বাংলাদেশের মোট কৃষি জমির পরিমাণ ৮০ লক্ষ হেক্টর। (https://bit.ly/2W8VZdw)
 
এক চট্টগ্রামের মীরসরাইয়ে ভারতের জন্য অর্থনৈতিক অঞ্চলে অধিগ্রহণ করা হচ্ছে ৩০ হাজার একর জমি। (https://bit.ly/2EKA2M8)
এ রকম দেশে মোট ১০০টি অর্থনৈতিক অঞ্চল হবে। সবগুলো মীর সরাইয়ের মত বড় না হলেও চতুপার্শ্বে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড ও শিল্প-কারখানার বিস্তৃতির আকার মিলিয়ে প্রতিটির আকার ২০-২৫ হাজার একর বা তার কমবেশি হতে পারে।
তাহলে ১০০টি অর্থনৈতিক অঞ্চলে মোট জমি লাগবে ২৫ লক্ষ একর। কথা হলো এই জমিগুলো কোথা থেকে আসবে ?
৬৪ জেলাতে নতুন করে জমি সৃষ্টি হচ্ছে না, কৃষি জমি কেড়েই শিল্পাঞ্চল বানানো হবে।
 
এক মীরসরাইয়ে জমিহারা হবে ৩৫ হাজার কৃষক পরিবার। (https://bit.ly/2KjnnU1)
 
এদের থেকে সন্ত্রাসী কার্যকলাপ করে নামমাত্র মূল্যে জমি কেড়ে নিচ্ছে সরকার দলীয় সন্ত্রাসীরা। নষ্ট করছে কৃষি জমি ও পুকুর। https://youtu.be/7vwxPmpHzPE)
 
আমরা এখন দেখছি-
কৃষকের ধানের দাম কমিয়ে দেয়া হচ্ছে,
বিভিন্ন কৃষিপণ্যের বাজার ষড়যন্ত্রমূলকভাবে শেষ করে দেয়া হচ্ছে ।
কিন্তু কেন হচ্ছে ?
মূল কারণ- কৃষক যেন তার পেশা ছেড়ে দেয়। নতুন পেশার যাওয়ার চিন্তা করে।
জরিপ বলছে বর্তমান পরিস্থিতিতে ৬৫% কৃষক পেশা ছেড়ে দিতে চাইছে (https://bit.ly/2KjnnU1)
শেখ হাসিনা বিদেশী ব্যবসায়ীদের সামনে গিয়ে স্পষ্ট করে বলেছেন,
“আমরা কৃষি থেকে শিল্পের দিকে যাচ্ছি, আপনারা আসুন”
(https://bit.ly/2HOm1Pj)
 
তারমানে বর্তমান সরকারের পলিসি হচ্ছে দেশী কৃষি শেষ করে বিদেশী শিল্প-কারখানা নিয়ে আসা।
আমাদের লোভ দেখানো হচ্ছে, “অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠিত হলে, কোটি লোকের কর্মসংস্থান হবে”।(https://bit.ly/2Wjux1U)
এই লোভে আমরা বাংলাদেশে বিদেশী অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠাকে স্বাগত জানাচ্ছি।
কিন্তু সেই অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করতে গেলে কত কোটি লোক বেকার হবে, তার হিসেব কি করে দেখেছি ?
 
ভয়ের কারণ হচ্ছে,
বাংলাদেশে একদিনে সব কৃষি জমি শেষ হবে না,
আবার একদিনে এতগুলো অর্থনৈতিক অঞ্চলও প্রতিষ্ঠা হবে না।
হয়ত ১০ বছরে কৃষি জমি শেষ হবে, আর সামনের ১০ বছরে অর্থনৈতিক অঞ্চলগুলো প্রতিষ্ঠা হবে।
কথা হলো কৃষক শেষ হওয়ার ১০ বছর এবং বিদেশী অর্থনৈতিক অঞ্চল বানানোর ১০ বছর, এই ২০ বছর বাংলাদেশের মানুষ কি করবে ? কি খাবে ? তাদের অর্থনীতি কিসের উপর নির্ভর হবে ?
 
কিছুদিন আগে এক প্রতিবেদনে বলা হয়,
আগামী ১০ বছরে বাংলাদেশে বিলুপ্ত হতে পারে কৃষিজমি, তখন দেশে তৈরী হতে পারে খাদ্য সংকট বা দুর্ভিক্ষ। (https://bit.ly/2QDhWAj)
 
ছোট বেলায় শুনেছিলাম, অনেক শাসক নাকি বিদেশীদের কাছে দেশ বিক্রি করে দেয়।
তখন বুঝতাম না, দেশ তো কোন পণ্য নয় যে, মার্কেটে গিয়ে বিক্রি করে দিবে !
কিন্তু এখন বোঝা যাচ্ছে, দেশী উৎপাদককে ধ্বংস করে টাকার বিনিময়ে বিদেশী উৎপাদকের কাছে দেশের জমি বিক্রি করাটাই তো আসল দেশ বিক্রি। তবে দেশী উৎপাদক ধ্বংস এবং বিদেশী উৎপাদক নিয়ে আসা, এর মধ্যে যদি ২০ বছর তফাৎ হয়, তবে ততদিনে বাংলাদেশের মানুষগুলো আফ্রিকার মত হাড্ডিসার হয়ে যাবে। তখন খুব কমমূল্যে বাংলাদেশে দাস কিনতে পারবে বিদেশী কোম্পানিগুলো। অর্থাৎ দেশের জমিও বিক্রি হবে, দেশের জনগণও দাস হিসেবে বিক্রি হবে। অন্তত হিসেব নিকেষ তাই বলছে।
 
 
==================
ব্যাকআপ পেইজ-
http\://bit.ly/2y3086J
——————————–
ওয়েবসাইট-
http\://bit.ly/2zyNAoR
——————————–
মূল পেইজ-
http\://bit.ly/2xkma5m
——————————–
ফেসবুক পেইজ কোড-
249163178818686
==================
 
 
http://bit.ly/2Z2UNug

AliDropship is the best solution for drop shipping

________________________________________

শেয়ার করতে পারেন।
ধন্যবাদ
www.compuartsdigital.com
________________________________________

ডিজিটাল কন্টেন্ট ফ্রী সংগ্রহ করতে চাইলে যোগাযোগ করুন- 01711 353 363

এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের জন্য টিপস / সমাধান সহ 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 1

এ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণার্থীদের জন্য টিপস / সমাধান সহ 418 পৃষ্ঠার প্রশিক্ষণ ম্যানুয়াল- 2


header-2আপনার প্রতিষ্ঠানের জন্য ওয়েব সাইটটি পূর্ণাঙ্গরূপে তৈরি করতে
যোগাযোগ করতে পারেন উপরের ঠিকানায ক্লিক করে।


====================================================================
সকল সংবাদপত্রগুলির লিংক
====================================================================
প্রয়োজনীয়, জরুরি, গুরুত্বপূর্ণ কিছু যোগাযোগ নম্বরের লিংক
====================================================================
শুধুমাত্র মহিলাদের জন্য, পুরষরা উঁকি দিতে চেষ্টা করবেন না . . . ২
====================================================================
অভ্র বা বিজয় সফটওয়্যার ব্যবহার করে ইন্টারনেট জগতে অতি সহজে বাংলা লেখার উপায় . . .
====================================================================
যারা অভ্রতে লেখেন তারা ক্লিক করতে পারেন লিংকটিতে
====================================================================
একহাজার . . . একটি টিপস
====================================================================
ঘুরে আসুন ইন্টারনেটের অন্ধকার দুনিয়ার ডীপ ওয়েব, ডার্ক ওয়েব সাইটগুলো থেকে।
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ১
====================================================================
ইংরেজি বিষয় সহ জেনে নিন প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ২
====================================================================
জেনে নিন ইংরেজি সহ প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ৩
====================================================================
জেনে নিন ইংরেজি সহ প্রয়োজনীয়, গুরুত্বপূর্ণ, মজার কিছু তথ্য . . . ৪
====================================================================

 

AliDropship is the best solution for drop shipping