আসুন জানি নতুন কিছু , যা অনেকেই জানেননা !!!
২) কোকা কোলা প্রথমে সবুজ ক্যানে ছিল কারণ কোকা পাতা যা থেকে এটি তৈরী হত সেটি সবুজ ছিল!
৩) একটা ভাসমান মেঘের ওজন কয়েক মিলিয়ন পাউন্ড পর্যন্ত হতে পারে৷
৪) অলিম্পিক এর পতাকার রংগুলো থেকে যেকোনো একটি রং হলেও প্রতিটি দেশের পতাকায় আছে।
৫) বৃহস্পতি গ্রহে ডায়মন্ডের বৃষ্টি হয়৷ আসলে আপনি গরিব নয়, একটি ভুল গ্রহে জন্মিয়েছেন৷
6) প্রতিটি মাহাদেশের নাম যেই বর্ণ দিয়ে শুরু হয় সেই বর্ণ দিয়েই শেষ হয়, যেমন Asia, America, Europe, Australia,,,,
7) আপনি যদি ১ সেন্ট (০.০১$) থেকে জমানো শুরু করেন ও প্রতিদিন তা দিগুণ হাড়ে বাড়তে থাকে তাহলে মাত্র ২৭ দিনে আপনি মিলোনিয়ার হয়ে যাবেন৷
৮) স্ট্রবেরি একমাত্র ফল যার বীজ বাহিরে গায়ে লেগে থাকে৷
৯) দাবায় প্রতিটি সাইডে প্রথম চারটি চাল দেয়ার 318,979,564,000 টি পথ রয়েছে!
১০) একটা শূকরের জন্য আকাশের দিকে তাকানো শারীরিক গঠনগতভাবে অসম্ভব
১১) মোনালিসার ছবিতে কোনো ভ্রু নেই!
ধন্যবাদ স্ক্রলিং করার জন্য৷
Leave A Comment