এসএসসির ফলাফল প্রকাশ করতে যাচ্ছে সারা দেশের সকল শিক্ষাবোর্ড সমূহ।

৩১ মে ২০২০ রোববার সারাদেশে অনুষ্ঠিত হয়ে যাওয়া এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ হবে। বেলা ১২টায় এসএসসি ও সমমানের সকল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। প্রত্যেক শিক্ষাবোর্ডগুলো তার নিজ ওয়েবসাইটে ফল প্রকাশ করবে। শিক্ষার্থীরা রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে।

SSC2020

নিম্নোক্ত ওয়েবসাইট সমূহ থেকেও সকল শিক্ষার্থীরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার স্তর, শিক্ষাবোর্ডের নাম এবং পরীক্ষার সাল উল্লেখ করে ফলাফল জানতে পারবে-

১) এডুকেশন বোর্ড রেজাল্ট (www.educationboardresults.gov.bd)

২) ই-বোর্ড রেজাল্ট (www.eboardresults.com)

সকাল ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল মিটিং -এর মাধ্যমে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে পরীক্ষার ফলাফল ও পরিসংখ্যান প্রকাশ করবেন বলে জানা গেছে।

করোনার কারণে এবছর এসএমএস -এর মাধ্যমে পূণঃ-রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীদের ফলাফল জানিয়ে দেয়া হবে। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল পেতে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত  ১১ লাখ ৩৩ হাজার ৩৩১ জন শিক্ষার্থী প্রি-রেজিস্ট্রেশন করেছে।

আরো পড়ুন- সবার আগে এসএসসির ফলাফল পেতে প্রি-রেজিস্ট্রেশন করবেন যেভাবে।

শিক্ষা মন্ত্রনালয় থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনেই শিক্ষার্থীদের ফল সংগ্রহ করতে বলা হয়েছে। এই পরিস্থিতে কোনো অবস্থাতেই শিক্ষা প্রতিষ্ঠান সমূহতে ফলাফল প্রকাশের দিন গণ জমায়েত করতে নিষেধ করা হয়েছে। ৩১ মে ২০২০ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফলাফলের হার্ডকপি সরবরাহ করা হবেনা। তবে প্রতিষ্ঠান প্রধানগন EIIN ইনপুট করে এই ওয়েব সাইট (www.mail.educationboardresults.gov.bd) থেকে প্রতিষ্ঠান অনুযায়ী ফলাফল ডাউনলোড করে নিতে কিংবা দেখতে পারবেন-

এসএমএসের মাধ্যমে ফলাফল পেতে-

মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC অথবা Dakhil লিখে একটি দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিনটি অক্ষর লিখে আবার একটি দিয়ে প্রার্থীর রোল নম্বর, তারপর আরো একটি দিয়ে ২০২০ লিখে পাঠিয়ে দিন ১৬২২২ নম্বরে (চার্জ প্রযোজ্য) ।

প্রতিটি শিক্ষাবোর্ডের প্রথম তিন অক্ষর-

1. BARISHAL BOARD: BAR
2. DHAKA BOARD: DHA
3. CHITTAGONG BOARD: CHI
4. COMILLA BOARD: COM
5. DINAJPUR BOARD: DIN
6. JESSORE BOARD: JES
7. MADRASAH BOARD: MAD
8. MYMENSINGH BOARD: MYM
9. RAJSHAHI BOARD: RAJ
10. SYLHET BOARD: SYL
11. TECHNICAL/VOCATIONAL BOARD: TEC

আগামী ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত এসএমএসের মাধ্যমে বোর্ডসমূহতে ফল পূণঃ নিরীক্ষার আবেদন করতে পারবে শিক্ষার্থীরা।

বিস্তারিত আরোও দেখতে- ক্লিক করুন এখানে।

AliDropship is the best solution for drop shipping________________________________________

শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.compuartsdigital.com
________________________________________


====================================================================
সকল সংবাদপত্রগুলির লিংক
====================================================================
প্রয়োজনীয়, জরুরি, গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ নম্বরের লিংক
====================================================================
শুধুমাত্র মহিলাদের জন্য, পুরষরা উঁকি দিতে চেষ্টা করবেন না . . . ২
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১