কিছু বেসিক Bengali to English Translation
(বাংলা থেকে ইংরেজি অনুবাদ)

Basic Conversation — প্রাথমিক কথোপকথন
শুভ সকাল! / সুপ্রভাত — Good Morning!
শুভ অপরাহ্ন! — Good Afternoon!
শুভ রাত্রি! — Good Night!
আপনি কেমন আছেন? / তুমি কেমন আছ? — How are you?
আপনি আজ কেমন আছেন? / তুমি আজ কেমন আছো? — How are you today?
আমি ভালো আছি, ধন্যবাদ। — I’m fine thank you.
আমি খুব ভালো আছি ধন্যবাদ। — I’m very well thanks.
তোমার নাম কি?/ আপনার নাম কি? — What’s your name?
আমার নাম জেরিন। — My name is Jerin.
আপনার বয়স কত? — How old are you?
আমার বয়স ২০ বছর। — I’m 20 years old.
আপনি কোথায় বাস করেন? — Where do you live?
আমি বাংলাদেশের ঢাকায় থাকি। — I live in Dhaka, Bangladesh.
আপনি কোথা থেকে এসেছেন? — Where do you come from?
আমি লন্ডন থেকে এসেছি। — I come from London.
তোমার জন্মদিন কবে? — When is your birthday?
আমার জন্মদিন ২৪শে আগস্ট। — My birthday is the 24th of August.
আপনার কতজন ভাই-বোন আছে? — How many brothers and sisters do you have?
আমার ১জন বড় ভাই এবং ২জন ছোট বোন রয়েছে। — I have got 1 big brother and 2 little sisters.
আমার ১জন বড় ভাই রয়েছে কিন্তু কোন বোন নেই। — I have 1 elder brother but no sister.
আমার কোন ভাই বা বোন নেই। — I don’t have any brothers or sisters.
আপনি কি বিবাহিত? — Are you Married?
হ্যাঁ আমি বিবাহিত — Yes, I am married.
তোমার পছন্দের রঙ কি? — What is your favorite color?
আমার প্রিয় রঙ গোলাপী। — My favorite color is pink.
তোমার প্রিয় খাবার কি? — What is your favorite food?
আমি কলা পছন্দ করি তবে আমি আমের ভক্ত। — I like bananas, but I love mangoes.
আপনি কোন খাবার পছন্দ করেন না? — What food don’t you like?
আমি চিপস অপছন্দ করি, তবে আমি চকোলেট একদম দেখতে পারি না। — I don’t like chips, but I hate chocolate!
আমি কি আপনার ইমেল এড্রেসটি পেতে পারি? — Can I have your email address?
আমি কি আপনার টেলিফোন নাম্বার পেতে পারি? — May I have your telephone number?
অবশ্যই, এটি 07 63 22 18 75 — Sure, it’s 07 63 22 18 75
তুমি কি ফেসবুক/ টুইটার/ স্কাইপি তে আছো? — Are you on Facebook / Twitter / Skype?
তোমার সাথে দেখা করে / পরিচিত হয়ে ভাল লাগলো। — It was nice to meet you.
আবার দেখা হবে৷ — See you later.
Tense অনুযায়ী বাক্যের বাংলা থেকে ইংরেজি অনুবাদ
আমরা বাংলাদেশে বাস করি। — We live in Bangladesh.
সূর্য পূর্ব দিকে উদিত হয়। — The sun rises in the east.
পাখিরা আকাশে ওড়ে। — Birds fly in the sky.
গোলাপের গন্ধ মিষ্টি। — The rose smells sweet.
তোমরা ভাগ্যবান। — You are lucky.
সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। — The sun sets in the west.
পৃথিবী গোলাকার। — The earth is round.
বিড়াল ইঁদুর মারে। — The cat kills mouse.
কামাল সত্য কথা বলে। — Kamal speaks the truth.
পদ্মা একটি বড় নদী। — The Padma is a big river.
বাঙালিরা সাহসী। — The Bengalis are brave.
মানুষ মরণশীল। — Man is mortal.
ইংরেজরা চতুর। — The English are clever.
সে ভালো ইংরেজি জানে। — He knows English well.
চন্দ্র উজ্জ্বল। — The moon is bright.
তিনি সম্মানী লোক। — He is an honorable man.
জেরিন বিদ্যালয়ে যায়। — Jerin goes to school.
গরু উপকারী জন্তু। — The cow is a useful animal.
রানা অঙ্কে দুর্বল। — Rana is weak in math.
চাকরটি বিশ্বাসী। — The servant is faithful.
ভাইকে ভালবাস। — Love your brother.
মা-বাবাকে মান্য কর। — Obey your parents.
লোকটি মিথ্যা কথা বলে। — The man tells a lie.
তিনি একজন কৃষক। — He is a farmer.
মৌমাছি ক্ষুদ্র পোকা। — Bee is a small insect.
ভোর হয়েছে। — It is morning.
সে (স্ত্রী) বুদ্ধিমতী। — she is intelligent.
সে খুব চালাক। — He is very clever.
জুয়েল একজন সৎ বালক। — Jewel is an honest boy.
তার দেরি হয়েছে। — He is late.
রবিবারে এসো। — Come on Sunday.
কিছুক্ষণ অপেক্ষা করো। — Wait for some time (a while).
ইহার একটি লেজ আছে। — It has a tail.
অভির একটি শার্ট আছে। — Auvi has a shirt.
পিঁপড়ার ছয়টি পা আছে। — The ant has six legs.
মার্কিনরা ধনী। — The Americans are rich.
বাঙালিরা কর্মঠ। — The Bengalis are active.
কাক একটি চালাক পাখি। — The crow is a clever bird.
আমি রোজ স্কুলে যাই। — I go to school everyday.
সে বোকা। — He is foolish.
এগুলো সবুজ। — These are green.
Present Continuous Tense
মা একটি গল্প বলছে। — Mother is telling a story.
কুকুরটি ঘেউ ঘেউ করছে। — The dog is barking.
তুলি একটি গান করছে। — Tuli is singing a song.
আমি একটি পাখি দেখিতেছি। — I am seeing a bird.
রহিম মাছ ধরিতেছে। — Rahim is catching fish.
আমি তোমার জন্য অপেক্ষা করছি। — I am waiting for you.
তুমি একটি চিঠি লিখছ। — You are writing a letter,
এখন বৃষ্টি হচ্ছে। — Now it is raining.
রোজী খাবার রান্না করছে। — Rosy is cooking food.
আমি তার সঙ্গে কথা বলছি। — I am talking with him,
মা পিঠা তৈরি করছে। — Mother is making cake.
জয় কাজ করছে। — Joy is working
হাঁসগুলো পুকুরে সাঁতার কাটছে। — The ducks are swimming in the pond.
আমি একটি চিঠি লিখছি। — I am writing a letter.
তারা মাছ ধরছে। — They are catching fish.
কিরন খেলা করছে। — Kiran is playing.
সূর্য অস্ত যাচ্ছে। — The sun is setting.
আমি চিঠি লিখছি। — I am writing a letter.
শিশুটি ঘুমাচ্ছে। — The baby is sleeping
সে একটা বই পড়ছে। — He is reading a book.
মেয়েটি নাচছে। — The girl is dancing.
বৃষ্টি পড়ছে/ হচ্ছে। — It is raining.
মা রান্না করছে। — Mother is cooking.
সে সত্য কথা বলছে। — He is speaking the truth.
Present Perfect Tense
আমি চিঠিটি লিখেছি। — have written the letter.
সে (স্ত্রী) একটি ছবি এঁকেছে। -she has dawn a picture.
তাহারা ভাত খেয়েছে। — They have eaten ice.
সে স্কুলে গিয়েছে। — He has gone to school.
আমি একটি বই কিনেছি — I have bought a book.
শামীম অঙ্কটি করেছে। — Shamim has done the sum.
তুমি মিথ্যা বলেছ। — You have told a lie.
তাহারা বাড়ি ফিরেছে। — They have retuned home.
আমরা তাকে সাহায্য করেছি। — We have helped him.
মা খাবার রান্না করেছেন। — Mother has cooked food.
আমরা দেরি করেছি। — We have made delay.
তুমি প্লেটটি ভেঙেছ। — You have broken the plate.
বাবা টাকা পাঠিয়েছে। — Father has sent money.
তারা চা পান করেছে। — They have drunk tea.
রুনা একটি গান গেয়েছে। — Runa has sung a song.
তুমি ভুল করেছ। — You have mistaken.
আমরা স্টেশনে পৌঁছেছি। — We have reached at the station.
সে ভাত খেয়েছে। — He has eaten rice.
আমি কাজটি করেছি। — I have done the work.
আমরা অঙ্কটা করিনি। — We have not done the sum.
তোমরা গোলমাল করনি। — You have not made a noise.
শিশুটি ঘুমায়নি। — The baby has not slept yet.
আমি এখনো চিঠিটা লিখিনি। — I have not written the letter yet.
আব্বা টাকা পাঠায়নি। — Father has not sent money.
মতিন এখনো পৌঁছায়নি। — Matin has not reached yet.
তুমি এখনো পড়া শেখনি। — You have not yet learnt you lesson.
আমি এখনো যাইনি। — I have not gone yet.
সে এখনো খায়নি। — He has not eaten yet.
শীত এখনো শুরু হয়নি। — Winter has not set in yet.
সে এখনো ঘুমায়নি। — He has not slept yet.
রানী এখনো বইটি কিনেনি — Rani has not bought the book yet.
আপনারা ব্যাপারটা বোঝেননি? — Have you not understood the matter?
তোমার বাবা কি টাকা পাঠিয়েছেন? — Has your father sent money?
তিনি কি আমাকে ডেকেছেন? — Has he called me?
তুমি কি খবরটি শুনেছ? — Have you heard the news?
আমরা কি দেরি করেছি? — Have we made delay?
তুমি কি কাজটা করেছ? — Have you done the work?
তুমি কি রহিমকে দেখেছ? — Have you seen Rahim?
তিনি কি চিঠিখানা পড়েছেন? — Has he read the letter?
তাহারা কি চা পান করেছে? — Have they drunk tea?
তিনি কি আমাকে ডেকেছেন? — Has he called me?
পুলিশ কি চোরটি ধরেছে?- Have the police caught the thief?
Present Perfect Continuous Tense
আমি দুই ঘণ্টা ধরে পড়ছি। — I have been reading for two hours.
সকাল থেকে বৃষ্টি হচ্ছে। — It has been raining since morning.
তিন ঘণ্টা ধরে বৃষ্টি হচ্ছে। — It has been raining for three hours.
সে তিন দিন ধরে জ্বরে ভুগছে। — He has been suffering from fever for three days.
সে রবিবার থেকে স্কুলে যাচ্ছে না। — He has not been going to school since Sunday.
সে পাঁচ বছর ধরে এই স্কুলে পড়ছে। — He has been reading in this school for five years.
আমি দশ বছর ধরে এখানে বাস করছি। — I have been living here for ten years.
সে কি রবিবার থেকে স্কুলে যাচ্ছে না? — Has he not been going to school since Sunday?