P2P

 

আপনার ব্যাক্তিগত প্রোফাইল/এ্যাকাউন্টটি ফেসবুক পেইজ –এ রূপান্তর করে নে’য়া যায়। আপনার ব্যাক্তিগত প্রোফাইল/এ্যাকাউন্টটি ফেসবুক পেইজ –এ রূপান্তর করে নে’য়া মাত্রই ফেসবুক আপনার প্রোফাইল/এ্যাকাউন্টটির বর্তমান প্রোফাইল ছবি ও কভার ফটো আপনার ঐ পরিবর্তিত পেইজে নিয়ে যাবে। আপনার ব্যাক্তিগত প্রোফাইল/এ্যাকাউন্টটির নামই আপনার পরিবর্তিত পেইজের নামে রূপন্তরিত হবে, এবং আপনি ঐ পেইজে আপনার প্রোফাইল/এ্যাকাউন্ট –এ বন্ধু সংযুক্ত করার মতো লাইকার/বন্ধু সংযুক্ত করার জন্য অপশন পাবেন। ফেসবুক আপনার ব্যাক্তিগত প্রোফাইল/এ্যকাউন্ট –এর যাবতীয় ছবি/স্ট্যাটাস আপনার ঐ পরিবর্তিত পেইজে নিয়ে যাবে।

আপনার ব্যাক্তিগত প্রোফাইল/এ্যকাউন্টটি ফেসবুক পেইজ –এ রূপান্তর করতে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবেঃ

1. আপনার প্রোফাইল থেকে- Create a Facebook Page Based on Your Profile -এ যান।

2. Get Started অপশনে ক্লিক করুন। অতঃপর স্ক্রীণের নির্দেশাবলী অনুসরণ করুন।

 

  • আপনি আপনার ব্যাক্তিগত প্রোফাইল/এ্যকাউন্টটি কেবলমাত্র একবারই পেইজ –এ রূপান্তর করতে পারবেন
  • রূপান্তরিত এই পেইজটিকে কোনভাবেই আর ব্যাক্তিগত প্রোফাইল/এ্যকাউন্ট –এ রূপান্তর করা যাবেনা।
  • রূপান্তরিত পেইজটি পরিচালনা করার জন্য আগে থেকেই আপনার অন্য আরোও একটি ব্যাক্তিগত প্রোফাইল/এ্যকাউন্ট থাকতে হবে।
  • আপনার ব্যাক্তিগত প্রোফাইল/এ্যকাউন্টটি ফেসবুক পেইজ –এ রূপান্তর করে নে’য়ার পর 14 দিন পর্যন্ত আপনার এই রূপান্তর প্রকৃয়ার অপশন বা টুলসটি আপনার প্রোফাইল/এ্যকাউন্ট –এ সচল থাকবে।

 

 

ভিডিওচিত্রে দেখে নিন এখান থেকে-

ধন্যবাদ।