অবাক করা কিছু তথ্য
১/ আপনি কি জানেন? পাখিদের কখনোই কোনো ঘাম হয় না, এমনকি শত পরিশ্রমেও নয় ৷
২/ জলহস্তী জলে ডুবে থাকা অবস্থাতেও দেখতে শুনতে ও নিশ্বাস গ্রহন ও ত্যাগ করতে পারে ৷
৩/ শামুকের দেহে শব্দ উৎপাদনকারী কোন অঙ্গ থাকে না বলে এরা কোন শব্দ তেরি করতে পারে না ৷
৪/ সাগরে বসবাসকারী সাপের লেজ বৈঠার মতো চ্যাপ্টা থাকে, যেনো এরা খুব সহজেই চলাফেরা করতে পারে ৷
৫/ রেগে গেলে গাধা পেছনের পা দুটো শুন্যে তুলে শত্রুকে লাথি মারে, সাবধান আপনি শত্রু হতে যাবেন না, তাছাড়া গাধার শত্রু হয়েই বা কি লাভ।
৬/ শিশুর কান্নায় চোখে কোন অশ্রু সৃষ্টি হয় না, কারন তখনো চোখে অশ্রু সৃষ্টিকারী কোষ বা গ্রন্থিসমুহ তেমনভাবে গঠিত হয়নি।
৭/ জন্মগ্রহনের কতদিন পর একটি শিশুর দাত উঠে সবাই বলতে পারবেন তাই না,কিন্তু অবাক করার বিষয় প্রতি ২০০০ জন শিশুর মধ্যে ০১ জন দাত সহ জন্ম নেয়।
৮/ বিশ্বের সব মহাদেশের নামের আদ্যাক্ষর এবং শেষ অক্ষর একই AsiA. EuropE. AustraliA. AmericA. AntacticA.
৯/ পাইন ট্রি গাছের শিকড় ত্রিশ মাইল পর্যন্ত লম্বা হতে পারে !!!
১০/ হাতি নিজের শুড়ে প্রায় দুই গ্যালনের মতো পানি ধরে রাখতে পারে।
১১/ জলহস্তি দম বন্ধ করে ৩০ মিনিট থাকতে পারে।
১২/ পিপড়া নিজের ওজনের চেয়েও ৯ গুন বেশি ওজন বহন করতে পারে।
১৩/ ডলফিন এক চোখ খোলা রেখে ঘুমায় আর পিপড়া কখনো ঘুমায় না।
১৪/ বর্ণহীন রক্ত প্রাণী তেলাপোকা।
১৫/ মাথা ছাড়া তেলাপোকা ৯ দিন বাঁচতে পারে।
________________________________________
কোন ফলে কোন এসিড
১.লেবু → সাইট্রিক এসিড
২.আপেল → ম্যালিক এসিড
৩.তেঁতুল → টারটারিক এসিড
৪.পেয়ারা → এসকরবিক এসিড
৫.আমড়া → এসকরবিক এসিড
৬.টমেটো → ম্যালিক এসিড
৭.কমলা → এসকরবিক এসিড
৮.কামরাঙ্গা →এসকরবিক এসিড
৯.আমলকি → অক্সালিক এসিড
১০.আঙ্গুর → টারটারিক এসিড
________________________________________
জেনে নিনঃ
১ পক্ষ = ১৫ দিন
১ মাস = ২ পক্ষ
১ মাস = ৪ সপ্তাহ
১ মাস = ৩০ দিন
১ ঋতু = ২ মাস = ৪ পক্ষ = ৮ সপ্তাহ = ৬০ দিন
১ বছর = ১২ মাস = ২৪ পক্ষ =
৩৬৫ দিন = ৫২ সপ্তাহ
১ অধিবর্ষ = ৩৬৬ দিন
১ যুগ = ১২ বছর ;
১ অর্ধযুগ = ৬ বছর;
১ অর্ধ-শতাব্দী = ৫০ বছর ;
১ শতাব্দী = ১০০ বছর
১ কুড়ি = ২০টি
১ রিম = ২০ দিস্তা = ৫০০ তা
১ ভরি = ১৬ আনা ;
১ আনা = ৬ রতি
১ গজ = ৩ ফুট = ২ হাত
১ কেজি = ১০০০ গ্রাম
১ কুইন্টাল = ১০০ কেজি
১ মেট্রিক টন = ১০ কুইন্টাল = ১০০০ কেজি
১ লিটার = ১০০০ সিসি
১ মণ = ৪০ সের
১ বিঘা = ২০ কাঠা( ৩৩ শতাংশ) ;
১ কাঠা = ৭২০ বর্গফুট (৮০ বর্গ গজ)
________________________________________
জমজম কূপ সম্মন্ধে কিছু জানা-অজানা তথ্য
১) আল্লাহ তা’লার অসীম কুদরতে ৪০০০ বছর পূর্বে সৃষ্টি হয়েছিল।
২) পানির স্বাদ পরিবর্তন হয়নি, জন্ম নেয়নি কোন ছত্রাক বা শৈবাল।
৩) সারাদিন পানি উত্তোলন শেষে, মাত্র ১১ মিনিটেই আবার পূর্ণ হয়ে যায় কূপটি।
৪) এই কূপের পানি কখনও শুকায়নি, সৃষ্টির পর থেকে একই রকম আছে এর পানি প্রবাহ। এমনকি হজ্ব মৌসুমে ব্যবহার কয়েক গুন বেড়ে যাওয়া সত্বেও এই পানির স্তর কখনও নিচে নামে না ।
৫) সৃষ্টির পর থেকে এর গুনাগুন, স্বাদ ও এর মধ্যে বিভিন্ন উপাদান একই পরিমাণে আছে।
৬) এই কূপের পানির মধ্যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্ট এর পরিমাণ অন্যান্য পানির থেকে বেশী, এজন্য এইপানি শুধু পিপাসা মেটায় তা না, এই পানি ক্ষুধাও নিবারণ করে ।
৭) এই পানিতে ফ্লুরাইডের পরিমাণ বেশী থাকার কারণে এতে কোন জীবানু জন্মায় না ।
৮) এই পানি পান করলে সকল ক্লান্তি দূর হয়ে যায় ।
________________________________________
1 মিলিয়ন = 10 লক্ষ
1 মাইল = 1.61 কি.মি ;
1 কি.মি. = 0..62
1 ইঞ্চি = 2.54 সে..মি ;
1 মিটার = 39.37 ইঞ্চি
1 কে.জি = 2.20 পাউন্ড ;
1 সের = 0.93 কিলোগ্রাম
1 মে. টন = 1000 কিলোগ্রাম ;
1 পাউন্ড = 16 আউন্স
1 গজ= 3 ফুট ;
1 একর = 100 শতক
1 বর্গ কি.মি.= 247 একর
Leave A Comment