রাসায়নিক কিছু আবিষ্কার, আবিষ্কারক নাম, সাল এবং দেশ

[আবিষ্কার→ আবিষ্কারক→ সাল→ দেশ]

১. অক্সিজেন→ জোসেফ প্রষ্টলি→ ১৭৭৪→ যুক্তরাজ্য।

২. হাইড্রোজেন → হেনরি ক্যাভেন্ডিস→ ১৭৬৬→ যুক্তরাজ্য।

৩. ইলেকট্রন→ থমসন→ ১৮৯৭→ যুক্তরাজ্য।

৪. প্রোটন→ রাদারফোর্ড→ ১৯১৯→ যুক্তরাষ্ট্র।

৫. নিউট্রন→চ্যাডউইক→ ১৯৩২→ যুক্তরাজ্য।

৬. বৈদ্যুতিক কোষ→ আলেসান্দ্রো ভোল্টা→ ১৮০০→ ইতালি।

৭. ডিনামাইট→ আলফ্রেড বার্নার্ড নোবেল→ ১৮৬২→ সুইডেন।

৮. শুষ্ককোষ→ জর্জেস লেকল্যান্স→ ১৮৬৪ → ফ্রান্স।

৯. পারমাণবিক সংখ্যা→ মোসলে→ ১৯ ১৩→ যুক্তরাজ্য।

১০. আপেক্ষিক ভর → ডাল্টন→ ১৮০৩- ১৮ ০৫→ যুক্তরাজ্য।

 

 

🎯পিপিলিকা কখনো ঘুমায় না।
🎯মৌমাছি লাল রং দেখে না।
🎯হাতি দুঃখ পেলে কাঁদে।
🎯কুমির আনন্দ পেলে কাঁদে।
🎯ডলফিন এক চোখ বন্ধ করে ঘুমায়।
🎯সিংহ মোরগের ডাকে ভয় পায়।
🎯উট তার উপর জুলুমকারীকে ভুলে না।
🎯জিরাফ দৈনিক মাত্র ৯ মিনিট ঘুমায়, তাও আবার তিন ধাপে।
🎯বিচ্ছুর আশেপাশে যদি আগুন জ্বালানো হয় তাহলে সে নিজেই নিজের মাথায় হুল ফোটায়।
🎯নাশপাতি বৃক্ষ তিনশত বছর পর্যন্ত ফল দিতে পারে।
🎯মানুষের মৃত্যুর পর তার দিল ১০ মিনিট, মস্তিষ্ক ২০ মিনিট, চোখ ৪ ঘন্টা, চামড়া ৫ দিন, হাড় ৩০ দিন জীবিত থাকে।

 

 

________________________________________

শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.compuartsdigital.com
________________________________________

এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের জন্য 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 1

এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 2


header-2আপনার প্রতিষ্ঠানের জন্য ওয়েব সাইটটি পূর্ণাঙ্গরূপে তৈরি করতে
যোগাযোগ করতে পারেন উপরের ঠিকানায ক্লিক করে।


====================================================================
কম্পিউটার সম্পর্কিত সাধারণ কিছু প্রশ্নোত্তর।
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . . ====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে ====================================================================
একহাজার . . . একটি টিপস ====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে। ====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১ ====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ২ ====================================================================