কাজেই খুব একটা লাভ হলো না একজনের কাছ থেকে জেনে। এমন সময়ে যদি আরেকজন বলে আজিমপুর থেকে তুমি দেড় মাইল দূরে, তাহলে একটু সুবিধা হলো, আজিমপুরকে ঘিরে দেড় মাইল ব্যাসার্ধের বৃত্ত আর আগের কলাবাগানের বৃত্ত — এই দুইটা বৃত্ত বড়জোর দুইটা বিন্দুতে ছেঁদ করবে, সেই দুইটা জায়গার যেকোনো একটায় আপনি আছেন। আর দুইটার কোনটায় আছেন তা জানতে চাইলে তৃতীয় আরেকজনের সাহায্য লাগবে, ধরা যাক সে আছে হাতিরপুলে, বললো সেখান থেকে আধা মাইল দূরে আপনি আছেন। এই বৃত্তটি আগের দুই বৃত্তকে বড়জোর এক জায়গায় ছেদ করবে। ব্যাস, হয়ে গেলো, তিনটি বৃত্ত যেখানে ছেদ করছে সেখানেই আপনার অবস্থান। আর অবস্থান জানলে মানচিত্রে সেটা বসিয়ে দিলেই আপনার ফোনটা দেখাতে পারছে আপনি এখন কোথায় আছেন।

 

এই পদ্ধতিতে বলা হয় Trailateration — এর মাধ্যমে সমতলে আপনার অবস্থান জানা যায়। কিন্তু পৃথিবীটা তো গোলাকার, ত্রিমাত্রিক এই পৃথিবীতে কীভাবে কাজ করবে এটা? তার জন্য লাগে ৩টা না, ৪টা জায়গা থেকে দূরত্ব জানা।

 

~ স্যাটেলাইটের ডাক ~
ঠিক এইখানেই আসছে স্যাটেলাইটের ভূমিকা। ঐযে বললাম, ২০ থেকে ৩০টা স্যাটেলাইট বন বন করে ঘুরছে পৃথিবীর চারিদিকে, ২০ হাজার মাইল দূরে? যেকোন মুহূর্তে আপনার চারদিকে অন্তত ৪টা এরকম স্যাটেলাইট পাবেন। এরা সারাক্ষণ পাঠাচ্ছে সংকেত রেডিও তরঙ্গের মাধ্যমে। আপনার ফোনটা যখন পকেট থেকে বের করে ধরছেন, ততক্ষণে এই ফোনের জিপিএস চিপটা স্যাটেলাইটগুলার সংকেত পেয়ে যাচ্ছে। ঠিক কোন সময়ে কোন সিগনাল পাঠানো হয়েছে, সেটা পারমাণবিক ঘড়ির মাধ্যমে বের করা যায়। আর আপনার ফোনটা এই সংকেত কোন সময়ে পেলো, এই দুইটা সময়ের পার্থক্য থেকে বের করা যায় কতোটা সময় লাগলো এই তরঙ্গের আপনার কাছে পৌছাতে। তাকে আলো তথা তড়িৎচৌম্বকীয় তরঙ্গের গতিবেগ দিয়ে গুণ করলেই বেরিয়ে আসবে আপনার ফোন আর স্যাটেলাইটের দূরত্ব। স্যাটেলাইটের অবস্থান এই সময়ে কোথায় হবে তা যদি আপনার ফোনের জানা থাকে তাহলে এই চারটা দূরত্ব থেকে ট্রাইল্যাটারেশন পদ্ধতিতে বের করে ফেলা যাচ্ছে ভূপৃষ্ঠে আপনার অবস্থান।

 

জিপিএস ঠিক এইভাবেই কাজ করে। অবশ্য কিছু ব্যাপার আরো আছে — একশ বছর আগে আইনস্টাইন নামের এক লোক ছিলো মনে আছে? সেই আইনস্টাইন বলে গেছিলেন যে মহাকর্ষ যেখানে প্রবল, সেখানে সময় আস্তে চলে। আপনি পৃথিবীর উপরে বসে আছেন, আর স্যাটেলাইট আছে পৃথিবী থেকে ২০ হাজার মাইল উপরে। কাজেই স্যাটেলাইটের ঘড়িটা আপনার ফোনের ঘড়ির চাইতে একটু দ্রুত চলছে, এই ছোট্ট পার্থক্যটাকে হিসাবে আনতে হয়, নইলে আস্তে আস্তে হিসাবের গরমিল থাকে বাড়তেই। আবার অন্য সমস্যাও আছে, জিপিএস কাজ করতে হলে স্যাটেলাইটের সিগনাল ধরতে পারা লাগবে, ঘরের ভিতরে কিংবা উঁচু বিল্ডিং এর ছায়ায় পড়ে গেলে সেই সিগনাল আপনার ফোনে নাও আসতে পারে। সেজন্য রয়েছে অ্যাসিস্টেড জিপিএস, যেখানে মোবাইল ফোনের টাওয়ার ও বেইজ স্টেশন থেকে সাহায্য করা হয় ফোনের অ্যাপকে এই কাজে।

 

স্যাটেলাইট দিয়ে অবস্থান বের করার এই সিস্টেমটা প্রথমে বানানো হয়েছিলো মার্কিন সেনাবাহিনীর কাজের জন্য। পরবর্তিতে এটা উন্মুক্ত করে দেয়া হয় জনসাধারণের ব্যবহারের জন্য — আজ সারা বিশ্বে কোটি কোটি মানুষ এই সিস্টেমটা ব্যবহার করছে। বিকল্প অবশ্য আছে — রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের নিজেদের সিস্টেম চালু করেছে স্যাটেলাইট পাঠিয়ে।

 

সৃষ্টির আদি থেকে পথ হারাবার যে সমস্যা মানুষের ছিলো, জিপিএস প্রযুক্তি সেই সমস্যাকে অনেকাংশেই করেছে দূর।

_____________________________________________________________________________________
কবিগুরু রবীন্দ্রনাথ ছুটির দিনে “পথ হারিয়ে কোন বনে যাই” লিখতে পেরেছিলেন। একটা স্মার্ট ফোন আর ম্যাপের অ্যাপ থাকলে আজকের কবিদের কিন্তু পথ হারাবার ভয়টয় নাই। জিপিএস আছে না ?

(পোস্টের সাথের ছবিটি উইকিমিডিয়া কমন্স থেকে ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের অধীনে ব্যবহৃত)

 

Ragib Hasan
Ph. D.
Tenure-Track Assistant Professor
Department of Computer and Information Sciences
University of Alabama
Birmingham.

 

 

________________________________________

শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.compuartsdigital.com
_______________________________________________________________________

বাসমাশিস -এর ২৫ তারিখের মিটিংয়ের
একটি পর্যালোচনা

_______________________________________________________________________

ডিজিটাল কন্টেন্ট ফ্রী সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন-
01711 353 363
====================================================================
সকল সংবাদপত্রগুলির লিংক
====================================================================
প্রয়োজনীয়, জরুরি, গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ নম্বরের লিংক
====================================================================
শুধুমাত্র মহিলাদের জন্য, পুরষরা উঁকি দিতে চেষ্টা করবেন না . . . ২
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ২
====================================================================
জেনে নিন ইংরেজি সহ প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ৩
====================================================================
জেনে নিন ইংরেজি সহ প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ৪
====================================================================