খনার বচন

হিন্দু সমাজে খনার বচনের সৃষ্টি হয়েছে। এগুলো খনা নামে বাঙালি এক বিদুষী নারীর রচিত কৃষি ও আবহাওয়া সম্পর্কিত ভবিষ্যদ্বাণী।
খনার নিবাস ছিল অধুনা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বারাসত সদর মহকুমার দেউলিয়া গ্রামে (বর্তমানে চন্দ্রকেতুগড় প্রত্নস্থল, যেটি খনামিহিরের ঢিবি নামে পরিচিত)।

কথিত আছে লঙ্কাদীপের অনিন্দ্যসুন্দর বিদুষী রাজকুমারী লীলাবতীর ডাকনাম ছিল খনা অথবা রাক্ষসকবলিত কোন এক রাজ্যে রাজকন্যা খনা যার আসল নাম লীলাবতী। খনা শব্দের অর্থ বোবা।
মহারাজ বিক্রমাদিত্যের নবরত্ন সভার পণ্ডিত বরাহমিহিরের পুত্র মিহির তার স্বামী। জ্যোতিষশাস্ত্রে পারদর্শী হওয়ায় রাজা বিক্রমাদিত্যের সভার দশম পণ্ডিত হিসেবে আসন লাভ করেন খনা। এতে তার পণ্ডিত শ্বশুর বরাহমিহির ঈর্ষান্বিত ও অপমানিত হয়ে শ্বশুর বরাহমিহির তার পুত্রকে খনার জিব কেটে দেয়ার নির্দেশ দেন। তার শ্বশুর পণ্ডিত বরাহমিহির আদেশে স্বামী মিহির তার জিব কেটে দিয়েছিল বলে সে বোবা ছিল। জিব কাটার পূর্বে লীলাবতী, কৃষি ও আবহাওয়া সম্পর্কে যা ভবিষ্যদ্বাণী করেছিল তাই মূলত খনার বচন হিসেবে পরিচিত।
🖌 তবে অনেক গবেষক মনে করেন, খনা কোন ব্যক্তির নাম নয়। এটি লোকসাহিত্যের কাল্পনিক চরিত্র।
🖌 ডাক ও খনার বচনে বিষয়গত ঐক্যমান থাকলেও খনার বচনে কৃষি ও আবহাওয়ার কথা প্রাধান্য পেয়েছে।

 বিখ্যাত খনার বচন

১. দিনে রোদ রাতে জল।
তাতে বাড়ে ধানের বল।।
কাতিকের উনজলে।
খনা বলে দুন ফলে।।

ব্যাখ্যা: দিনের বেলা প্রখর রোদ আর রাত্রে বৃষ্টি হলে ধানের জমি উর্বর হয় ও ধানের ফলন ভাল হয়।

২. ষোল চাষে মূলা,
তার অর্ধেক তুলা;
তার অর্ধেক ধান,
বিনা চাষে পান।।

ব্যাখ্যা: ১৬ দিন চাষ করার পর সেই জমিতে মূলা চাষ করলে ভাল জাতের ফলন পাওয়া যায়। তুলা লাগানোর জমিতে ৮ দিন চাষ করতে হবে, ধানের জমিতে ৪ দিন চাষ করে ধান লাগালে ভাল ফলন পাওয়া যায়। পানের জমিতে চাষের প্রয়োজন হয় না।

৩. কলা রুয়ে না কেটো পাত,
তাতেই কাপড়, তাতেই ভাত।
ব্যাখ্যা: কলাগাছের ফলন শেষে গাছের গোড়া যেন না কাটে কৃষক, কেননা তাতেই সারা বছর ভাত-কাপড় জুটবে তাদের।

৪. যদি বর্ষে আগুনে,
রাজা যায় মাগনে।।

ব্যাখ্যা: যদি অঘ্রাণে বৃষ্টিপাত হয়, তো, রাজারও ভিক্ষাবৃত্তির দশা, আকাল অবস্থায় পতিত হওয়াকে বোঝায়।

৬. যদি বর্ষে পুষে;
কড়ি হয় তুষে।।

ব্যাখ্যা: পৌষে বৃষ্টিপাতের ফলে কৃষক তুষ বিক্রি করেও অঢেল টাকাকড়ির বন্দোবস্ত করবে।

৭. যদি বর্ষে মাঘের শেষ,
ধন্য রাজার পুণ্য দেশ।।

ব্যাখ্যা: মাঘের শেষের বৃষ্টিপাতে রাজা ও দেশের কল্যাণ।

৮. কোল পাতলা ডাগর গুছি
লক্ষ্মী বলেন ঐখানে আছি।।

ব্যাখ্যা: ফাঁক ফাঁক করে ধান বুনলে ধানের গুছি মোটা হয় এবং অনেক বেশি ফলন হয়।

৯. সরিষা বনে কলাই মুগ,
বুনে বেড়াও চাপড়ে বুক।।

ব্যাখ্যা: একই জমিতে যদি সরিষা ও মুগ/কলাই একসাথে বোনা যায় তাহলে দুটি ফসলই একসাথে পাওয়া যায়।

১০. আউশের ভুঁই বেলে,
পাটের ভুঁই আটালে।।

ব্যাখ্যা: বেলে মাটিতে আউশ ধান এবং এঁটেল মাটিযুক্ত জমিতে পাট ভাল হয়।

অন্যান্য

জন্ম-মৃত্যু-বিবাহ,
তিন না জানেন বরাহ।।

কী কর শ্বশুর লেখা-জোখা
মেঘের মধ্যেই জলের রেখা।।

আগে খাবে মায়ে,
তবে পাবে পোয়ে।।

পূর্ণিমা অমাবস্যায় যে ধরে হাল
তার দুঃখ হয় চিরকাল।
তার বলদের হয় বাত,
ঘরে তার থাকে না ভাত।।

থেকে বলদ না বয় হাল,
তার দুঃখ সর্বকাল।।

বাড়ির কাছে ধান গা
যার মার আছে ছা।
চিনিস বা না চিনিস,
খুঁজে দেখে গরু কিনিস।।

শীষ দেখে বিশ দিন
কাটতে মাড়তে দশ দিন।।

ধন্যবাদান্তে
তারিফুল ইসলাম (তারিফ)
বিএসএস (সম্মান), এমএসএস, ঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলা লেকচারার- অ্যাচিভমেন্ট ক্যারিয়ার কেয়ার

AliDropship is the best solution for drop shipping________________________________________

শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.compuartsdigital.com
________________________________________


====================================================================
সকল সংবাদপত্রগুলির লিংক
====================================================================
প্রয়োজনীয়, জরুরি, গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ নম্বরের লিংক
====================================================================
শুধুমাত্র মহিলাদের জন্য, পুরষরা উঁকি দিতে চেষ্টা করবেন না . . . ২
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১